বাংলা ছাড়ো
– সিকান্দার আবু জাফর
রক্তচোখের আগুন মেখে ঝলসে-যাওয়া
আমার বছরগুলো
আজকে যখন হাতের মুঠোয়
কণ্ঠনালীর খুন পিয়াসী ছুরি,
কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে
কেউটে সাপের ঝাঁপি !
আমার হাতেই নিলাম আমার
নির্ভরতার চাবি;
তুমি আমার আকাশ থেকে
সরাও তোমার ছায়া,
তুমি বাংলা ছাড়ো।
অনেক মাপের অনেক জুতোর দামে
তোমার হাতে দিয়েছি ফুল
হৃদয়-সুরভিত
সে-ফুল খুঁজে পায়নি তোমার
চিত্তরসের ছোঁয়া,
পেয়েছে শুধু কঠিন জুতোর তলা।
আজকে যখন তাদের স্মৃতি
অসম্মানের বিষে
তিক্ত প্রাণে শ্বাপদ নখের জ্বালা,
কাজ কি চোখের প্রসন্নতায়
লুকিয়ে রেখে প্রেতের অট্টহাসি !
আমার কাঁধেই নিলাম তুলে
আমার যত বোঝা;
তুমি আমার বাতাস থেকে
মোছো তোমার ধুলো,
তুমি বাংলা ছাড়ো।
একাগ্রতার স্বপ্ন বিনিময়ে
মেঘ চেয়েছি ভিজিয়ে নিতে
যখন পোড়া মাটি
বারেবারেই তোমার খরা
আমার ক্ষেতে বসিয়ে গেছে ঘটি।
আমার প্রীতি তোমার প্রতারণা
যোগ-বিয়োগে মিলিয়ে নিলে
তোমার লোভের জটিল অঙ্কগুলো
আমার কেবল হাড় জুড়ালো
হতাশ্বাসের ধুলো।
আজকে যখন খুঁড়তে গিয়ে
নিজের কবরখানা
আপন খুলির কোদাল দেখি
সর্বনাশা বজ্র দিয়ে গড়া,
কাজ কি দ্বিধায় বিষণ্নতায়
বন্দী রেখে ঘৃণার অগ্নিগিরি !
আমার বুকেই ফিরিয়ে নেব
ক্ষিপ্ত বাজের থাবা;
তুমি আমার জলস্থলের
মাদুর থেকে নামো,
তুমি বাংলা ছাড়ো।
– সিকান্দার আবু জাফর
রক্তচোখের আগুন মেখে ঝলসে-যাওয়া
আমার বছরগুলো
আজকে যখন হাতের মুঠোয়
কণ্ঠনালীর খুন পিয়াসী ছুরি,
কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে
কেউটে সাপের ঝাঁপি !
আমার হাতেই নিলাম আমার
নির্ভরতার চাবি;
তুমি আমার আকাশ থেকে
সরাও তোমার ছায়া,
তুমি বাংলা ছাড়ো।
অনেক মাপের অনেক জুতোর দামে
তোমার হাতে দিয়েছি ফুল
হৃদয়-সুরভিত
সে-ফুল খুঁজে পায়নি তোমার
চিত্তরসের ছোঁয়া,
পেয়েছে শুধু কঠিন জুতোর তলা।
আজকে যখন তাদের স্মৃতি
অসম্মানের বিষে
তিক্ত প্রাণে শ্বাপদ নখের জ্বালা,
কাজ কি চোখের প্রসন্নতায়
লুকিয়ে রেখে প্রেতের অট্টহাসি !
আমার কাঁধেই নিলাম তুলে
আমার যত বোঝা;
তুমি আমার বাতাস থেকে
মোছো তোমার ধুলো,
তুমি বাংলা ছাড়ো।
একাগ্রতার স্বপ্ন বিনিময়ে
মেঘ চেয়েছি ভিজিয়ে নিতে
যখন পোড়া মাটি
বারেবারেই তোমার খরা
আমার ক্ষেতে বসিয়ে গেছে ঘটি।
আমার প্রীতি তোমার প্রতারণা
যোগ-বিয়োগে মিলিয়ে নিলে
তোমার লোভের জটিল অঙ্কগুলো
আমার কেবল হাড় জুড়ালো
হতাশ্বাসের ধুলো।
আজকে যখন খুঁড়তে গিয়ে
নিজের কবরখানা
আপন খুলির কোদাল দেখি
সর্বনাশা বজ্র দিয়ে গড়া,
কাজ কি দ্বিধায় বিষণ্নতায়
বন্দী রেখে ঘৃণার অগ্নিগিরি !
আমার বুকেই ফিরিয়ে নেব
ক্ষিপ্ত বাজের থাবা;
তুমি আমার জলস্থলের
মাদুর থেকে নামো,
তুমি বাংলা ছাড়ো।
❤17😢1
পাঠানো লোকেশনে গিয়ে দেখা যায় আধমরা অবস্থায় এই শিশুটি জড়োসড়ো হয়ে আছে একটা পাতিলের মধ্যে। পাশে রাখা ব্যাগে শিশুর প্রয়োজনীয় খাবার সহ সকল কিছু রাখা ছিল
খারাতাইয়া, বুড়িচং থেকে...
©Blackboard
খারাতাইয়া, বুড়িচং থেকে...
©Blackboard
❤29😢26
১. মজিদের মহব্বতনগর গ্রামের প্রবেশটা কেমন ছিল?
Anonymous Quiz
3%
(ক) অবধারিত
91%
(খ) নাটকীয়
3%
(গ) কাব্যিক
3%
(ঘ) স্বাভাবিক
❤1
২. ‘মাজারটি তার শক্তির মূল’ বলতে কী বোঝানো হয়েছে?
Anonymous Quiz
39%
(ক) বিশ্বাস
29%
(খ) আনুগত্য
26%
(গ) ভীতি
5%
(ঘ) অনুরাগ
😢2
৩. চাঁদের অমাবস্যা’ কার লেখা?
Anonymous Quiz
9%
ক. শামসুর রাহমান
21%
খ. শওকত ওসমান
22%
গ. মানিক বন্দ্যোপাধ্যায়
48%
ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ
😢12🥰2👏1
উপন্যাসের আক্ষরিক অর্থ কী?
Anonymous Quiz
22%
ক. বিশেষরূপে উত্থাপন
30%
খ. ঘটনার বিশদ বিবরণ
44%
গ. চরিত্রের ধারাবাহিক বিন্যাস
4%
ঘ. ঘটনার সংক্ষিপ্ত বিবরণ
🫡4🤔1🏆1
৫. লালসালু’ উপন্যাসে বিদ্রোহী চরিত্র হিসেবে কার আবির্ভাব ঘটে?
Anonymous Quiz
9%
ক. রহিমার
5%
খ. আমেনার
81%
গ. জমিলার
5%
ঘ. হাসুনির মা
৬. মজিদের মন অন্ধকার হয়ে আসে কেন?
Anonymous Quiz
34%
ক. পীর সাহেবের আগমনে
39%
খ. জামিলাকে শাসন করতে ব্যর্থ হলে
8%
গ. আমেনা বিবি অবিশ্বাস করায়
20%
ঘ. মাজারে সালু কাপড়ের বিবর্ণতা দেখে
👏4❤1
৭. খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম কী?
Anonymous Quiz
72%
ক. আমেনা
8%
খ. জামিলা
4%
গ. ফাতেমা
16%
ঘ. রহিমা
❤1😢1
৮. মজিদ বারবার আড়চোখে আমেনা বিবির দিকে তাকাচ্ছিল কেন?
Anonymous Quiz
57%
ক. রূপের মোহে
16%
খ. ভীতি সৃষ্টি করতে
14%
গ. কড়া শাসনে রাখতে
13%
ঘ. মনোভাব বুঝতে
😱3
৯. ‘তাদের দিল সাচ্চা, খাঁটি সোনার মতো।’—কাদের?
Anonymous Quiz
9%
ক. মতিগঞ্জের মানুষের
35%
খ. গারো পাহাড়ের লোকদের
50%
গ. মহব্বত নগরের মানুষদের
6%
ঘ. মধুপুরের অধিবাসীদের
🔥3❤1
১০. 'লালসালু’ উপন্যাসের উপজীব্য কী?
Anonymous Quiz
20%
ক. গ্রামীণ সমাজ
70%
খ. ধর্মব্যবসা
2%
গ. শ্রেণিদ্বন্দ্ব
8%
ঘ. অস্তিত্বের সংকট
❤1🔥1
😱9❤5
নিচের কোনটি উত্তম পুরুষের ক্রিয়াপদের উদাহরণ?
Anonymous Quiz
10%
করেছে
60%
করেছি
8%
করেছিস
22%
করেছেন
কোনটি মিশ্র ক্রিয়ার উদাহরণ?
Anonymous Quiz
12%
নাচ করা
23%
এসে বসা
49%
খেয়ে যাওয়া
17%
দৌড়াতে থাকা
❤1🥰1