কর্ম কারক নয় কেন?
কর্ম কারক হতে হলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পেতে হতো। এই বাক্যকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যথার্থ উত্তর পাওয়া যায় না।
কারন কারক কেন?
এখানে ঘর ভরার কথা বলা হয়েছে। সেটার উপকরন হিসেবে কাজ করেছে ফুল আগেই জানি উপকরন হলে করন কারক।
অপাদান কারক নয় কেন?
এখানে উৎসের কথা বলা হয় নি।
অধিকরন নয় কেন?
কারন এখানে স্থানে কথা বলা হয়নি।
ক্লিয়ার?
কর্ম কারক হতে হলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পেতে হতো। এই বাক্যকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যথার্থ উত্তর পাওয়া যায় না।
কারন কারক কেন?
এখানে ঘর ভরার কথা বলা হয়েছে। সেটার উপকরন হিসেবে কাজ করেছে ফুল আগেই জানি উপকরন হলে করন কারক।
অপাদান কারক নয় কেন?
এখানে উৎসের কথা বলা হয় নি।
অধিকরন নয় কেন?
কারন এখানে স্থানে কথা বলা হয়নি।
ক্লিয়ার?
❤26🥰2
এবার হচ্ছে নিজেরা প্র্যাক্টিস কইরো। একটা রিভিউ দিয়ে যাইও। কোনোটা না বুঝলে জানাবা। পিন পোস্টে আমার আইডি দেওয়া আছে। না বুঝলে বা বাংলা, জিকে বা রসায়ন রিলেটেড সমস্যা জানাতে পারো🙂
🥰14❤9
Forwarded from Bangla Phobia।Exam Mate (D I H A N ☘️)
বাংলা পড়ার সময় কোনো সমস্যার সম্মুখীন হলে জানাতে পারো আমায়। নিজে যা জানি তা দিয়ে চেষ্টা করবো তোমার সমস্যা সমাধান করতে।
ইনবক্স করতে পারো: @froozen_fire
অথবা বাংলা ফোবিয়ার কমেন্টে আমাকে মেনশন করে জানাতে পারো তোমার সমস্যা।
ইনবক্স করতে পারো: @froozen_fire
অথবা বাংলা ফোবিয়ার কমেন্টে আমাকে মেনশন করে জানাতে পারো তোমার সমস্যা।
🥰15❤7🫡1
আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস- এই বাক্যে “আকাশে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Anonymous Quiz
12%
কর্মকারকে সপ্তমী
80%
অধিকরণ কারকে সপ্তমী
8%
কর্তৃকারকে সপ্তমী
❤8🥰1
শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে- এখানে পাঠে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Anonymous Quiz
33%
কর্মে সপ্তমী
53%
অধিকরণে সপ্তমি
14%
অপাদানে সপ্তমী
🎉7😱2
যারা ভুল করেতছো! দেখো এটা রাতারাতি একদম প্রো হয়ে যাওয়ার টপিক না। প্র্যাক্টিস করুন। কোথাও আটকালে আমরা তো আছিই!
❤25🥰1
কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে কর্ম কারক।
কাকে ত্যাগ করো? গুনহীনকে। উত্তর পাওয়া যায়।
অপদান না কারন এখানে তো উৎস বুঝায় নাই। আর অধিকরনের প্রশ্নই আসে না
কাকে ত্যাগ করো? গুনহীনকে। উত্তর পাওয়া যায়।
অপদান না কারন এখানে তো উৎস বুঝায় নাই। আর অধিকরনের প্রশ্নই আসে না
❤22🔥3💯2
তিনি ব্যাকরণে পন্ডিত- ব্যাকরণ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Anonymous Quiz
50%
অধিকরণে ৭মী
27%
করণে ৭মী
23%
কর্মে ৭মী
😢10🔥5
Bangla Phobia।Exam Mate
তিনি ব্যাকরণে পন্ডিত- ব্যাকরণ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
সবাই কর্ম দাগাচ্ছে। কি আশ্চর্য!
ব্যাকরনে কি বা কাকে দ্বারা প্রশ্ন করো!
তিনি কি পন্ডিত?
তিনি কাকে পন্ডিত?
ভালো উত্তর পাওয়া যায়? না! তাহলে কর্ম কেন হবে ভাই!
আর করন কেন হবে?ব্যাকরন কি কোনো উপকরন? 😒
অধিকরন কেন হবে উত্তর। কারন অধিকরন স্থান নির্দেশ করে। এখানে তার পান্ডিত্যের স্থান হিসেবে ব্যাকরন বুঝাচ্ছে। অপশন বাদ দিলে সহজে বুঝা যায়🙂
ব্যাকরনে কি বা কাকে দ্বারা প্রশ্ন করো!
তিনি কি পন্ডিত?
তিনি কাকে পন্ডিত?
ভালো উত্তর পাওয়া যায়? না! তাহলে কর্ম কেন হবে ভাই!
আর করন কেন হবে?ব্যাকরন কি কোনো উপকরন? 😒
অধিকরন কেন হবে উত্তর। কারন অধিকরন স্থান নির্দেশ করে। এখানে তার পান্ডিত্যের স্থান হিসেবে ব্যাকরন বুঝাচ্ছে। অপশন বাদ দিলে সহজে বুঝা যায়🙂
🥰18🫡9❤7🔥3
কালির দাগ দাও- এখানে কালির কোন কারকে কোন বিভক্তি?
Anonymous Quiz
62%
করণে ৬ষ্ঠী
24%
কর্মে ২য়া
15%
অপাদানে শূন্য
😢9🎉3🤔2😱2
বাবা বাড়ি নাই- বাক্যটিতে 'বাড়ি' কোন কারকে কোন বিভক্তি?
Anonymous Quiz
11%
কর্মে শূন্য
16%
কর্তৃকারকে শূন্য
61%
অধিকরণে শূন্য
11%
অপাদানে শূন্য
🥰8
🥰9😢6😱4🤔3🔥2
সুন্দর মাত্রেরই একটা আকর্ষন শক্তি রয়েছে’। সুন্দর কোন পদ? [রাবিঃ১৭-১৮]
Anonymous Quiz
64%
বিশেষ্য
33%
বিশেষণ
2%
অব্যয়
1%
ক্রিয়া
😱10❤7
চবি ক ইউনিটের জন্য বাংলা যেগুলো পড়া আবশ্যক-
◇ বানান শুদ্ধিকরণ
◇ সমাস
◇ সন্ধি
◇ প্রকৃতি প্রত্যয়
◇লেখক, পাঠ পরিচিতি এবং শব্দার্থ অংশে কিছু ইনফো দেওয়া থাকে সেগুলো।
◇ তারপর বাংলা প্রথম পত্র
◇ প্রশ্নব্যাংক লাস্ট ৬ বছর।
এগুলো প্রশ্নব্যাংক অ্যানালাইসিস করে তৈরী করা হয়েছে। এখানে শুধু গুরুত্বপূর্ণ টপিকের কথা বলা হয়েছে। শুধুমাত্র সাজেশন নির্ভর হওয়া যাবে না। উল্লেখ্য যে চবিতে বাংলা এবং ইংরেজিতে আলাদাভাবে পাশ করতে হয়।
সবার জন্য শুভকামনা😊
◇ বানান শুদ্ধিকরণ
◇ সমাস
◇ সন্ধি
◇ প্রকৃতি প্রত্যয়
◇লেখক, পাঠ পরিচিতি এবং শব্দার্থ অংশে কিছু ইনফো দেওয়া থাকে সেগুলো।
◇ তারপর বাংলা প্রথম পত্র
◇ প্রশ্নব্যাংক লাস্ট ৬ বছর।
এগুলো প্রশ্নব্যাংক অ্যানালাইসিস করে তৈরী করা হয়েছে। এখানে শুধু গুরুত্বপূর্ণ টপিকের কথা বলা হয়েছে। শুধুমাত্র সাজেশন নির্ভর হওয়া যাবে না। উল্লেখ্য যে চবিতে বাংলা এবং ইংরেজিতে আলাদাভাবে পাশ করতে হয়।
সবার জন্য শুভকামনা😊
❤92🔥5🥰3
ভাই সব ইউনিটের দিবো। একটু তো অপেক্ষা করো! এগুলো তো আর আন্দাজে কিছু টপিকের নাম বলে দিলেই হলো না। প্রশ্নব্যাংক নিয়ে বসতে হয়, খুজতেহয়। বললাম তো দিবো সবার😑😑
❤38🥰9🔥4🫡2
বাংলার জন্য কোন বই কিনবো?
আমাকে জিজ্ঞেস করলে আমি যেগুলো সম্পর্কে ভালো জানি সেগুলো হলো বিচিত্রা, আসপেক্ট বাংলা, বাংলা প্যানাসিয়া, অভিযাত্রী। এগুলো সম্পর্কে আমি জানি। বাকিরা কে কোন বই ফলো করো কেমন একটা রিভিউ দিও। এতে সবাই উপকৃত হবে। আমি যেগুলোর কথা বললাম এগুলো আমার পছন্দের।
আমাকে জিজ্ঞেস করলে আমি যেগুলো সম্পর্কে ভালো জানি সেগুলো হলো বিচিত্রা, আসপেক্ট বাংলা, বাংলা প্যানাসিয়া, অভিযাত্রী। এগুলো সম্পর্কে আমি জানি। বাকিরা কে কোন বই ফলো করো কেমন একটা রিভিউ দিও। এতে সবাই উপকৃত হবে। আমি যেগুলোর কথা বললাম এগুলো আমার পছন্দের।
❤38🥰1
এডমিশন টেষ্টে বাংলায় কোপ মারার টেকনিক:
বাংলাকে কয়েকটা পার্টে ভাগ করবো। যেমন,
[ ] বাংলা ১ম পত্র
[ ] বাংলা গ্রামার
[ ] মুখস্থ অংশ
বাংলা ১ম পত্র: বাংলা মেইন বই থেকে সাধারনত ১০/১২ টা প্রশ্ন আসে। প্রতিটা লাইন, কবি পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ এসব মনোযোগ সহকারে পড়তে হবে। আর প্রশ্নব্যাংক সলভ তো ফরজ।
কোন বই পড়বো?
গতকাল এটা নিয়ে একটা পোস্ট করেছিলাম। সেটা দেখতে পারো।
বাংলা ১ম পত্র পড়ার নিয়ম : বইয়ের প্রত্যেকটা লাইন ভালোভাবে বুঝে পড়বেন । গুরত্বপূর্ণ লাইন গুলো বারবার পড়বা আর লেখকের গুরুত্বপূর্ণ তথ্য,শব্দার্থ,টীকা,সমার্থক শব্দ,বিপরীত শব্দ ইত্যাদিগুলোতে মনোযোগ দিবা ফুল,ফল,নদী,গাছ,পোকা,পাখি,মাছ,বা গল্পের বিশেষ শব্দগুলো ইত্যাদি কি কি আছে আর কতগুলো আছে তা ভালোভাবে লক্ষ্য করে পড়বা। কবির জন্মমৃত্যু সাল ভালোভাবে মনে রাখতে হবে।
দৈনিক বাংলা কতসময়ধরে পড়া উচিত?
যারা মানবিক বা বিভাগ পরিবর্তনের তাদের ক্ষেত্রে মোট তিনটি বা চারটি বিষয় উত্তর করতে হয়। বাংলা,ইংরেজি আর জিকে। এখন তুমি তোমার মোট পড়ার সময়টাকে তিনটা ভাগে ভাগ করতে পারো। যেমন তুমি দৈনিক ৮ ঘন্টা পড়লে এর মধ্যে ২.৫ ঘন্টা রাখতে পারো বাংলার জন্য। তবে এগুলো তুমি নিজের মতো করে কাস্টমাইজড করতে পারো। যেভাবে তুমি সুবিধাজনক মনে করো।
বাংলা গ্রামারঃ
কতটি প্রশ্ন আসতে পারে?
বাংলা গ্রামার থেকে প্রশ্ন আসে প্রায় ৮-১০ এর মতো।কি রকম প্রশ্ন আসে তা প্রশ্নব্যাংক দেখলে বুঝতে পারবা।
কি কি টপিকস থেকে প্রশ্ন আসে?
দেখো এখানে বেশ কয়েকটা ব্যাপার চলে আসে। তুমি যদি বিজ্ঞানের শিক্ষার্থী হও তাহলে মেইবি চবি, জাবি তে বাংলা উত্তর করতে হয়। সেক্ষেত্রে তেমার সব টপিক পড়তে হবে না। আমি কিছুদিন আগে চবির একটা সাজেশন দিয়েছিলাম। সেটা ফলো করতে পারো। মানবিকের জন্য যেসব টপিক পড়া লাগবে সেগুলো দিলাম। এগুলো সব বিশ্ববিদ্যালয়ের জন্য উপযোগী
বাক্যের শ্রেণীবিভাগ
বাক্য প্রকরণ
ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়
বিরাম চিহ্ন ও ব্যাকরণিক চিহ্ন
বাচ্য
ধ্বনি ও বর্ণ প্রকরণ ও উচ্চারণবিধি
ধ্বনি পরিবর্তন
দ্বিরুক্ত শব্দ
কারক ও বিভক্তি
ক্রিয়া পদ
ক্রিয়ার কাল
ণত্ব ও ষত্ব বিধান
অনুসর্গ
পদ প্রকরণ
বচন
পদাশ্রিত নির্দেশক
প্রকৃতি-প্রত্যয়
পুরুষ ও স্ত্রী বাচক শব্দ
শব্দের শ্রেণীবিভাগ
সমাস
সন্ধি
সংখ্যাবাচক শব্দ
উক্তি পরিবর্তন
উপসর্গ
ভাষা, বাংলা ভাষা ও বাংলা ভাষারীতি
কিভাবে পড়বো?
প্রথমে প্রশ্নব্যাংকটা একনজর দেখে নিতে পারো যে কোন টাইপ প্রশ্নআসে। কেমন প্রশ্নআসে। প্রশ্নআসার হার কেমন। তাহলে তুমি টপিকটার গুরত্ব আন্দাজ করতে পারবা। তারপর প্রত্যেকটি নিয়ম বুঝার চেষ্টা করো। না বুঝলে ইউটিউবের সাহায্য নাও। বা আমাকে নক করতে পারো। আমি যথাযথ চেষ্টা করবো। ফেবিয়ায় যেকোনো পোস্টের কমেন্টে আমাকে মেনশন করে জিজ্ঞেস করবা না হয় বাংলা ফেবিয়ার পিক পোস্টে আমার আইডির লিংক আছে। ইনবক্সে জানাতে পারে। যাইহোক টপিকটা বুঝার পর উদাহারন গুলোর সাথে নিয়মটার রিলেট করার ট্রাই করো। যখন মনে হবে তুমি কিছুটা হলেও আয়ত্ব করতে পারছো তখন প্রশ্নব্যাংক সলভ করতে থাকো। আরেকটা কথা হলো তুমি একদিনেই একটা টপিকে প্রো হয়ে যাবা না একদম। সো ধৈর্য্য ধরে নিয়মিত প্র্যক্টিস করো। যদি ভাবো যে আমার দ্বারা হবে না তাহলে তুমি শুরুর আগেই শেষ করে দিলে। নিয়মিত সে টপিকের পরীক্ষা দাও। বাংলা ফোবিয়ায় হাজার হাজার পোল দেওয়া আছে। টপিক অনুসারে আলাদা করাও আছে। চেষ্টা করতে থাকো।
আর হ্যা, যদি ব্যাকরনের কোনো টপিকস একেবারেই মাথায় না ঢুকে আর বুঝা সম্ভব না,তাহলে আল্লাহর ওয়াস্তে সেগুলো ছেড়ে দিবা গুডবাই বলে।
এই না পারা কয়েকটা টপিকসের জন্য হয়তো সর্বোচ্চ রেজাল্ট হবেনা, তবে এগুলোর জন্য যাতে “দূর কিচ্ছু বুঝিনা,কিচ্ছু পারিনা,আমার দ্বারা হবেনা”এই বলে একেবারেই হতাশ হওয়ার চেয়ে ছেড়ে দিয়ে অন্য পারা টপিকসগুলোতে বেশি মনোযোগ দিন,যাতে ঔগুলাতে মিস না হয়।
মুখস্থ অংশঃ
কতটি প্রশ্ন আসে?
৬-৮ টি প্রশ্ন আসে সাধারনত এ টপিকস থেকে। আর প্রশ্নগুলোর উত্তর করা সবচেয়ে সহজ হয় এই বিরচন সেগমেন্ট থেকে।
কী কী টপিকস আছে বিরচন অংশে?
বাগধারা
এক কথায় প্রকাশ
বিপরীত শব্দ
সমার্থক শব্দ
শুদ্ধি-অশুদ্ধি
সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ
কিভাবে পড়বো?
এগুলা মুখস্থের বিষয়।প্রথম প্রথম পড়তে অসহ্য লাগবে,পড়লে মনে থাকবেনা।চিন্তা করার কিছু নেই। কয়েকবার করে পড়বে।বারবার রিভিশন দাও। ইন শা আল্লাহ কিছুদিন পর এগুলো আর কোনো বিষয় মনে হবে না।
পড়া শুরু করো। সময় বেশি নাই। চান্সের পর মিস্টি বিকাশ করে পাঠায়ে দিও🥱
বাংলাকে কয়েকটা পার্টে ভাগ করবো। যেমন,
[ ] বাংলা ১ম পত্র
[ ] বাংলা গ্রামার
[ ] মুখস্থ অংশ
বাংলা ১ম পত্র: বাংলা মেইন বই থেকে সাধারনত ১০/১২ টা প্রশ্ন আসে। প্রতিটা লাইন, কবি পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ এসব মনোযোগ সহকারে পড়তে হবে। আর প্রশ্নব্যাংক সলভ তো ফরজ।
কোন বই পড়বো?
গতকাল এটা নিয়ে একটা পোস্ট করেছিলাম। সেটা দেখতে পারো।
বাংলা ১ম পত্র পড়ার নিয়ম : বইয়ের প্রত্যেকটা লাইন ভালোভাবে বুঝে পড়বেন । গুরত্বপূর্ণ লাইন গুলো বারবার পড়বা আর লেখকের গুরুত্বপূর্ণ তথ্য,শব্দার্থ,টীকা,সমার্থক শব্দ,বিপরীত শব্দ ইত্যাদিগুলোতে মনোযোগ দিবা ফুল,ফল,নদী,গাছ,পোকা,পাখি,মাছ,বা গল্পের বিশেষ শব্দগুলো ইত্যাদি কি কি আছে আর কতগুলো আছে তা ভালোভাবে লক্ষ্য করে পড়বা। কবির জন্মমৃত্যু সাল ভালোভাবে মনে রাখতে হবে।
দৈনিক বাংলা কতসময়ধরে পড়া উচিত?
যারা মানবিক বা বিভাগ পরিবর্তনের তাদের ক্ষেত্রে মোট তিনটি বা চারটি বিষয় উত্তর করতে হয়। বাংলা,ইংরেজি আর জিকে। এখন তুমি তোমার মোট পড়ার সময়টাকে তিনটা ভাগে ভাগ করতে পারো। যেমন তুমি দৈনিক ৮ ঘন্টা পড়লে এর মধ্যে ২.৫ ঘন্টা রাখতে পারো বাংলার জন্য। তবে এগুলো তুমি নিজের মতো করে কাস্টমাইজড করতে পারো। যেভাবে তুমি সুবিধাজনক মনে করো।
বাংলা গ্রামারঃ
কতটি প্রশ্ন আসতে পারে?
বাংলা গ্রামার থেকে প্রশ্ন আসে প্রায় ৮-১০ এর মতো।কি রকম প্রশ্ন আসে তা প্রশ্নব্যাংক দেখলে বুঝতে পারবা।
কি কি টপিকস থেকে প্রশ্ন আসে?
দেখো এখানে বেশ কয়েকটা ব্যাপার চলে আসে। তুমি যদি বিজ্ঞানের শিক্ষার্থী হও তাহলে মেইবি চবি, জাবি তে বাংলা উত্তর করতে হয়। সেক্ষেত্রে তেমার সব টপিক পড়তে হবে না। আমি কিছুদিন আগে চবির একটা সাজেশন দিয়েছিলাম। সেটা ফলো করতে পারো। মানবিকের জন্য যেসব টপিক পড়া লাগবে সেগুলো দিলাম। এগুলো সব বিশ্ববিদ্যালয়ের জন্য উপযোগী
বাক্যের শ্রেণীবিভাগ
বাক্য প্রকরণ
ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়
বিরাম চিহ্ন ও ব্যাকরণিক চিহ্ন
বাচ্য
ধ্বনি ও বর্ণ প্রকরণ ও উচ্চারণবিধি
ধ্বনি পরিবর্তন
দ্বিরুক্ত শব্দ
কারক ও বিভক্তি
ক্রিয়া পদ
ক্রিয়ার কাল
ণত্ব ও ষত্ব বিধান
অনুসর্গ
পদ প্রকরণ
বচন
পদাশ্রিত নির্দেশক
প্রকৃতি-প্রত্যয়
পুরুষ ও স্ত্রী বাচক শব্দ
শব্দের শ্রেণীবিভাগ
সমাস
সন্ধি
সংখ্যাবাচক শব্দ
উক্তি পরিবর্তন
উপসর্গ
ভাষা, বাংলা ভাষা ও বাংলা ভাষারীতি
কিভাবে পড়বো?
প্রথমে প্রশ্নব্যাংকটা একনজর দেখে নিতে পারো যে কোন টাইপ প্রশ্নআসে। কেমন প্রশ্নআসে। প্রশ্নআসার হার কেমন। তাহলে তুমি টপিকটার গুরত্ব আন্দাজ করতে পারবা। তারপর প্রত্যেকটি নিয়ম বুঝার চেষ্টা করো। না বুঝলে ইউটিউবের সাহায্য নাও। বা আমাকে নক করতে পারো। আমি যথাযথ চেষ্টা করবো। ফেবিয়ায় যেকোনো পোস্টের কমেন্টে আমাকে মেনশন করে জিজ্ঞেস করবা না হয় বাংলা ফেবিয়ার পিক পোস্টে আমার আইডির লিংক আছে। ইনবক্সে জানাতে পারে। যাইহোক টপিকটা বুঝার পর উদাহারন গুলোর সাথে নিয়মটার রিলেট করার ট্রাই করো। যখন মনে হবে তুমি কিছুটা হলেও আয়ত্ব করতে পারছো তখন প্রশ্নব্যাংক সলভ করতে থাকো। আরেকটা কথা হলো তুমি একদিনেই একটা টপিকে প্রো হয়ে যাবা না একদম। সো ধৈর্য্য ধরে নিয়মিত প্র্যক্টিস করো। যদি ভাবো যে আমার দ্বারা হবে না তাহলে তুমি শুরুর আগেই শেষ করে দিলে। নিয়মিত সে টপিকের পরীক্ষা দাও। বাংলা ফোবিয়ায় হাজার হাজার পোল দেওয়া আছে। টপিক অনুসারে আলাদা করাও আছে। চেষ্টা করতে থাকো।
আর হ্যা, যদি ব্যাকরনের কোনো টপিকস একেবারেই মাথায় না ঢুকে আর বুঝা সম্ভব না,তাহলে আল্লাহর ওয়াস্তে সেগুলো ছেড়ে দিবা গুডবাই বলে।
এই না পারা কয়েকটা টপিকসের জন্য হয়তো সর্বোচ্চ রেজাল্ট হবেনা, তবে এগুলোর জন্য যাতে “দূর কিচ্ছু বুঝিনা,কিচ্ছু পারিনা,আমার দ্বারা হবেনা”এই বলে একেবারেই হতাশ হওয়ার চেয়ে ছেড়ে দিয়ে অন্য পারা টপিকসগুলোতে বেশি মনোযোগ দিন,যাতে ঔগুলাতে মিস না হয়।
মুখস্থ অংশঃ
কতটি প্রশ্ন আসে?
৬-৮ টি প্রশ্ন আসে সাধারনত এ টপিকস থেকে। আর প্রশ্নগুলোর উত্তর করা সবচেয়ে সহজ হয় এই বিরচন সেগমেন্ট থেকে।
কী কী টপিকস আছে বিরচন অংশে?
বাগধারা
এক কথায় প্রকাশ
বিপরীত শব্দ
সমার্থক শব্দ
শুদ্ধি-অশুদ্ধি
সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ
কিভাবে পড়বো?
এগুলা মুখস্থের বিষয়।প্রথম প্রথম পড়তে অসহ্য লাগবে,পড়লে মনে থাকবেনা।চিন্তা করার কিছু নেই। কয়েকবার করে পড়বে।বারবার রিভিশন দাও। ইন শা আল্লাহ কিছুদিন পর এগুলো আর কোনো বিষয় মনে হবে না।
পড়া শুরু করো। সময় বেশি নাই। চান্সের পর মিস্টি বিকাশ করে পাঠায়ে দিও🥱
🥰61❤33🔥11❤🔥2😱2