Bangla Phobia।Exam Mate – Telegram
Bangla Phobia।Exam Mate
28.4K subscribers
746 photos
13 videos
179 files
568 links
Download Telegram
‘কি খেলাটাই খেললো নেইমার’ এখানে খেলা কোন ধরনের শব্দ?
Anonymous Quiz
20%
ক্রিয়া
53%
সমধাতুজ ক্রিয়া
20%
মুখ্য কর্ম
8%
পদান্বয়ী অব্যয়
30🤔5🤩5🔥3🥰3😢2
মিট মিট করে তারা জ্বলছে। ‘মিট মিট করে’ হলো-
Anonymous Quiz
36%
বিশেষণীয় বিশেষণ
43%
ক্রিয়া বিশেষণ
7%
বিধেয় বিশেষণ
13%
গুনবাচক বিশেষণ
18😢13🔥4😱1
যা ভেবেছি তাই হয়েছে। তাই কোন ধরনের সর্বনাম?
Anonymous Quiz
6%
ব্যাক্তিবাচক
66%
সাপেক্ষ
3%
প্রশ্নবাচক
25%
সংযোগবাচক
🥰19😢7😱64🔥3
Bangla Phobia।Exam Mate
ঘোষ মহাপ্রাণ ধ্বনি-
দুঃখিত এটাতে একটু ভুল আছে অপশনে।
7😱2😢2
কোন মহাপুরুষ বাল্যকালে বাশি বাজাতেন?
Anonymous Quiz
4%
গৌতম
91%
শ্রীকৃষ্ণ
4%
মহাবীর
1%
নানক
🔥19🥰10🤩1
স্কোর।

?/২০
😢116😱1
যাইহোক, এইছিলো আমার ঢাবির আগে শেষ Rapid fire. তো কথা একটাই দোয়া করবা সব এডমিনদের জন্য। এডমিনরা চান্স পেয়ে গেলে তোমাদের যাদের ঢাবি তে আসবে না তাদের কিভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হয় সে ব্যাবস্থা করে দিবেন। মানে রাবি, জাবি, গুচ্ছের ধামাকা প্রস্তুতি হবে। আমাদের জন্য দোয়া করো। তোমরা যারা ঢাবিতে দিবা, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। কিছু জানার থাকলে বলতে পারো। ধন্যবাদ
80🥰4
Forwarded from Exam Mate Official (Abstracted Alif)
HSC 22 Batch এর জন্য সুখবর !


Exam Mate এর পক্ষ থেকে HSC 22 Batch এর জন্য একটি Channel Create হয়েছে!

Channel টির এর কার্যক্রম?

HSC 21 and HSC 20 Batch এর Student রা আমাদের Channel গুলো থেকে যেরকম Free Service পেয়েছে সেরকম Service ই পাবে HSC 22 Batch এর Student

So তোমরা যতো পারো invite দাও,আমাদের কার্যক্রম খুব দ্রুত শুরু হবে ইনশাল্লাহ

Channel link:
https://news.1rj.ru/str/Exam_Mate22
2🥰1
32😢23🔥7😱4🥰2
আচ্ছা সবাই শর্টের বাইরে বিড়াল, আহ্বান, জীবন ও বৃক্ষ, বিভীষণের প্রতি মেঘনাদ,আঠারো বছর বয়স একবার দেখে যাইও। শর্টের বাইরে যদি প্রশ্ন দেয় তাহলে এগুলো থেকে দিতে পারে। এটা শুধুমাত্র ঘ ইউনিটের জন্য। যারা ক দিবা তারা এখন অতিরিক্ত পড়তে যাওয়া মানেই বোকামি। জাস্ট একবার রিডিং দিবা। না পারলে জাস্ট শব্দার্থ দেখে যাবা।
40🤔1
রাত পোহালে ঢাকা বিশ্ববিদ্যালয় এর ক ইউনিটের ভর্তি পরীক্ষা।
বেশ কিছু সতর্কতা সবার জন্যই যেটা অবশ্যই ফলো করা উচিত সবার।
১.প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে বাসা থেকে বের হওয়া।
২.এনালগ ঘড়ি নিয়ে যাওয়া কজ অনেক হলে ঘড়ি পাবা না।এখন তোমাকে যদি ঘড়ি ইউজ করতে না দেয় তুমি জমা রেখে দিবা বাট একটা নিয়ে যাইও।
৩.সতর্কতার সাথে রোল,রেজিষ্ট্রেশন নাম্বারগুলো পূরণ করা।যদি কোনো মতে ভুল হয়ে যায় তাহলে পরীক্ষক এর কাছে বলে নতুন OMR নেওয়া।
৪.সবচেয়ে ইম্পরট্যান্ট একটা জিনিস হলো লাইন ফিজিক্সের ঘরে যেনো রসায়নের উত্তর না করো।মানে ৬ টা জিনিস OMR এর সিরিয়ালি দেওয়া থাকে এখন তুমি ভুলবশত ফিজিক্সেরটা রসায়নে ফিল আপ করতে পারো।এই ভুলটা অনেকেই করে তো তুমি যখন দাগাবা তখন প্রথমে দেখবা কারটা কোথায় দাগাচ্ছো একটু সতর্ক থাকিও।
৫.MCQ কে নিজের স্ট্রেটেজি ফলো করে ৪৫ মিনিটের মধ্যে যতটা সম্ভব দাগিয়ে নিও।কিছু প্রশ্ন থাকবে তুমি পারো বাট মনে পরতাছে না সেগুলা মিস গেলে প্যানিকড হবা না। জাস্ট মুভ অন করাই তোমার একমাত্র দায়িত্ব।
৬.তোমরা জানো রিটেনে যায়গাটা একদমই ফিক্সড করা।তুমি চাইলেও এর বেশি ইউজ করতে পারবা না।
তো ধরো তুমি একটা ম্যাথ করলা ম্যাথটা পুরাটা ভুল হলো এখন আবার করতে যাবা তো যায়গা নাই।তুমি পারলেও করতে পারতাছো না যায়গার লিমিটেশনের জন্য।তো বুদ্ধিমানের মতো একটা কাজ করবা সেটা হলো খাতাটাকে দুটা ভাগে কল্পনা করবা বা কলম দিয়ে দাগ দিয়ে দুটা সাইডে আলাদা করবা।এতে এক সাইডে কিছু ভুল গেলে অন্য সাইডে করতে পারবা।মানে যায়গাটা বেড়ে যাবে তোমার।
৭.রিটেনে কোনো নেগেটিভ মার্কিং নাই বরং পার্শিয়াল মার্কিং আছে।তো কেউ কোনো প্রশ্ন খালি রেখে আসবা না।যতটা সম্ভব সব প্রশ্ন উত্তর করার চেষ্টা করবা।না পারলে অন্তত সূত্রটা লিখে দিয়ে আসবা।
৮.আচ্ছা MCQ তে সবসময় অপশনের দিকে নজর দিবা। অপশন দেখে অনেক উত্তর বলা যায়।যেটাকে অপশন টেস্ট বলে।এভাবে অপশন দেখে উত্তর যাচাই করতে পারলে সময় কম লাগবে অনেক।
৯.যেটা কম পারো বা ভাবতে হবে সেটা পরেই উত্তর করিও আগে ইজিগুলো শেষ করিও।
১০.এক্সাম হলে কঠিন প্রশ্ন সলভ করার চেয়ে ইজি প্রশ্ন ভুল না করার দিকে বেশি ফোকাস দিও।কজ ইজি প্রশ্ন মিস হলে তুমি অনেকের থেকে পিছিয়ে যাবা।
97🥰10🔥2
কোন শব্দটি শুদ্ধ নয়?
Anonymous Quiz
19%
ঘোড়দৌড়
55%
ঘোড়াদৌড়
9%
কাঁচকলা
17%
সুষুপ্ত
😱13😢1310🔥3🥰2
🤔249😢5
বানানের জন্য একটা সাজেশন দেই।সবাই বাংলা ৯-১০ এর ব্যাকরণ বইয়ের সন্ধি পার্টের সন্ধি বিচ্ছেদ ও শব্দগুলোর বানান খুব ভালো করে দেখুন।কমন পেতে পারেন।
74
Bangla Phobia।Exam Mate
বানানের জন্য একটা সাজেশন দেই।সবাই বাংলা ৯-১০ এর ব্যাকরণ বইয়ের সন্ধি পার্টের সন্ধি বিচ্ছেদ ও শব্দগুলোর বানান খুব ভালো করে দেখুন।কমন পেতে পারেন।
আমি সন্ধি পার্টে থাকা বানানের কথা বলেছি😑😑
সন্ধির নিয়ম দেখে বানান কেন সেটা হলো এটা জানার কেউ চাইলে পড়তে পারেন,সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার।সন্ধির নিয়ম একটু চোখ বুলালে বানান ধরা সহজ হবে।তবে আমি বানানগুলো দেখতে বলেছি মূলত।ভুলভাল controversy create করবেন না এখন কেউ কমেন্টবক্সে শেষ সময়ে এসে😑😑
30🎉1
Forwarded from Biology Phobia।Exam Mate (Silence 🍁)
আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা। দেশের ৮ বিভাগীয় শহরে একযোগে পরীক্ষায় অংশ নিবে প্রায় ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থী। পরীক্ষা দিতে যাওয়ার আগে অনেকের অনেক অসাবধানতায় অনেক বড় ধরণের ভুল হয়ে যেতে পারে। তাই পরীক্ষার হলে যাওয়ার আগে সব কিছু ঠিকঠাক নেগা হয়েছে কিনা তা অবশ্যই দেখে নেয়া উচিত। পরীক্ষার হলে যাওয়ার ক্ষেত্রে যা যা নিয়ে যেতে হবে -

১৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র
২। এইচএসসির মূল রেজিষ্ট্রেশন কার্ড
৩। বলপেন (কোনরকম ফাউন্টেন বা জেল পেন নেয়া যাবে না)
৪। মাস্ক
৫। পানির বোতল (যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে)

পরীক্ষার ১ ঘন্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। আর ৩০ মিনিট আগে কেন্দ্রের ভেতর প্রবেশ ও রুমে প্রবেশ করতে পারবে।

- পাঠশালা বার্তা
41🥰2
Forwarded from Exam Mate
Exam Mate Live Quiz Group

Link:
https://news.1rj.ru/str/ConfusingQuestionQuiz
3
Forwarded from Abstracted Alif
Exam Mate Features

💢Exam Mate Link:https://news.1rj.ru/str/ConfusingQ_Bot
Forwarded from 𝚃𝚑𝚎 𝚒𝚗𝚟𝚒𝚜𝚒𝚋𝚕𝚎 𝚘𝚗𝚎'𝚜 ⚡️
রাত পেরোলেই তোমাদের জীবনে আরো একটা বড় ভর্তি পরীক্ষা।

মনে রাখবেন, কালকের দিনটা তার-ই হবে যে সকল Stress সামলিয়ে ভালোভাবে পরীক্ষাটা দিতে পারবে। আর একদম বিপদে না পড়লে বেশি Guess করে দাগাতে যাবেন না।

জুনিয়র ভাইয়া আপুদের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইলো।
😊
57🥰2🔥1
আগামীকাল আমার পরীক্ষা। নিজে যা জানি তা নিঃস্বার্থ ভাবে তোমাদের সাথে শেয়ার করেছি। শুধু আমি না। কোনো এডমিনই তোমাদের শেখাতে কখনো কার্পণ্য করেননি। যতটুকু জানেন উজাড় করে দিয়েছেন সবটুকু্। আমাদের জন্য দোয়া করবা। তোমাদের জন্যও দোয়া রইলো। আশাকরি ভালো কিছু অপেক্ষা করছে।

#Be ready to chase your dream 💖🌟
192🔥6🥰5😢3
🥰5420💯1