Bangla Phobia।Exam Mate
কক্সবাজার থেকে ঢাকায় এলাম। কক্সবাজার কোন কারক? ঢাকা কোন কারক?
বাহ। অসাধারণ মেধাবী আপনারা💙
❤6
ভিক্ষুককে ভিক্ষা দাও।এটি কোন কারক?
Anonymous Quiz
10%
কর্ম কারক
79%
সম্প্রদান কারক
8%
অধিকরণ কারক
3%
করণ কারক
❤8🎉2
কর্মচারী মানে কি? যে আপনার কাজ করবে তাই না? তো সে তো আপনার স্বার্থের জন্যই কাজ করছে। এমন না আপনি তাকে শুধু শুধু টাকা দিচ্ছেন। বুঝা গেল?
🥰16❤6🤔1
আচ্ছা রবীন্দ্রনাথ সম্প্রদান কারক বাদ দিতে চেয়েছিলেন। কারন তিনি মনে করেন কেউ কোনো কাজ বিনা স্বার্থে করে না। কোনো মানুষ যখন মসজিদে বা ভিক্ষুককে সাহায্য করে তখন সে পরকালে তার প্রতিফল পাওয়ার আশাতেই করে। মানে এখানেও স্বার্থজড়িত। তাই রবীন্দ্রনাথ সম্প্রদান কারক বাদ দিতে চেয়েছিলেন।
👏27😱15🫡15❤10🔥3
শুরুর ঘটনার জন্য সরি। আমি গুলিয়ে ফেলছিলাম🙂💔
🤣22⚡2😢2
‘বুলবুলিতে ধান খেয়েছে’ কোন কারকে কোন বিভক্তি?
Anonymous Quiz
26%
কর্মে সপ্তমী
41%
কর্তায় সপ্তমী
26%
করণে সপ্তমী
7%
কর্তায় দ্বিতীয়
❤10😢8🔥1😱1
কর্ম কারক নয় কেন?
কর্ম কারক হতে হলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পেতে হতো। এই বাক্যকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যথার্থ উত্তর পাওয়া যায় না।
কারন কারক কেন?
এখানে ঘর ভরার কথা বলা হয়েছে। সেটার উপকরন হিসেবে কাজ করেছে ফুল আগেই জানি উপকরন হলে করন কারক।
অপাদান কারক নয় কেন?
এখানে উৎসের কথা বলা হয় নি।
অধিকরন নয় কেন?
কারন এখানে স্থানে কথা বলা হয়নি।
ক্লিয়ার?
কর্ম কারক হতে হলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পেতে হতো। এই বাক্যকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যথার্থ উত্তর পাওয়া যায় না।
কারন কারক কেন?
এখানে ঘর ভরার কথা বলা হয়েছে। সেটার উপকরন হিসেবে কাজ করেছে ফুল আগেই জানি উপকরন হলে করন কারক।
অপাদান কারক নয় কেন?
এখানে উৎসের কথা বলা হয় নি।
অধিকরন নয় কেন?
কারন এখানে স্থানে কথা বলা হয়নি।
ক্লিয়ার?
❤26🥰2
এবার হচ্ছে নিজেরা প্র্যাক্টিস কইরো। একটা রিভিউ দিয়ে যাইও। কোনোটা না বুঝলে জানাবা। পিন পোস্টে আমার আইডি দেওয়া আছে। না বুঝলে বা বাংলা, জিকে বা রসায়ন রিলেটেড সমস্যা জানাতে পারো🙂
🥰14❤9