BCS Mate(Exam Mate) – Telegram
Forwarded from News Zone
কী বার্তা দিচ্ছে ৪৭তম বিসিএস প্রিলি প্রশ্ন?

প্রশ্নটা দেখলাম। বিগত কয়েকটা বিসিএসের তুলনায় এবারের প্রশ্ন অনেক কঠিন মনে হয়েছে। কঠিনের মধ্যেও কিছু ক্রাইটেরিয়া থাকে, যেটা কঠিন হলেও শিক্ষার্থীদের জানা গুরুত্বপূর্ণ। অথবা এমন কঠিন যেটা লাইমলাইটে নিয়ে আসা জরুরি যেন এটা নিয়ে পরবর্তীতে শিক্ষার্থীরা বৃহৎ পড়াশোনা করে। তবে এবারের প্রশ্নে সেরকম কঠিন ছিল না। যেটা হয়েছে অপরিচিত এবং অগুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ছিল যেগুলো আসলে একজন বিসিএস ক্যান্ডিডেটের জনার দরকার নেই, কিছু প্রশ্নের মেরিট ছিল না যেটা আসলে জানতেই হবে। যেহেতু প্রতিযোগিতামূলত পরিক্ষা, অনেক পার্টিসিপ্যান্ট তাই হয়তো এরকম অগুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রেখেছে।

তবে প্রশ্ন থেকে যে কয়েকটা মেসেজ নেওয়া যেতে পারে:

এক. প্রিলিতে হয়তো কমসংখ্যক পরিক্ষার্থী টিকাবে। আট থেকে দশ হজারের মতো। পিএসসি একটা রোডম্যাপ দিয়েছিল এক বছরে একটা বিসিএস সম্পূর্ণ করবে। ফলে রিটেন যত কমসংখ্যক নিবে ততদ্রুত বিসিএসটা সম্পূর্ণ করতে পারবে; এই ফর্মুলায় যেতে পারে।

দুই. এবারের রিটেন পরিক্ষার প্রশ্নের প্যাটার্নেও পরিবর্তন আসতে যাচ্ছে সেটার একটা ইঙ্গিত দিয়েছে পিএসসি। এবারের প্রশ্ন পূর্বের ন্যায় গতানুগতিক না হবার সম্ভাবনাই বেশি।

তিন. কঠিন প্রশ্নের মাধ্যমে বিসিএসের প্রতি যে অত্যধিক ঝোক সেটিকে নিরুৎসাহিত করা হয়েছে। বিসিএসের প্রতি সম্পূর্ণ ডেডিকেশন না থাকলে কিংবা নিজের প্রস্তুতি ও যোগ্যতার ঘাটতি রেখে এই চক্রে প্রবেশ করে বছরের পর বছর সময় নষ্ট না করার প্রতি বার্তা দেওয়া হয়েছে।
38😢17🤔11🔥3🥰2🕊2
সতীদাহ প্রথা কত সালে রহিত হয়?
Anonymous Quiz
7%
১৮১৯
68%
১৮২৯
21%
১৮৩৯
3%
১৮৪৯
🔥86😢1
'ক্র্যাক প্লাটুন' কত নং সেক্টরের অধীন ছিল?
Anonymous Quiz
10%
১ নং
66%
২ নং
19%
১১ নং
5%
৬ নং
10🥰4😢2
বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?
Anonymous Quiz
7%
কুতুবদিয়া
79%
মহেশখালী
9%
নিঝুম দ্বীপ
5%
ছেড়া দ্বীপ
🔥138🤔1
Nursing Mate
বাংলা ব্যাকরণের ১০০ টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যা পরীক্ষায় বার বার আসে ১) অপমান শব্দের অপ উপসর্গটি যে অর্থে ব্যবহৃত – বিপরীত ২) ‘ধ্বনি দিয়ে আট বাঁধা শব্দই ভাষার ইট ’ এই ইটকে বাংলা ভাষায় বলে— বর্ণ ৩) ষড়ঋতু এর সন্ধি বিচ্ছেদ – ষট্ + ঋতু ৪) ইচ্ছা শব্দের…
৮৮) বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেন – দীনেশ চন্দ্র সেন

৮৯) জসীমউদদীনের প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থ – রাখালী

৯০) অপাদান কারক – ট্রেন স্টেশন ছেড়েছে

৯১) পশ্চাতে জন্মেছে যে – অনুজ

৯২) হরতাল -গুজরাটি শব্দ

৯৩) শীতার্থ এর সন্ধি বিচ্ছেদ – শীত+ঋত

৯৪) কুলি শব্দের স্ত্রী বাচক – কামিন

৯৫) তুষার শুভ্র – উপমান কর্মধারয় সমাস

৯৬) শৈত্য শব্দের বিশেষণ পদ – শীতার্ত

৯৭) যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ, সুতরাং তুমি প্রথম হবে – জটিল বাক্য

৯৮) শুদ্ধ – সাক্ষ্যদান

৯৯) মহাকবি আলাওল নাটকটি রচনা করেন -সিকান্দার আবু জাফর

১০০) রবীন্দ্রনাথ রচিত নাটক – রক্তকরবী।

পড়ার শেষে অবশ্যই Done লিখবেন।
43👏3🥰1😢1
[Exam Mate]

কোনগুলো বর্গীয় বর্ণ নয়?
Anonymous Quiz
8%
ক) চ, ছ, জ, ঝ, ঞ
10%
খ) ত, থ, দ, ধ, ন
10%
গ) ট, ঠ, ড, ঢ, ণ
72%
ঘ) য, র, ল, শ, ষ
3🥰3
[Exam Mate]

ঠোঁট ও নাকের ছিদ্রের সাহায্যে উচ্চারিত হয় কোন ধ্বনিটি?
Anonymous Quiz
23%
ক) ম
8%
খ) চ
62%
গ) ঙ
7%
ঘ) ষ
😢43🎉1
[Exam Mate]

তালব্য ও নাসিক্য বর্ণ কোনটি
Anonymous Quiz
12%
ক) ঙ
34%
খ) ঞ
43%
গ) ণ
11%
ঘ) ম
🥰4
[Exam Mate]

বাংলা ব্যাকরণে পরাশ্রয়ী বর্ণযুক্ত শব্দ কোনগুলো?
Anonymous Quiz
13%
ক) আম্র, বৃহৎ, মিঞা
14%
খ) আয়না, হরিণ, ঋণ
70%
গ) রং, চাঁদ, দুঃখ
3%
ঘ) শিউলি, উচিত, বৃষ
[Exam Mate]

বাংলা ভাষায় উষ্মবর্ণ মোট কয়টি?
Anonymous Quiz
21%
ক) দুইটি
28%
খ) চারটি
39%
গ) তিনটি
12%
ঘ) পাঁচটি
3
[Exam Mate]

কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে?
Anonymous Quiz
12%
ক) বড়
39%
খ) গাঢ়
35%
গ) চানাচুর
13%
ঘ) হঠাৎ
5
[Exam Mate]

'ল'-এর উচ্চারণ স্থান কোনটি?
Anonymous Quiz
43%
ক) দন্ত্যমূল
9%
খ) ওষ্ঠ্য
28%
গ) জিহ্বামূল
20%
ঘ) তালু
5
[Exam Mate]

বাংলায় নাসিক্য ধ্বনি ক'টি?
Anonymous Quiz
23%
ক) তিনটি
17%
খ) দুইটি
18%
গ) চারটি
43%
ঘ) পাঁচটি
4
5🥰2😢1
[Exam Mate]

নিচের কোনগুলো পরাশ্রয়ী বর্ণ?
Anonymous Quiz
6%
ক) ঙ, ঞ
86%
খ) ং, ঃ
5%
গ) ড়, ঢ়
3%
ঘ) শ, য
5🥰2
[Exam Mate]

বাংলায় পার্শ্বিক ধ্বনি কয়টি?
Anonymous Quiz
18%
ক) পাঁচটি
43%
খ) একটি
27%
গ) তিনটি
12%
ঘ) দুইটি
10🥰2
[Exam Mate]

যে বর্ণ উচ্চারণের সময় স্বরতন্ত্রী কাঁপে না, তাকে বলে-
Anonymous Quiz
11%
ক) ঘোষ বর্ণ
36%
খ) অল্পপ্রাণ বর্ণ
47%
গ) অঘোষ বর্ণ
6%
ঘ) মহাপ্রাণ বর্ণ
4🥰2
[Exam Mate]

কোন প্রকার ধ্বনি উচ্চারণে স্বরতন্ত্রীর প্রয়োজন হয়?
Anonymous Quiz
18%
ক) মহাপ্রাণ ধ্বনি
16%
খ) ওষ্ঠ্য ধ্বনি
54%
গ) ঘোষ ধ্বনি
11%
ঘ) অঘোষ ধ্বনি
🥰5