Bangla Phobia।Exam Mate – Telegram
Bangla Phobia।Exam Mate
28.4K subscribers
746 photos
13 videos
179 files
568 links
Download Telegram
৭০। ধলা মিয়ার দেবংশি তেঁতুল গাছকে ভয় পাওয়ার মধ্যে প্রকাশ পেয়েছে - কুসংস্কার বিশ্বাস।

৭১। মজিদ বারবার ধলা মিয়াকে আওয়ালপুরে যেতে বলায় প্রকাশ পেয়েছে- দৃঢ়তা।

৭২। আওয়ালপুরের পীরকে মজিদ আখ্যা দিয়েছে - ইবলিশ।

৭৩। খালেক ব্যাপারী মজিদকে ভায় পায় -ধর্মভীতির কারণে।

৭৪। ‘আমেনা’ ক্ষেত্রে প্রযোজ্য- নিঃসন্তান।

৭৫। ঢেঙ্গা বুড়োর স্ত্রীর জানাজা পাড়ানোর কথা ছিল- মোল্লা শেখের।

৭৬। “তানি যে খোদার মানুষ” উক্তিটি হল - রহিমার।

৭৭। উঠানোর পথটুকু পাড়ি দিতে আমেনা বিবি পরিপ্রান্ত বোধ করে- অসুস্থাতায়।

৭৮। আমেনা বিবি মজিদের কাছে চড়ে গিয়েছিল- পালকি।

৭৯। আমেনা বিবিকে পালকি থেকে নামিয়ে মজিদ যেতে বলেছিলেন- মাজারে।

৮০। মজিদ বার বার আমেনা বিবির দিকে আড়চোখে তাকাচ্ছিল- রূপের মোহে।

৮১। মজিদের সামনে খালেক ব্যাপারী অসহায় – ধর্মভীতির কারণে।

৮২। আমেনা বিবি মাজারে পাক শুরু করেছিল- ডান দিক থেকে।

৮৩। রহিমা মাজারে আমেনা বিবির দৃশ্যগুলো দেখেছিল- বেড়ার ফুটো দিয়ে।

৮৪। আমেনা বিবি মাজারের মধ্যে মূর্ছা গিয়েছিল- শারীরিক দুর্বলতায়।

৮৫। খালেক ব্যাপারীর গলায় শিশুর ভাব আসে- সন্দেহে।

৮৬। আমেনা বিবির ক্ষেত্রে প্রজোয্য- স্বামীভীরু।

৮৭। যে গাছ দেখে আমেনা বিবি বুঝত যে স্বামীর বাড়িতে পৌছেছে- তালগাছ।

৮৮।মোদাব্বের মিয়ার ছেলের নাম- আক্কাস।

৮৯। মজিদ আক্কাসকে দমাতে চাওয়ায় তার চরিত্রে উম্মোচিত হয়েছে- শোষণ।

৯০। ‘পুলক’ শব্দের অর্থ- আনন্দ।

৯১।“বেত্তমিজের মতো কথা কইস না” উক্তিটি যার সম্পর্কে করা হয়েছিল- আক্কাস।

৯২।মহব্বতনগর গ্রামের বড় মসজিদ নির্মাণে বারো আনা ব্যয় বহন করতে চেয়েছিল - খালেক ব্যাপারী।

৯৩। মহব্বতনগর গ্রামে মসজিদ নির্মাণে তদারকিতে ছিল- মজিদ।

৯৪। সচ্ছলতায় শিকড়গাড়া বৃক্ষ ছিল- মজিদ।

৯৫। মজিদের যশ, খ্যাতির উৎস –পুরনো কবরটি।

৯৬। মজিদের নিঃসঙ্গবোধের কারণ- নিঃসন্তান হওয়ায়।

৯৭। যার বিলাপে জমিলার মন খারাপ হয়েছিল- খ্যাংটা বুড়ির।

৯৮। রহিমা পোষ্য রাখতে চায়- হাসুনিকে।

৯৯। “মজিদের মনে কিন্তু অন্য কথা ঘোরে” এখানে অন্য কথা বলতে বোঝানো হয়েছে- দ্বিতীয় বিয়ে।

১০০। ‘লালসালু’ উপন্যাসের মূল বিষয়বস্তু- গ্রামীণ জীবন, কুসংস্কার ও গোঁড়ামি



#Collected
92🥰14🔥7💯2👏1
গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয়🤣😐

সোর্সঃ The Daily campus
😱42👏128🤔7🤩7😢5🔥4
Bangla Phobia।Exam Mate
১০০ টা প্রশ্ন পড়ে কমেন্ট বক্সে "Accomplished" লিখবেন
এখন থেকে কিছুদিন পরপর বাংলা শর্ট সিলিবাসে যে যে অধ্যায় আছে সবগুলার এমন দেওয়ার Try করবো যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, ইনশাআল্লাহ 😊
122🥰7🔥5🤩1
Bangla Phobia।Exam Mate pinned «৭০। ধলা মিয়ার দেবংশি তেঁতুল গাছকে ভয় পাওয়ার মধ্যে প্রকাশ পেয়েছে - কুসংস্কার বিশ্বাস। ৭১। মজিদ বারবার ধলা মিয়াকে আওয়ালপুরে যেতে বলায় প্রকাশ পেয়েছে- দৃঢ়তা। ৭২। আওয়ালপুরের পীরকে মজিদ আখ্যা দিয়েছে - ইবলিশ। ৭৩। খালেক ব্যাপারী মজিদকে ভায় পায় -ধর্মভীতির কারণে।…»
Bangla Phobia।Exam Mate pinned «💠 লালসালু 💠 ১। সৈয়দ ওয়ালিউল্লাহ জন্মগ্রহন করেন- চট্রগ্রামে। ২। সৈয়দ ওয়াল্লিউল্লাহর উপন্যাসটি ফরাসি ও ইংরেজী ভাষায় অনুদিত হয়- লালসালু । ৩। সাংবাদিক ‍হিসেবে- কর্মজীবন শুরু করেন সৈয়দ ওয়ালিউল্লাহ ৪। সৈয়দ ওয়ালীউল্লাহ মৃত্যুবরণ করেন- ১৯৭১ খ্রিষ্ট্রাব্দ।…»
“Attested”- শব্দের পরিভাষা কোনটি?
Anonymous Quiz
60%
সত্যায়িত
17%
সত্যায়ন
13%
প্রত্যায়ন
11%
প্রত্যায়িত
😢46😱14🥰86🤔41
'Subconscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হল-
Anonymous Quiz
10%
অর্ধচেতন
71%
অবচেতন
12%
চেতনাহীন
6%
চেতনাপ্রবাহ
🔥19🥰5😱4😢3
20😢9😱3🥰1
13👏7😢5🥰2😱2
Manifesto' শব্দের বাংলা পরিভাষা কোনটি ?
Anonymous Quiz
17%
প্রজ্ঞাপন
11%
বিজ্ঞাপন
70%
ইশতেহার
2%
প্রস্তাব
19😢15🎉4🥰2
Code' শব্দের সঠিক পরিভাষা কোনটি?
Anonymous Quiz
3%
নিয়ম
72%
সংকেত
19%
বিধি
7%
নীতি
21😢17🔥5😱4🥰3
Intellectual’ শব্দের বাংলা অর্থ-
Anonymous Quiz
41%
বুদ্ধিজীবী
10%
মেধাবী
32%
মননশীল
18%
বুদ্ধিমান
😢3314🤔4🔥3😱3🎉2❤‍🔥1🥰1
Lexicography' এর বাংলা পারিভাষিক শব্দ কী?
Anonymous Quiz
13%
ধ্বনিতত্ত্ব
77%
অভিধানতত্ত্ব
7%
বাক্যতত্ত্ব
4%
ভাষাতত্ত্ব
🎉195😢3🥰2🔥1😱1👌1
😢43🔥8🤔8🥰5😱3
Null and void' এর বাংলা পরিভাষা কী?
Anonymous Quiz
22%
নিরপেক্ষ
26%
পালাবাদল
12%
মামুলি
41%
বাতিল
😢2614🤔3🥰2🎉2🔥1
Blue print এর পারিভাষিক শব্দ কোনটি?
Anonymous Quiz
33%
জীবনবৃত্তান্ত
11%
চলচিত্র
43%
প্রতিচিত্র
12%
পটভূমি
17😱11🤔3🔥2
🔥24😢15🥰4🎉4👏2🫡2