বিশেষ্য vs বিশেষণ (part:2)
🩸shortcut 1: যে শব্দটির সাথে বিভক্তি যুক্ত হতে পারে সেই শব্দটি বিশেষ্য। আর বিশেষণের সাথে সাধারণ বিভক্তি যুক্ত হয় না।
🩸shortcut 2: প্রশ্নে যদি বলে নিচের কোন শব্দটি বিশেষ্য বা বিশেষণ। সেই ক্ষেত্রে প্রশ্নে প্রদত্ত শব্দের সাথে মনে মনে একটা কল্পিত শব্দ ধরে নিবেন। আপনার কল্পিত শব্দটি যদি প্রদত্ত শব্দের আগে বসে তবে প্রদত্ত শব্দটি হবে বিশেষ্য। আর কল্পিত শব্দ যদি প্রদত্ত শব্দের পরে বসে তবে প্রদত্ত শব্দটি হবে বিশেষণ। উদাহরণ দিয়ে ক্লিয়ার করি।
যেমন প্রশ্নে বলা হয়েছে মহাজাগতিক কোন পদ? আপনি মহাজাগতিক এর পর মনে মনে একটা কল্পিত শব্দ ধরে নিবেন। যেমন আমি ধরে নিলাম কিউরেটর। অর্থাৎ মহাজাগতিক কিউরেটর। দেখেন তো আমার কিউরেটর (কল্পিত শব্দটি) মহাজাগতিকের পরে বসেছে। সেহেতু মহাজাগতিক বিশেষণ।
২। প্রশ্নে বলা হয়েছে সুন্দর কোন পদ?
সুন্দরের পরে আপনি যেকোনো শব্দ কল্পনা করেন। যেমনঃ সুন্দর জামা। সুন্দর শব্দটি আমার কল্পিত শব্দের আগে বসেছে সেহেতু সুন্দর বিশেষণ।
৩। বিশেষ্য পদ নয় কোনটি?
১)হিমালয়
২)গীতাঞ্জলি
৩)স্বয়ং
৪)পর্বত
ব্যাখ্যাঃ হিমালয় শব্দটির সাথে একটা কল্পিত শব্দ ধরুন। যেমনঃ হিমালয়ের চূড়া। এখানে কল্পিত শব্দ (চূড়া) পরে বসেছে সেক্ষেত্রে হিমালয় বিশেষণ হওয়ার কথা।কিন্তু আমি ১ নং শর্টকাটে বলেছি বিভক্তি যুক্ত করা গেলে ওইটি বিশেষ্য। হিমালয়ের চূড়া এখানে হিমালয়ের সাথে এ বিভক্তি যুক্ত হয়েছে তাই এইটি বিশেষ্য।
গীতাঞ্জলিঃ রবীন্দ্রনাথ তার অমুখ গল্পটি গীতাঞ্জলিতে অন্তর্ভুক্ত করেছেন।এখানেও গীতাঞ্জলির সাথে এ বিভক্তি যুক্ত হওয়ায় এটি বিশেষ্য।
পর্বতঃ পর্বতের চূড়া। এখানেও এ বিভক্তি যুক্ত করা যায়। এটিও বিশেষ্য।
বাকি থাকে আর স্বয়ং এটি বিশেষ্য নয়।এটিই উত্তর।
এভাবে ১০ টার মতো উদাহরণ সলভ করলে বিশেষ্য বিশেষণ নিয়ে কোনো কনফিউশানই থাকবে না।
🩸shortcut 1: যে শব্দটির সাথে বিভক্তি যুক্ত হতে পারে সেই শব্দটি বিশেষ্য। আর বিশেষণের সাথে সাধারণ বিভক্তি যুক্ত হয় না।
🩸shortcut 2: প্রশ্নে যদি বলে নিচের কোন শব্দটি বিশেষ্য বা বিশেষণ। সেই ক্ষেত্রে প্রশ্নে প্রদত্ত শব্দের সাথে মনে মনে একটা কল্পিত শব্দ ধরে নিবেন। আপনার কল্পিত শব্দটি যদি প্রদত্ত শব্দের আগে বসে তবে প্রদত্ত শব্দটি হবে বিশেষ্য। আর কল্পিত শব্দ যদি প্রদত্ত শব্দের পরে বসে তবে প্রদত্ত শব্দটি হবে বিশেষণ। উদাহরণ দিয়ে ক্লিয়ার করি।
যেমন প্রশ্নে বলা হয়েছে মহাজাগতিক কোন পদ? আপনি মহাজাগতিক এর পর মনে মনে একটা কল্পিত শব্দ ধরে নিবেন। যেমন আমি ধরে নিলাম কিউরেটর। অর্থাৎ মহাজাগতিক কিউরেটর। দেখেন তো আমার কিউরেটর (কল্পিত শব্দটি) মহাজাগতিকের পরে বসেছে। সেহেতু মহাজাগতিক বিশেষণ।
২। প্রশ্নে বলা হয়েছে সুন্দর কোন পদ?
সুন্দরের পরে আপনি যেকোনো শব্দ কল্পনা করেন। যেমনঃ সুন্দর জামা। সুন্দর শব্দটি আমার কল্পিত শব্দের আগে বসেছে সেহেতু সুন্দর বিশেষণ।
৩। বিশেষ্য পদ নয় কোনটি?
১)হিমালয়
২)গীতাঞ্জলি
৩)স্বয়ং
৪)পর্বত
ব্যাখ্যাঃ হিমালয় শব্দটির সাথে একটা কল্পিত শব্দ ধরুন। যেমনঃ হিমালয়ের চূড়া। এখানে কল্পিত শব্দ (চূড়া) পরে বসেছে সেক্ষেত্রে হিমালয় বিশেষণ হওয়ার কথা।কিন্তু আমি ১ নং শর্টকাটে বলেছি বিভক্তি যুক্ত করা গেলে ওইটি বিশেষ্য। হিমালয়ের চূড়া এখানে হিমালয়ের সাথে এ বিভক্তি যুক্ত হয়েছে তাই এইটি বিশেষ্য।
গীতাঞ্জলিঃ রবীন্দ্রনাথ তার অমুখ গল্পটি গীতাঞ্জলিতে অন্তর্ভুক্ত করেছেন।এখানেও গীতাঞ্জলির সাথে এ বিভক্তি যুক্ত হওয়ায় এটি বিশেষ্য।
পর্বতঃ পর্বতের চূড়া। এখানেও এ বিভক্তি যুক্ত করা যায়। এটিও বিশেষ্য।
বাকি থাকে আর স্বয়ং এটি বিশেষ্য নয়।এটিই উত্তর।
এভাবে ১০ টার মতো উদাহরণ সলভ করলে বিশেষ্য বিশেষণ নিয়ে কোনো কনফিউশানই থাকবে না।
❤90🔥9🥰1
Bangla Phobia।Exam Mate pinned «বিশেষ্য vs বিশেষণ (part:2) 🩸shortcut 1: যে শব্দটির সাথে বিভক্তি যুক্ত হতে পারে সেই শব্দটি বিশেষ্য। আর বিশেষণের সাথে সাধারণ বিভক্তি যুক্ত হয় না। 🩸shortcut 2: প্রশ্নে যদি বলে নিচের কোন শব্দটি বিশেষ্য বা বিশেষণ। সেই ক্ষেত্রে প্রশ্নে প্রদত্ত শব্দের সাথে মনে…»
''অপরিচিতা" গল্পে কোন বয়সটা না দৈর্ঘ্যে না গুণে বড়ো?
Anonymous Quiz
14%
আঠারো বছর
74%
সাতাশ বছর
10%
একুশ বছর
1%
উনিশ বছর
😢32❤29
"অপরিচিতা " গল্পটি কোন পুরুষের জবানিতে লেখা?
Anonymous Quiz
90%
উত্তম পুরুষ
7%
মধ্যম পুরুষ
3%
নাম পুরুষ
0%
বীর পুরুষ
❤35🤔11😢4🥰2
"অপরিচিতা " গল্পে বিয়েবাড়ি যাএাকালে নিচের কোন যন্ত্রটি ব্যবহৃত হয়নি?
Anonymous Quiz
24%
শখের কন্সর্ট
10%
ব্যান্ড
10%
বাঁশি
55%
বেহালা
🥰34😢27😱16❤15🤔4
"ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই "। উক্তিটি কার?
Anonymous Quiz
2%
কল্যাণীর
2%
অনুপম
5%
মামার
91%
শম্ভুনাথের
👏34🔥11❤8😢7😱1
😢103🥰21❤14🫡7🤔5🔥2
অনুপমের কাছে চিরকালই সবচেয়ে বড় সত্য কী?
Anonymous Quiz
10%
গানের ধুয়া
8%
বিবাহ
62%
গলার স্বর
20%
মনুষ্যত্ব
🤔27😢26🔥22❤11😁7🥰6
🔥20❤14😢10👏2🤣2🥰1
"মাতাল ঋত্বিক " কার গ্রন্থের নাম?
Anonymous Quiz
21%
সৈয়দ ওয়ালীউল্লাহ
16%
সৈয়দ আলী আহসান
48%
রবীন্দ্রনাথ ঠাকুর
15%
শামসুর রহমান
😢52❤21😱9🔥6👌4🥰1
"ফেব্রুয়ারী ১৯৬৯" কবিতায় সালামের হাত থেকে কি ঝরে?
Anonymous Quiz
74%
বর্ণমালা
11%
অক্ষর
14%
রক্ত
2%
অশ্রু
❤24😢17🥰5🔥1
❤24🥰3🤩2🫡1
' ফেব্রুয়ারী ১৯৬৯' কবিতায় 'রক্তের বুদ্বুদ 'বলতে বোঝানো হয়েছে -
Anonymous Quiz
15%
রক্তের তেজ
12%
বর্ণমালা
42%
শহিদের স্মৃতি
31%
কৃষ্ণচূড়া ফুল
🤔56😢23❤14🥰3🔥1
😢45❤20🥰5😁4🔥2
কোন রং চোখে ভালো লাগে না?
Anonymous Quiz
7%
যে রং পাকা নয়
4%
যে রং হালকা নয়
7%
যে রং গাঢ় নয়
82%
যে রং সন্ত্রাস আনে
❤39😢5😱4🎉2🔥1
'ফেব্রুয়ারী ১৯৬৯ ' কবিতায় শহরের পথে কী ফুটেছিল?
Anonymous Quiz
3%
রজনীগন্ধা
95%
কৃষ্ণচূড়া
1%
গোলাপ
1%
বকুল
👏14❤12🥰2
❤22🥰5🔥3👏3🏆3🤔2😢2🤩2😱1
❤31🥰6👏4😢1
😢57🤔32🥰15❤11🤩7🔥4👏2
কোন শব্দগুচ্ছের বানান শুদ্ধ?
Anonymous Quiz
5%
ইন্দ্রীয়,ক্ষএীয়
77%
চিহ্ন, অপরাহ্ণ
18%
পোষ্টার,মাস্টার
❤35🥰4
❤32😢8🥰5😱2🤔1🆒1