Bangla Phobia।Exam Mate – Telegram
Bangla Phobia।Exam Mate
28.4K subscribers
746 photos
13 videos
179 files
568 links
Download Telegram
আমি পুরোটা লিখছি না। এগুলোর বিপরীত শব্দ করবে আরকি। বুঝতে কি অসুবিধা হবে?
26
😢2412🥰1
🤔42😱22😢11🔥6🥰41
😢20🥰161😱1
🥰20😢161
😢28😱16🥰12
18😢8😱3🤩1
🎉14😢13🥰92😱2🤩1
😢34😱21🤔14🔥52👏1
Bangla Phobia।Exam Mate
যোজক-
২ য় অপশন টা বিযোজন হবে। টাইপিং মিস্টেক।
15
😢13🤔96🔥1
😱33🥰10😢5
স্কোর-

??/১২
নামাজ শেষে আরো দেওয়ার চেষ্টা করবো ইন শা আল্লাহ। সকল এডমিনদের জন্য দোয়া কইরো।
🥰4926
লিখিত অংশের সমাধান।
42🔥1
আগামীকাল মানবিক শাখার ঢাবি ভর্তি পরীক্ষা।শেষ মুহূর্তে এসে ভয় যেন আর গ্রাস না করে।সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখুন।আল্লাহ তায়ালা আমাদের সকলের জন্যই বেস্টটা রেখে দিয়েছেন।তাই এটা নিয়ে আর বেশি দুশ্চিন্তা না করে,নিজের বেস্টটা দিয়ে আসুন।আপনারা সবই পারেন।আগামীকাল ২-৫ মার্ক অচেনা আসলেও বাকি ৯৫ মার্ককে ভয় পেয়ে হারিয়ে ফেলবেন না।নিশ্চয়ই অনেক পরীক্ষা দিয়েছেন।কোচিং এ, নিজেদের মতো এবং ফোবিয়া চ্যানেলগুলোতেও।আগামীকালের পরীক্ষা ঠিক একই রকম একটি পরীক্ষা।আলাদা বিশেষ কিছু ভাবতে গেলেই দুশ্চিন্তা বাড়বে।ইন শা আল্লাহ সবার পরীক্ষা অনেক ভালো হবে।ঠান্ডা মাথা,স্মার্ট ডিসিশন আর সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে আগামীকাল নিজের বেস্টটা দিয়ে আসুন।দোয়া রইলো সবার জন্য।ফি আমানিল্লাহ❤️
76🔥4🥰1👏1
যেটা আবারও বলছি,টাইম ম্যানেজমেন্টের দিকে নজর দিবেন প্লিজ।রিটেনের ক্ষেত্রে স্পেশালি।একটা খুব ভালো লিখে বাকিগুলো টাচ ই করতে পারলেন না এরকম কইরেন না প্লিজ।আর রিটেনে কোনো নেগেটিভ নাই,যতটুকু জানি।যা মাথায় আসবে,যা মনে হবে সেটাই লিখে আইসেন,মনের মাধুরী সব ঢেলে দিয়ে।পার্শিয়াল মার্কিং ও হতে পারে।

এটা বাংলা ফোবিয়ার মেম্বারদের জন্য আরেকটু স্পেশাল সাজেশন।যেহেতু আপনাদের রিটেনও আমি নিয়েছি😅
72🥰2
আর আরেকটা সতর্কতা বানান ঠিকঠাক রাখবেন রিটেনে😐😐 এটা মনে থাকবে তো?
🥰516🔥2
💥পর্তুগিজ শব্দ X খোকার ক্রাশ💥

খোকা আনারস, আতা, পেয়ারা পেপে খাওয়ার বায়না ধরলে তার মা থাকে গামলায় করে তা এনে দেন,,খোকার বড় ভাই মটু চুরি করে যাতে সেগুলো খেতে না পারে সেজন্য খোকার মা সেগুলো আলমারিতে তুলে রাখেন এবং আলমারির চাবি লুকিয়ে রাখেন। দুপুরবেলা খোকা যখন স্কুল থেকে বাসায় আসে তখন তার মা তাকে বালতি, সাবান আর তোয়ালে দিয়ে গোসল করে নিতে বলেন...গোসল শেষে খোকা বারান্দার গিয়ে জানালার পাশে খেদারা নিয়ে বসে বসে আচার মার্কা পাউরুটি দিয়ে কাবাব খাই😆। আচমকা সে জানালা দিয়ে বাইরে তাকাই এবং টুপি পড়া কেরানির কামিজ পড়া মেয়েকে দেখে সে ক্রাশ খায়🙂👍। ক্রাশের রুপের আগুনে পাশের গুদামে বোমা ফেটে আগুন ধরে যায়🤣। গুদাম মেরামতের জন্য মিস্ত্রি ডাকা হল... মিস্ত্রি বললো গুদাম মেরামত করতে হলে আলকাতরা, আলপিন ও পেরেক প্রয়োজন।

নোটঃআনারস,আতা,পেয়ারা, পেপে গামলা, আলমারি, চাবি, বালতি, সাবান, তোয়ালে, বারান্দা, জানালা, খেদারা, আচার, মার্কা, পাউরুটি, কাবাব, টুপি, কেরানি, কামিজ, গুদাম, বোমা, মিস্ত্রি, আলকাতরা, আলপিন, পেরেক। (২৬টি)


💥 খ্রিস্টানদের ধর্মগুরুর নাম যীশু। গীর্জার পাদ্রি গলায় ক্রুশ () পড়ে তার শিষ্যদের বাইবেল শেখান।
নোটঃ যীশু, গীর্জা,পাদ্রি,ক্রুশ,বাইবেল (৫টি)

আবারো বলতেছি এগুলো শুধুমাত্র যারা গুচ্ছ দিবা তাদের জন্য...যারা ঢাবি দিচ্ছো তারা এগুলো স্কিপ করো...এক্সামের পর এগুলো গ্রুপেই থাকবে...এখন যতটুকু শিখছো ওইগুলোই রিভিশন দাও।
🔥3017🥰2👏2
Bangla Phobia।Exam Mate pinned «বাংলা ভাষার শব্দের উৎস(মনে রাখার ট্রিকস): ফারসি শব্দ:https://news.1rj.ru/str/ConfusingQuestions16/2522 আরবি শব্দ:https://news.1rj.ru/str/ConfusingQuestions16/2523 https://news.1rj.ru/str/ConfusingQuestions16/2613 অন্যান্য ভাষার শব্দ:https://news.1rj.ru/str/ConfusingQuestions16/2524 দেশি শব্দ htt…»
Forwarded from GK Phobia। Exam Mate (D I H A N ☘️)
প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হয়তো আমাদের কাছে সবার এক্সপেক্টটেশন  অনেক বেশি ছিলো। হয়তে সেটা ঠিক ভাবে পূরন করতে পারি নি। সবাই বলেছিলে কয়েকটা পরীক্ষা নিতে ফুল জিকের উপর। কিন্তু নেওয়া হয়নি।  কারণ সামনে তো আমাদের ও পরীক্ষা। আগামীকাল অনেকেরই পরীক্ষা। আর অনেকের আমাদের নিয়ে অনেক অভিযোগ আছে। আমরা তোমাদের নাকি ভুল শিখিয়েছি এমন। আমরা তো আর সবজান্তা না। তাই ভুল হতেই পারে। সংশোধন করার চেষ্টা করেছি সবসময়। তোমাদের এই সন্ধিক্ষণে পারলে মাফ করে দিও আমাদের।  এই জার্নিতে এসে অনেক ভালেবাসা পেয়েছি আবার কটু কথাও শুনেছি বেশ।  ভালোবাসার প্রতিদান দেয়ার চেষ্টা করেছি সমসময়। সবার প্রতি দোয়া রইলো। আমাদের জন্যেও দোয়া কইরো।
72🔥2🥰2