Bangla Phobia।Exam Mate
'অপবাদ' শব্দের সঠিক উচ্চারণ কি?
'অপোবাদ্' হলো সঠিক উচ্চারণ। যারা কমেন্টে বলার চেষ্টা করতেছো তাদের জানায় ধন্যবাদ🍀
🥰5
সকলের প্রতি আমার অনুরোধ থাকলো উচ্চারণের নিয়ম যদি না পড়ে থাক। তাহলে তোমার গাইডে থাকা উচ্চারণের যত উদাহরণ দেওয়া আছে সব পড়ে যাওয়ার চেষ্টা করিও।
ধন্যবাদ🍀
ধন্যবাদ🍀
❤13😢1
বিভিষীকা, সরিসৃপ, স্বায়ত্ত্বশাসণ, বুদ্ধিজীবি, উদিচী শব্দ গুলো সঠিক বানান কমেন্টে বল।
❤2
Bangla Phobia।Exam Mate
বিভিষীকা, সরিসৃপ, স্বায়ত্ত্বশাসণ, বুদ্ধিজীবি, উদিচী শব্দ গুলো সঠিক বানান কমেন্টে বল।
(বিভীষিকা, সরীসৃপ, স্বায়ত্তশাসন, বুদ্ধিজীবী, উদীচী) সঠিক বানান।
❤3
'জোর যার মুলুক তার' বাক্যে 'যার' শব্দটি কোন পদ?
❤3
🔰 নিচের অনুচ্ছেদ থেকে বিশেষণ পদ খুঁজে বের করো।
পদ্মা নদীতে এখন আর বড় ইলিশ পাওয়া যায় না। রুপালি ইলিশের ঝাঁক কোথায় হারিয়ে গেছে। মানুষের লাভ আর লোভের কবলে আজ সুস্বাদু ইলিশ বিলুপ্তপ্রায়। কবে আমরা পরিণামদর্শী হব আর আমাদের সব নদী ভরে উঠবে জাতীয় মাছ ইলিশে। দরিদ্র জেলেদের আর্থিক সাহায্য ও সঠিক পরামর্শ দিতে পারলে তা সম্ভব হতে পারে।
পদ্মা নদীতে এখন আর বড় ইলিশ পাওয়া যায় না। রুপালি ইলিশের ঝাঁক কোথায় হারিয়ে গেছে। মানুষের লাভ আর লোভের কবলে আজ সুস্বাদু ইলিশ বিলুপ্তপ্রায়। কবে আমরা পরিণামদর্শী হব আর আমাদের সব নদী ভরে উঠবে জাতীয় মাছ ইলিশে। দরিদ্র জেলেদের আর্থিক সাহায্য ও সঠিক পরামর্শ দিতে পারলে তা সম্ভব হতে পারে।
❤3
🔰 নিচের অনুচ্ছেদ থেকে ক্রিয়া বিশেষণ পদ খুঁজে বের করো।
ইট বসানো রাস্তা দিয়ে করিম বাড়ি ফিরছিল। হঠাৎ দেখতে পেল চলন্ত বাস থেকে যাত্রীরা লাফিয়ে নামছে। হাঁটা-পথের অনেকেই দৃশ্যটি তাকিয়ে দেখল। কয়েক জনের যায় যায় অবস্থা। কাঁদো-কাঁদো চেহারার মানুষগুলোকে দেখে করিম মনে কষ্ট পেল।
ইট বসানো রাস্তা দিয়ে করিম বাড়ি ফিরছিল। হঠাৎ দেখতে পেল চলন্ত বাস থেকে যাত্রীরা লাফিয়ে নামছে। হাঁটা-পথের অনেকেই দৃশ্যটি তাকিয়ে দেখল। কয়েক জনের যায় যায় অবস্থা। কাঁদো-কাঁদো চেহারার মানুষগুলোকে দেখে করিম মনে কষ্ট পেল।
❤3
🔰 নিচের অনুচ্ছেদ থেকে বিশেষ্য পদ খুঁজে বের করো।
রবীন্দ্রনাথ বাংলা ভাষার কবি, বিশ্বকবি। গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি নোবেল পান। সারা বিশ্বের বিদগ্ধজন যেমন আইনস্টাইন, ইয়েটস প্রমুখের সঙ্গে তাঁর বন্ধুত্ব গড়ে উঠেছিল। আবার মুসোলিনিকে নিয়ে তিনি এঁকেছিলেন ব্যঙ্গচিত্র।
রবীন্দ্রনাথ বাংলা ভাষার কবি, বিশ্বকবি। গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি নোবেল পান। সারা বিশ্বের বিদগ্ধজন যেমন আইনস্টাইন, ইয়েটস প্রমুখের সঙ্গে তাঁর বন্ধুত্ব গড়ে উঠেছিল। আবার মুসোলিনিকে নিয়ে তিনি এঁকেছিলেন ব্যঙ্গচিত্র।
❤3
প্রত্যহ, জমা-খরচ, রাজপথ, যথারীতি, ছাগদুগ্ধ শব্দগুলে ব্যাসবাক্য নির্নয় কর। উত্তর কমেন্টে বল।
🔥1
বিশ্ববিদ্যালয়, আলুনি, চৌচির, উপকূল, আগাপাশতলা শব্দগুলোর ব্যাসবাক্য নির্নয় কর।
🔥2
Bangla Phobia।Exam Mate
প্রত্যহ, জমা-খরচ, রাজপথ, যথারীতি, ছাগদুগ্ধ শব্দগুলে ব্যাসবাক্য নির্নয় কর। উত্তর কমেন্টে বল।
প্রত্যহ= প্রতি অহ
জমা-খরচ= জমা ও খরচ
রাজপথ= পথের রাজা
যথারীতি= রীতিকে অতিক্রম না করে
ছাগদুগ্ধ= ছাগীর দুগ্ধ
জমা-খরচ= জমা ও খরচ
রাজপথ= পথের রাজা
যথারীতি= রীতিকে অতিক্রম না করে
ছাগদুগ্ধ= ছাগীর দুগ্ধ
❤8
Bangla Phobia।Exam Mate
বিশ্ববিদ্যালয়, আলুনি, চৌচির, উপকূল, আগাপাশতলা শব্দগুলোর ব্যাসবাক্য নির্নয় কর।
বিশ্ববিদ্যালয়= বিশ্ববিদ্যার আলয়
আলুনি= নুনের অভাব
চৌচির= চৌ চিরের সমহার
উপকূল= কূলের সমীপে
আগাপাশতলা= আগা থেকে গাছের তলা পর্যন্ত
আলুনি= নুনের অভাব
চৌচির= চৌ চিরের সমহার
উপকূল= কূলের সমীপে
আগাপাশতলা= আগা থেকে গাছের তলা পর্যন্ত
❤7
❤5