Bangla Phobia।Exam Mate – Telegram
Bangla Phobia।Exam Mate
28.4K subscribers
746 photos
13 videos
179 files
568 links
Download Telegram
ঘাতকের থাবার সামনে বুক পাতে-
Anonymous Quiz
3%
লেখক
69%
বরকত
26%
সালাম
3%
শফিক
26😢17🔥3🥰2🤔1
সালামের হাত থেকে পড়ে-
Anonymous Quiz
26%
নক্ষত্র
65%
বর্ণামালা
4%
রক্ত
5%
কৃষ্ণচূড়া
😢29🥰189🔥3
কে গাঢ় উচ্চারণে বলে(কথা)?
Anonymous Quiz
28%
সালাম
14%
লেখক
55%
বরকত
3%
শফিক
😢32🤩23🔥2212👏1🤔1
Bangla Phobia।Exam Mate
কে গাঢ় উচ্চারণে বলে(কথা)?
৫০% ভুল। ভাই তোরা কি এক্সপ্লানেশন পড়িস না??
😢3218🤔1
21🔥13👏4🥰3
স্কোর বলো?. তুই করে বললাম সরি😑। মাথা খারাপ হয়ে যায় তোদের এসব দেখলে। আবারো সরি।। মানে তোমাদের এসব দেখলে।
?/১০
49🤩22🔥2🥰1
আচ্ছা ভালো কথা মনে পড়লো। আমি আগেই বলেছি আমি গাইড থেকে প্রশ্ন দিই না। সরাসরি মেইন বই থেকে দিই। তো অপশন সব নিজের ক্রিয়েট করা। প্রশ্নের মান নিয়ে কিছু বলার থাকলে বলো। অথবা যদি কোনো পরামর্শ দেওয়া থাকে।

এই প্রশ্নের মান নিয়ে পরামর্শ চাচ্ছি। সবাই দেখি এখান থেকে পোল দেন ওখান থেকে পোল দেন বলা শুরু করছে।
76🔥4
Forwarded from Exam Mate Official (Niamul Alif)
Alhamdulliah Chemistry Mate মেম্বাররা Satisfied !
ইনশাল্লাহ এই Channel এর Quality দিন দিন আরো বৃদ্ধি পাবে !

আর তাছাড়াও Chemistry নিয়ে অনেক কাজ করার ইচ্ছা আছে আমার! Already এই Channel এ Exam এর মাধ্যমে Chemistry এর গুরুত্বপূর্ণ Questions গুলো Explanations এর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়! পরবর্তীতে আরো কিছু পরিকল্পনা আছে! তবে আগেই বলে রাখি পরে Fee বাড়ানো হবে ( এটা Premium Channel),First Paid Program হওয়ার Discount দেওয়া হয়েছে!

NB:এটাতে Unstoppable Service চলবে Medical Exam পর্যন্ত!আপাতত Varsity Standard Exam হচ্ছে,Gst এর পর Medical Standard Exam হবে



Enroll Process:https://news.1rj.ru/str/ConfusingQuestion2/5507
16
আসসালামু আলাইকুম। একটা বিষয় নিয়ে খোলাসা করার ছিলো। আপনারা অনেকই জানেন আবার অনেকেই জানেন না যে আমি আপনাদের সেইম ব্যাচের৷ অর্থ্যাৎ HSC -21। এটা বলার একটা কারণ আছে। অনেকেই আমাকে বড় ভাই ভেবে মেসেজ দেন ইনবক্সে অথবা বড় ভাইয়া পোল দিচ্ছে এটা ভেবে পোল সলভ করেন। তো তাদেরকেই বলছি। আমি আপনাদের বড় ভাইয়া না আপনাদের সেইম ব্যাচেরই আমি। পরে যখন ইনবক্সে একথা বলি যে আমি সেইম ব্যাচ তখন আপনাদের reaction দেখলে বিব্রত লাগে। তো মূল কথা হলো যারা এখন যারা এতদিন বড় ভাই ভেবে পোল সলভ করেছিলেন, সাজেশন নিয়েছিলেন তারা দয়াকরে পরের সময় থেকে পোল গুলো স্কিপ করবেন। অন্তত আমার পোল গুলো। ধন্যবাদ।
আবার মনে করিয়ে দেই আমি এই এচ এসি -২১ ব্যাচের। আপনাদের সাথে এডমিশন দিবো। যারা এতদিন বড়ভাই ভেবে পোল লাভ করেছিলেন সাজেশন নিয়েছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যদি খুব বেশি হতাশ হয়ে থাকেন এটা শুনে, উল্টাপাল্টা করতে ইচ্ছে করে (গালি-গালাজ টাইপের কিছু), তাহলে ইনবক্সে এসে একটু কষ্ট করে যা ইচ্ছে বলে যাবেন

দয়া করে সবাই পড়বেন।
150🔥12😱8🥰2
মিশকালো কোন ধরনের সমাস?
Anonymous Quiz
18%
মধ্যপদলোপী
44%
উপমান
22%
উপমিত
16%
রূপক
21😢14🥰6😱6🎉1
🥰24😢12😱6🔥2🎉1
😢38🔥14🤔4😱21
শয়নকক্ষ কোন তৎপুরুষ সমাস?
Anonymous Quiz
18%
২য়া
27%
৩য়া
41%
৪র্থ
13%
৭মী
😢2219🤔7👏1😱1🎉1
Forwarded from Biology Phobia।Exam Mate (Silence 🍁)
📢📢আগামী ১০ জুন কাঙ্ক্ষিত ঢাবি - ক ইউনিটের পরিক্ষার জন্য গ্রুপের Emir Aryan এর পক্ষথেকে DU - A Unit Special 60 মার্কসের একটি MCQ Exam - এর আয়জন করা হয়েছে।

Details:
পরিক্ষার তারিখ ৮ জুন ২০২২ (আগামীকাল)
পরিক্ষার প্রশ্নের সেট থাকবে ৩ টি।
Total Marks 60

Set 01 : বাংলা, ইংরেজি, পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান
Set 02 : বাংলা, ইংরেজি, পদার্থ, রসায়ন ও গণিত
Set 03 : পদার্থ, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান

✍🏻যারা ঢাবিতে জীববিজ্ঞান থেকে প্রশ্নোত্তর করবেন তারা Set A এবং যারা গণিত উত্তর করবেন তারা Set B প্রশ্নের মাধ্যমে পরীক্ষা দিবেন এবং বাংলা ও ইংরেজী বিষিয়ের যে কোন ১ টি বিষয়ের উওর করবেন।

✍🏻Exam এর প্রশ্নপত্র বিগত সালের ঢাবির প্রশ্ন, পাঠ্য বইয়ের অনুশীলন এবং মূল বইয়ের Theory থেকে করা হবে।

✍🏻আশাকরছি "ঢাবি ক" ভর্তি পরিক্ষার আগে এই Exam টি আপনার প্রস্তুতি যাচায়ে অনেক ভালো একটা ভূমিকা পালন করবে।

তাই, সবার অংশগ্রহণ আশা করছি।

পরীক্ষার লিংক আগামীকাল সকালে রসায়ন/জীববিজ্ঞান ফোবিয়া চ্যানেলে দেওয়া হবে। ফলাফল রাত ১০ টার পর প্রকাশ করা হবে।

Courtesy:Xiao Nai
47🔥4🥰3👏2
Forwarded from Exam Mate Official (Abstracted Alif)
Chemistry Mate (Free Exam)

💢Chemistry Special Exam:
https://www.rayvila.com/g.php/220607172033

🔰Integer :15

Time: 10 minutes

want to Enroll Chemistry Mate?
Click Here
ফেসবুক থেকে কালেক্টেড, কবিতাগুলোর এক্সপ্লেইনেশন

https://drive.google.com/file/d/1foAfdbpHfUOTqM0N0_R83L1sKtrug6Da/view?usp=drivesdk
19🥰4😱1
আমার মনে হচ্ছে কতদিন তোমাদের সাথে কথা হয় না। যাইহোক, খুব মিস করছি, করবো। পরীক্ষার আগে একটা শর্ট টেকনিক। একবার পড়ে নিস। যেহেতু আমিও তোমাদের মতো এডমিশন দিবো, তাই আমি বুঝতে পারি কোনটা তোমাদের বুঝতে অসুবিধা হয়। কোনটাতে ভুল হয় বেশি। কোন কবিতা কোন ছন্দে রচিত এটা নিয়ে আমিও নিজেও অনেক প্যাচে পড়ি। তোমরা মাশাআল্লাহ অনেক মেধাবী। তোমরা অধিকাংশ এমনিতেই মনে রাখতে পারো। তো যারা আমার মতো আছো তাদের জন্য একটা ট্রিকসঃ

মাত্রাবৃত্তছন্দে রচিত এমন
৬ টি কবিতা
কিভাবে মনে রাখবো?

সৌম্য এবং পাঞ্জেরী আঠারো বছর বয়সে সোনার জীবন কবর দিলো।

সাম্যবাদী, পাঞ্জেরী, আঠারো বছর বয়স, সোনার তরী, জীবন, কবর। এই হলো মাত্রাবৃত্ত ছন্দে রচিত। যদিও শর্টে নেই। তবুও ২২ ব্যাচের অনেকেই আছে। তাদের জন্য বলে রাখা।
তারপর শুধুমাত্র ফেব্রুয়ারী ১৯৬৯ হলো গদ্যছন্দে রচিত। এটাতো পারবা মনে রাখতে।

এইগুলো ছাড়া যত কবিতা দেখবা সব অক্ষরবৃত্ত ছন্দে রচিত।


এবার বলো তো দেখি, ‘তাহারেই মনে পড়ে কোন ছন্দে রচিত’? [ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ ১৭-১৮ ]

আমি এভাবে মনে রাখি। মনে হলো শেয়ার করা দরকার করলাম। সেইম ব্যাচ বলে চাইলেই স্কিপ করতে পারো। সেটা গতদিন বলছিলাম। আর টেকনিকটা কেমন লাগলো জানাবে। আর তোমাদের মিস করছি খুব🥺। আমার জন্য দোয়া কইরো। টাটা
109🔥11😢10🥰1
তাহারেই পড়ে মনে কবিতায় বাংলা কোন কোন মাসের কথা উল্লেখ আছে?
Anonymous Quiz
42%
শীত ও বসন্ত
5%
চৈত্র ও মাঘ
28%
ফাল্গুন ও মাঘ
25%
১ ও ৩
😢46🔥23😱11🤔54🥰3👏3