Math Phobia – Telegram
১ম পত্রের রুটিন দিয়ে দিলাম।
পরে ২য় পত্রেরও দিবো ইন শা আল্লাহ। বাকি এডমিনরাও পোল দিলে আমার এই রুটিন ফলো করার অনুরোধ রইলো।
আর কৃষি গুচ্ছ ডিপ থেকে প্রশ্ন করেনা। আমরা একদম নরমালভাবেই তবে সবগুলো টপিক সুন্দরভাবে শেষ করব ইন শা আল্লাহ। তাই আশা করছি এইচএসসি কেন্ডিডেটরাও প্রশ্ন সমাধান করে উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে🌸❣️
57
অনেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন তাই আমরা সময়টা একটু পিছিয়ে দিচ্ছি,এই ৩দিন নিজেদের মতো প্র‍্যাক্টিস করুন আমিও পোল দিবো ইন শা আল্লাহ। ১৭ তারিখ থেকে আমাদের মিশন ম্যাথ শুরু হবে,যা কৃষি গুচ্ছ এবং এইচএসসি ক্যান্ডিডেটদের জন্য উপকারী হবে ইন শা আল্লাহ🍁

🍁১৭.০৮.২০২২ & ১৮.০৮.২০২২ ➤ ম্যাট্রিক্স ও নির্ণায়ক।
🍁১৯.০৮.২০২২-২০.০৮.২০২২➤ সরলরেখা।
🍁২১.০৮.২০২২ & ২২.০৮.২০২২➤ অন্তরীকরণ।
🍁২৩.০৮.২০২২ & ২৪.০৮.২০২২➤ যোগজীকরণ।

ধন্যবাদ🍁
68🔥7🥰3😢1
Math Phobia pinned «অনেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন তাই আমরা সময়টা একটু পিছিয়ে দিচ্ছি,এই ৩দিন নিজেদের মতো প্র‍্যাক্টিস করুন আমিও পোল দিবো ইন শা আল্লাহ। ১৭ তারিখ থেকে আমাদের মিশন ম্যাথ শুরু হবে,যা কৃষি গুচ্ছ এবং এইচএসসি ক্যান্ডিডেটদের জন্য উপকারী হবে ইন শা…»
Forwarded from PDF Zone
Network Agri QB - AAP Library.pdf
1.3 MB
By AAP Patshala-2022 Edition

Join PDFZone:
https://news.1rj.ru/str/confusingQuestions6
Forwarded from Physics Phobia(Exam Mate) (🍁অদ্ভুত অনন্য অদৃশ্য অনাকাঙ্ক্ষিত অপ্রয়োজনীয় অপ্রিয় অপ্রতিরোধ্য অপ্রকাশিত অপরাজিত অপ্রতুল অপরিপূর্ণ অপরিহার্য অকৃত্তিম অতৃপ্ত)
🌵১৩.০৮.২০২২➤তাপগতিবিদ্যা।
🌵১৪.০৮.২০২২➤চল তড়িৎ।
🌵১৭.০৮.২০২২➤ভৌত আলোকবিজ্ঞান।
🌵১৮.০৮.২০২২➤সেমিকন্ডাক্টর ও ইলেক্ট্রনিকস।
🌵১৯.০৮.২০২২➤আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা।

একটা রুটিন করে দিলাম আপনাদেরকে🌸 চবি এক্সামের কারনে ২ দিন গ্যাপ রাখলাম🌸
২য় পত্র শেষ হলে ১ম পত্র শুরু করব ইন শা আল্লাহ🌸

-ফোবিয়া সিরিজ🌿
29🥰2😱1
আসসালামু আলাইকুম ভায়াপুরা🌸
গতকাল তিন্নি আপু skywalker (@Chaplin345) ভাইয়াকে নিয়ে একটা পোস্ট করেছিলো। আসলে এটা একটা ভুল বুঝাবুঝির কারণে হয়েছে।সবার চিন্তাভাবনার ধরনতো এক নয়,তাই ভুল বুঝাবুঝি হওয়াটাও স্বাভাবিক। তবে অনেকেই না বুঝে কমেন্ট করেছেন পোস্টে। কমেন্টকারীদের বলছি,আপনাদের মত প্রকাশের অধিকার অবশ্যই আছে কিন্তু পুরো বিষয় বুঝেশুনে নিজের সঠিক মতামত জানাবেন সবসময়। আমরা সবাই একই পরিবারের,ফোবিয়া পরিবারের। এখানে একজন ভুল করলে আমাদের উচিৎ তাকে মার্জিতভাবে তার ভুল ধরিয়ে দেওয়া,হোক সেটা এডমিনের ভুল বা মেম্বারদের। আর হ্যাঁ,আমরা এডমিনরাও এডমিশন ক্যান্ডিডেট,আমরা দ্বায়িত্ব নিয়েছি আপনাদেরকে সাথে নিয়ে পড়ালেখা করার,আমাদের যা আছে তা আপনাদেরকে দেওয়ার এবং সাথে আপনাদের থেকেও নেওয়ার। তাই একজন আরেকজনের ভুল ধরার অধিকার অবশ্যই আছে। তবে সেটা বুঝেশুনে। Skywalker ভাইয়ার তেমন দোষ ছিলোনা,তিন্নি আপু শুধু ভুল বুঝে উনাকে নিয়ে পোস্ট করেছে,যেটা ঠিক হয়নি। এবং এখন ২জনের মধ্যেই সব সমাধান হয়ে গিয়েছে। তাই সবাই সব ভুলে নতুন করে পড়ালেখা করি চলুন। এখানে আমরা পড়তে এসেছি,সবাই একসাথে,,,একই পরিবারের সদস্য আমরা। তাই একে অপরের সাথে পরিবারের সদস্যদের মতোই বুঝেশুনে কথা বলবো এবং চলবো।

🌸সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো🌸
12🔥2😱1
GST গুচ্ছ

এবারও মেধাতালিকা দেয়া হচ্ছে না।
শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন, আমরা শিক্ষার্থীদের জানিয়ে দেব যে তারা কোথায় কোথায় আবেদন করতে পারবে। এত বেশি সংখ্যক শিক্ষার্থীদের মেধাতালিকা প্রণয়ন করা কঠিন। অনেকে একই নম্বর পেয়েছেন।

২০ আগস্ট এর পর বৈঠক করে GST ভর্তির পরবর্তী কার্যক্রম সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। গণিত না দাগিয়ে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাওয়া বিষয়ক আলোচনাও উক্ত সভায় হবে।

সূত্র- ডেইলি ক্যাম্পাস
😢4117🔥9🤔2👏1
তোমাদের মধ্যে কারো কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টি তে সীট পড়েছে?
পড়ে থাকলে রুম নাম্বার টা জানাও।
Forwarded from Skywalker 🇨🇦
5🥰1
Forwarded from Skywalker 🇨🇦
Lim (x^2 +1/ x+1) এর মান কোনটি?
x⇨1
Anonymous Quiz
15%
0
32%
2
8%
-1
45%
1
3🥰2🔥1🤔1😱1
Forwarded from Skywalker 🇨🇦
Y=x^3-2x^2 +4x -1 বক্ররেখার x=2 বিন্দুতে ঢালের মান কোনটি?
Anonymous Quiz
7%
2
27%
4
58%
8
8%
6
🥰8🔥3
Forwarded from Skywalker 🇨🇦
x=cox@, y=sin@ হলে dy/dx=?
Anonymous Quiz
7%
Cot@
50%
-Cot@
30%
tan@
13%
-tan@
11😢6😱1
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছো কারা কারা??? কেমন হলো সবার পরীক্ষা??? প্রশ্ন কেমন ছিলো?
13🥰1
Math Phobia
অনেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন তাই আমরা সময়টা একটু পিছিয়ে দিচ্ছি,এই ৩দিন নিজেদের মতো প্র‍্যাক্টিস করুন আমিও পোল দিবো ইন শা আল্লাহ। ১৭ তারিখ থেকে আমাদের মিশন ম্যাথ শুরু হবে,যা কৃষি গুচ্ছ এবং এইচএসসি ক্যান্ডিডেটদের জন্য উপকারী হবে ইন শা…
আসসালামু আলাইকুম ভায়াপুরা🌸
আজকে থেকে আমাদের ম্যাথ প্রোগ্রামটা স্টার্ট করা কথা ছিলো।
সো চলেন,পড়াশুনা শুরু করি।
আপনারা ক্লাস করুন বা যে যেভাবে ইচ্ছা আজকে আর কালকে এই ২দিনের মধ্যে ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়টা পুরোপুরি শেষ করুন। এই ২দিনে পড়ার মাঝে কোথাও কোনো প্রবলেম পেলে বা খুব ইম্পর্ট্যান্ট কিছু পেলে এই পোস্টের কমেন্টে দিবেন। আমরা একজন আরেকজনের প্রবলেম দেখবো এবং সলভ করার চেষ্টা করবো। আর সাথে আমিও পোল দিবো। সো চলেন শুরু করি আমাদের ম্যাথ মিশন---------......🌵
সাথে অন্য এডমিনদেরও অনুরোধ করছি এই ২দিন ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে পোল দেওয়ার জন্য🌸
54🔥6
Math Phobia pinned «আসসালামু আলাইকুম ভায়াপুরা🌸 আজকে থেকে আমাদের ম্যাথ প্রোগ্রামটা স্টার্ট করা কথা ছিলো। সো চলেন,পড়াশুনা শুরু করি। আপনারা ক্লাস করুন বা যে যেভাবে ইচ্ছা আজকে আর কালকে এই ২দিনের মধ্যে ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়টা পুরোপুরি শেষ করুন। এই ২দিনে পড়ার মাঝে কোথাও কোনো…»
🍂ম্যাট্রিক্সে আনুভূমিক বরাবর উপাদানগুলোকে সারি এবং উলম্ব বরাবর উপাদানগুলোকে কলাম/স্তম্ভ বলে।

🍂প্রথমে একটি ম্যাট্রিক্সের সারি সংখ্যা লিখে ক্রস(×) চিহ্ন দিয়ে কলাম সংখ্যা লিখলে তাকে ম্যাট্রিক্সের ক্রম বলে।

🍁ম্যাট্রিক্সের প্রকারভেদ➤

🍂আয়তাকার ম্যাট্রিক্সঃ সারি ও কলাম সংখ্যা অসমান।

🍂সারি ম্যাট্রিক্সঃ একটি মাত্র সারি থাকে।

🍂কলাম ম্যাট্রিক্সঃ একটি মাত্র কলাম থাকে।

🍂বর্গ ম্যাট্রিক্সঃ সারি এবং কলাম সংখ্যা সমান থাকে।

🍂শূণ্য ম্যাট্রিক্সঃ যে ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদান শূণ্য।

🍂অভেদক ম্যাট্রিক্সঃ যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সকল উপাদান 1, অবশিষ্ট সকল উপাদান শূণ্য।

🍂কর্ণ ম্যাট্রিক্সঃ যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো অশূণ্য (মানে শূণ্য ছাড়া অন্যকিছু) এবং অন্য সবগুলো উপাদান শূণ্য তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে।

🍂বিম্ব ম্যাট্রিক্সঃ কোনো ম্যাট্রিক্সের সারিগুলোকে কলাম এবং কলামগুলোকে সারি বানালে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তা-ই বিম্ব ম্যাট্রিক্স।

🍂ম্যাট্রিক্সের ট্রেসঃ প্রধান কর্ণের উপাদানগুলোর যোগফলকে বলা হয় ম্যাট্রিক্স-টির ট্রেস।

🍂অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সঃ যদি A একটি বর্গ ম্যাট্রিক্স হয় তবে A ম্যাট্রিক্সের কো ফ্যাক্টরগুলো নিয়ে যে ম্যাট্রিক্স গঠন করা হয় তার বিম্ব ম্যাট্রিক্সকে বলা হয় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স।

🍂ব্যাতিক্রমী ও অব্যাতিক্রমী ম্যাট্রিক্সঃ বর্গ ম্যাট্রিক্সের মান শূণ্য হলে ব্যাতিক্রমী এবং অশূণ্য হলে অব্যাতিক্রমী।

🍂বিপরীত ম্যাট্রিক্সঃ কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে হলে,সংশ্লিষ্ট ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করে এর সঙ্গে প্রত্যেকটি উপাদানের সহগুণক সারি বরাবর বের করে কলাম বরাবর লিখে যে ম্যাট্রিক্স(Adjoint Matrix) পাওয়া যায় তা গুণ করতে হয়।
🔥4812
Forwarded from PDF Zone
Medical Exam এর পর একটা Vote নেওয়া হয়েছিলো।এটা দেখে আশা করি বুঝতে পারবে Exam Mate এর উপর সবাই কীরকম আস্থা রেখেছিলো।

So তোমরাও আস্থা রাখতে পারো

Exam Mate এর মাধ্যমে Free তেই Complete Medical Preparation নিতে পারো

NB:Exam Mate এর Medical Standard প্রতিটি Exam এর Participants 2000 এর উপরে Even কিছু Exam এ 5000 Participants ও ক্রস করেছে ।so Exam গুলো কেমন Competitive হবে বুঝতেই পারতেছো!

Exam Mate Link:https://news.1rj.ru/str/ConfusingQ_Bot
Forwarded from Exam Mate
তোমরা জানো আমরা প্রচার প্রচারণা একদম ই করি না যে এ Chance পেয়েছে বা এতজন পেয়েছে কারন Student এমনিতেই আস্থা রাখে Exam Mate এ ।
তবুও এই 2 টি Post এর comment Box Check করতে পারো

1. https://news.1rj.ru/str/ConfusingQuestion2/4794

2. https://news.1rj.ru/str/confusingQuestions6/1025
6