Bangla Phobia।Exam Mate – Telegram
Bangla Phobia।Exam Mate
28.4K subscribers
746 photos
13 videos
179 files
568 links
Download Telegram
মজিদ কার চোখে ভয় দেখেছে?
Anonymous Quiz
27%
আমেনার
12%
হাসুনির মা
46%
রহিমার
16%
জমিলার
6🤔6😢2😱1
6😢2🔥1
আর মাত্র দুইদিন.....!


Details: https://news.1rj.ru/str/Paid_Courses_Exammate/228
🥰7
8🥰6
শরৎচন্দ্রের “বিলাসী” গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
Anonymous Quiz
42%
সবুজপত্র
5%
দিগদর্শন
48%
ভারতী
6%
বঙ্গদর্শন
😢8👏521🥰1
কোনটি 'উপচয়' শব্দের সমার্থক শব্দ নয়?
Anonymous Quiz
40%
নিচয়
23%
সৃষ্টি
22%
উন্নতি
16%
উত্থাপন
😢132🤔1🆒1
জসীমউদ্দীনের জন্মস্থান কোথায়?
Anonymous Quiz
78%
ফরিদপুর
8%
মাদারীপুর
10%
শরীয়তপুর
5%
গোপালগঞ্জ
🥰9🔥4👏1
কবি জীবনানন্দ দাশের বিশ্বাস মতে সুচেতনা—
Anonymous Quiz
27%
বিকেলের নক্ষত্র
31%
দূরতর দ্বীপ
29%
শাশ্বত রাত্রি
12%
দারুচিনি বন
🥰8😱4😢1
'যে ভিক্ষা চায়, তাকে দান কর ' এটি কোন বাক্যের উদাহরণ?
Anonymous Quiz
14%
সরল
61%
জটিল
25%
যৌগিক
🔥8😱3👏1😢1
'ধনীদের ধন আছে, কিন্তু তারা প্রায়ই কৃপণ হয় '।বাক্যটি-
Anonymous Quiz
22%
জটিল
11%
মিশ্র
66%
যৌগিক
1%
সরল
🔥9😢2🤔1
'মানুষ হও'। বাক্যটিতে রয়েছে-
Anonymous Quiz
7%
অনুনয়
29%
আদেশ
4%
অনুরোধ
60%
উপদেশ
👏10🤔8😢1🤷1
যার দিক থেকে চক্ষু ফেরানো যায় না-
Anonymous Quiz
17%
অসেচনক
20%
ছান্দসিক
35%
অসাধারণ
28%
ক্রন্দসী
🤔8🥰73
😢13👏54🔥1👌1
কপাল এর সমার্থক শব্দ-
Anonymous Quiz
13%
বৈশ্বানর
24%
ইলাহী
48%
অদৃষ্ট
15%
উষ্মা
😢1210🆒1
Forwarded from মানবিক+বিভাগ পরিবর্তন ইউনিট
50/50?
49/50
43.25/50

Agun vai
🔥16
Forwarded from GK Phobia। Exam Mate (D I H A N ☘️)
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
চবি, রাবি,ঢাবি,জাবি মানবিক+ বিভগ পরিবর্তন ইউনিটে চান্স পেতে তোমার অন্যতম সহায়ক হতে পারে অঙ্গীকার ২৪। আজই যুক্ত হও আমাদের সাথে।

অঙ্গীকার ২৪
39🤔3🥰1
বাংলা সাহিত্যে যা কিছু প্রথম:--
১. প্রথম সার্থক বাংলা উপন্যাস “দুর্গেশনন্দিনী­­” (১৮৬৫)।
২. প্রথম গণমুখী বাংলা নাটক “নীলদর্পণ” (১৮৬০)।
৩. বাংলাদেশে মঞ্চায়িত প্রথম নাটক
“বাকি ইতিহাস।”
৪. বাংলাদেশের প্রথম প্রামাণ্যচিত্র “স্টপজেনোসাইড” (১৯৭১)।
৫. একুশের প্রথম সাহিত্য সংকলন
“একুশে ফেব্রুয়ারি” (১৯৫৩)।
৬. একুশের প্রথম উপন্যাস “আরেক ফাল্গুন” (১৯৬৯)।
৭. মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস “রাইফেল
রুটি আওরাত।”
৮. একুশের প্রথম নাটক “কবর” (১৯৫৩)।
৯. বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত বই
“কথোপকথন” (১৮০১)।
১০. ছাপার অক্ষরে প্রথম বাংলা বই “কৃপাশাস্ত্রের অর্থভেদ।”
১১. প্রথম আধুনিক বাংলা নাটক “শমিষ্ঠা” (১৮৫৯)।
১২. বাংলা ভাষার প্রথম
মহিলা কবি চন্দ্রাবতী (ষোড়শ শতক)।
১৩. বাংলা ভাষার প্রথম মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবী (১৮৫৫-১৯৩২)।
১৪. বাংলা ভাষার প্রথম আধুনিক নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩)।
১৫. প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক
“কৃষ্ণকুমারী” (১৮৬১)।
১৬. প্রথম মৌলিক ট্র্যাজেডি নাটক
“কীর্তিবিলাস” (১৮৫২)।
১৭. প্রথম বাংলা নাটক (মুসলমান রচিত) “বসন্তকুমারী” (১৮৭৩)।
১৮. প্রথম মুসলমান নাট্যকার মীর মশাররফ হোসেন (১৮৪৭-১৯১২)।
১৯. একুশের প্রথম কবিতা “কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি।” (১৯৫২)।
প্রশ্ন: আধুনিক বাংলা ভাষার পরিধি কত সাল থেকে শুরু হয়েছে ?
উঃ ১৮০১ সাল থেকে। (প্রস্তুতিপর্বঃ ১৮০০-১৮৬০, বিকাশপর্বঃ ১৮৬০-১৯০০, রবীন্দ্রপর্বঃ ১৯০০-১৯৩০, রবীন্দ্রোত্তরঃ ১৯৩০-১৯৪৭ ও বাংলাদেশঃ ১৯৪৭-)
প্রশ্ন: বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে?
উঃ সপ্তম শতাব্দী।
প্রশ্ন: পানিনি রচিত গ্রন্থের নাম কি?
উঃ ব্যাকরণ অষ্টাধয়ী।
প্রশ্ন: পানিণি কোন ভাষার ব্যাকরণকে শৃঙ্খলাবদ্ধ করেন?
উঃ সংস্কৃত ভাষা।
প্রশ্ন: বাংলা ভাষার মূল উৎস কোনটি?
উঃ বৈদিক।
প্রশ্ন: বাংলা ভাষার আদি সাহিত্যিক নিদর্শন কি?
উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্য।
প্রশ্ন: বাংলা ভাষা কোন আদি বা মূল ভাষা গোষ্ঠীর অর্ন্তগত?

উঃ ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠী।
প্রশ্ন: বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন দশকে?
উঃ খ্রিষ্টিয় দশম শতকের কাছাকাছি সময়ে।
প্রশ্ন: ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ কোথায় পাওয়া যায়?
উঃ প্রাচীন গ্রন্থ ঋগে¦দের মন্ত্রগুলোতে।
54🔥6🥰4
Forwarded from মানবিক+বিভাগ পরিবর্তন ইউনিট
টপ ৫। সবার কথা অনুসারে আজ সলভশিট দেখানো অফ ছিল। কিন্তু নুসরাত,তাসফিয়া, শায়লা আফরিনরা আজও দ্যুতি ছড়ালেন

টপ ৫ এ নতুন ২ জনকে দেখে ভালো লাগছে। নিয়মিত হওয়া জরুরী। সবার জন্য শুভকামনা।
🔥14🍓3
Forwarded from Bangla Phobia।Exam Mate (D I H A N ☘️)
এডমিশন টেষ্টে বাংলায় কোপ মারার টেকনিক:

বাংলাকে  কয়েকটা পার্টে ভাগ করবো। যেমন,

[  ] বাংলা ১ম পত্র
[  ] বাংলা গ্রামার
[  ] মুখস্থ অংশ


বাংলা ১ম পত্র: বাংলা মেইন বই থেকে সাধারনত  ১০/১২ টা প্রশ্ন আসে।  প্রতিটা লাইন, কবি পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ এসব  মনোযোগ সহকারে পড়তে হবে। আর প্রশ্নব্যাংক সলভ তো ফরজ।


কোন বই পড়বো?

গতকাল  এটা নিয়ে একটা পোস্ট করেছিলাম। সেটা দেখতে পারো।

বাংলা ১ম পত্র পড়ার নিয়ম :  বইয়ের প্রত্যেকটা লাইন ভালোভাবে বুঝে পড়বেন ।  গুরত্বপূর্ণ লাইন গুলো বারবার পড়বা আর লেখকের গুরুত্বপূর্ণ তথ্য,শব্দার্থ,টীকা,সমার্থক শব্দ,বিপরীত শব্দ ইত্যাদিগুলোতে মনোযোগ দিবা ফুল,ফল,নদী,গাছ,পোকা,পাখি,মাছ,বা গল্পের বিশেষ শব্দগুলো ইত্যাদি কি কি আছে আর কতগুলো আছে তা ভালোভাবে লক্ষ্য করে পড়বা।  কবির জন্মমৃত্যু  সাল ভালোভাবে মনে রাখতে হবে।

দৈনিক বাংলা কতসময়ধরে পড়া উচিত?

যারা মানবিক বা বিভাগ পরিবর্তনের তাদের ক্ষেত্রে মোট তিনটি  বা চারটি বিষয় উত্তর করতে হয়। বাংলা,ইংরেজি  আর জিকে।  এখন তুমি তোমার মোট পড়ার সময়টাকে  তিনটা ভাগে ভাগ করতে পারো। যেমন তুমি দৈনিক ৮ ঘন্টা  পড়লে এর মধ্যে ২.৫ ঘন্টা  রাখতে পারো বাংলার জন্য। তবে এগুলো তুমি নিজের মতো করে কাস্টমাইজড করতে পারো। যেভাবে তুমি সুবিধাজনক মনে করো।

বাংলা গ্রামারঃ

কতটি প্রশ্ন আসতে পারে?

বাংলা গ্রামার থেকে প্রশ্ন আসে প্রায় ৮-১০ এর মতো।কি রকম প্রশ্ন আসে তা প্রশ্নব্যাংক দেখলে বুঝতে পারবা।

কি কি টপিকস থেকে প্রশ্ন আসে?


দেখো এখানে বেশ কয়েকটা ব্যাপার চলে আসে। তুমি যদি বিজ্ঞানের শিক্ষার্থী হও তাহলে মেইবি চবি,  জাবি তে  বাংলা উত্তর করতে হয়।  সেক্ষেত্রে তেমার সব টপিক পড়তে হবে না। আমি কিছুদিন আগে চবির একটা সাজেশন দিয়েছিলাম। সেটা ফলো করতে পারো। মানবিকের জন্য যেসব টপিক পড়া লাগবে সেগুলো দিলাম। এগুলো সব বিশ্ববিদ্যালয়ের  জন্য উপযোগী

বাক্যের শ্রেণীবিভাগ
বাক্য প্রকরণ
ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়
বিরাম চিহ্ন ও ব্যাকরণিক চিহ্ন
বাচ্য
ধ্বনি ও বর্ণ প্রকরণ ও উচ্চারণবিধি
ধ্বনি পরিবর্তন
দ্বিরুক্ত শব্দ
কারক ও বিভক্তি
ক্রিয়া পদ
ক্রিয়ার কাল
ণত্ব ও ষত্ব বিধান
অনুসর্গ
পদ প্রকরণ
বচন
পদাশ্রিত নির্দেশক
প্রকৃতি-প্রত্যয়
পুরুষ ও স্ত্রী বাচক শব্দ
শব্দের শ্রেণীবিভাগ
সমাস
সন্ধি
সংখ্যাবাচক শব্দ
উক্তি পরিবর্তন
উপসর্গ
ভাষা, বাংলা ভাষা ও বাংলা ভাষারীতি



কিভাবে পড়বো?

প্রথমে প্রশ্নব্যাংকটা একনজর দেখে নিতে পারো যে কোন টাইপ প্রশ্নআসে। কেমন প্রশ্নআসে। প্রশ্নআসার হার কেমন। তাহলে তুমি টপিকটার গুরত্ব আন্দাজ করতে পারবা। তারপর প্রত্যেকটি নিয়ম বুঝার চেষ্টা করো।  না বুঝলে ইউটিউবের সাহায্য নাও। বা আমাকে নক করতে পারো।  আমি যথাযথ চেষ্টা করবো। ফেবিয়ায় যেকোনো পোস্টের কমেন্টে আমাকে মেনশন করে জিজ্ঞেস করবা না হয় বাংলা ফেবিয়ার পিক পোস্টে আমার আইডির লিংক আছে। ইনবক্সে জানাতে পারে। যাইহোক টপিকটা বুঝার পর উদাহারন গুলোর সাথে নিয়মটার রিলেট করার ট্রাই করো। যখন মনে হবে তুমি কিছুটা হলেও আয়ত্ব করতে পারছো তখন প্রশ্নব্যাংক সলভ করতে থাকো।  আরেকটা কথা হলো তুমি একদিনেই একটা টপিকে প্রো হয়ে যাবা না একদম। সো ধৈর্য্য ধরে নিয়মিত প্র্যক্টিস করো। যদি ভাবো যে আমার দ্বারা  হবে না তাহলে তুমি শুরুর আগেই শেষ করে দিলে। নিয়মিত সে টপিকের পরীক্ষা দাও। বাংলা ফোবিয়ায় হাজার হাজার পোল দেওয়া আছে। টপিক অনুসারে আলাদা করাও আছে। চেষ্টা করতে থাকো।
আর হ্যা, যদি ব্যাকরনের কোনো টপিকস একেবারেই মাথায় না ঢুকে আর বুঝা সম্ভব না,তাহলে আল্লাহর ওয়াস্তে সেগুলো ছেড়ে দিবা গুডবাই বলে।
এই না পারা কয়েকটা টপিকসের জন্য হয়তো সর্বোচ্চ রেজাল্ট হবেনা, তবে এগুলোর জন্য যাতে “দূর কিচ্ছু বুঝিনা,কিচ্ছু পারিনা,আমার দ্বারা হবেনা”এই বলে একেবারেই হতাশ হওয়ার চেয়ে ছেড়ে দিয়ে অন্য পারা টপিকসগুলোতে বেশি মনোযোগ দিন,যাতে ঔগুলাতে মিস না হয়।

মুখস্থ  অংশঃ

কতটি প্রশ্ন আসে?
৬-৮ টি প্রশ্ন আসে সাধারনত এ টপিকস থেকে। আর প্রশ্নগুলোর উত্তর করা সবচেয়ে সহজ হয় এই বিরচন সেগমেন্ট থেকে।

কী কী টপিকস আছে বিরচন অংশে?

বাগধারা
এক কথায় প্রকাশ
বিপরীত শব্দ
সমার্থক শব্দ
শুদ্ধি-অশুদ্ধি
সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ


কিভাবে পড়বো?

এগুলা মুখস্থের বিষয়।প্রথম প্রথম পড়তে অসহ্য লাগবে,পড়লে মনে থাকবেনা।চিন্তা করার কিছু নেই। কয়েকবার করে পড়বে।বারবার রিভিশন দাও।  ইন শা আল্লাহ  কিছুদিন পর  এগুলো আর কোনো বিষয় মনে হবে না।

পড়া শুরু করো। সময় বেশি নাই। চান্সের পর মিস্টি বিকাশ করে পাঠায়ে দিও🥱
52🔥10🥰2😱2