BCS Mate(Exam Mate) – Telegram
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন আগামী ১০ সেপ্টেম্বর শুরু হবে। উচ্চ পর্যায়ের সাধারণ আলোচনা শুরু হবে ২৪ সেপ্টেম্বর। আর সাম্প্রতিক সময়ে বিভিন্ন কারণে বৈশ্বিক সুশাসনে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে, তা নিয়ে আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর 'সামিট অব দ্য ফিউচার'-এ যোগ দেওয়ার কথা রয়েছে শীর্ষ নেতাদের
🔥2👏1
Forwarded from News Zone
আগামী ২২ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত এ সফর করবেন তিনি।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হবেন ৭ জন। দায়িত্ব নেওয়ার পর এটাই হবে তার প্রথম বিদেশ সফর। 
ড. ইউনূসের সফরসঙ্গীদের মধ্যে আছেন মেয়ে দিনা আফরোজ ইউনূস, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য ও দৃক-এর ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম। বাকি তিন সফরসঙ্গী হচ্ছেন: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব শাব্বীর আহমদ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাওয়া দলগুলোর মধ্যে সবচেয়ে ছোট দলগুলোর একটি নিয়ে সফর করবেন ড. ইউনূস।


শেখ হাসিনা ২০১৫ সালে ২২৭ জনের একটি দল নিয়ে নিউইয়র্কে ৭০তম সাধারণ অধিবেশন এবং টেকসই উন্নয়নবিষয়ক জাতিসংঘের বিশেষ শীর্ষ সম্মেলনে যোগ দিতে যান।

২০১৪ সালে ৬৯তম সাধারণ অধিবেশনে এ সংখ্যা ছিল ১৭৮, আর ২০১৩ সালে এ সংখ্যা ছিল ১৩৪ জন।
😱23🔥11😢21
মধুসূদন দত্ত কোন ছন্দ-প্রথা ভেঙ্গে নতুনভাবে ছন্দ গড়লেন?
Anonymous Quiz
14%
স্বরবৃত্ত
25%
পয়ার
52%
মাত্রাবৃত্ত
9%
গদ্যছন্দ
😱9🥰2😢1
পানিপথের যুদ্ধ সংগঠিত হয় কোন নদীর তীরে?
Anonymous Quiz
53%
ভাগীরথী
11%
হুগলী
31%
যমুনা
5%
গঙ্গা
😢22🥰4😱41
BCS Mate(Exam Mate)
পানিপথের যুদ্ধ সংগঠিত হয় কোন নদীর তীরে?
পলাশী --->ভাগীরথী
পানিপথ---> যমুনা
☹️ Option পরিচিত লাগলেই দাগানো যাবেনা!!
🎉18🥰10💯8
রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে 'নাইট ' উপাধি ত্যাগ করেন?
Anonymous Quiz
41%
১৯১৯
20%
১৯২০
30%
১৯২১
9%
১৯৪১
🤔1
🔥21🕊15😢5
নাটক কম করো পিও

এটার ইংলিশ কে কে পারবেন দেখি একটু try করুন তো....!?
🎉7
Vocabulary এবং Synonym Antonym শেখার জন্য Exam Mate এর ক্ষুদ্র প্রয়াস।

Exam Mate পেইজে রেগুলার আপডেট পাবে

Page Link: Click Here
🔥73
Forwarded from Nursing Mate
বাংলা সাহিত্যে যা কিছু প্রথম:--
১. প্রথম সার্থক বাংলা উপন্যাস “দুর্গেশনন্দিনী­­” (১৮৬৫)।
২. প্রথম গণমুখী বাংলা নাটক “নীলদর্পণ” (১৮৬০)।
৩. বাংলাদেশে মঞ্চায়িত প্রথম নাটক
“বাকি ইতিহাস।”
৪. বাংলাদেশের প্রথম প্রামাণ্যচিত্র “স্টপজেনোসাইড” (১৯৭১)।
৫. একুশের প্রথম সাহিত্য সংকলন
“একুশে ফেব্রুয়ারি” (১৯৫৩)।
৬. একুশের প্রথম উপন্যাস “আরেক ফাল্গুন” (১৯৬৯)।
৭. মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস “রাইফেল
রুটি আওরাত।”
৮. একুশের প্রথম নাটক “কবর” (১৯৫৩)।
৯. বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত বই
“কথোপকথন” (১৮০১)।
১০. ছাপার অক্ষরে প্রথম বাংলা বই “কৃপাশাস্ত্রের অর্থভেদ।”
১১. প্রথম আধুনিক বাংলা নাটক “শমিষ্ঠা” (১৮৫৯)।
১২. বাংলা ভাষার প্রথম
মহিলা কবি চন্দ্রাবতী (ষোড়শ শতক)।
১৩. বাংলা ভাষার প্রথম মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবী (১৮৫৫-১৯৩২)।
১৪. বাংলা ভাষার প্রথম আধুনিক নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩)।
১৫. প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক
“কৃষ্ণকুমারী” (১৮৬১)।
১৬. প্রথম মৌলিক ট্র্যাজেডি নাটক
“কীর্তিবিলাস” (১৮৫২)।
১৭. প্রথম বাংলা নাটক (মুসলমান রচিত) “বসন্তকুমারী” (১৮৭৩)।
১৮. প্রথম মুসলমান নাট্যকার মীর মশাররফ হোসেন (১৮৪৭-১৯১২)।
১৯. একুশের প্রথম কবিতা “কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি।” (১৯৫২)।
প্রশ্ন: আধুনিক বাংলা ভাষার পরিধি কত সাল থেকে শুরু হয়েছে ?
উঃ ১৮০১ সাল থেকে। (প্রস্তুতিপর্বঃ ১৮০০-১৮৬০, বিকাশপর্বঃ ১৮৬০-১৯০০, রবীন্দ্রপর্বঃ ১৯০০-১৯৩০, রবীন্দ্রোত্তরঃ ১৯৩০-১৯৪৭ ও বাংলাদেশঃ ১৯৪৭-)
প্রশ্ন: বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে?
উঃ সপ্তম শতাব্দী।
প্রশ্ন: পানিনি রচিত গ্রন্থের নাম কি?
উঃ ব্যাকরণ অষ্টাধয়ী।
প্রশ্ন: পানিণি কোন ভাষার ব্যাকরণকে শৃঙ্খলাবদ্ধ করেন?
উঃ সংস্কৃত ভাষা।
প্রশ্ন: বাংলা ভাষার মূল উৎস কোনটি?
উঃ বৈদিক।
প্রশ্ন: বাংলা ভাষার আদি সাহিত্যিক নিদর্শন কি?
উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্য।
প্রশ্ন: বাংলা ভাষা কোন আদি বা মূল ভাষা গোষ্ঠীর অর্ন্তগত?

উঃ ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠী।
প্রশ্ন: বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন দশকে?
উঃ খ্রিষ্টিয় দশম শতকের কাছাকাছি সময়ে।
প্রশ্ন: ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ কোথায় পাওয়া যায়?
উঃ প্রাচীন গ্রন্থ ঋগে¦দের মন্ত্রগুলোতে।
18👏3🥰2🔥1
6🥰3
মুক্তিযুদ্ধের সময় কোন পত্রিকা বাংলাদেশ সরকারের মুখপত্র ছিলো?
Anonymous Quiz
64%
জয় বাংলা
14%
রণাঙ্গন
10%
দেশ বাংলা
12%
বাংলার বাণী
9
Forwarded from PDF Zone
Daily Gk Update
18👏2
Forwarded from Notes Zone।Exam Mate
Notes Zone।Exam Mate
https://exammatebd.com/recent-gk/
এখানে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক জিকে আপডেট করা হয়
🔥1
দুই কোরিয়ার যুদ্ধ হয়-
Anonymous Quiz
30%
১৯৫০
30%
১৯৭৭
32%
১৯৬০
9%
১৯৭৬
😱14
26🔥2