Bangla Phobia।Exam Mate – Telegram
Bangla Phobia।Exam Mate
28.4K subscribers
746 photos
13 videos
179 files
568 links
Download Telegram
Bangla Phobia।Exam Mate
GST Update🔥 💥গুচ্ছ ভর্তি পরীক্ষায় আইসিটি থাকছে না💥 ১.এবারের ভর্তি পরীক্ষায় আইসিটি বিষয়টি বাদ দেওয়া হয়েছে। আইসিটির পরিবর্তে সংশ্লিষ্ট বিভাগের বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। ২.বিজ্ঞানের শিক্ষার্থীদের পদার্থ এবং রসায়ন বিষয়ের বাধ্যতামূলক উত্তর দিতে হবে। ৩.গণিত…
বযবসায় শিক্ষা বিভাগঃ
ব্যবসায় শিক্ষা শাখার ক্ষেত্রে হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, বাংলা এবং ইংরেজি বিষয়ের উত্তর করতে হবে।
মানবিক বিভাগঃ
মানবিকের পরীক্ষা হবে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান বিষয়ের ওপর।
40😢5🤩1
⭕️গুচ্ছের নম্বর বিভাজনঃ

🔶বিজ্ঞান বিভাগ(ক ইউনিট):
পদার্থ বিজ্ঞানে ২৫, রসায়নে ২৫। এই দুটি বিষয়ের উত্তর বাধ্যতামূলকভাবে দিতে হবে। গণিত/জীববিজ্ঞানে ২৫ এবং বাংলা/ইংরেজিতে ২৫ নম্বর নির্ধারণ করা হয়েছে। গণিত ও জীববিজ্ঞানের মধ্যে যেকোন একটি বিষয়ের উত্তর করতে হবে। তবে কেউ চাইলে গণিত এবং জীববিজ্ঞান দুটো বিষয়েরই উত্তর করতে পারবে। জীববিজ্ঞান ও গণিতের মধ্যে যেকোন একটি বিষয়ের উত্তর করলে তাকে বাংলা অথবা ইংরেজি বিষয়ের উত্তর করতে হবে।

🔶মানবিক বিভাগ(খ ইউনিট):
মানবিকের ক্ষেত্রে বাংলায় ৩৫, ইংরেজিতে ৩৫ এবং সাধারণ জ্ঞান বিষয়ের ওপর ৩০ নম্বরের উত্তর করতে হবে।

ব্যবসায় শিক্ষা বিভাগ(গ ইউনিট):
হিসাব বিজ্ঞানে ৩৫, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় ৩৫ বাংলায় ১৫ এবং ইংরেজিতে ১৫ নম্বর।
36😢7😱2
এখানে জুবায়ের ক্যাপসুলে এই তথ্যটা ভুল দেয়া আছে।২০১৪ সাল পর্যন্ত ৩০০ নটিকাল মাইল থাকলেও পরবর্তীতে এটা ৩৫৪ নটিকাল মাইল হয়েছে।সঠিক তথ্যটি পড়ুন🙂
29👏5🥰2
Forwarded from Exam Mate Official (Abstracted Alif)
💢আমাদের Telegram Channel এর মেম্বারদের জন্য সুখবর!!!!

আগামীতে আসছে Exam Mate এর Official Subject ভিত্তিক premium Channel
যেমন:Chemistry Mate,Biology Mate,Physics Mate

Exam Mate এর official Channel
So বুঝতেই পারতেছো Quality একদম Best হবে !
আর এই Channel গুলো Varsity,Medical Students দ্বারা পরিচালিত হবে!!
কিন্তু Exam Mate এর Subject ভিত্তিক Channel গুলো উন্মুক্ত আর Free করে দেওয়া হবে না ,private With Approval mode Joining System এর Channel হবে!


💥Exam যেভাবে হবে:Testmoz/Rayvila ,poll,Quiz(Routine Wise)

Poll আর Quiz এর Questions Same ই থাকবে কিন্তু Testmoz এ আলাদা Questions এ Exam হবে

আর GST Exam এর আগেপর্যন্ত RU,JU,CU,GST
Standard Exam হবে
এরপর Medical Standard exam
(Board Book MCQ Solving With Explanation Program আসবে)

সবার জন্য শুভকামনা
🔥3522🥰2
শুদ্ধ বানান

🌟 সঠিক নাকি ঠিক?
= ঠিক
🌟 ইতিমধ্যে নাকি ইতোমধ্যে?
= ইতোমধ্যে ( কিন্তু ইতিপূর্বে)
🌟সরকারি নাকি সরকারী ?
= সরকারি
🌟ব্যথা নাকি ব্যাথা ?
= ব্যথা

🌟হজ্ব, , হজ্জ নাকি হজ ?
= হজ ( অভিধান অনুসারে )
🌟নবী" নাকি " নবি?
= নবি

🌟 একাডেমী না একাডেমি ?
= একাডেমি
🌟 শ্রেণী না শ্রেণি?
= শ্রেণি
🌟 ইদানিং নাকি ইদানীং?
= ইদানীং

🌟 পূর্ণমিলনী নাকি পুনর্মিলনী ?
=পুনর্মিলনী
🌟 মানষিক নাকি মানসিক?
= মানসিক
🌟 বাড়ি নাকি বাড়ী?
= বাড়ি
🌟 ব্যাখ্যা নাকি ব্যাখা?
= ব্যাখ্যা
🌟 সান্ত্বনা/ স্বান্তনা/ স্বান্ত্বনা ?
= সান্ত্বনা
🌟 চাল না চাউল?
= উভয়ই ঠিক
🌟 আরও, আরো এবং কারও কারো ?
= সবগুলোই ঠিক
🌟 উদ্‌যোগ’ না ‘উদ্যোগ’ ?
= উভয়ই ঠিক
🌟 অনুপ্রেরণা, অণুপ্রেরণা, অনুপ্রেরনা , অণুপ্রেরনা?
=অনুপ্রেরণা
🌟 প্রেষণা নাকি প্রেষনা?
=প্রেষণা
🌟 উদ্দেশ্য নাকি ঊদ্দেশ্য ?
= উদ্দেশ্য
🌟 নাব্য সঙ্কট নাকি নাব্যতা সঙ্কট?
= নাব্যতা সঙ্কট
🌟 প্রদীপ নাকি প্রদিপ না প্রদ্বীপ ?
= প্রদীপ
🌟 অভ্যন্তরীণ নাকি আভ্যন্তর ?
= উভয়ই ঠিক
🌟 লবন নাকি লবণ ?
= লবণ
🌟 দারিদ্র নাকি দারিদ্র্য?
= দারিদ্র্য


এগুলো সরাসরি বানান শুদ্ধিকরণে আসতে পারে (এম সি কিউ হিসেবে), আবার লিখিততে শুদ্ধিকরণেও আসতে পারে। আবারও বলছি এগুলো অনেক গুরুত্বপূর্ণ।
127🔥13🥰6
জ্ঞানি লোকেরা মনে করেন,তাদের ছেলেমেয়েরা অধ্যায়ন ছেরেছে বলেই তারা ব্যাথা, আকাঙ্খা, প্রতিযোগীতা, দারিদ্র্যতা ইত্যাদি বানান ভূল করে।
[ঢাবিঃ১১-১২]

বাক্যে কতটি বানান ভুল আছে??
34🥰4
Forwarded from Exam Mate
GST exam শেষ হওয়ায় পর আমাদের mate Series Channel গুলোতে 3 টি Way তে Medical Standard Exam হবে
যেমন:
1.শুধু important Questions এর Chapter Wise Exam

2.বোর্ড বইয়ের অনুশীলনীর প্রশ্নের Chapter Wise Exam With Explanations

3.Category Wise Exam-Chapter Wise (Biology,Chemistry,Physics)

এই Exam পদ্ধতিটি Unique এর আগে আমরা ছাড়া কেউ এই System এ কেউ Exam নেয় নি!

💢 Exam system টি যেরকম :
https://news.1rj.ru/str/ConfusingQuestion2/3114

তবে Gst Exam এর আগে এই Channel গুলোতে Varsity (GST,RU,JU )Standard Exam হবে

ধন্যবাদ
🔥5
Bangla Phobia।Exam Mate
জ্ঞানি লোকেরা মনে করেন,তাদের ছেলেমেয়েরা অধ্যায়ন ছেরেছে বলেই তারা ব্যাথা, আকাঙ্খা, প্রতিযোগীতা, দারিদ্র্যতা ইত্যাদি বানান ভূল করে। [ঢাবিঃ১১-১২] বাক্যে কতটি বানান ভুল আছে??
সলভঃ জ্ঞানী লোকেরা মনে করেন, তাদের ছেলেমেয়ে অধ্যয়ন ছেড়েছে বলেই তারা ব্যথা, আকাঙ্ক্ষা, প্রতিযোগিতা, দরিদ্রতা ইত্যাদি বানান ভুল করে।

মোটঃ ৯ টি
38👏4😱1
তাদের ছেলেমেয়েরা হবে না। কারণ একসাথে দুইটা বহুবচন হয় না। সঠিক উত্তরঃ তাদের ছেলেমেয়ে।

বানান শুদ্ধিকারণ থেকে দিবো আরো?

by the রাস্তা, উপরে যে বানান গুলো দিয়েছিলাম, একদম মুখস্ত, ঠোঁটস্থ, আত্মস্থ করে ফেলো। অন্যদেরদের চেয়ে এগিয়ে থাকবা।
🔥3819
‘টীকা ভাষ্য না থাকলে কোন রচনা ভাল করে বোঝা যায় না’ চলিত রীতির বাক্যটিতে ভুলের সংখ্যা-
Anonymous Quiz
17%
চার
13%
45%
25%
😱15😢5🔥41🤗1
দুঃখিত। এটা উদ্ভাসের বই থেকে দিছিলাম। বইয়ে উত্তর ভুল আছে। সঠিক উত্তর ৩ টি। ভাষ্য,ভাল, কোন এই তিনটা ভুল আছে।
62🔥2
শিক্ষা হচ্ছে সেই বস্তু যাহা লোকে নিতান্ত অনিচ্ছাসত্বেও গলধকরণ করিতে বাধ্য হয়, অপর পক্ষে কাব্যরস লোকে শুধু সেচ্ছায় নয়, স্বানন্দে পান করে।’


- চলিত রীতিতে রচিত এ বাক্যে ভুলের সংখ্যা কত?
16🔥5😱1
হরতাল কোন ভাষার শব্দ?
Anonymous Quiz
4%
সংস্কৃত
32%
পর্তুগীজ
54%
গুজরাটি
10%
ফারসি
🔥18😢16👏3🎉2🤩2🥰1
চিঠি শব্দটি কোন ভাষার?
Anonymous Quiz
20%
হিন্দি
16%
আরবি
45%
ফারসি
19%
বাংলা
😱30😢18🔥93🤔1
গোপন শব্দটি কোন ভাষার?
Anonymous Quiz
18%
বাংলা
35%
তৎসম
32%
তদ্ভব
14%
সংস্কৃত
😢37🤔15🔥9🤩5😱2
🤔3412😱4🔥2😢2
17😢12🎉2
😢21👏127🤩6🤔3
হাটবাজার শব্দের হাট শব্দটি-
Anonymous Quiz
36%
ফারসি
12%
আরবি
39%
বাংলা
13%
উর্দু
18🔥6😢2
😢15🔥11🤔3🥰1😱1