Math Phobia – Telegram
এই সূত্রটা দিয়ে ম্যাথটা করে কমেন্ট করুন।😊
আর হ্যাঁ সূত্রটা অবশ্যই মুখস্থ করবেন
গুচ্ছের জন্য এই টাইপের ম্যাথ অনেক ইমপোর্টেন্ট(ব্যক্তিগত মতামত)
🌼🌸
10
x অক্ষ ও (-5,-7) থেকে (4, k) বিন্দুটির দূরত্ব সমান হলে, k এর মান-
Anonymous Quiz
49%
-65/7
37%
65/7
11%
20
2%
-130
3
(x,y),(2,2) ও (3,3) বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত হলে-
Anonymous Quiz
7%
x-2y+1=0
67%
x-y=0
19%
x-y+1=0
7%
2x-y+3=0
3
(1,4) ও (9,12) বিন্দুদ্বয়ের সংযোগকারী সরলরেখা যে বিন্দুতে 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয় তার স্থানাঙ্ক
Anonymous Quiz
6%
(5,8)
81%
(6,9)
11%
(6,6)
1%
(9,9)
3
এই ম্যাথটা আগে খাতায় করে তারপর কমেন্ট করুন।😊
সলভ আমি কমেন্টে দিয়ে দিচ্ছি।😊
আশা করি নিজে চেষ্টা করে তারপর কমেন্টে যাবেন।
আর এই টাইপটা আমার কাছে ইমপোর্টেন্ট মনে হচ্ছে গুচ্ছের জন্য(সম্পূর্ণ ব্যক্তিগত মতামত)
🔥7
পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবার জন্য কয়েকটা স্টেপ অনুসরণ করলেই কিন্তু গন্তব্যস্থল অনেকটা সহজ হয় ঃ

১) যেই ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, সেই ইউনিভার্সিটির প্রশ্নব্যাংক সলভ করো

২) প্রশ্নব্যাংক সলভ করার পরে, প্যাটার্ন বুঝতে চেষ্টা করো। এরপর টপিক গুলা সিলেক্ট করো এতে তোমার ৩দিন সময় লাগলেও ৩ মাসের গুছানো প্রস্তুতি টা হয়ে যাবে।

৩) এবার টপিক ধরে ধরে পড়া শুরু করো। নিয়মিত হ্যান্ড নোট করো। ভর্তি পরীক্ষা যখন একদম দরজার কাছে আসবে, তখন এই হ্যান্ড নোট গুলাই তোমার রক্ষা কবজ হিসেবে কাজ করবে। একটা সাজানো গুছানো প্রস্তুতি হয়ে যাবে।

৪) কোন ভার্সিটিতে কাট মার্কস কেমন হয়, সেইদিক ফোকাস করে একটা টার্গেট নিয়ে আগাতে হবে।

৫) চর্চার বিকল্প নেই, যত বেশি চর্চার মধ্যে রাখবা তত বেশি কনসেপ্ট ক্লিয়ার হবে। পরীক্ষা ভীতি থাকবে না।
তাই নিয়মিত পরীক্ষা বা সেলফ টেস্টের মাধ্যমে নিজেকে যাচাই করাটা জরুরি।

৬) কতঘন্টা পড়াশোনা করলা, এইটা ব্যাপার না বরং কতটুকু পড়াশোনা করলা এটাই মুখ্য বিষয়❣️
অনেকে ১২-১৩ ঘন্টা পড়াশোনা করেও চান্স পায়না আবার অনেকে ৮-৯ ঘন্টা পড়াশোনা করেও ভালো পজিশন করে
(সংগৃহীত)
59🥰2🔥1
আজ ২১ জুন বাংলাদেশসহ উত্তর গোলার্ধের বছরের সবচেয়ে বড় বা দীর্ঘতম দিন। ছোটকাল থেকে নিশ্চয়ই ২১ জুন দীর্ঘতম দিন, আর ২২ ডিসেম্বর দীর্ঘতম রাতের কথা সবারই কমবেশি জানা। আজকের দিনটা কতটুকু বড়? আবহাওয়া অফিসের তথ্য বলছে, আজ দিন থাকবে ১৩ ঘণ্টা ৩৬ মিনিট। আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১২ মিনিটে আর সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে।(ঢাকার সময় অনুসারে)।

🔸সৌরজগতের নিয়ম অনুযায়ী পৃথিবী সূর্যের চারদিকে ঘোরার সময় একদিকে একটু হেলে থাকে। ফলে কখনও উত্তর গোলার্ধ সূর্যের কাছে আসে, কখনও দক্ষিণ গোলার্ধ। আর আজ উত্তর গোলার্ধ সূর্যের সবচেয়ে কাছে থাকায়, আজকের দিনটি সবচেয়ে বড়।

🔸দিন কতটা বড় হবে সেটা ঠিক করে দেয় কর্কটক্রান্তি রেখা। ওটাকে উত্তরের রেখাও বলা যায়। যেহেতু বাংলাদেশের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে সেই কারণে আজ ঠিক দুপুরবেলা সূর্য থাকবে কর্কটক্রান্তি রেখার একেবারে মাঝ বরাবর। যার ফলে এসময় সূর্যের একদম উলম্বভাবে কিরণের প্রভাবে যেকোন বস্তু ছায়াশূন্য বলে মনে হবে।

🔸পৃথিবীর নিয়ম অনুযায়ী উত্তর গোলার্ধে আজকের পর থেকে ধীরে ধীরে ছোট হওয়া শুরু করবে দিন, আর রাত হতে থাকবে বড়।
14🔥2
If the points (2,2-2x),(1,2) and (2,b-2x) are collinear,the value of b is-
Anonymous Quiz
3%
-1
60%
2
21%
3
15%
-2
0%
-3
3😢2
একটি ত্রিভুজের বাহুগুলোর যথাক্রমে 5 ,12 এবং 13 হলে ত্রিভুজটি হবে-
Anonymous Quiz
4%
স্থূলকোণী
87%
সমকোণী
5%
সূক্ষ্মকোণী
3%
None
2
সামান্তরিকের কৌণিক বিন্দু গুলো (1,1),(4,4),(4,8) এবং (1,5) হলে এর যেকোনো একটি কর্ণের দৈর্ঘ্য কত হবে-
Anonymous Quiz
5%
3
24%
4
15%
5
56%
None
3
ভাইয়া-আপুরা ম্যাথগুলো করে আন্সার দেন এটা বায়োলজি বা কেমিস্ট্রি না ঝড়ে বক মারবেন ☹️
👏96
একটি সরলরেখার সমীকরণ বের করো যা (3,6) বিন্দু দিয়ে গমন করে এবং মূলবিন্দু থেকে যার দূরত্ব 6 একক।
Anonymous Quiz
55%
4x+3y-30=0
24%
3x+4y-30=0
14%
4x-3y-30=0
7%
None
6
জাবি A অ্যানালাইসিস (নিউটনীয় বলবিদ্যা)
এই অধ্যায়ের বাকি টপিক গুলি তেমন বেশি ইম্পর্ট্যান্ট না এগুলোর থেকে
36🥰4
আসসালামু আলাইকুম
কালকে থেকে জাবি অ্যানালাইসিস আপলোড হবে রেগুলার
জাবি শেষ হয়ে গেলেই রাবি অ্যানালাইসিস শুরু হবে😁😁❤️❤️

অসুস্থ্যতার কারণে খুব অসুবিধায় আছি
নাহলে একদিন দুইটা করে চ্যাপ্টার দিতাম
যাই হোক
দোয়া করবেন আমার জন্যে❤️❤️😊😊
25🔥22
Math Phobia pinned «আসসালামু আলাইকুম কালকে থেকে জাবি অ্যানালাইসিস আপলোড হবে রেগুলার জাবি শেষ হয়ে গেলেই রাবি অ্যানালাইসিস শুরু হবে😁😁❤️❤️ অসুস্থ্যতার কারণে খুব অসুবিধায় আছি নাহলে একদিন দুইটা করে চ্যাপ্টার দিতাম যাই হোক দোয়া করবেন আমার জন্যে❤️❤️😊😊»
Forwarded from Biology Phobia।Exam Mate ('Shahrin Sultana Shipa)
36🔥5🥰2
(-2,-5) বিন্দুগামী কোনো সরলরেখা x ও y অক্ষকে যথাক্রমে A ও B বিন্দুতে ছেদ করে যেন AO+BO=0, যেখানে O মূলবিন্দু। OAB ত্রিভুজের ক্ষেত্রফল কত?
Anonymous Quiz
1%
16
77%
9/2
16%
8
6%
32
5😱1
Must লাগবেই 💣
10
👀
🔥103
সজাগ আছেন কে কে?😒😒
পোল দিবো?
কনিক এর উপর?
কখন দিলে ভালো হয়?🙄🙄
11
একটা কুইজ দিবো সকাল ১০ টার দিকে। যেকোনো সময় কুইজে অংশগ্রহণ করা যাবে।
তবে আজ রাত ১০ টার মধ্যে যারা পরিক্ষা দিবে তাদের মেরিট লিস্ট দেয়া হবে।
8🥰3