Forwarded from 𝚃𝚑𝚎 𝚒𝚗𝚟𝚒𝚜𝚒𝚋𝚕𝚎 𝚘𝚗𝚎'𝚜 ⚡️
রাত পেরোলেই তোমাদের জীবনে আরো একটা বড় ভর্তি পরীক্ষা।
মনে রাখবেন, কালকের দিনটা তার-ই হবে যে সকল Stress সামলিয়ে ভালোভাবে পরীক্ষাটা দিতে পারবে। আর একদম বিপদে না পড়লে বেশি Guess করে দাগাতে যাবেন না।
জুনিয়র ভাইয়া আপুদের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইলো। 😊
মনে রাখবেন, কালকের দিনটা তার-ই হবে যে সকল Stress সামলিয়ে ভালোভাবে পরীক্ষাটা দিতে পারবে। আর একদম বিপদে না পড়লে বেশি Guess করে দাগাতে যাবেন না।
জুনিয়র ভাইয়া আপুদের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইলো। 😊
❤57🥰2🔥1
আগামীকাল আমার পরীক্ষা। নিজে যা জানি তা নিঃস্বার্থ ভাবে তোমাদের সাথে শেয়ার করেছি। শুধু আমি না। কোনো এডমিনই তোমাদের শেখাতে কখনো কার্পণ্য করেননি। যতটুকু জানেন উজাড় করে দিয়েছেন সবটুকু্। আমাদের জন্য দোয়া করবা। তোমাদের জন্যও দোয়া রইলো। আশাকরি ভালো কিছু অপেক্ষা করছে।
#Be ready to chase your dream 💖🌟
#Be ready to chase your dream 💖🌟
❤192🔥6🥰5😢3
পরীক্ষা হল এ যাবার আগে সবকিছু নিয়েছেন কিনা আবার দেখে নিবেন | আর অন্তত ১-১:৩০ ঘন্টা আগে বাসা থেকে নামবেন | Hope For the Best ❤️😊
❤40🥰11🎉3👏1
Forwarded from 𝚃𝚑𝚎 𝚒𝚗𝚟𝚒𝚜𝚒𝚋𝚕𝚎 𝚘𝚗𝚎'𝚜 ⚡️
😱27❤12🔥3😢3
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি আগামী রবিবার (১২ জুন) প্রকাশ করা হবে | বিজ্ঞপ্তি প্রকাশের তিনদিন পর ১৫ জুন থেকে আবেদন শুরু হবে।
❤30
🥰18❤2
Bangla Phobia।Exam Mate
কার চোখে ঢাকা আজ আলোচিত?
কেমন হলো? আমার এটার কথা মনে আছে। সবাই পারছো তো এটা? আমি ও এম আরে ভুল করছি একটা। খাতা পরিবর্তন করে দেয় নাই অনুরোধের পর ও। দেখা যাক ভাগ্যে কি আছে। তোমার পরীক্ষা কেমন হলো?
যাইহোক, কাল ঘ ইউনিটের পরীক্ষা। দোয়া থাকলো সবার জন্য।
যাইহোক, কাল ঘ ইউনিটের পরীক্ষা। দোয়া থাকলো সবার জন্য।
😢60❤19🔥2👏1
আজ আমার কাছে স্পষ্ট ভর্তিপরীক্ষা ভাগ্য কত বড় ফ্যাক্টর। পরীক্ষা ভালোই দিয়েছিলাম। কিন্তু OMR এ ভুলের জন্য এসবের কোনো মূল্যই থাকলো না। এটা আগামীকাল সহ পরে যারা ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য একটা দৃষ্টান্ত জাস্ট।
😢95❤2
যা হয়ে গেছে তা নিয়ে এখন চিন্তা করা বাদ দাও...ঢাবির 'ক' ইউনিটে ৯০% বাংলা প্রশ্ন বাংলা ২য় থেকে এসেছে...যাদের ব্যকরণে গ্যাপ আছে তারা পরবর্তী এক্সামের জন্য নিজেকে আরো ভালোভাবে প্রস্তুত করে নাও...গ্রুপ তো আছেই তোমাদের সাথে।
আজকের টপিক 💥রেইনকোট💥
রেইনকোট থেকে পরীক্ষায় আসতে পারে এমন গুরুত্বপূর্ণ mcq এর লিস্ট গ্রুপে দিয়ে দিবো। এভাবে ধারাবাহিক ভাবে বাংলা ১ম ও বাংলা ২য় শেষ করানো হবে।
আজকের টপিক 💥রেইনকোট💥
রেইনকোট থেকে পরীক্ষায় আসতে পারে এমন গুরুত্বপূর্ণ mcq এর লিস্ট গ্রুপে দিয়ে দিবো। এভাবে ধারাবাহিক ভাবে বাংলা ১ম ও বাংলা ২য় শেষ করানো হবে।
❤67🥰5
Bangla Phobia।Exam Mate
মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। বাক্যটি কোন রচনার অন্তর্গত?
কে কে পারছে? একটু ঘুরিয়ে আসছে জাস্ট।?
🔥2
মানুষের জীবন কখনো থেমে থাকে না। তাই আজকে যা মন খারাপ করার তা করো,কাল থেকে আবার নতুন শুরু করো।
তুমি হাজারো চিন্তা করলেও কিছুর পরিবর্তন আসবে না, তাই বৃথা চিন্তা বন্ধ করাটাই শ্রেয়। 🙂
তুমি হাজারো চিন্তা করলেও কিছুর পরিবর্তন আসবে না, তাই বৃথা চিন্তা বন্ধ করাটাই শ্রেয়। 🙂
🥰24❤20😢2🔥1🎉1
☀️রেইনকোট গল্পের A to Z☀️
চরিত্রসমূহঃ💥
নূরুল হুদা- রসায়নের লেকচারার
মিন্টু - নূরুল হুদার শ্যালক
আসমা -নূরুল হুদার বউ
ইসহাক মিয়া – পিওন
আকবর সাজিদ- উর্দুর লেকচারার
আব্দুস সাত্তার মৃধা – ভূগোলের প্রফেসর
ড. আফাজ – কলেজের প্রিন্সিপ্যাল
💥সংখ্যাবাচক তথ্যঃ-
√ রেইনকোট গল্পে বৃষ্টি হচ্ছে- ৩ দিন ধরে
√ মুক্তিযুদ্ধের সময় নূরুল হুদা বাসা পরিবর্তন করেছে-৪বার
√নূরুল হুদার মেয়ের বয়স -২.৫ বছর
√নূরুল হুদার ছেলের বয়স- ৫ বছর
√ বাসে উঠার সময় নামে ২ জন
√ ২য়বার নামে-৩ জন,
√ আসাদগেট থেকে প্যাসেঞ্জার উঠেছিল – ৯ জন
√ আসাদগেট থেকে যাত্রী নামে- ৪ জন
√ রেইনকোট গল্পে দরজার ছিটকিনি ছিল – ২টি
√ জিপ উড়িয়ে খানসেনা খতম হয়েছে – ৫ জন
√ ছেলেদের গুলিতে মিলিটারীর লাশ পড়েছে – ৭টি
√ ফোমে আওয়াজ হওয়ায় লেখকের দিকে তাকায় – ৩ জন যাত্রী
√ মিন্টু যুদ্ধে যায় – জুনের ২৩ তারিখ
√ডিপার্টমেন্টের কথাবলা আছে – ৬টি (রসায়ন, বোটানী, হিস্ট্রি, ইংরেজী, উর্দু, ভূগোল)
√রেইনকোট গল্পে দিনের নাম আছে – ৫ টি ( মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র ও শনি )
√রেইনকোট গল্পে মাসের নাম আছে – ৩ টি ( এপ্রিল, জুন, জুলাই )
√ঋতুর নাম আছে- ৪ টি (বর্ষা, হেমন্ত, শীত, শরৎ)
√রঙের কথা বলা হয়েছে – (কালো, লাল, বেগুনী)
√সেনাবাহিনীর র্যাংক এর কথা বলা আছে- ৬টি (কর্ণেল, ল্যাফটোন্যান্ট কর্ণেল, ক্যাপ্টেন, মেজর জেনারেল,
বিগ্রেডিয়ার, মেজর)
√রেইনকোট গল্পে মিলিটারী গোষ্টির নাম আছে – ৫টি (পাঞ্জাব আর্টিলারি, বালুচ রেজিমেন্ট, কমান্ডো ফোর্স,
প্যারা মিলিটারি, মিলিটারি পুলিশ)
√স্থানের নাম উল্লেখ আছে মিরপুর, মগবাজার,
√দিকের কথা বলা আছে – উত্তর, পূর্ব
√তারিখ উল্লেখ আছে- ২৩ জুন, ১লা জুলাই
√জেলার নাম আছে- দিনাজপুর, রংপুর
💥বিভিন্ন ভাষার শব্দ
✔ফারসি- পর্দা, বাগান, খানসামা, হরদম
✔পর্তুগীজ – আলমারী, পাউরুটি, জানালা
✔আরবি – কসরত, শায়ের, তদবির
✔তুর্কি – তল্লাসী
✔ফরাসি – আঁতাত
✔জাপানি – রিকসা
চরিত্রসমূহঃ💥
নূরুল হুদা- রসায়নের লেকচারার
মিন্টু - নূরুল হুদার শ্যালক
আসমা -নূরুল হুদার বউ
ইসহাক মিয়া – পিওন
আকবর সাজিদ- উর্দুর লেকচারার
আব্দুস সাত্তার মৃধা – ভূগোলের প্রফেসর
ড. আফাজ – কলেজের প্রিন্সিপ্যাল
💥সংখ্যাবাচক তথ্যঃ-
√ রেইনকোট গল্পে বৃষ্টি হচ্ছে- ৩ দিন ধরে
√ মুক্তিযুদ্ধের সময় নূরুল হুদা বাসা পরিবর্তন করেছে-৪বার
√নূরুল হুদার মেয়ের বয়স -২.৫ বছর
√নূরুল হুদার ছেলের বয়স- ৫ বছর
√ বাসে উঠার সময় নামে ২ জন
√ ২য়বার নামে-৩ জন,
√ আসাদগেট থেকে প্যাসেঞ্জার উঠেছিল – ৯ জন
√ আসাদগেট থেকে যাত্রী নামে- ৪ জন
√ রেইনকোট গল্পে দরজার ছিটকিনি ছিল – ২টি
√ জিপ উড়িয়ে খানসেনা খতম হয়েছে – ৫ জন
√ ছেলেদের গুলিতে মিলিটারীর লাশ পড়েছে – ৭টি
√ ফোমে আওয়াজ হওয়ায় লেখকের দিকে তাকায় – ৩ জন যাত্রী
√ মিন্টু যুদ্ধে যায় – জুনের ২৩ তারিখ
√ডিপার্টমেন্টের কথাবলা আছে – ৬টি (রসায়ন, বোটানী, হিস্ট্রি, ইংরেজী, উর্দু, ভূগোল)
√রেইনকোট গল্পে দিনের নাম আছে – ৫ টি ( মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র ও শনি )
√রেইনকোট গল্পে মাসের নাম আছে – ৩ টি ( এপ্রিল, জুন, জুলাই )
√ঋতুর নাম আছে- ৪ টি (বর্ষা, হেমন্ত, শীত, শরৎ)
√রঙের কথা বলা হয়েছে – (কালো, লাল, বেগুনী)
√সেনাবাহিনীর র্যাংক এর কথা বলা আছে- ৬টি (কর্ণেল, ল্যাফটোন্যান্ট কর্ণেল, ক্যাপ্টেন, মেজর জেনারেল,
বিগ্রেডিয়ার, মেজর)
√রেইনকোট গল্পে মিলিটারী গোষ্টির নাম আছে – ৫টি (পাঞ্জাব আর্টিলারি, বালুচ রেজিমেন্ট, কমান্ডো ফোর্স,
প্যারা মিলিটারি, মিলিটারি পুলিশ)
√স্থানের নাম উল্লেখ আছে মিরপুর, মগবাজার,
√দিকের কথা বলা আছে – উত্তর, পূর্ব
√তারিখ উল্লেখ আছে- ২৩ জুন, ১লা জুলাই
√জেলার নাম আছে- দিনাজপুর, রংপুর
💥বিভিন্ন ভাষার শব্দ
✔ফারসি- পর্দা, বাগান, খানসামা, হরদম
✔পর্তুগীজ – আলমারী, পাউরুটি, জানালা
✔আরবি – কসরত, শায়ের, তদবির
✔তুর্কি – তল্লাসী
✔ফরাসি – আঁতাত
✔জাপানি – রিকসা
❤149🔥8🥰7😱2🤔1
আগে রেইনকোট পড়ে শেষ করো...তারপর এগুলো সলভ করো। এভাবেই গদ্য আর পদ্য শেষ করাবো।
রেসপন্স কম থাকলে বন্ধ করে দিবো।🙃
রেসপন্স কম থাকলে বন্ধ করে দিবো।🙃
❤152👏5🔥3
আজকে ক ইউনিটের কপালটা একটু মন্দই বলব😴 বাংলা ১ম পত্র থেকে মাত্র ২ টা আসলো।তবে যে দুটা আসলো,২টাই ফোবিয়া চ্যানেল থেকে কমন আলহামদুলিল্লাহ। সবাই ব্যাকরণটা একটু দেখেন ভালোমতো ৯-১০ এর গ্রামার বইটাই...ঘ ইউনিট পার্টি... বাংলা ১ম আশা করি মোটামুটি ভালোই প্রিপারেশন আছে
❤82😢25🥰3🔥1
ঘ ইউনিটের পর GST, RU,CU,JU এর জন্য বাংলা এবং জিকে নিয়ে একদম ডিপলি কাজ করবো। যেভাবেই প্রশ্ন হোক পারতেই হবে। যেমন ফ্রেবুয়ারী ১৯৬৯ থেকে এমনভাবে প্রশ্ন দিয়েছিলাম যে কমন পড়তোই। এবং কমন আসছেও। এভাবেই কাজ করবো। দোয়া কইরো আমাদের জন্য। অল্পের জন্য হয়তো ঢাবি(ক) হাতছাড়াই হয়ে গেল।
তোমরা থাকবা তো?
তোমরা থাকবা তো?
❤211🥰10😢9👏4🔥3
❤14🔥3🥰1🤔1