দেখো। ধরো তোমার প্রশ্নে একটা শব্দ দেওয়া থাকলো। আমি বোঝানোর জন্য ধরে নিলাম সেটা হলো ‘সুন্দর’। এবার এই শব্দটাকে নিয়ে তোমার মতো করে একটা বাক্য তৈরী করো। ব্যাস কাজ শেষ। যে বাক্যটা গঠন করলে তাকে কি দ্বারা প্রশ্ন করো। উত্তর পেলে বিশেষ্য। আর কেমন দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে বিশেষণ।
যেমনঃ আমি ‘সুন্দর’ শব্দটাকে দিয়ে নিজের ইচ্চা অনুসারে একটা বাক্য তৈরী করলাম। সেটা হলো ‘ ফুলটি সুন্দর।’
তাহলে এবার বাক্যটাকে কেমন দ্বারা প্রশ্ন করো তো!!
ফুলটি কেমন?
উত্তর আসে সুন্দর। অথ্যাৎ এটা বিশেষ্য?? মোটেই না!! এটা হলো বিশেষণ। বুঝছো??
যেমনঃ আমি ‘সুন্দর’ শব্দটাকে দিয়ে নিজের ইচ্চা অনুসারে একটা বাক্য তৈরী করলাম। সেটা হলো ‘ ফুলটি সুন্দর।’
তাহলে এবার বাক্যটাকে কেমন দ্বারা প্রশ্ন করো তো!!
ফুলটি কেমন?
উত্তর আসে সুন্দর। অথ্যাৎ এটা বিশেষ্য?? মোটেই না!! এটা হলো বিশেষণ। বুঝছো??
❤31🔥5
😢13🥰8🔥1🤔1
Bangla Phobia।Exam Mate
তারুণ্য-
এত ভুল কেন?
আচ্ছা আবার দেখি। দেখো!
তারুন্য দিয়ে একটা বাক্য বানায়। নিজের মতো করে। আমি ধরে নিলাম বাক্যটা হলো
সল তার তারুন্য ধরে রেখেছে।
এখন বাক্যটাকে কি দ্বারা প্রশ্ন করি!
সে কি ধরে রেখেছে? উত্তর আসে তারুন্য। তাহলে এটা কি হবে? বিশেষ্য। তাই না?
আচ্ছা আবার দেখি। দেখো!
তারুন্য দিয়ে একটা বাক্য বানায়। নিজের মতো করে। আমি ধরে নিলাম বাক্যটা হলো
সল তার তারুন্য ধরে রেখেছে।
এখন বাক্যটাকে কি দ্বারা প্রশ্ন করি!
সে কি ধরে রেখেছে? উত্তর আসে তারুন্য। তাহলে এটা কি হবে? বিশেষ্য। তাই না?
❤21
Bangla Phobia।Exam Mate
তরুন-
এবার এটা দেখি।
বাক্য বানাও।
আমি বানালাম
সে এখনো তরুন।
তাহলে প্রশ্ন করি,
সে কেমন? উত্তর আসে তরুন।
তাহলে বিশেষন
বাক্য বানাও।
আমি বানালাম
সে এখনো তরুন।
তাহলে প্রশ্ন করি,
সে কেমন? উত্তর আসে তরুন।
তাহলে বিশেষন
❤14👏5
❤18😢9🔥4😱1
🥰11❤3🔥2🤔1
❤7🔥5😢5👏1
🥰9❤4🔥2
🥰9🔥6🤔4❤2