News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের C ইউনিটে এবার আসন বিভক্ত থাকছে না; অর্থাৎ সবার জন্য উন্মুক্ত। সাইন্স, আর্টস, কর্মাস যারাই মেধা তালিকা অনুসারে প্রথমে থাকবে তারাই ভর্তি হতে পারবে। কর্মাসের জন্য আলাদা কোন আসন বরাদ্ধ থাকবেনা।
😍70😭18🔥8😱7👌75😢4🤩2
Chapter Wise পরীক্ষা দেওয়ার অন্যতম Best Platform হলো Exam Mate Bot

এখানে পরীক্ষার্থীদের সংখ্যা 1k কিংবা 2k না,7k+ পর্যন্ত ক্রস করেছে ।

এছাড়া সাথে থাকছে Web App System🔥
🤖Bot Link:Click Here

🧿User Guide:Click Here
❤‍🔥165🤯1😐1
Fun_Fact

৭ মার্চের আগে সবাই শহীদ 🙂

1 March - DU , Dental
2 March - CU
4 March - CKRUET
5 March - RU

💠 NewsZone
😢114🫡21🔥8👏8🤯8😐85💔5🕊2😨2🆒2
HSC-23

টাইমলাইন (ডিসেম্বর-২৩ - মার্চ-২৪)

🟩 আবেদন শেষ

▪️ঢাকা বিশ্ববিদ্যালয় - ৫ জানুয়ারি
▪️বিইউপি - ৪ জানুয়ারি
▪️মেরিটাইম বিশ্ববিদ্যালয় - ১১ জানুয়ারি
▪️রাজশাহী বিশ্ববিদ্যালয় (প্রাথমিক) - ১৭ জানুয়ারি
▪️মেডিকেল - ২৩ জানুয়ারি
▪️চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় - ১৮ জানুয়ারি

🟩 আবেদন শুরু

▪️মেরিটাইম বিশ্ববিদ্যালয় - ২৪ ডিসেম্বর
▪️চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় - ৪ জানুয়ারি
▪️রাজশাহী বিশ্ববিদ্যালয় (প্রাথমিক) - ৮ জানুয়ারি
▪️মেডিকেল - ১০ জানুয়ারি

🟩 ভর্তি পরীক্ষা

▪️বিইউপি - ১৯ ও ২০ জানুয়ারি
▪️ঢাকা বিশ্ববিদ্যালয় - ২৩,২৪ ফেব্রুয়ারি, ১ ও ৯ মার্চ
▪️মেরিটাইম বিশ্ববিদ্যালয় - ২ ও ৩ ফেব্রুয়ারি
▪️মেডিকেল - ৯ ফেব্রুয়ারি
▪️রাবি - ৫, ৬ ও ৭ মার্চ
▪️চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় - ২, ৩, ৪, ৬, ৯, ১৬ মার্চ
▪️প্রকৌশল গুচ্ছ - ৪ মার্চ

© Admission Informer

💠 NewsZone
😢61🔥25❤‍🔥10🤯7👌6🫡5👏4😐3😭32🤩2
HSC-23

CU

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের C ইউনিটে এবার আসন বিভক্ত থাকছে না; অর্থাৎ বিজ্ঞান, ব্যবসায়ে শিক্ষা ও মানবিকের জন্য আলাদা আলাদা সিট বরাদ্দ থাকছে না; মেধাক্রম অনুযায়ী বিষয় পাবে।
বাণিজ্য বিভাগের ৩২০ টি, বিজ্ঞান বিভাগের ২৫৬ টি এবং মানবিক বিভাগের ৩২ টি আসন।


সি ইউনিটে ইংরেজি,IQ এবং গনিত থেকে প্রশ্ন করা হবে

💠 NewsZone
😢31💯5❤‍🔥4😱42
এবার যেহেতু পরীক্ষার ডেইট গুলো একদম কাছাকাছি।
আর শুরু হচ্ছে ঢাবি দিয়ে,তাই এর পরের পরীক্ষাগুলোর কথা চিন্তা করে সেভাবে কেন্দ্র নির্বাচন করতে হবে যাতে সহজে মুভ করা যায়।

💠 NewsZone
😢3822💯6
যারা আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠবে,তারা স্কোর কার্ড দেখে ভাববে 'ওমা! নিউজিল্যান্ড ৯৮ রানে অল আউট হয়ে গেলো কিভাবে? বাংলাদেশ ৯ উইকেটে জিতে গেলো কিভাবে? কি খেলা টাই না মিস করলাম!'

আসলেই! নিউজিল্যান্ডের মাটিতে ৯ উইকেটে জিতা সহজ কথা না! নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথম ওয়ান ডে জয়!

💠 NewsZone
❤‍🔥213🔥27😱1913🎉8👌7🥰3💔3👏2😍2😐2
HSC-23

BUET

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ২ মার্চ আয়োজন করা হতে পারে। চলতি সপ্তাহের শেষ দিকে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভায় এ তারিখ চূড়ান্ত করা হতে পারে বলে জানা গেছে।


নাম অপ্রকাশিত রাখার শর্তে বুয়েটের একটি বিভাগের অধ্যাপক বলেন, ‘মার্চে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রয়েছে। আমরা এমনভাবে তারিখ নির্ধারণ করতে চাই যেন একটি ভর্তি পরীক্ষার সাথে আরেকটি কোনোভাবে সম্পৃক্ত না হয়। সেজন্য অনেক ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেওয়া হবে।"

💠 NewsZone
😐54😍16😢7👌6🔥5❤‍🔥4👏4🕊3🥰2🆒1
HSC-23

MEDI

নাম অপ্রকাশিত রাখার শর্তে মেডিকেল ভর্তি পরীক্ষার সভায় অংশগ্রহণ করবেন এমন একজন অধ্যাপক শনিবার সন্ধ্যায় দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, আগামীকাল এমবিবিএস ভর্তি পরীক্ষার যাবতীয় বিষয় চূড়ান্ত করা হবে। আবেদন ফি বাড়ানোর বিষয়টি মোটামুটি নিশ্চিত। তবে দ্বিতীয়বার ভর্তিচ্ছুদের ১০ নম্বর কাটা এবং পাস নম্বর ৫০ করা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

ওই অধ্যাপক আরও জানান, পরীক্ষায় পাস নম্বর ৫০ করা নিয়ে বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের ঘোর আপত্তি রয়েছে। বিপিএমসিএ পরীক্ষায় পাস নম্বর কমানোর পক্ষে। এছাড়া দ্বিতীয়বার ভর্তিচ্ছুদের ১০ নম্বর কাটা নিয়ে বিভিন্ন মহল থেকে চাপ এসেছে। এ দুটি বিষয়ে আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

💠 NewsZone
😢90🔥13👌1211🫡10🤯7🕊4🥰2🏆2🤩1😍1
NewsZone কি আপনাদের একটু হলেও কাজে আসছে?
Anonymous Poll
95%
জি
5%
না
💯133👌19❤‍🔥18🔥11🥰4🤝3💘32😍21🍓1
ডেন্টাল ভর্তি পরীক্ষা ৮ মার্চ অনুষ্ঠিত হবে।
🥰99🫡32👏21😐20❤‍🔥13💔11🍓3😍2😭2🎉1🆒1
এটা বিভ্রান্তিকর নিউজ ।
4 নম্বর Point স্পষ্ট করে বলে নাই।

মেডিকেলে ভর্তি থাকার পর কেউ যদি দ্বিতীয়বার পরীক্ষা দেয় তাদের 10 মার্ক কাটা হতে পারে।

💠 NewsZone
❤‍🔥39🫡1612💯6🆒5🔥4🥰2🍓2
আপনার সিজি যেমনই হোক, ভালো করার প্রত্যয় থাকলে সবই সম্ভব। আপনার এই পথ চলাকে সহজ করতে বিসিএস, নিয়োগ পরীক্ষা বা ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য Exam Mate হতে পারে আপনার সঙ্গী।

BCS Mate- Link
Bangla Phobia- link
GK Phobia- link
English Phobia-link
🔥4115🫡5😐4👌3🍓2😍1💯1
◇মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারী 
◇ ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষা মার্চ
◇AFMC ভর্তি পরীক্ষা ১০ ফেব্রুয়ারী
😐3622❤‍🔥13😨12🤯9🤩6💯3👌2🔥1
মেডিকেল ভর্তি পরীক্ষায় আবেদন ফি- ১০০০ টাকা।
72👏11😢7🔥5❤‍🔥3💯3
রাবির ভর্তির প্রাথমিক আবেদন ৮ জানুয়ারি দুপুর ১২টা থেকে ১৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত চলবে। চূড়ান্ত আবেদন ২৬ জানুয়ারি দুপুর ১২টা থেকে ১১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত করা যাবে।

প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা।

-The Daily campus
🥰3622🔥12❤‍🔥7👌2👏1😍1💯1
কোনো মেডিকেল বা ডেন্টালে ভর্তি থাকাবস্থায় দ্বিতীয়বার যারা পরীক্ষা দিবে কেবলমাত্র তাদেরই ১০ মার্কস কাটা যাবে, এছাড়া বাকি সেকেন্ড টাইমারদের ৫ মার্কস কাটা হবে।
🔥12163🥰19😢14💯11👏7😍6👌43❤‍🔥3
News Zone pinned Deleted message
👇👇👇[PDF,Book]

📔প্রয়োজনীয় PDF

1.Medical:Click Here

2.Varsity :Click Here


👉প্রয়োজনীয় ব‌ই:Click Here

(You can buy a lot of books with a discount from Rokomari)
❤‍🔥94🥰3👌2
News Zone pinned a photo
মার্চ মাস টা নিঃসন্দেহে আপনাদের সবার জন্য অনেক টাইট শিডিউল হবে,কিন্তু তাও মেনে নিয়ে আাগাতে হবে।

আপনারা অনেকে পার্সোনালি যোগাযোগ করেছেন সেই হিসেবে সবার উদ্দেশ্য কিছু কথা বললাম।

[ ব্যাকগ্রাউন্ড সাউন্ড টা নেগলেক্ট করুন ]
130🥰14🆒11🔥8❤‍🔥6🕊4👏2🍓2