Bangla Phobia।Exam Mate – Telegram
Bangla Phobia।Exam Mate
28.4K subscribers
746 photos
13 videos
179 files
569 links
Download Telegram
কোনটি শামসুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ?
Anonymous Quiz
24%
অক্টোপাস
27%
দুঃসময়ের মুখোমুখি
32%
কালের ধূলোয় লেখা
16%
অদ্ভুত আধাঁর এক
1🔥1
'বেওয়ারিশ' কোন সমাসের উদাহরণ?
Anonymous Quiz
14%
কর্মধারয়
13%
দ্বিগু
55%
বহুব্রীহি
18%
তৎপুরুষ
কত পেলে

?/১৫-
3
'বিড়াল' প্রবন্ধে 'নিমীলিতলোচনে' শব্দটির অর্থ কি?
Anonymous Quiz
31%
নীরব অশ্রুতে
21%
খোলা চোখে
41%
চোখ বন্ধ করে
7%
অট্টহাসিতে
😢3🥰1
বাংলাদেশের কবিদের কবি বলা হয় কাকে?
Anonymous Quiz
21%
আল মাহমুদ
62%
নির্মলেন্দু গুণ
8%
শহীদ কাদরী
9%
হেলাল হাফিজ
😢4🥰1
নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ?
Anonymous Quiz
72%
কৃতদার
10%
ছেলে
10%
নেতা
8%
বাবা
নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?
Anonymous Quiz
14%
গ্রামছাড়া
29%
গাছপাকা
19%
ধানক্ষেত
38%
গরুরগাড়ি
🔥2
মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা?
Anonymous Quiz
34%
18%
24%
25%
সাধু চলিত রীতির মিশ্রনে বাক্য কোন দোষে দুষ্ট হয়?
Anonymous Quiz
6%
আঞ্চলিক দোষ
11%
বাহুল্য দোষ
82%
গুরুচন্ডালী দোষ
1%
উৎপ্রেক্ষ দোষ
উনপঞ্চাশ বায়ু বাগধারা টির অর্থ?
Anonymous Quiz
21%
উড়নচণ্ডী
27%
অমিতব্যায়ী
44%
পাগলামী
8%
অকালপক্ক
👏4🤔2
'গরিবের পক্ষে কথা বলার লোক নেই' এখানে 'পক্ষে' অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Anonymous Quiz
12%
সক্ষমতা
55%
সহায়
15%
অসহায়
17%
ন্যায়
🔥1😢1
‘পুত্র’এর সমার্থক শব্দ- 
Anonymous Quiz
12%
প্রসূন
69%
আত্মজ
13%
আদ্রি
6%
বামা
3😢1
'অরুণ' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
Anonymous Quiz
11%
লাল
17%
প্রভাবরবি
21%
রক্তিম
50%
সুন্দর
🔥1😢1
সুন্দর সকলকে আকর্ষণ করে। বাক্যে সুন্দর শব্দটি-
Anonymous Quiz
55%
বিশেষ্য
40%
বিশেষণ
5%
সর্বনাম
0%
অব্যয়
নিচের কোন উদাহরণে ভাববাচক বিশেষণ রয়েছে?
Anonymous Quiz
46%
খুব ভালো খবর
26%
লোকটা পাগল
9%
আধা কেজি চাল
19%
কতক্ষণ সময়
🥰3
স্কোর কত পেলে

চাইলে বলতে পার!
Forwarded from Biology Phobia।Exam Mate (Sadia Jannat Ethu)
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম🌙
সবাইকে ঈদ মোবারক 🤍🩵


May the bliss of Eid fills your heart💚 Ameen.
19🥰5🔥1
Forwarded from Bangla Phobia।Exam Mate (D I H A N ☘️)
এডমিশন টেষ্টে বাংলায় কোপ মারার টেকনিক:

বাংলাকে  কয়েকটা পার্টে ভাগ করবো। যেমন,

[  ] বাংলা ১ম পত্র
[  ] বাংলা গ্রামার
[  ] মুখস্থ অংশ


বাংলা ১ম পত্র: বাংলা মেইন বই থেকে সাধারনত  ১০/১২ টা প্রশ্ন আসে।  প্রতিটা লাইন, কবি পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ এসব  মনোযোগ সহকারে পড়তে হবে। আর প্রশ্নব্যাংক সলভ তো ফরজ।


কোন বই পড়বো?

গতকাল  এটা নিয়ে একটা পোস্ট করেছিলাম। সেটা দেখতে পারো।

বাংলা ১ম পত্র পড়ার নিয়ম :  বইয়ের প্রত্যেকটা লাইন ভালোভাবে বুঝে পড়বেন ।  গুরত্বপূর্ণ লাইন গুলো বারবার পড়বা আর লেখকের গুরুত্বপূর্ণ তথ্য,শব্দার্থ,টীকা,সমার্থক শব্দ,বিপরীত শব্দ ইত্যাদিগুলোতে মনোযোগ দিবা ফুল,ফল,নদী,গাছ,পোকা,পাখি,মাছ,বা গল্পের বিশেষ শব্দগুলো ইত্যাদি কি কি আছে আর কতগুলো আছে তা ভালোভাবে লক্ষ্য করে পড়বা।  কবির জন্মমৃত্যু  সাল ভালোভাবে মনে রাখতে হবে।

দৈনিক বাংলা কতসময়ধরে পড়া উচিত?

যারা মানবিক বা বিভাগ পরিবর্তনের তাদের ক্ষেত্রে মোট তিনটি  বা চারটি বিষয় উত্তর করতে হয়। বাংলা,ইংরেজি  আর জিকে।  এখন তুমি তোমার মোট পড়ার সময়টাকে  তিনটা ভাগে ভাগ করতে পারো। যেমন তুমি দৈনিক ৮ ঘন্টা  পড়লে এর মধ্যে ২.৫ ঘন্টা  রাখতে পারো বাংলার জন্য। তবে এগুলো তুমি নিজের মতো করে কাস্টমাইজড করতে পারো। যেভাবে তুমি সুবিধাজনক মনে করো।

বাংলা গ্রামারঃ

কতটি প্রশ্ন আসতে পারে?

বাংলা গ্রামার থেকে প্রশ্ন আসে প্রায় ৮-১০ এর মতো।কি রকম প্রশ্ন আসে তা প্রশ্নব্যাংক দেখলে বুঝতে পারবা।

কি কি টপিকস থেকে প্রশ্ন আসে?


দেখো এখানে বেশ কয়েকটা ব্যাপার চলে আসে। তুমি যদি বিজ্ঞানের শিক্ষার্থী হও তাহলে মেইবি চবি,  জাবি তে  বাংলা উত্তর করতে হয়।  সেক্ষেত্রে তেমার সব টপিক পড়তে হবে না। আমি কিছুদিন আগে চবির একটা সাজেশন দিয়েছিলাম। সেটা ফলো করতে পারো। মানবিকের জন্য যেসব টপিক পড়া লাগবে সেগুলো দিলাম। এগুলো সব বিশ্ববিদ্যালয়ের  জন্য উপযোগী

বাক্যের শ্রেণীবিভাগ
বাক্য প্রকরণ
ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়
বিরাম চিহ্ন ও ব্যাকরণিক চিহ্ন
বাচ্য
ধ্বনি ও বর্ণ প্রকরণ ও উচ্চারণবিধি
ধ্বনি পরিবর্তন
দ্বিরুক্ত শব্দ
কারক ও বিভক্তি
ক্রিয়া পদ
ক্রিয়ার কাল
ণত্ব ও ষত্ব বিধান
অনুসর্গ
পদ প্রকরণ
বচন
পদাশ্রিত নির্দেশক
প্রকৃতি-প্রত্যয়
পুরুষ ও স্ত্রী বাচক শব্দ
শব্দের শ্রেণীবিভাগ
সমাস
সন্ধি
সংখ্যাবাচক শব্দ
উক্তি পরিবর্তন
উপসর্গ
ভাষা, বাংলা ভাষা ও বাংলা ভাষারীতি



কিভাবে পড়বো?

প্রথমে প্রশ্নব্যাংকটা একনজর দেখে নিতে পারো যে কোন টাইপ প্রশ্নআসে। কেমন প্রশ্নআসে। প্রশ্নআসার হার কেমন। তাহলে তুমি টপিকটার গুরত্ব আন্দাজ করতে পারবা। তারপর প্রত্যেকটি নিয়ম বুঝার চেষ্টা করো।  না বুঝলে ইউটিউবের সাহায্য নাও। বা আমাকে নক করতে পারো।  আমি যথাযথ চেষ্টা করবো। ফেবিয়ায় যেকোনো পোস্টের কমেন্টে আমাকে মেনশন করে জিজ্ঞেস করবা না হয় বাংলা ফেবিয়ার পিক পোস্টে আমার আইডির লিংক আছে। ইনবক্সে জানাতে পারে। যাইহোক টপিকটা বুঝার পর উদাহারন গুলোর সাথে নিয়মটার রিলেট করার ট্রাই করো। যখন মনে হবে তুমি কিছুটা হলেও আয়ত্ব করতে পারছো তখন প্রশ্নব্যাংক সলভ করতে থাকো।  আরেকটা কথা হলো তুমি একদিনেই একটা টপিকে প্রো হয়ে যাবা না একদম। সো ধৈর্য্য ধরে নিয়মিত প্র্যক্টিস করো। যদি ভাবো যে আমার দ্বারা  হবে না তাহলে তুমি শুরুর আগেই শেষ করে দিলে। নিয়মিত সে টপিকের পরীক্ষা দাও। বাংলা ফোবিয়ায় হাজার হাজার পোল দেওয়া আছে। টপিক অনুসারে আলাদা করাও আছে। চেষ্টা করতে থাকো।
আর হ্যা, যদি ব্যাকরনের কোনো টপিকস একেবারেই মাথায় না ঢুকে আর বুঝা সম্ভব না,তাহলে আল্লাহর ওয়াস্তে সেগুলো ছেড়ে দিবা গুডবাই বলে।
এই না পারা কয়েকটা টপিকসের জন্য হয়তো সর্বোচ্চ রেজাল্ট হবেনা, তবে এগুলোর জন্য যাতে “দূর কিচ্ছু বুঝিনা,কিচ্ছু পারিনা,আমার দ্বারা হবেনা”এই বলে একেবারেই হতাশ হওয়ার চেয়ে ছেড়ে দিয়ে অন্য পারা টপিকসগুলোতে বেশি মনোযোগ দিন,যাতে ঔগুলাতে মিস না হয়।

মুখস্থ  অংশঃ

কতটি প্রশ্ন আসে?
৬-৮ টি প্রশ্ন আসে সাধারনত এ টপিকস থেকে। আর প্রশ্নগুলোর উত্তর করা সবচেয়ে সহজ হয় এই বিরচন সেগমেন্ট থেকে।

কী কী টপিকস আছে বিরচন অংশে?

বাগধারা
এক কথায় প্রকাশ
বিপরীত শব্দ
সমার্থক শব্দ
শুদ্ধি-অশুদ্ধি
সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ


কিভাবে পড়বো?

এগুলা মুখস্থের বিষয়।প্রথম প্রথম পড়তে অসহ্য লাগবে,পড়লে মনে থাকবেনা।চিন্তা করার কিছু নেই। কয়েকবার করে পড়বে।বারবার রিভিশন দাও।  ইন শা আল্লাহ  কিছুদিন পর  এগুলো আর কোনো বিষয় মনে হবে না।

পড়া শুরু করো। সময় বেশি নাই। চান্সের পর মিস্টি বিকাশ করে পাঠায়ে দিও🥱
28😢1