News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয় গুলোকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা যায়। শিক্ষার মান, ল্যাব সুবিধা,হল সুবিধা সহ সব দিক বিবেচনায় -

ক্যাটাগরি -A(অনেক আগে প্রতিষ্ঠিত,সুযোগ সুবিধা ভালো)

১)শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট
২)খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা
৩)যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,যশোর
৪)নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী।
৫)হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,দিনাজপুর
৬)মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,টাঙ্গাইল
৭)ইসলামি বিশ্ববিদ্যালয়,কুষ্টিয়া
৮)জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা

ক্যাটাগরি--B (ভালো বিশ্ববিদ্যালয়  তবে এখনো বিভিন্ন দিকে উন্নতি প্রয়োজন)

৯)কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা
১০)পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,পটুয়াখালী
১১)বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর
১২)বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ
১৩)বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল
১৪)জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
১৫)পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা

ক্যাটাগরি- C( নতুন বিশ্ববিদ্যালয়, অবকাঠামো সহ সার্বিক উন্নয়ন হতে সময় লাগবে)

১৬) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর
১৭)রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৮)বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়
১৯)শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়,নেত্রকোনা
২০)রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,সিরাজগঞ্জ
২১)চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
২২)বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়

কোনো বিশ্ববিদ্যালয় খারাপ নয় তবে সার্বিক বিবেচনায় একটা ক্যাটাগরি করা যায়।কিছু বিশ্ববিদ্যালয় কিছু সাবজেক্ট এর জন্য ভালো।

নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো সেভাবে সুবিধা গড়ে উঠেনি তবে কোনোভাবেই শিক্ষার মান কম বলা যায় না।

💠NewsZone
40👏8🤯4
বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর গেজেট প্রকাশিত!

💠NewsZone
73🤯36🔥14🫡5😢4❤‍🔥2🎉2💯2🥰1😇1
দেশের ৫৩-তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে
'বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়' এর যাত্রা শুরু হল;

ভর্তি শুরু হতে পারে এই শিক্ষাবর্ষ থেকেই।

💠NewsZone
144🤯30🥰10👏10🔥8😍6❤‍🔥4🎉4
HSC-22

GST

💠NewsZone
17😢5🔥2👏21🫡1
HSC-22

GST

এখন পর্যন্ত প্রাথমিক সার্কুলার দেওয়া বাকি আছে ৫টা বিশ্ববিদ্যালয়ের:-

1) Jagannath University
2) Sheikh Hasina University
3)Bangabandhu Sheikh Mujibur Rahman University
4) Rabindra University
5) Chandpur Science and Technology University


💠NewsZone
🫡26👏3🎉3
সবাই পিন ম্যাসেজ চেক করবে সবসময়।
আর এবার যেহেতু আগে নোটিশ দিয়ে দিয়েছে, সেই হিসেবে প্রস্তুুতি নাও।
🔥18🫡3
The countdown has just begun

ভর্তি পরীক্ষার বাকি-

CU - ৬ দিন
RU -১৯ দিন
GST- ২৪ দিন
JU- ৩৭ দিন

💠NewsZone
😢22941🤝4🫡4👏3🤯32🥰2🎉1😍1
HSC:22

DU

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের সিট প্লান প্রকাশিত।

💠NewsZone
32🫡4😢3🔥2👏2
HSC-22

DU

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাল 'ক' ইউনিটের পরীক্ষায় আসনপ্রতি লড়বে ৬৯ জন।

💠NewsZone
😢100🤯35🫡297👏7🔥5🥰54🤩4😇4🤝3
HSC-22

GST

গুচ্ছতে যুক্ত হচ্ছে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

💠NewsZone
229🔥26🫡22👏12🤯9🤗9😢54😍4🤝4🥰3
HSC-22

GST


GST গুচ্ছভুক্ত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত প্রাথমিক বিজ্ঞপ্তি প্রকাশিত


💠NewsZone
21
HSC-22

GST

এখন পর্যন্ত প্রাথমিক সার্কুলার দেওয়া বাকি আছে ৩টা বিশ্ববিদ্যালয়ের:-

1) Jagannath University
2)Bangabandhu Sheikh Mujibur Rahman University
3) Rabindra University



💠NewsZone
40🫡9🎉1
CSTU Admission Prospectus 2022-2023.pdf
281.7 KB
HSC:22

CSTU

চাবিপ্রবি এর সার্কুলার প্রকাশিত।

💠NewsZone
8🎉4
ব্রেকিং নিউজ

ঘূর্ণিঝড়ের কারণে স্হগিত হতে পারে এসএসসি পরীক্ষা।

💠NewsZone
😢87🤯12🔥6
202😍22😢19🫡5👏4❤‍🔥2🥰2🤯2🎉2🤝1🤗1
209🫡48🔥18❤‍🔥14🥰4🤯4🎉1
আজকের ঢাবি ক ইউনিটের ভর্তি পরীক্ষার কিছু খন্ডচিত্র

💠NewsZone
🤯4816😢5👏4🔥21
আপনি দুইশ টাকার একটা পণ‍্য কিনতে গেলেও কয়েকটা দোকান যাচাই করেন। তারপর পছন্দ হলে কেনেন। কেনার পরও যদি ভালো না লাগে, তাহলে ফেরতের সুযোগ থাকে। কিংবা বদলাতে পারেন।

অথচ, বিশ্ববিদ‍্যালয়ে চার-পাঁচ বছর ধরে একটা বিষয় পড়বেন, সেটা যাচাই বাছাইয়ের কোন সুযোগ নেই। বিশ্ববিদ‍্যালয়ে ভর্তির সময়ই একটা ডিপার্টমেন্টের সাথে চুক্তিবদ্ধ হয়ে যেতে হয়। যে বিষয়ে পড়বেন, সেই বিষয়ের একটা বই খুলার আগেই আপনাকে চুক্তি করতে হয় যে সেটা নিয়ে পাঁচ বছর পড়বেন। পড়তে গিয়ে যদি ছয় মাস পর মনে হয়, সেটা আপনার জন‍্য না—তাহলে আর সে বিষয় বদলানোর সুযোগ নেই। ফলে, বেশিরভাগ স্টুডেন্ট তার স্টাডিকে উপভোগ করতে পারে না। একটা সনদ নেয়ার অপেক্ষায় দিন গুণে।

বিয়ে করে ডিভোর্স দেয়া সম্ভব, কিন্তু জ্ঞানার্জন করতে গিয়ে ভালো না লাগলে কোন বিকল্প ব‍্যবস্থা নেই! —কী ভয়ংকর! তাহলে এস্ট্রোফিজিক্স পড়া স্টুডেন্ট ব‍্যাংকে চাকরি করবে না তো মহাকাশে যাবে?

এটা যে মূলত মেধাকে ধ্বংস করে, দুনিয়ার বহু দেশ আগেই উপলব্ধি করেছিলো। তাই তারা ভিন্ন নিয়মে চলছে। উন্নত দেশগুলোতে স্টুডেন্টরা নিদির্ষ্ট কোন ডিপার্টমেন্টে চুক্তিবদ্ধ হয় না। ব‍্যাচেলর করার সময় তারা অনেকগুলো কোর্স করার সুযোগ পায়। কোর্স করার সময় উপলব্ধি করে কোনটা পড়তে বেশি ভালো লাগে। তারপর ব‍্যাচেলরের তৃতীয় বা চতুর্থ বর্ষে গিয়ে সেই বিষয়ের উপর এডভান্স কোর্স করে। তারা ব‍্যাচলর ডিগ্রি নেয় এবং এক বা একাধিক বিষয় তাদের মেজর থাকে।

এতে করে ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ারেও যদি কোন স্টুডেন্ট মনে করে যে তার ফিজিক্স ভালো লাগে না কিন্তু তুলনামূলক বায়োকেমেস্ট্রি বেশি ভালো লাগে, তাহলে সে বায়োকেমেস্ট্রি মেজর নিয়ে ডিগ্রি নেয়। এ ধরণের নিয়ম দেশের প্রাইভেট ইউনিভার্সিটিতে আছে। কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে নেই। অনেকের যুক্তি হলো, জনবহুল দেশে, এতো স্টুডেন্টদের নিয়ে এই নিয়ম করা কঠিন! —খুবই অদ্ভুত যুক্তি! মনে হচ্ছে দুনিয়ার আর কোন দেশের ইউনিভার্সিটিগুলোতে আমাদের মতো এতো সংখ‍্যক স্টুডেন্ট নেই।

যুগের পর যুগ উচ্চশিক্ষায় একটা নন-প্রোডাক্টিভ নিয়ম চালু থাকবে, অথচ সেটা আমরা বদলাবো না। জ্ঞানকে কতোটা জোরজবড়দস্তি করে রেখেছি—তার উৎকৃষ্ট উদাহরণ সম্ভবত এটাই।

জ্ঞানার্জনে যদি স্বাধীনতা না থাকে, সেই জ্ঞানার্জনে কোন আনন্দই থাকে না। যে জ্ঞানার্জনে আনন্দ নেই, সে জ্ঞান জাতি গঠণে খুব বেশি ভূমিকা রাখতে পারে না। যেটার নমুনা সমাজে তাকালেই দৃশ্যমান।
………………………..
RAUFUL ALAM

💠NewsZone
😢10244🔥25👏113🫡1
HSC:22

GST

গুচ্ছ খ (মানবিক) ইউনিট এর প্রবেশ পত্র ডাউনলোড করার সময় শেষ হচ্ছে আজ।

💠NewsZone
12🥰3😢3