Bangla Phobia।Exam Mate – Telegram
Bangla Phobia।Exam Mate
28.4K subscribers
746 photos
13 videos
179 files
568 links
Download Telegram
না,নি দিয়ে ক্রিয়ার কোন অবস্থা বোঝায়?
Anonymous Quiz
10%
ধরন বাচক
80%
নেতিবাচক
8%
কালবাচক
2%
স্থান বাচক
🔥1514🥰5😢2😱1🤩1
যোজক কাকে যুক্ত করে?
Anonymous Quiz
40%
পদ
8%
বর্গ
5%
ভাগ্য
47%
সবগুলো
😢19🔥126🥰5🤔4
23😢16👏7
উক্ত শব্দের বিশেষ্য রূপ কোনটি?
Anonymous Quiz
9%
বলা
35%
উল্লিখিত
27%
বচন
30%
উল্লেখ্য
😢4713🤔8🔥6😱1
মানুষ পদের বিশেষণ কোনটি
Anonymous Quiz
32%
মনুষ্য
5%
মানস
16%
মানুষিক
46%
মনুষ্যত্ব
😢3217🤔7😱3
পৃথিবী শব্দের বিশেষণ কোনটি?
Anonymous Quiz
10%
পৃথ্বী
58%
পার্থিব
16%
ধরিএী
16%
বসুন্ধরা
17🔥11🥰8😢7🤩2
পিপাসিত শব্দের বিশেষ্য রূপ?
Anonymous Quiz
8%
পিপাসী
43%
পিপাসু
41%
পিপাসা
9%
পিয়াসী
😢2814🤔5🤩5🔥2🥰1
আহত বিশেষণ পদের বিশেষ্য রূপ?
Anonymous Quiz
8%
আক্রমণ
39%
আক্রান্ত
7%
নির্যাতন
46%
আঘাত
🔥28😢20😱65🥰2🤩2
দূর বিশেষণ পদের বিশেষ্য রূপ
Anonymous Quiz
28%
দূরবর্তী
62%
দূরত্ব
7%
দূরান্বয়
3%
দূরাস্হিত
28😢16🥰6🤩1
score❣️🔥
🔥12
Custom এর পরিভাষা -
Anonymous Quiz
8%
আইন
48%
প্রথা
43%
শুল্ক
🥰23😢205🤩1
পারিভাষা শব্দের অর্থ কি?
Anonymous Quiz
32%
সংক্ষেণার্থ
22%
রক্ষণার্থ
46%
none
😢36🥰10🔥42😱1
😢37😁10👏85🤩3🔥1😱1
😢14🥰11😱6🔥3🤔2🤩2👏1
17🥰7😢6
😢33🔥206😱5🥰4😁2🤔2
কোন বানানটি শুদ্ধ?
Anonymous Quiz
31%
ত্রিভূজ
18%
শুণ্য
13%
ভূবন
38%
পূণ্য
😢23😱11🔥9🤩3
নিচের কোনটি পর্তুগীজ শব্দ?
Anonymous Quiz
36%
রেস্তোরাঁ
17%
হরতন
44%
পাউরুটি
3%
বন্দুক
🥰15😢9😱2
১. পর্তুগীজ শব্দ মনে রাখার কৌশলঃ

গীর্জার পাদ্রি গুদামের বড় কামারার আলমারীর চাবি খুলে বালতি ভর্তি পাউরুটি, আনারস আতা, আচার, কাবাব এবং কেরাণিকে দিয়ে ইস্পাতের অন্য বাসনে আলকাতরা,আলপিন, ফিতা নিয়ে বেরিয়ে এসে সাবান মার্কা তোয়ালে পেতে বসলেন।

এখানেঃ গীর্জা, কামরা, পাদ্রি, গুদাম, আলমারী, চাবি, বালতি, পাউরুটি, আনারস, আতা, আচার, কাবাব, কেরানী, ইস্পাত, বাসন, আলকাতরা, আলপিন, ফিতা, সাবান, মার্কা এবং তোয়ালে পর্তুগীজ শব্দ।

২. ফরাসি শব্দ মনে রাখার কৌশলঃ

বাংলা শব্দ ভান্ডারে বহু ফরাসি শব্দ আছে যা এই উপমহাদেশে ফরাসিদের আগমন এবং তাদের ভাষা থেকে আমাদের বাংলা ভাষায় স্থান করে নিয়েছে। নিচের চমৎকার ছড়াটির মাধ্যমে ফরাসি শব্দ মনে রাখা যায়।

ফরাসিরা কার্তুজ কাটে

কুপন নিয়ে যায় রেস্তোরাঁয়

সেমিজ ঘরে পাতি পাতি

ডিপোতে সব বাস রয়।

কার্তুজ কুপন ডিপো রেস্তোরাঁ আঁশ ওলন্দাজ শেমিজ পাতি-এগুলো ফরাসি শব্দ।

৩. ওলন্দাজ শব্দ মনে রাখার কৌশলঃ

বহু শব্দ ওলন্দাজ ভাষা থেকে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে। নিচের ছড়াটির মাধ্যমে ওলন্দাজ শব্দ মনে রাখা যেতে পারে।

ওলন্দাজদের তাস খেলতে

লাগে ইস্কাপন

আরো লাগে টেক্কা তুরুপ

হরতন ও রুইতন।

এখানেঃ ইস্কাপন, টেক্কা, তুরুপ, হরতন ও রুইতন।

৪. তুর্কি শব্দ মনে রাখার কৌশলঃ

সুলতান দারোগার বাবা আলখেল্লা পরে বেগম রহিমা খাতুন ও চাকরকে সাথে নিয়ে শিকারে গেলেন। তার বন্দুকের গুলিতে চাকুওয়ালা বাবুর্চি এবং কুলির লাশ পড়লে সাজা ভোগ শেষে মুচলেকা দিয়ে জনগনের বারুদ নেভালেন।

এখানেঃ বাবা, দারোগা, কুলি, লাশ, চাকু, বাবুর্চি , সুলতান, বন্দুক , বারুদ , চাকর, মুচলেকা, খাতুন ,বেগম, আলখেল্লা ইত্যাদি তুর্কি শব্দ।

৫. গুজরাটি শব্দ মনে রাখার কৌশলঃ

গুজরাটিরা দামি খদ্দর পরে হরতাল করে।

খদ্দর এবং হরতাল গুজরাটি শব্দ।

৬. পাঞ্জাবী শব্দ মনে রাখার কৌশলঃ

শিখ তারকাদের কাছে পাঞ্জাবীর চাহিদা বেশি।

তারকা, পাঞ্জাবী।

৭. চীনা শব্দ মনে রাখার কৌশলঃ

চা, চিনি, লিচু ও লুচি চীনাদের প্রিয় খাবার।

চা, চিনি, লিচু ও লুচি চীনা শব্দ।

৮. বার্ম শব্দ মনে রাখার কৌশলঃ

বার্মাদের কাছে লুঙ্গি ও ফুঙ্গি জনপ্রিয় পোষাক।

লুঙ্গি, ফুঙ্গি

৯. জাপানি শব্দ মনে রাখার কৌশলঃ

হাসনাহেনা ক্যারাটে ও জুডো শিখতে রোজ রিকসায় যায়।

এখানেঃ হাসনাহেনা, ক্যারাটে, জুডো, রিকসায়

১০. ফারসি শব্দ মনে রাখার কৌশলঃ

নিচের ছড়ার মাধ্যমে ফারসি শব্দ মনে রাখা যেতে পারে। সবগুলোই ফারসি শব্দ।

খোদা গুনাহ দোজখ নামাজ পয়গম্বর

কারখান চশমা তারিখ তোষক দফতর।

রোজা ফেরেস্তা ভেস্ত দোকান দরবার

আমদানি রফতানি জিন্দা জানোয়ার।

নালিশ বাদশাহ বান্দা দৌলাত

বেগম মেথর নমুনা দস্তখত।
110🔥22😢12🤔3