Exam Mate Official – Telegram
Exam Mate Official
28.7K subscribers
884 photos
14 videos
304 files
930 links
Exam Mate is one of the most trusted and preferred online EdTech platforms in Bangladesh
Download Telegram
KWh = 3.6*10^6 J
Battles of Biology
১৪) কোন ধাতব পৃষ্টে অতিবেগুনি রশ্মি পড়লে কি নির্গত হয় - ইলেকট্রন
১৫) ডায়োড বিমুখী বায়াসে হলে নিঃশেষিত স্তর - বৃদ্ধি পায়
১৬) সরলদোলকের সময়কাল দ্বিগুন করতে হলে দৈঘ্য অবশ্যই - চারগুন বাড়াতে হবে
Battles of Biology
১৭) বল ও সরণের মধ্যবর্তী কোন 0 ডিগ্রী হলে কাজ - সর্বোচ্চ হবে
১৮) দুর্বল নিউক্লীয় বল সৃষ্টির জন্য দায়ী - বিটা ক্ষয়
Battles of Biology
১৯) কোন আলোর রঙ এর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম - বেগুনি
২০) কোনটি যান্ত্রিক ত্রুটি নয় - সূচক ত্রুটি
রসায়নঃ
১) নিচের কোন মূলকটা বেনজিন বলয়ে অর্থো-প্যারা নির্দেশক - -Br
২) নিচের কোন যৌগটি কার্বিল অ্যামিন বিক্রিয়া দেয় - R-NH2
Battles of Biology
৩) কোন বিক্রিয়ায় সাম্যবস্থার প্রভাব নেই - H2+I2 = 2HI
৪) স্থির তাপমাত্রায় যখন বিক্রিয়াহীন দুইটা গ্যাস মিশ্রিত করা হবে তখন মিশ্রনের মোট চাপ হবে - গ্যাস দুটির আংশিক চাপের যোগফল
Battles of Biology
৫) স্বাভাবিক তাপমাত্রা ও চাপে অক্সিজেনের R.M.S -461 ms-1
৬) পরমানু থেকে ধনাত্নক আয়নে পরিণত করতে শক্তি - আয়নিকরণ শক্তি
Battles of Biology
৭) ক্ষারীর বাফার দ্রবণ -NH4Cl ও NH4OH
৮) হেক্সিন-৩ কোন সমানু দেখায় - সিস-ট্রান্স
Battles of Biology
৯) ইথানল ও ইথানয়িক এসিড উভয়ের সাথে বিক্রিয়া করে - Na
ইথানলের সাথে Na বিক্রিয়া করে শনাক্তকরণ টেস্টে আর ইথানয়িক এসিডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ইথানয়েট তৈরি করে
১০) 1000 ml এ 58.5 g NaCl মিশ্রিত করলে তাকে বলে - 1 MOLAR দ্রবণ
১১) কোন বিবরণটি সঠিক - প্রোটন গ্রহিতা ক্ষার
Battles of Biology
১২) একটি দ্রাবকে তিনটি পদার্থের দ্রাবতা ১২,২৫,৬৫ কোন পদ্ধতিতে আলদা করা হবে - আংশিক কেলাসন
Battles of Biology
১৩) কোনটি মিঠা পানির সর্ববৃহৎ উৎস - ভূগর্স্থ পানি
অপশনে দক্ষিণ মেরু,উত্তর মেরুও আছে অনেকক্ষণ চিন্তা করে দেখলাম এগুলা আসলে সমুদ্রের পানি হয়ে যায়
১৪) ২৫ ডিগ্রী তে পানির আয়নিক গুনফল -1*10^-14
১৫) 10%Na2CO3 এর ঘনমাত্রা -0.9434 M
Battles of Biology
১৬) জ্যামিতিক সমানুতার শর্ত - প্রতিস্থাপিত অ্যালকিন
১৭) তীব্র এসিড ও মৃদুক্ষারের ট্রাইটেশন - মিথাইল অরেঞ্জ
Battles of Biology
১৮) অ্যামিনো এসিড ও কার্বোহাইড্রেট মিশ্রণ আলাদা করতে কোন ক্রোমাটোগ্রাফি উত্তম - কলাম ক্রোমাটোগ্রাফি
১৯) কোনটি অধিক সমযোজী - Fecl3
Battles of Biology
২০) R-CH2-Br +NaOH (aq) এটি কোন ধরনের বিক্রিয়া -নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বা কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন
(এটা অনেকেই ভুল করলা এটা কিন্তু SN বিক্রিয়া)
Battles of Biology
২১) ইথানয়িক এনহাইড্রাইডের সংকেত -CH3COOCOCH3
২২) এসিড ক্ষারের কোন বিক্রিয়াটি সঠিক - NH3+HCl = NH4+ + CL-
Battles of Biology
২৩) সূর্যের UV থেকে রক্ষা করে - স্ট্র্যাটোস্ফিয়ারের O3 স্তর
২৪ ) ভূপৃষ্টের DO নিয়ে কোনটি সঠিক - DO 4-6 ppm থাকা উচিত
২৫) কোনটির আয়নিকরণ শক্তির মান সর্বনিম্ন -Cs
Battles of Biology
রসায়ন এই ২৪ টাই ছিল । রসায়ন যথেস্ট কঠিন ছিল । টিপিকাল প্রশ্ন হয় নাই । ২০+ পেলে অনেক ভালো ।। ১৫-২০ এর মধ্যে হলেও ভালো । ১৫ এর কম কারেক্ট হলে ভালো না ।
বায়োলজিঃ
১. জবার অমরাবিন্যাস - অক্ষীয়
২. cell-mediated immunity - T lymphocyte
৩. কোন অঙ্গে সবচেয়ে বেশি রক্ত প্রবাহ হয় - যকৃত
Battles of Biology
৪. DNA সংশ্লেষ হয় কোন পর্যায়ে - S phase
৫. পত্ররন্ধ্র খোলা তরাণ্বিত করে - নীল আলো
৬. গবলেট কোষ কোথায় থাকে - মিউকোসা
Battles of Biology
৭.কোনটা লালারসে থাকে - টায়ালিন
৮. আমিষ পরিপাকে - ট্রিপসিন
৯. মায়ের দুধে - IgA
Battles of Biology
১০. পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলে - মেসোফিল
১১. অদ্রবনীয় প্রোটিন - গ্লুটামিন
১২. কোষের অভ্যন্তরীন pH নিয়ন্ত্রন করে - কোষ গহ্বর
Battles of Biology
১৩. কোন আয়ন দ্রুত শোষিত হয় - K+
১৪. দেহের ক্ষত নিরাময়ে কোন বিভাজন - মাইটোসিস
১৫. হৃদপিন্ডের কোন প্রাচীর পুরু - বাম ভেন্ট্রিকল
Battles of Biology
১৬. চর্মরোগের ওষুধ - Cycas circinalis
১৭. কোনটা Autosomal recessive এর রোগ - থ্যালাসেমিয়া
১৮.হৃদস্পন্দন শুরু হয় - 6 th week
Battles of Biology
১৯. কেচো শ্বাস নেয় - ত্বক
২০. প্রজাপতির প্রতিসাম্যতা - দ্বিপার্শ্বীয়
২১.সালোকসংশ্লেষণে কয় অক্সিজেন তৈরি হয় - ৬ অনু
Battles of Biology
২২. প্রস্বেদন কখন বেশি হয় - আদ্রতা কম থাকলে
২৩. অক্সিজেন বিহীন শ্বসনের ধাপ - গ্লাইকোলাইসিস
২৪. নিষেক ছাড়া ভ্রূণ হয় - Apogamy
Battles of Biology
২৫. জুভেনাইল হরমোন ক্ষরণ হয় - করপোরা এলাটা
২৬.করোনা ভ্যাক্সিন তৈরি হয় না কোন পদ্ধতিতে - টক্সোয়েড
২৭.বংশগতির বাহক কে - ক্রোমসোম
Battles of Biology
২৮. অক্সিজেন ও রক্তচাপ মাপা যায় - পালস অক্সিমিটার
২৯.টিস্যু কালচারের মাধ্যমে সফল ভাবে উৎপাদিত হচ্ছে - স্ট্রবেরি
Battles of Biology
৩০. কোণ খনিজ লবনের অভাবে গাছের পাতা ও ফুল ঝড়ে যায় -ফসফরাস
১০০ তে কে কত পাবা কমেন্টে জানাতে পারো । সবার জন্য শুভকামনা রইল ।
35😢19🥰3🤔1
এক্সাম বেশি খারাপ হলে DENTAL ও AFMC এর প্রস্তুতি শুরু করো মনকে শক্ত করে । আল্লাহ ভরসা যা হবে ভালো হবে । এই সময়টাও চলে যাবে ।
শুভকামনা FROM BATTLES OF BIOLOGY
181😢20🥰5👏4🤔1
Exam Mate(@ConfusingQ_Bot) থেকে কতগুলো Questions Direct Common আসছে?
Have You Any Idea?

আমি কথা দিয়েছিলাম যে Screenshot দিয়ে দেখাবো ...Just আমাকে একটু সময় দাও
যারা এখানে রেগুলার Exam দিয়েছিলে
তারা খুঁজে বের করে দিতে Help করতে পারো
🔥5136
মেডিকেল ভর্তি পরীক্ষাঃ প্রশ্নপত্র পরিসংখ্যান
১। মোট প্রশ্নঃ ৩০ টি।
২। প্রাণীবিজ্ঞানঃ ১৩ টি (৪৩%)
৩। উদ্ভিদবিজ্ঞানঃ ১৭ টি (৫৬ .৬৭% )
৪। শর্ট সিলেবাস থেকেঃ ২৩ টি।
৫। শর্ট সিলেবাসের বাইরে থেকেঃ ৭ টি।
৭। অতিরিক্ত ৭ টি এসেছেঃ ইম্যুনিটি (৩ টি প্রশ্ন), কোষ রসায়ন ১ টি), মানবজীবনের ধারাবাহিকতা (১ টি), কোষ ও এর গঠন (১ টি), বায়োটেকনোলজি (১ টি)।
৮। সর্বোচ্চ প্রশ্ন এসেছেঃ উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে ৭ টি।
৯। সর্বোচ্চ প্রশ্ন ক্রম অনুযায়ী
উদ্ভিদ শারীরতত্ত্বঃ ৭ টি
পরিপাক ও শোষণঃ ৪ টি
ইম্যুনিটিঃ ৩ টি প্রশ্ন
২ টি করে প্রশ্ন (কোষ ও এর গঠন, কোষ বিভাজন, নগ্নবীজী ও আবৃতবীজী, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, রক্ত ও সংবহন।
অধ্যায়ভিত্তিক প্রশ্নঃ টপিকের নাম
উদ্ভিদবিজ্ঞান
১ম অধ্যায়ঃ কোষগহবর, ক্রোমোসোম,
২য় অধ্যায়ঃ ইন্টারফেজ, মাইটোসিস,
৩য় অধ্যায়ঃ সরল প্রোটিন,
৪র্থ অধ্যায়ঃ
৫ম অধ্যায়ঃ
৬ষ্ঠ অধ্যায়ঃ
৭ম অধ্যায়ঃ জবার অমরাবিন্যাস, নগ্নবীজী উদ্ভিদের গুরুত্ব (সাইকাস সারসিনালিস),
৮ম অধ্যায়ঃ
৯ম অধ্যায়ঃ মেসোফিল (টিস্যু থেকে আসেনি), প্রস্বেদনঃ প্রভাবক (আলো) ২ টি, আয়ন পরিশোষণ, শ্বসন (অবাত শ্বসন), সালোকসংশ্লেষণ (বিক্রিয়া), খনিজ লবণ (ফসফরাস)।
১০ম অধ্যায়ঃ পার্থেনোজেনেসিস (নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টি),
১১শ অধ্যায়ঃ টিস্যু কালচার।
১২শ অধ্যায়ঃ
প্রাণীবিজ্ঞান
১ম অধ্যায়ঃ অ্যানিলিডা (শ্বসন), প্রতিসাম্যতা (প্রজাপতি),
২য় অধ্যায়ঃ ঘাসফড়িং (হরমোন),
৩য় অধ্যায়ঃ লালারস, প্রোটিওলাইটিক এনজাইম, যকৃত, অন্ত্র / গবলেট কোষ
৪র্থ অধ্যায়ঃ হৃৎপিণ্ডের গঠন, পালস-অক্সিমিটার
৫ম অধ্যায়ঃ
৬ষ্ঠ অধ্যায়ঃ
৭ম অধ্যায়ঃ
৮ম অধ্যায়ঃ
৯ম অধ্যায়ঃ ভ্রূণ (হৃদস্পন্দন)।
১০ম অধ্যায়ঃ কোভিড ১৯ ভ্যাকসিন, cell mediated immunity, Immunoglobulin
১১শ অধ্যায়ঃ জিনতত্ত্ব,
১২শ অধ্যায়ঃ
ডা. রাজীব হোসাইন সরকার
বায়োলজি হেটার্স
😢11646🥰5👏4😱4🔥2🤩1
Forwarded from PDF Zone
MAT 2021-22 Solution (Retina) .pdf
1.9 MB
@ Retina

🔰PDFZone:
t.me/ConfusingQuestions6
😢32🔥43🤔1
রেজাল্টের আগে online এ না থাকায় Better হবে...Online থাকলেও Facebook Avoid করো
cause একেকজনের একেক মতামত শুনলে আরও Depressed হয়ে যাবে
আর কাটমার্ক কত হবে সেটা কেউ জানে না
so কারোও কাছে ask করে লাভ নাই
188🔥4😢1
⭐️AFMC AND Dental Preparation⭐️

আমাদের Channel গুলোতে Always বলা হতো,Medical Exam এর Maximum Questions Easy হয়
পোলাপাইন Exam Hall এ panicked হয়ে যায় ফলে Easy Question গুলোই বেশি ভুল করে আসে
কিন্তু কে শোনে কার কথা!!!মানুষ insult পর্যন্ত করেছে,আমি নাকি Hard Questions করতে পারিনা
সেজন্য আমি একটা post পর্যন্ত দিয়েছিলাম😅

Post Link:
https://news.1rj.ru/str/ConfusingQuestion2/4724


যাইহোক ,আবার প্রমানিত হয়েছে বোর্ড বইয়ের অনুশীলনীর প্রশ্ন কত Important!!
সেজন্য আমাদের আলাদা একটা চ্যানেল খোলা হয়েছিল সেখানে শুধু বোর্ড বইয়ের অনুশীলনীর প্রশ্ন,MAT,DAT Previous
Year এর Questions দেওয়া হয়েছে!

First Poll Link:
https://news.1rj.ru/str/ConfusingQuestions9/5

আর Exaৃm Mate এ(
@ConfusingQ_Bot) এর Chapter Wise Exam গুলোতে important Questions+ বোর্ড বইয়ের অনুশীলনীর প্রশ্নগুলো
Direct তুলে দেওয়া হয়েছে
সেজন্যই কিন্তু Exam থেকে অনেক Questions Direct Common পাওয়া গেছে

আরেকটা কথা ,Retina এর Model Test Exam এর Questions গুলো অামার কাছে অনেক Standard মনে হয়েছে
বিশেষ করে তাদের Explanation গুলো First Class!!
Questions এর সাথে Topic Clear হবে এমনভাবে Explanation দিয়েছেন

So AFMC AND Dental Preparation এর জন্য Guideline:

🔰বোর্ড বইয়ের অনুশীলনীর প্রশ্ন ➡️MAT,DAT Previous Year Questions ➡️Exam Mate➡️Frequently Ask Question➡️ Retina এর Model Test Questions

এখানের প্রতোকটা Questions ভালোভাবে Solve করবে

সবার জন্য শুভকামনা❤️
78😢13🥰9🤩2🤔1