BCS Mate(Exam Mate) – Telegram
আমরা যেগুলো collect করতে পেরেছি একসাথে করে দিলাম,যে কেউ কোথাও পেলে comment এ দিবেন প্লীজ।আমরা add করে দিবো।

Help our Hindu Brothers
🔥21
Forwarded from News Zone
দোষ যার বা যাদেরই হোক ভাই এভাবে কাদা ছোড়াছুড়ি করে কোনো লাভ আছে!!!!

আমাদের অনেক স্টুডেন্ট,স্বেচ্ছাসেবক গণভবনের জিনিসপত্র গিয়ে ফেরত দিয়ে আসছে।সেটাও একটা ভালো দিক।শুধু সমালোচনা করে ২টা পোস্ট দিয়েই আপনার দায়িত্ব নাগরিক হিসেবে শেষ হয়ে যায় না।

আমার মা বলে একসাথে অনেক বাসন থাকলে ঠোকাঠুকি লাগবেই।দেশের সব মানুষ সমান না,একরকম ভাবার কারণও দেখি না।কারণ সবাই একই আদর্শে বা পরিবেশে বড় হয়নি।

তাই আসুন যাই হয়ে যাক,সবাই সম্মিলিতভাবে কাজ করি।সুন্দর একটা দেশ গড়ার চেষ্টা করি, অন্তত যারা করছে তাদের সাপোর্ট করি।
44🔥8💯2
Forwarded from News Zone
Army Exchange: 01769010000

কোনো জায়গায় যেকোনো ঝামেলা হলে এই নাম্বারে কল দিয়ে এক্সাক্ট লোকেশন বললে ওই লোকেশনের অন ডিউটির নাম্বার পাবেন।
@highlight
7🥰4
দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে। দয়া করে বিজয় উল্লাস থামান।শেখের বেটি কি প্লান করছে জানলে ঘুম হারাম হয়ে যাবে।

সংসদে সব আগে থেকেই ভাংগা ছিল। এত ইম্পর্টান্ট ফাইলের ড্রয়ারে চাবি লাগানোই ছিল। গনভবনে এত ইজিলি ঢুকতে পারলো কিভাবে মানুষ? গৃহযুদ্ধ বাধায় দিয়ে গেছে। আওয়ামীলীগের এক নেতার নির্দেশে আজকে পুলিশ আর্মির উপর গুলি করছে। ক্যান ইউ ইমাজিন?
কুইক তত্ত্বাবধায়ক সরকার গঠিত না হলে ,এই অবস্থার সর্বোচ্চ সুবিধা নেবে ভারত। অলরেডি কাউন্টার ক্যু এর হুমকি চলতেছে। দয়া করে এলাকাভিত্তিক ভাবে দাংগা হাংগামা বন্ধের চেষ্টা করুম। নাহলে আন্তর্জাতিক ভাবে আমরা গৃহযুদ্ধ বিবেচনায় ঝামেলায় পড়তে যাচ্ছি। ভারতকে এই সুযোগ কখনই দেয়া যাবেনা। দেশের সার্বভৌমত্ব রক্ষা করার চেষ্টা করুন। উল্লাস পরে করবোনি

©
🔥70😢136👏5
Forwarded from News Zone
মোহাম্মদপুরে Exactly আমি এরকম হতে দেখেছি
গণভবন থেকে ফেরার পথে অনেকেই পুলিশ Station দেখার পর খুব ক্ষুব্ধ হয়ে যায়।

সবাইকে ডাকাডাকি শুরু করে যেনো তারা তাদের সাথে যুক্ত হয়ে পুলিশের উপর attack করে।
কিন্তু পুলিশ নিজেদের Protect করার জন্য Sound Grenade ছোড়ে
সবাই তখন ছোটাছুটি করে পালিয়ে যায়

তবে আপাতত বাংলাদেশে RAW এর অস্তিত্ব নিয়ে কোন মন্তব্য করলাম না ।
কিন্তু ভারতের কিছু নেতা যে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে এটা নিশ্চিত ।

-News Zone Admin
🔥39🤔3🫡21
Forwarded from News Zone
🔥935🎉4🫡3
Forwarded from News Zone
সকল ক্যাম্পাস রাজনীতিমুক্ত চাই প্লীজ। ক্যাম্পাসে ফেরার পরেও যেনো সবার মাঝে এই স্পিরিট থাকে,ভাই।
🔥4611
Forwarded from News Zone
রাজশাহীবাসি Doing their works!

গতকাল নোংরা হওয়ার পর আজ সবাই মিলে রাজশাহী পুনর্গঠনে ব্যস্ত!

📌Rajshahi, Bangladesh
6 August, 2024 |

📷: Saimus Sabik
🔥5423👏2💯1
Forwarded from News Zone
ভাই আপনারা আর কেউ দেশের জিনিস নষ্ট করিয়েন না, পরে গিয়ে দেখবেন সব জিনিসের দাম বাড়ছে।

মধ্যবিত্তদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে।
💯5121
বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘ডিজিটাল বিশ্ববিদ্যালয় অব বাংলাদেশ’ নাম দিয়েছে শিক্ষার্থীরা৷
🔥55🥰7🕊4👏32😢2
Forwarded from News Zone
জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষনা রাষ্ট্রপতির।

তথ্য: নিউজ২৪
👏458
Forwarded from News Zone
সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে যেমন সবার আওয়াজ তোলা উচিত,তেমনি হিজাব নিকাব করলেই শিবির ট্যাগ দেয়া যাবেনা, ইসলাম নিয়ে কথা বল্লেই শিবির দলভুক্ত করা যাবেনা, জঙ্গি বলা যাবেনা, এসব নিয়েও আওয়াজ তোলা উচিত।


©
🔥6224💯6
Forwarded from News Zone
জিনিসপত্রের দাম কমেছে, ছেলেমেয়েরা রাস্তায় ট্রাফিক সামলাচ্ছে, গ্রুপ বেঁধে রাস্তা পরিষ্কারে নেমেছে, পত্র পত্রিকাগুলো সত্য বলছে, টিভিতে অথেনটিক নিউজ প্রচার হচ্ছে, শিল্পীরা দেয়ালগুলো আবার রং ঢেলে সুন্দর করার উদ্যোগ নিচ্ছে, হুজুর ভাইয়েরা সারারাত মন্দির পাহারা দিয়েছেন (একটা ছবিতে দেখলাম মন্দিরের গেইটে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। কি মিষ্টি), ফান্ডরেইজ হচ্ছে সংখ্যালঘু পরিবারের জন্য, চলচ্চিত্র পেইজ গুলো সেন্সরশিপ তোলার জন্য আওয়াজ তুলছে, ছাত্ররা লুটপাট হয়ে যাওয়া টাকা আর জিনিস গণভবনে ফেরত দিয়ে আসছে, একইসাথে নেমেছে গণভবন পরিষ্কারের কাজে। আমি খুবই পেসিমিস্ট একজন মানুষ ভাই। তবু, একদিনের মাথায় মনটা ভালো লাগছে। বিপদ এখনো মাথার ওপর থেকে কাটেনি। তবে, বিপ্লবের সময়ে বিশ্বাস করেছি ভয় সংক্রামক, তেমনি সাহসও। এখনো তাই বিশ্বাস করছি। ঘরে বসে না থেকে আসুন বিকল্প হই। একদিনে সব ঠিক হবে না। তবে, সাহস থাকলে হয়তো. ..

©
123🥰11🔥2👌2🏆2
আইন ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন ড. আসিফ নজরুল!
🔥12521👏3
Forwarded from News Zone
সবাই যে হারে দেশ নিয়ে সমালোচনা করছেন, ভাই একটু থামেন। দেশ রাতারাতি ইউরোপ-আমেরিকা হয়ে যাবেনা৷ এত এত অপ্রত্যাশিত ঘটনা ঘটছে সেগুলোর একমাত্র কারন এখনো আমাদের সুগঠিত সরকার নেই। ইন শা আল্লাহ আগমাীকাল এ সমস্যা থাকবেনা। বাট আপনারা এভাবে সমালোচনা করে তো স্বাধীনতা প্রশ্নবিদ্ধ করছেন। দেশ তো আপনারও। চলুন নিজেরা কিছু করি এবার শুধু সমালোচনা না করে!
🔥4417😢2💯2
Forwarded from News Zone
ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত

তথ্য: যমুনা টিভি


লিংক
72🔥3🥰2