BCS Mate(Exam Mate) – Telegram
Mark:10/10
😢2🔥1
পাকিস্তান জাতীয় পরিষদে বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্র ভাষার স্বীকৃতি দেয়া হয় কখন?
Anonymous Quiz
23%
১৯৫৪, ৯মে
22%
১৯৫৬, ৯মে
26%
১৯৫৪, ১৬ ফেব্রুয়ারি
29%
১৯৫৬, ১৬ফেব্রুয়ারি
😢10🥰54
বাংলাদেশের মুক্তিযুদ্ধে ১ম শত্রুমুক্ত জেলার নাম-
Anonymous Quiz
4%
মাগুরা
91%
যশোর
4%
মেহেরপুর
1%
ময়মনসিংহ
6
😢11🥰6
মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?
Anonymous Quiz
11%
ট্রিগভেলি
11%
হ্যামারশোল্ড
67%
উথান্ট
10%
কফি আনান
7
ফরায়েজি আন্দোলনের নেতা কে ছিলেন?
Anonymous Quiz
7%
তিতুমীর
4%
মজনু শাহ
7%
সূর্য সেন
82%
হাজী শরীয়তুল্লাহ
9🤣4😢3
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কবে সম্পাদিত হয়?
Anonymous Quiz
8%
12 Nov,1997
80%
2Dec,1997
8%
25 Dec,1997
4%
16 Dec,1997
7🥰2
স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
Anonymous Quiz
4%
১৯
1%
৬৪
94%
১১
1%
4
8🎉2
Mark:10/10
সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কখন?
Anonymous Quiz
12%
২রা মার্চ ১৯৪৮
14%
২রা মার্চ ১৯৫২
63%
৩১ শে জানুয়ারী ১৯৫২
10%
৩১ শে জানুয়ারী ১৯৪৮
🔥5👏4🤣21😢1
বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ সভার কত তম অধিবেশনে বাংলায় ভাষণ দেন?
Anonymous Quiz
85%
২৯
5%
৩০
8%
৩৯
2%
৪০
🔥6👏2😢1
⭕️মুক্তিযুদ্ধ  অংশ থেকে ১০ থেকে ৪০ তম বিসিএস পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছে...

1. প্রশ্ন: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন?
উত্তর:  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

2. প্রশ্ন: মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’-এর পরিচালক কে?
উত্তর:  জহির রায়হান

3. প্রশ্ন: মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয় কবে?
উত্তর: ২০০১ সালের ২৩ অক্টোবর|

4. প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি?
উত্তর: যশোর।

5. প্রশ্ন: মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা?
উত্তর:  ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

6. প্রশ্ন: মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে, কোথায় সংগঠিত হয়?
উত্তর:  ১৯ মার্চ, ১৯৭১ গাজিপুরে।

7. প্রশ্ন: মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য জিয়াউর রহমান কোন উপাধি লাভ করেন ?
উত্তর:  বীরউত্তম।

8. প্রশ্ন: মুজিনগর সরকারের প্রধানমন্ত্রি ছিলেন কে?
উত্তর:  তাজউদ্দিন আহম্মেদ।

9. প্রশ্ন: মুক্তিযুদ্ধ চলা কালে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করেছিলেন?
উত্তর:  ১১টি।

10. প্রশ্ন: মুক্তিযুদ্ধ চলাকালীন  শহীদুল ইসলামের বয়স কত ছিল?
উত্তর:  ১২ বছর।

11. প্রশ্ন: মুক্তিযুদ্ধে অবদানের জন্য শহীদুল ইসলামকে কী খেতাব দেওয়া হয়?
উত্তর: বীর প্রতীক।

12. প্রশ্ন: বাংলাদেশে সর্ব-কনিষ্ঠ খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা কে?
উ: শহীদুল ইসলাম চৌধুরী।

13. প্রশ্ন: শহীদুল ইসলাম কত নং সেক্টরে যুদ্ধ করেন?
উত্তর:  ১১ নং সেক্টরে (ময়মনসিংহ ও টাঙ্গাইল)।

১৪. প্রশ্ন: মুক্তিযুদ্ধের উপর রচিত কবিতা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ এর রচয়িতা
উত্তর:  অ্যালেন গিনসবার্গ

১৫. প্রশ্ন: মুক্তিযুদ্ধের সংরক্ষিত স্থান ‘শহীদ সাগর’ অবস্থিত কোথায়?
উত্তর:  নাটোরে

১৬. প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল?
উত্তর:  মেহেরপুর জেলার মুজিবনগরে।

১৭. প্রশ্ন: মুজিবনগরের পুরাতন নাম কি ছিল?
উত্তর:  বৈদ্যনাথ তলার ভবের পাড়া।

১৮. প্রশ্ন: কে বৈদ্যনাথ তলার নাম মুজিব নগর রাখেন?
উত্তর:  তাজউদ্দিন আহম্মেদ।

১৯. প্রশ্ন: মুজিনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে?
উত্তর:  এম, মনসুর আলী।

20. প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় কোন বিদেশী মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়?
উত্তর:  ১৮ এপ্রিল কলকতায়।
🔥8039🥰5👏5🏆3🤔1🎉1
২বার পড়া শেষে Done লিখুন।
💯33
😢5🥰31🎉1
'ক্র্যাক প্লাটুন' কত নং সেক্টরের অধীন ছিল?
Anonymous Quiz
6%
১ নং
75%
২ নং
12%
১১ নং
8%
৬ নং
😢64
বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?
Anonymous Quiz
6%
কুতুবদিয়া
81%
মহেশখালী
8%
নিঝুম দ্বীপ
4%
ছেড়া দ্বীপ
😢8