Math Phobia – Telegram
Forwarded from Nusrat Jahan Iva
?
Anonymous Quiz
25%
A
45%
B
25%
C
5%
D
😢2
Forwarded from Nusrat Jahan Iva
Forwarded from Nusrat Jahan Iva
?
Anonymous Quiz
12%
A
10%
B
63%
C
15%
D
Forwarded from Nusrat Jahan Iva
Forwarded from Nusrat Jahan Iva
?
Anonymous Quiz
80%
A
9%
B
9%
C
1%
D
অভিনন্দন সবাইকে☺️🎉
১০ এ কে কত পেয়েছেন?
না বললে বিয়ে হবে না কিন্তু 😬
সিলেটের পাওয়ার গ্রীড স্টেশনে আর ৪ ইঞ্চির মত পানির লেভেল বৃদ্ধি পেলে পুরো সিলেটে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে। গ্রীড স্টেশন বন্ধ হওয়া মানে বুঝতে পারছেন?? প্রত্যেকটা পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাবে। চাইলেও দূর্গত এলাকায় মানুষ ত্রাণ নিয়ে এগিয়ে যেতে পারবে না পরিবহণ ব্যবস্থার কারণে। নেটওয়ার্ক ব্যবস্থা পুরো কলাপ্স করবে। সিলেটের সাথে অন্যান্য জেলার কোনো মানুষ যোগাযোগ করতে পারবে না। অলরেডি সুনামগঞ্জের অনেকের মোবাইলে চার্জ আছে। কিন্তু নেটওয়ার্ক না থাকার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন।
.
পাওয়ার গ্রীড স্টেশনের কর্মকর্তাদের ভাষ্যমতে, উনাদের কর্মজীবনের ইতিহাসে কখনো গ্রীড স্টেশন বন্যার জন্য বন্ধ করতে হয়নি। কিন্তু এবার এটা করতে হবে তাদের কাছে মনে হচ্ছে। একবার গ্রীড স্টেশনে পানি ঢুকে গেলে সেটা পুনরায় চালু করতে অনেক বেশি বেগ পেতে হবে।
.
সুনামগঞ্জের মানুষদের অবস্থা বর্ণণাতীত। তারা এখন বুভুক্ষের মত ত্রাণের জন্য অপেক্ষা করছে। অতীতের কোনো বন্যাতে যাদের বাড়িতে পানি ঢুকার রেকর্ড নাই তারাও পানির নিচে। আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষ কাকভেজা হয়ে, অনাহারে, অনিদ্রায় দাঁড়িয়ে আছে। এলাকার যুবসমাজ যারা মোটামুটি শ্রম দিয়ে সাহায্য করছিল তারাও হাঁপিয়ে গেছে। ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স এগিয়ে না গেলে মানুষগুলো এমনিতেই মারা যাবে। ফসলের মায়ায় যারা গতকাল রাত পর্যন্ত পানি কমার অপেক্ষায় ছিল তারাও আজকে জীবনের মায়ায় সব ছেড়েছুড়ে নিরাপদ আশ্রয় খোঁজে বেড়াচ্ছে।
.
😢161
সিলেটে বন্যার কারণে সারা দেশে ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা স্থগিত।
😢43🔥5
⚠️সিলেটের বন্যা মহাপ্লাবনে রূপ নিয়েছে ১৩ সালে ভারতের কেদারনাথ ট্রাজেডির মতো। যারা সিলেটের ভাই-বোনেরা আছেন ধৈর্য ধরেন। আমরা সবাই যেন জুময়ার নামাজের পর সিলেটবাসীর জন্য দোয়া করতে ভুলে না যাই।
😢53
যারা সিলেটের বন্যার্তদের সাহায্য করতে চান,তারা এই লিংকে গিয়ে Donate করতে পারেন....

https://assunnahfoundation.org/donate/flood
21
সবার নামাজের পর যেন সিলেটবাসী মানুষদের জন্যে দোয়া থাকে
আল্লাহ যেন তাদের সবর করার শক্তি দেয়।
সবাইকে আল্লাহ্ হেফাজতে রাখুক
আমিন ।

আর যারা যারা সামর্থবান আছি
https://assunnahfoundation.org/donate/flood এই লিংকে বন্যার্তদের জন্যে সাহায্য করতে পারেন
48🥰2
Math Phobia pinned «সবার নামাজের পর যেন সিলেটবাসী মানুষদের জন্যে দোয়া থাকে আল্লাহ যেন তাদের সবর করার শক্তি দেয়। সবাইকে আল্লাহ্ হেফাজতে রাখুক আমিন । আর যারা যারা সামর্থবান আছি https://assunnahfoundation.org/donate/flood এই লিংকে বন্যার্তদের জন্যে সাহায্য করতে পারেন»
Integration er sutro 🥲🥲

Likha buja jay kina dekhen to 🥲🥲
6
এগুলো একটু ভালো ভাবে দেখিয়েন।
এগুলো থেকে কোশ্চেন বেশি আসে।
বেশি বেশি প্রাকটিস করবেন।
🥲🥲
13
একটুপর ইন্টিগ্রেশন থেকে কোশ্চেন দিবো।
আপনারা সলভ করবেন তো? 🥲🥲

রেসপন্স পেলে কোশ্চেন দিবো।
একসাথে প্রাকটিস ও হয়ে যাবে।

আগে সূত্র গুলো দেখে নিন।
19🔥10
Eta direct sutro 🥲🥲
🔥1
-2147483648_-211029.jpg
13.3 KB
-2147483648_-211031.jpg
8.4 KB