Notes Zone।Exam Mate – Telegram
🔲আমি চেষ্টা করেছি এরকম একটা নোট তৈরী করার জন্য। যেখানে প্রায় সমস্ত বিক্রিয়া, গুরুত্বপূর্ণ যৌগ আছে।


নোটটি যেভাবে সাজানো হয়েছেঃ
প্রথমে আলাদা আলাদা ভাবে অ্যালকেন, অ্যালকিন,অ্যালকাইন,অ্যালকোহল,ইথার,অ্যালডিহাইড,এসিড,অ্যামিন,ডায়াজোনিয়াম লবণ, বেনজিন, টলুইন,ফেনলের প্রস্তুতি, বিক্রিয়া,শনাক্তকরণ আছে।
এরপর সকল নামধারী বিক্রিয়া দেওয়া আছে।
এরপর কার্বন শিকল বৃদ্ধিকরণ, হ্রাসকরণ বিক্রিয়াসমূহ আছে।
সর্বশেষে কিছু গুরুত্বপূর্ণ যৌগের প্রস্তুতি দেওয়া আছে।


পিডিএফ লিংকঃ https://drive.google.com/file/d/19uo3dmuJ251lvqN4fW9GHhHYVnCmiLQf/view?usp=drivesdk
178🔥25🥰9😱8😢7👏3🤔1
Forwarded from PDF Zone
organic full note update.pdf
9.7 MB
আমি চেষ্টা করেছি এরকম একটা নোট তৈরী করার জন্য। যেখানে প্রায় সমস্ত বিক্রিয়া, গুরুত্বপূর্ণ যৌগ আছে।

নোটটি যেভাবে সাজানো হয়েছেঃ
প্রথমে আলাদা আলাদা ভাবে অ্যালকেন, অ্যালকিন,অ্যালকাইন,অ্যালকোহল,ইথার,অ্যালডিহাইড,এসিড,অ্যামিন,ডায়াজোনিয়াম লবণ, বেনজিন, টলুইন,ফেনলের প্রস্তুতি, বিক্রিয়া,শনাক্তকরণ আছে।
এরপর সকল নামধারী বিক্রিয়া দেওয়া আছে।
এরপর কার্বন শিকল বৃদ্ধিকরণ, হ্রাসকরণ বিক্রিয়াসমূহ আছে।
সর্বশেষে কিছু গুরুত্বপূর্ণ যৌগের প্রস্তুতি দেওয়া আছে।

💢Credits:Saleque Bin Hossain,NDC

Join PDFZone:https://news.1rj.ru/str/confusingQuestions6
20🥰7🔥2👏2
🔲প্যাচ লাগানো নিষেধঃ

শ্বসন হার-

ম্যালিক এসিডঃ 1.33

ওলিক এসিডঃ 0.71

গ্লুকোজ:1

কিভাবে প্যাচ এড়ানো যায়?

দেখো ম্যালিক এর প্রথম অক্ষর কি? M তাই না? এখন এই M কে ঘুরিয়ে দাও একবার। কি হলো? 3 তাই না? এখান থেকে মনে রাখবো ম্যালিক এসিড 1. 33

এবার ওলিক অ্যাসিড। ওলিক এসিড লিখতে প্রথম অক্ষর O, তাই না?  এই O টা আবার দেখতে ০(জিরো)  এর মতো। তাই না?  এখান থেকে মাথায় রাখবো ওলিক এসিড 0.71.

আর বাকি থাকলো গ্লুকোজ।  তো এই তিনটার দুইটাই নিয়ে গেল ম্যালিক আর ওলিক। যেটা বাকি থাকে সেটা গ্লুকোজ।



▫️Notes Zone: Click Here
116🔥22🤩9🥰4😱3
𝗚𝗸 𝗧𝗿𝗶𝗰𝗸𝘀 𝗣𝗮𝗿𝘁:𝟭
জাগ্রত চৌরঙ্গী 𝐕𝐬 সংসপ্তক🌸

আমরা এই ছকটা মনে রাখার ক্ষেত্রে একটা সিম্পল সূত্র মাথায় রাখবো। আমরা যখন অবস্থান অথবা কোনো ভাষ্কর্যের নামের শুরুতে যদি ‘জ’ বর্ণটা দেখি তাহলে স্থপতির নামের ক্ষেত্রে ‘জ্জ’ থাকবেই। চলো একটা উদাহারন দেই।

জাগ্রত চৌরঙ্গী - জয়দেবপুর- রাজ্জাক।
দেখো এখানে ভাষ্কর্যের / অবস্থানের নামের শুরুতে ‘জ’ আছে। তাহলে কি বলেছিলাম। স্থপতির নামে ‘জ্জ’ থাকবে। দেখো রাজ্জাক বানানে কিন্তু ‘জ্জ’ আছে।

আচ্ছা আরেকটা করি চলো।

সংসপ্তক- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়- হামিদুজ্জামান।

দেখো এখানেও কিন্তু অবস্থানের (জাহাঙ্গীর নগর) নামের শুরুতে জ বর্ণটা আছে। তাহলে স্থপতির র নামে ‘জ্জ’ থাকবে। দেখো হামিদুজ্জামান বানানে কিন্তু ‘জ্জ’ আছে।

তাহলে এই দুইটা মুখস্ত করবো না। জাস্ট এই সিম্পল সূত্রটা মাথায় রাখো এই দুটোর জন্য।🤷‍♀️

🍀𝗘𝘅𝗮𝗺 𝗠𝗮𝘁𝗲🍀
69🥰10🔥4👏3😢3
𝗚𝗸 𝗧𝗿𝗶𝗰𝗸𝘀 𝗣𝗮𝗿𝘁:𝟯👩‍⚕️
বিজয় -৭১ঃ

বিজয় -৭১ ➡️ কৃষি বিশ্ববিদ্যালয় ➡️ শ্যামল চৌধুরী।

বিজয় শব্দটা দেখো তো ‘বীজ ’ শব্দটার সাথে অনেকখানি মিলে। তাই না? বিজয় ➡️ বীজ। আচ্ছা বলোতো বীজ নিয়ে গবেষণা হয় কোথায়? হ্যা ঠিক ধরেছো। কৃষি বিশ্ববিদ্যালয়ে। এখান থেকে আমরা মনে রাখবো অবস্থান; কৃষি বিশ্ববিদ্যালয়। আচ্ছা কৃষির কথা মাথায় আসতে আরেকটা কথা মাথায় আসে। সবুজ-শ্যামল। তাই না? এখান থেকে মনে রাখবো স্থপতির নাম। শ্যামল চৌধুরী ।


🍀 𝗘𝘅𝗮𝗺 𝗠𝗮𝘁𝗲🍀
137🔥21😱12👏5🥰4
🔲জারক বিজারক চেনার সহজ উপায়ঃ

▫️জারক চিনবো যেভাবেঃ

যাদের অক্সিজেন বেশি আছে তারাই জারক।  যেমনঃ KMnO₄ এখানে তিনটা মৌলের মধ্যে অক্সিজেন এর সংখ্যা বেশি। অর্থাৎ অক্সিজেন আছে ৪টি ,K আছে ১ টি এবং Mn আছে ১ টি। যেহেতু অক্সিজেন বেশি আছে তাই এটি জারক


একই নিয়মেঃ

▫️K₂Cr₂O₇ জারক

▫️CuSO₄ জারক

▫️FeSO₄ জারক

▫️SO₂ জারক

এইতো গেল জারক চেনার উপায়। এখন বিজারক চিনবো কি করে?

দেখো!

অক্সিজেন ও অন্যান্য মৌলের সংখ্যা সমান হলে তা বিজারক।আবার অক্সিজেন এর সংখ্যা অন্যান্য মৌলের সংখ্যার চেয়ে কম হলেও বিজারক। যেমনঃ H₂O₂ এখানে অক্সিজেন আছে ২ টা এবং হাইড্রোজেন আছেও ২ টা যেহেতু সংখ্যা সমান তাই এটি বিজারক

H₂C₂0₄ এখানে অক্সিজেন ৪ টা আবার H &C আছে(২+২=৪টা) যেহেতু সংখ্যা সমান তাই এটি বিজারক

একই নিয়মেঃ

▫️Na₂S₂0₃ বিজারক



কিন্তু অক্সিজেন না থাকলে?


▫️অধাতুর সংখ্যা>ধাতুর সংখ্যা তাহলে বিজারক হবে। যেমন FeCl₃ এখানে অধাতু Cl সংখ্যায় ৩ টা আছে ধাতু Fe আছে ১ টা। যেহেতু অধাতুর সংখ্যা বেশি তাই এটি বিজারক।



©Notes Zone by Exam Mate
         
153🔥28😱8👏4🤩2
Forwarded from GK Phobia। Exam Mate (Liliana_🌻)
6🎉1
Forwarded from GK Phobia। Exam Mate (Liliana_🌻)
👉DATE🤖

২১ ফেব্রুয়ারী,১৯৫২ - বৃহস্পতিবার ০৭ মার্চ,১৯৭১ -রবিবার
২৫ মার্চ, ১৯৭১- বৃহস্পতিবার
২৬ মার্চ,১৯৭১ - শুক্রবার
১৭ই এপ্রিল ১৯৭১-শনিবার
১৪ই ডিসেম্বর ১৯৭১-মঙ্গলবার
১৬ ডিসেম্বর,১৯৭১ - বৃহস্পতিবার
১৫ অাগস্ট,১৯৭৫- শুক্রবার


কয়েকবার রিডিং দিবেন তাহলেই মনে থাকবে।
44🤩4🤔3🔥2🥰2🎉1
Repost

কিছু গুরুত্বপূর্ণ ভাস্কর ও ভাস্কর্য এর নাম।
আশা করি এখান থেকেই কমন পড়বে, ইনশাআল্লাহ 😊

⏹️ স্হপতি সৈয়দ মাইনুল হোসেন

🔷 জাতীয় স্মৃতিসৌধ
🔷 বাংলাদেশ জাতীয় জাদুঘর


⏹️ হামিদুর রহমান

❇️ কেন্দ্রীয় শহীদ মিনার


⏹️ শামীম শিকদার

🔷স্বাধীনতা সংগ্রাম- ফুলার রোড,DU
🔷সোপার্জিত স্বাধীনতা- TSC,DU
🔷 বিজয় উল্লাস - DU


⏹️ নিতুন কুন্ডু

❇️ সাবাশ বাংলাদেশ --RU


⏹️ মৃণাল হক

🔷 বলাকা- মতিঝিল
🔷 চির দুর্জয়- রাজারবাগ


⏹️ মোস্তফা হারুন কুদ্দুস হিলি

❇️ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ - মিরপুর
❇️ রাজারবাগ স্মৃতিসৌধ - রাজারবাগ


⏹️ হামিদুজ্জামান

🔷সংশপ্তক- JU


⏹️ আজিজুল হক পাশা

❇️দোয়েল চত্বর- DU
❇️ শাপলা চত্বর - মতিঝিল


⏹️ শ্যামল চৌধুরী

🔷 বিজয় ৭১- বাকৃবি


⏹️ অখির পাল

❇️ মোদের গর্ব- বাংলা একাডেমি


⏹️ মুস্তফা মনোয়ার

🔷 মিশুক


⏹️ তানভীর কবির

❇️ মুজিবনগর স্মৃতিসৌধ


⏹️ আলাউদ্দীন বুলবুল

🔷 জয় বাংলা



⏹️ অপরাজেয় বাংলা

🔷 সৈয়দ আব্দুল্লাহ খালিদ
42🥰5🤔2
Easy But Confusing:

➡️ অবিভক্ত বাংলার ১ম মুখ্যমন্ত্রী -->
একে ফজলুল হক
শেষ হলেন --> সোহরাওয়ার্দী

পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী --> খাজা নাজিম উদ্দীন
ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী --> নুরুল আমিন

➡️ মুজিবনগর গঠিত হয়, মুজিব নগর স্বাধীনতা ঘোষণা করা হয় --> ১০ এপ্রিল

মুজিবনগর সরকারের শপথ, মুজিবনগর দিবস, গণপ্রজাতন্ত্রের ঘোষণা --> ১৭ এপ্রিল

➡️স্বাধীনতার ঘোষণা: ২৬ শে মার্চ,১৯৭১।

স্বাধীনতার ইশতেহার ঘোষণা: ৩রা মার্চ, ১৯৭১।
আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি: ১০ ই এপ্রিল,১৯৭১।
স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত, অনুমোদন এবং পাঠ: ১৭ ই এপ্রিল,১৯৭১।                 
                      
➡️ মুক্তিযুদ্ধে সেক্টর --> ১১
সাব-সেক্টর --> ৬৪
অঞ্চল --> ৪

➡️ মুক্তিযুদ্ধে শহীদ হন--> মাদার মারিও
বীর প্রতীক খেতাবপ্রাপ্ত --> ওডারল্যান্ড

➡️ বঙ্গবন্ধু উপাধি- ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯,রেসকোর্স ময়দান, উপাধি দেন তোফায়েল আহমেদ

জাতির জনক - ৩ মার্চ ১৯৭১, পল্টন ময়দান, উপাধি দেন আব্দুর রব

➡️ সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন -->২ মার্চ ১৯৭১
জাতীয় সংগীত সহ উত্তোলন--> ৩ মার্চ ১৯৭১
মানচিত্র খন্ডিত --> ২৩ মার্চ ১৯৭১

➡️ প্রথম রাষ্ট্রপতি --->বঙ্গবন্ধু

অস্থায়ী রাষ্ট্রপতি ---> সৈয়দ নজরুল ইসলাম

প্রথম সাংবিধানিক রাষ্ট্রপতি --->আবু সাঈদ চৌধুরী

সরাসরি জনগনের ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি ---> জিয়াউর রহমান

➡️ বাংলাদেশ ক্রিকেটে ওয়ানডে স্ট্যাটাস পায়--> ১৯৯৭
টেস্ট--> ২০০০

➡️ সুন্দরবনকে UNESCO বিশ্ব ঐতিহ্য ঘোষণা দেয়--> ১৯৯৭
বাংলাদেশ সরকার দেয় --> ১৯৯৯

➡️স্বাধীন বাংলাদেশের সাংবিধানিক ঘোষণা --> ২৬ মার্চ ১৯৭১

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান প্রবর্তিত হয় -->১৬ ডিসেম্বর ১৯৭২

➡️ ৬ দফা --> ম্যাগনাকার্টা
৭ মার্চ --> গেটিসবার্গ

➡️ ভারতের ১১১টি সিটমহল বাংলাদেশে
বাংলাদেশের ৫১ টি ভারতে

➡️ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক --> বঙ্গবন্ধু, প্রধান সেনাপতি --> ওসমানী

➡️ ঢাকা , ক্রাক প্লাটুন
-->২ নাম্বার সেক্টর
সুন্দরবন-->৯
মুজিবনগর -->৮


➡️ আমার ভাইয়ের রক্তে...  প্রথম সুরকার --> আব্দুল লতিফ
বর্তমান সুরকার --> আলতাফ মাহমুদ

মুক্তিযুদ্ধে প্রথমঃ

🔸প্রথম পতাকা উত্তলনঃ ২মার্চ,১৯৭১
🔸প্রথম সশস্ত্র প্রতিরোধঃ১৯মার্চ,১৯৭১(জয়দেবপুর,গাজীপুর)
🔸প্রথম শত্রুমুক্ত জেলাঃযশোর(৬ ডিসেম্বর,১৯৭১)
🔸প্রথম বাংলাদেশেকে স্বীকৃতি দানকারী দেশঃভুটান
🔸প্রথম শহীদ বুদ্ধিজীবীঃ সৈয়দ মুহাম্মদ শামসুজ্জোহা
🔸প্রথম প্রামাণ্যচিত্রঃStop Genocide
🔸প্রথম উপন্যাসঃ রাইফেল রোটি আওরাত
🔸প্রথম চলচ্চিত্রঃ ওরা ১১ জন (বঙ্গবন্ধু সরাসরি অভিনয় করেছেন)
🔸প্রথম ভাস্কর্যঃ জাগ্রত চৌরাঙ্গী


➡️ ভাষা আন্দোলন নিয়ে ছবি- জীবন থেকে নেওয়া ( জহির রায়হান)

দেশভাগ নিয়ে --> চিত্রা নদীর পাড়ে

গণঅভ্যুত্থান নিয়ে --> চিলেকোঠার সেপাই


➡️ শিখা চিরন্তন -সোহরাওয়ার্দী উদ্যান
শিখা অনির্বান- ঢাকা সেনানিবাস

➡️ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ -->২মার্চ, ১৯৪৮

সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় --> ৩১ জানুয়ারি, ১৯৫২

পাকিস্তান গনপরিষদে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলা স্বীকৃতি --> ৯মে,১৯৫৪

পাকিস্তান জাতীয় পরিষদ উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয়- ১৬ ফেব্রুয়ারি,১৯৫৬

➡️Confusion

৭ইমার্চের ভাষণ -৫ম
স্বাধীনতার ঘোষণা - ৬ষ্ঠ
স্বাধীনতার ঘোষণাপত্র- ৭ম

➡️ ভাষা আন্দোলন বিষয়ক

* উপন্যাস --> আরেক ফাল্গুন
( জহির রায়হান)

* কবিতা --> কাঁদতে আাসিনি..
( মাহবুব উল আলম)

* নাটক--> কবর
( মুনীর চৌধুরী)

* চলচ্চিত্র --> জীবন থেকে নেওয়া
( জহির রায়হান ) এই চলচ্চিত্রে সর্বপ্রথম " আমার সোনার বাংলা " গানটি ব‍্যবহৃত হয়

➡️ সেতারা বেগম, কাঁকন বিবি, তারামন বিবি,ইউক্যাচিং মারমা

সেতারা বেগম ~ সর্বপ্রথম বীরপ্রতীক খেতাব পান, ২ নং সেক্টরে ছিলেন

কাঁকন বিবি ~ আলোচিত মহিলা মুক্তিযোদ্ধা কিন্তুু খেতাব পান নি, মুক্তির বেটি নামে পরিচিত, খাসিয়া সম্প্রদায়ের

তারামন বিবি~ ১১ নং সেক্টরে ছিলেন

ইউক্যাচিং মারমা~ ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠীর জনসমাজ থেকে একমাত্র বীর বিক্রম খেতাব পেয়েছেন

➡️ বীরশ্রেষ্ঠ, বীরউত্তম, বীরবিক্রম, বীরপ্রতীক

বর্তমানে-
বীরশ্রেষ্ঠ- ০৭ জন
বীরউত্তম- ৬৮ জন
(মুক্তিযোদ্ধা ৬৭ জন)
বীরবিক্রম- ১৭৪ জন
বীরপ্রতীক- ৪২৪ জন
মোট খেতাবধারী-  মোট ৬৭৩ জন  (মুক্তিযোদ্ধা ৬৭২ জন)
বিস্তারিত -
https://news.1rj.ru/str/ConfusingQuestions8/2080

➡️ মুক্তিযুদ্ধভিত্তিক দেশের প্রথম জাদুঘর --> ঢাকার সেগুনবাগিচায়, পরে আগারগাঁও নেওয়া হয়

মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত বাংলাদেশের প্রথম এবং একমাত্র ভূগর্ভস্হ জাদুঘর -->
সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘর

➡️ রাজেন্দ্রপুর সেনানিবাসে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম--> রক্ত সোপান
(র= রাজেন্দ্রপুর,রক্ত)

ঢাকা সেনানিবাসে মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম --> বিজয় কেতন

© Tahmin & Tahmim

© Gk Phobia
74🔥11🥰8😱2😢1
২০২২-২৩ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় ৯০ জন Exam Mate [ফোবিয়ানস] সরকারি মেডিকেলে চান্স পেয়েছে,যার মধ্যে ১১ জন ডিএমসির।
এই অসাধারণ ফলাফল এর জন্য সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

যারা হয়তো একটুর জন্য পাও নি,শুধু এটা মনে রেখো,আল্লাহ কাউকে খালি হাতে ফিরায়ে দেয় না,শুধু সময়ের অপেক্ষা মাত্র।

➡️ নিচে সবার নাম ও মেডিকেল কলেজ দেওয়া হলো:-

🟣 Dhaka Medical College

️⃣ Jannatul Adnan Sanid
2️⃣ MD Fayshal Hossen Rabby
3️⃣ Sanju Hasnat
4️⃣M A SIAM AHMED
5️⃣ Arpita Borsha
6️⃣ MD Nahidur Rahman
7️⃣ Shehjin faria
8️⃣ Tahira Sanjida
9️⃣ Rezwana Eva
🔟 Tushar Abdullah
1️⃣1️⃣ Pritom gosh

🟤 Sir Salimullah Medical College

1️⃣Md
. Rakibul Hasan
2️⃣ Tanjila Jahan Iqra
3️⃣ Ramisa

Shaheed Suhrawardy Medical College

1️⃣MD. Ikbal Hossen Polash
2️⃣Rubana tahsin
3️⃣ Rushmia Hassan Nushin
4️⃣ Fariha Hasan
5️⃣ Maisha akter

Mymensingh Medical College

1️⃣ Atia Ibnat
2️⃣ Avishek saha
3️⃣ Sabekun Nahar Mostofa
4️⃣ Israt jahan Hafsa

🔴 Chattogram Medical College

1️⃣ Sahida Islam Bushra
2️⃣ Aparna Biswas
3️⃣ MD Tufayel Ahmed
4️⃣ Mohammad Forman Hossain

🟠 Rajshahi Medical College

1️⃣ Shahriar Nayeem
2️⃣ Kazi Saklain Sifat
3️⃣ Rifat Mahmud
4️⃣ Farjana Anjum Shohana

🟡 Sylhet MAG Osmani Medical College

1️⃣ Adrita Hossain Ridi
2️⃣ MD. Wasif Hossain
3️⃣ Ashad Chowdhury Sami
4️⃣Afia Afroz
5️⃣ Jannatul Mauya Liana

🟢 Sher-e-Bangla Medical College,Barishal

1️⃣ Apurbo Kabiraj
2️⃣ Jannatul Naim
3️⃣ Tasnim Islam
4️⃣ Saif Ahnaf
5️⃣ Md. Siamul Islam Anurag
6️⃣ MD. Mahimur Alam
7️⃣ Arif

🔵 Rangpur Medical College

1️⃣ Mst.Sharmin Akter
2️⃣ Mushfiqur Rahman
3️⃣ Sidratul Moontaha
4️⃣ Md. Abdul Kaiuum
5️⃣ MD. Arfin Al araf
6️⃣ Md Abu Sayeed khudri

🟣 Cumilla Medical College

1️⃣ Most:Sumaya Reka
2️⃣ Nazmin Rahman
3️⃣ Robin
4️⃣ Istiak Islam
5️⃣ Nusrat Mou
6️⃣ MD. Shariful Islam
7️⃣ Mim

🟤 Khulna Medical College

1️⃣ Mujahidul Islam

🔵 Shaheed Ziaur Rahman Medical College,Bogura

1️⃣ MD.Nahid Hasan
2️⃣ Jannatul Bilkish Bithy
3️⃣ MD. Abdullah Al Zubayer
4️⃣ Halima Akter Sadia
5️⃣ Tasmia jahan

🟤 M Abdur Rahim Medical College,Dinajpur

1️⃣ Nahid Pk

🟡 Pabna Medical College

1️⃣ Jabunnesa
2️⃣ Md. Shakibuzzaman Mugdho

Abdul Malek Ukil Medical College,Noakhali

1️⃣ MD. Habibun Naby
2️⃣ Adiba hasan
3️⃣ Purnata Saha

🔴 Satkhira Medical College

1️⃣ Mirza Tahmin Tinny

🟣 Shahid Syed Nazrul Islam Medical College,Kishoreganj

1️⃣MD.Hossain Siddik Rafi

🟤 Kushtia Medical College

1️⃣ Habeba Sultana
2️⃣ MD. Layon kabir

🟠 Sheikh Sayera Khatun Medical College,Gopalgonj

1️⃣ MD. Yeasin Arafat
2️⃣ Rawshan Tabassum Ridi
3️⃣ Jenifa Yeasmin Bristi

Shaheed Tajuddin Ahmad Medical College,Gazipur

1️⃣Saif tausif Alvi
2️⃣ Maliha yeasmin

🟢 Sheikh Hasina Medical College,Jamalpur

1️⃣ Lamyea Naznin Bely

🟣 Colonel Malek Medical College,Manikganj

1️⃣ Fatin Tasnim Samiha
2️⃣ Tanjim Ahmed

🔵 Shaheed M. Monsur Ali Medical College,Sirajganj

1️⃣ Mahmud hasan
2️⃣ Mst Sweety

🟡 Patuakhali Medical College

1️⃣ Asifur Rahman Asif

🔴Rangamati Medical College

1️⃣ Kaberi

🟣 Mugda Medical College

1️⃣ MD Emran kabir

Sheikh Hasina Medical College, Habiganj

1️⃣ Sanaya Malek
2️⃣ G.M. Yousuf Abdullah Sami

🔵 Magura Medical College

1️⃣ Mehjabin Mitaly
2️⃣Mohiuddin

🟣Chandpur Medical College

1️⃣ Nowshin Sultana Sefa
90👏7🤔4🔥3😱3😢2
পদ্মা সেতুর প্রকল্পের নাম কী?
উত্তর: পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।

কবে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় ?
উত্তর: ৭ ডিসেম্বর ২০১৪।

পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর: ৬.১৫ কিলোমিটার।
পদ্মা সেতুর প্রস্থ কত?
উত্তর: ১৮.১০ মিটার(কিলোমিটার না কিন্তু!)

পদ্মা সেতুর পিলার সংখ্যা কত?
উত্তর: ৪২টি।
পাইল সংখ্যা-২৯৪
স্প্যান-৪১ টি

দেশের সবচেয়ে বড় সেতু-পদ্মা সেতু
বিশ্বের গভীরতম পাইলের সেতু-পদ্মা সেতু

এটি একটি ট্রাস/Truss bridge

এর মাধ্যমে মুন্সিগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে

ওপরের স্তরে থাকবে চার লেনের সড়ক পথ এবং নিচের স্তরটিতে থাকবে একটি একক রেলপথ

এই সেতুর চূড়ান্ত (৪১ তম) স্প্যানটি বসানো হয় ১০ ই ডিসেম্বর ২০২০

পুনশ্চ :ভুল করা যাবে না যা

স্প্যান-৪১ টি এবং পিলার-৪২ টি
দৈর্ঘ্য : ৬.১৫ কিমি
প্রস্থ:১৮.১০ মিটার

🔰NotesZone
:https://news.1rj.ru/str/confusingquestion
45🔥8😢1
Clear your Confusion -Part 1
🔥278
Exam Mate Special Notes
13🔥3
🐝কোষের প্রানকেন্দ্র বলা হয় → নিউক্লিয়াস

🐝 কোষের পাওয়ার হাউজ/শক্তিঘর বলা হয়→ মাইটোকন্ড্রিয়া

🐝 কোষের প্যাকেজিং কেন্দ্র বলা হয়→ গলগি বস্তু।

🐝 কোষের ‘আত্নঘাতি থলিকা' বলা হয় → লাইসোজোম।

🐝 কোষের মস্তিষ্ক বলা হয় → নিউক্লিয়াস।

🐝 কোষের এনার্জি কারেন্সি (Energy currency) বলা হয় → ATP.

🐝 কোষের মেইন সুইচ বলা হয় → প্রোটিয়োসোম।

🐝 কোষের যাবতীয় কাজের নিয়ন্ত্রক → DNA.

🐝 কোষের সুইসাইডাল স্কোয়াড বলা হয়→ লাইসোজোম।

🐝 কোষের খাদ্যবস্তুর সঞ্চয় ভান্ডার বলা হয়→ গলগি বস্তু।

🐝 কোষের গাঠনিক কঙ্কাল- এন্ডোপ্লাজমিক রেটিকুলাম।

🐝 কোষের অন্তঃকঙ্কাল → অনুনালিকা বা মাইক্রোটিউবিউলস তন্তু



🍀Biology phobia
28👏4