নিচের কোনটি ঠিক?
Anonymous Quiz
27%
হ্ন = হ্ +ণ
21%
ক্ষ = হ্ + ম-ফলা
40%
ক্র = ক্ + র-ফলা
12%
ত্র = র্ + ত
🤔22🔥4❤3😢3
'অন্তরে যাদের এত গোলামির ভাব, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কী করে?' কার উক্তি?
Anonymous Quiz
4%
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
84%
কাজী নজরুল ইসলাম
3%
রবীন্দ্রনাথ ঠাকুর
8%
আবুল ফজল
🔥7❤4
যে কবিতা শুনতে জানে না, সে কার আর্তনাদ শুনবে?
Anonymous Quiz
71%
ঝড়ের
7%
সিংহের
10%
বাতাসের
11%
শিশুর
🎉7😢6
🎉7🔥4❤2😢2
🥰10❤4🔥1
😢28🔥10😱7❤3🥰2
নিচের কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত নয়?
Anonymous Quiz
22%
স্বস্ত্রীক
21%
একত্রিত
45%
বিভীষণ
13%
অশ্রুজল
🤔9😢8🔥6
😢9🔥6❤2🥰1
🤔11❤8😢6🥰4😱3
'মানব-কল্যাণ' প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর ব্যতীত অপর কোন লেখকের রচনা থেকে উদ্ধৃতি আছে?
Anonymous Quiz
24%
কাজী নজরুল ইসলাম
62%
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
8%
লালন শাহ
7%
বিদ্যাপতি
🥰7😢7❤2🔥1
😢25🥰7🤣2❤1
🥰10🤔8😢5🔥3❤1
'পাকযন্ত্রটাকে সমস্ত অন্নসুদ্ধ সেখানে টান মারিয়া ফেলিয়া দিয়া আসিতে পারিলে তবে আফসোস মিটিত।' - উদ্ধৃতাংশটি কোন গল্পভুক্ত?
Anonymous Quiz
11%
মাসি-পিসি
15%
রেইনকোট
62%
অপরিচিতা
13%
বিলাসী
🤣34😢8❤5😱5🥰2
🥰13
Bangla Phobia।Exam Mate pinned «বাংলার ক্ষেত্রে যারা একদম শুরু থেকে চ্যাপ্টার অনুযায়ী শুরু করতে চান,তাদের জন্য এখানে সবকিছু গুছিয়ে দেয়া আছে।শর্ট সিলেবাস দুইবার পুরোটা শেষ করা হয়েছে। চ্যাপ্টার ও টপিক অনুযায়ী আর এই ম্যাসেজটি পিনড করা আছে।আর এখন র্যান্ডম টপিক অনুযায়ী পরীক্ষা নেয়া হচ্ছে।টপিকগুলো…»
Bangla Phobia।Exam Mate pinned «✅ ৯ম ও ১০ম শ্রেণী বাংলা ২য় পত্র ✅ ▶️ সকল পোল লিংক (👇) পরিচ্ছেদ- ১, ২, ৩ ( ভাষা ও বাংলা ভাষা, বাংলা ব্যাকরণ, ভাষার রীতি ও বিভাজন) লিংক- https://news.1rj.ru/str/ConfusingQuestions16/7068 পরিচ্ছদ- ৪, ৫, ৬ ( বাগযন্ত্র, ধ্বনি ও বর্ণ, স্বরধ্বনি) লিংক- https://news.1rj.ru/str/Conf…»
Bangla Phobia।Exam Mate pinned «✅চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়✅ 🔸প্রশ্নব্যাংক সলভিং💓 🔸এই পর্যন্ত যা পোল দেওয়া হয়ছে। Part 01 Link- https://news.1rj.ru/str/ConfusingQuestions16/8056 Part 02 Link- https://news.1rj.ru/str/ConfusingQuestions16/8091 Part 03 Link- https://news.1rj.ru/str/ConfusingQuestions16/8136 Part 04 Link…»
Bangla Phobia।Exam Mate pinned «এডমিশন টেষ্টে বাংলায় কোপ মারার টেকনিক: বাংলাকে কয়েকটা পার্টে ভাগ করবো। যেমন, [ ] বাংলা ১ম পত্র [ ] বাংলা গ্রামার [ ] মুখস্থ অংশ বাংলা ১ম পত্র: বাংলা মেইন বই থেকে সাধারনত ১০/১২ টা প্রশ্ন আসে। প্রতিটা লাইন, কবি পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ এসব …»
Bangla Phobia।Exam Mate
💠 লালসালু 💠 ১। সৈয়দ ওয়ালিউল্লাহ জন্মগ্রহন করেন- চট্রগ্রামে। ২। সৈয়দ ওয়াল্লিউল্লাহর উপন্যাসটি ফরাসি ও ইংরেজী ভাষায় অনুদিত হয়- লালসালু । ৩। সাংবাদিক হিসেবে- কর্মজীবন শুরু করেন সৈয়দ ওয়ালিউল্লাহ ৪। সৈয়দ ওয়ালীউল্লাহ মৃত্যুবরণ করেন- ১৯৭১ খ্রিষ্ট্রাব্দ।…
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🔥9❤2👏1
1. 'সিরাজউদ্দৌলা' নাটকের সমাপ্তি ঘটেছে যন্ত্রণার মাধ্যমে।
2. মোহাম্মদি বেগের সংলাপের মাধ্যমে 'সিরাজউদ্দৌলা' নাটকের পরিসমাপ্তি ঘটেছে।
3. মোহাম্মদি বেগ সিরাজউদ্দৌলাকে প্রথমে লাঠি দিয়ে আঘাত করে।
4. 'দেশপ্রেমিকের রক্ত যেন আর্বজনার স্তূপে চাপা না পড়ে'-এখানে সিরাজউদ্দৌলা পলাশির যুদ্ধে নিহত সেনাপতিদের দেশপ্রেমিক বলেছেন।
5. 'ইনি কি নবাব না ফকির?'- ক্লাইভ মিরজাফরকে উদ্দেশ্য করে বলেছে।
6. সিরাজউদ্দৌলার মা-বাবা মোহাম্মদি বেগকে পুত্রস্নেহে পালন করেছেন।
7. উমিচাঁদ এ যুগের সেরা বিশ্বাসঘাতক'-উক্তিটি ক্লাইভের।
8. 'শুভকাজে অযথা বিলম্ব করা বুদ্ধিমনের কাজ নয়'-মিরজাফর দলিলে সই করা প্রসঙ্গে কথাটি বলেছেন।
9. উমিচাঁদের মতে রাইসুল জুহালা পেটের ধান্দায় জলসার আসরে কেরামতি দেখিয়ে বেড়ায়।
10. দুর্বলতা, অকর্মণ্যতা ও নারীমগ্ন থাকার কারণে হোসেন কুলি খাঁকে প্রাণ দিতে হয়েছে।
11. নবাব শত্রুদের সাথে যোগাযোগের দুর্নাম থেকে ঘসেটি বেগমকে রক্ষার কথা বলেছেন।
12. লুৎফুন্নেসা আমিনা বেগমের পুত্রবধূ।
13. নবাবপক্ষের সব সিপাই লড়বে কিনা সিরাজ দ্বিধান্বিত- সেনাপতি বিশ্বাসঘাতকতা করতে পারে।
14. সিকান্দার আবু জাফর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সাপ্তাহিক 'অভিযান' পত্রিকা প্রকাশ ও সম্পাদনা করেন।
15. সিকান্দার আবু জাফর সম্পাদিত সমকাল পত্রিকাটি পাকিস্তানি সামরিক সরকার বাজেয়াপ্ত করে।
16. জগৎশেঠ তার ভবিষ্য' স্বার্থ নির্বিঘ্ন করার জন্য ঘসেটি বেগমের কাছে একটা কর্জনামা সই চেয়েছিল।
17. 'সিরাজউদ্দৌলা' নাটকের প্রথম সংলাপটি ক্লেটনের।
18. শওকত জঙ্গ নবাব হলে প্রকৃত কর্তৃত্ব থাকবে ঘসেটি বেগমের হাতে।
19. 'চুপ বেইমান। কাপুরুষ বাঙালির কথায় যুদ্ধ বন্ধ হবে না' ক্লেটন, ওয়ালী খানকে উদ্দেশ্য করে বলেছে।
20. উমিচাঁদের গুপ্তচর নবাবের নিকট দুর্গে আসার গোপন রাস্তার খবর পাঠিয়েছিলেন।
21. হলওয়েল নবাব সৈন্যের বিরূদ্ধে লড়াইয়ের জন্য ডাচ ও ফরাসিদের নিকট সাহায্য চেয়েছিল।
22. দুর্গের যুদ্ধে নবাবের সেনাধ্যক্ষ রাজা মানিকচাঁদ ছিলেন।
23. 'সাদা নিশান' সন্ধির প্রতীক।
24. নবাব সিরাজ হলওয়েলকে কোম্পানির ঘুষখোর ডাক্তার বলেছেন।
25. ইংরেজ কোম্পানি কাশিমবাজার কুঠিতে গোপনে অস্ত্র আমদানি করেছিল।
26. নবাব সিরাজের নির্দেশে কাশিমবাজার কুঠি জ্বালিয়ে দেওয়া হয়েছে।
27. ইংরেজরা নবাবের নিষেধ অগ্রাহ্য করে কৃষ্ণবল্লভকে আশ্রয় দিয়েছিল।
28. নবাব ইংরেজদের বাংলাদেশে বাণিজ্য অধিকার প্রত্যাহার করে নিয়েছিলেন।
29. বাংলাদেশে ইংরেজদের বাণিজ্য করার অনুমতি দিল্লির বাদশা দিয়েছিলেন।
30. 'সিরাজউদ্দৌলা' নাটকে প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যে ভাগীরথী নদীর উল্লেখ রয়েছে।
31. উমিচাঁদ লাহোর হতে বাংলাদেশে এসেছিল।
32. 'এই জাহাজটাই এখন আমাদের কলকাতার দূর্গ'-উক্তিটি গভর্নর ড্রেকের।
33. জাহাজে আশ্রয় নেওয়া কয়েক জনের মৃত্যু হয়েছিল ম্যালেরিয়া ও আমাশয়ে ভুগে।
34. ঘসেটি বেগমের বাড়ির নাম ছিল মতিঝিল।
35. 'মতিঝিলের জলসা আমি চিরকালের মতো ভেঙ্গে দিলাম'-এখানে ঘসেটি বেগমের জলসা ভাঙ্গার কথা বলা হয়েছে।
36. ইংরেজ কোম্পানি চন্দননগর ধ্বংস করেছে।
37. 'আমাদের অস্তিত্ব সে লোপ করে দেবে।'-এখানে রাজবল্লভদের অস্তিত্ব লোপ করে দেওয়ার কথা বলা হয়েছে।
38. আমি শুনলাম 'তুমি গুপ্তচর?- রাইস, জগৎশেঠকে বলেছে।
39. সিরাজের গুপ্তচর থেকে গোপনীয়তা রক্ষা পাবে- 'চিঠিপত্র যত কম দেওয়া যায় ততই ভালো'।
40. মির মুন্সি নবাবের আসল চিঠি গায়েব করে নকল চিঠি পাঠাবে।
41. 'ওরা বেনিয়ার জাত'- ইংরেজদের বলা হয়েছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🔥18❤7🥰4👏4⚡2