Bangla Phobia।Exam Mate – Telegram
Bangla Phobia।Exam Mate
28.4K subscribers
746 photos
13 videos
179 files
568 links
Download Telegram
কেউ চাইলে দেখে যেতে পারেন।
এটা একান্ত ব্যক্তিগত ইচ্ছা আপনাদের।জোড়াজুড়ি নেই বা পড়তেই হবে বা ইম্পর্ট্যান্ট এমন নয়।কমন পড়তেও পারে ভাগ্য থাকলে তাই দেয়া

ক্রেডিট:Nujha Saba
44🔥4
আসাদগেট থেকে কয়জন প্যাসেঞ্জার উঠেছিল?
Anonymous Quiz
19%
39%
16%
26%
😢4616🔥5👏5
ফোমে আওয়াজ হওয়ায় লেখকের দিকে কয়জন যাত্রী তাকিয়ে থাকে?
Anonymous Quiz
12%
39%
45%
4%
23😢23🎉4🔥2🥰2😱1
😢2521🔥6
ইংরেজি ডিপার্টমেন্টের জন্য কয়টি আলমারি আনা হয়েছিল?
Anonymous Quiz
28%
19%
34%
১০
19%
😢38🥰13😱7
মিলিটারিকে দেখে প্রিন্সিপালের কালো মুখ কেমন হয়?
Anonymous Quiz
25%
আরো কালো
30%
বিষন্ন
41%
বেগুনি
5%
সাদা
😢16🥰14😱76🤔4🎉2🤩2🔥1
'রোখো রোখো' বলতে বলতে বাস থেকে কয়জন নেমে পড়ে?
Anonymous Quiz
55%
27%
13%
4%
😢38🔥94😱3🤩3
নুরুল হুদা কে খাওয়ার জন্য দেওয়া হয়েছিল-
Anonymous Quiz
10%
পাউরুটি আর দই
22%
মুড়ি আর চিড়ে
60%
পাউরুটি আর দুধ
8%
দুধ আর কলা
15😢12🥰6😱4
বাসস্ট্যান্ডে বাসের জন্য নুরুল হুদাকে তাকাতে হয়-
Anonymous Quiz
18%
পুবদিকে
24%
বাঁ দিকে
53%
উত্তর দিকে
4%
পিছন দিকে
22😢14
কাদের ছদ্মবেশে মিসক্রিয়েন্টরা কলেজে এসেছিল?
Anonymous Quiz
5%
ভিখারির
81%
কুলির
13%
মিলিটারির
1%
চোরের
🥰125🔥3😱3
প্রথম দিনেই তোমরা আমাকে হতাশ করে দিছো....তোমরা কি আসলেই পড়ছো বাসায়? বই এর বাইরে তো একটাও প্রশ্ন করিনি।
😢7611😱2
তাহারেই পড়ে মনে কবিতায় বাংলা কোন কোন মাসের কথা উল্লেখ আছে?
Anonymous Quiz
29%
শীত ও বসন্ত
6%
চৈত্র ও মাঘ
45%
ফাল্গুন ও মাঘ
20%
১ ও ৩
18😱7😢5🥰2
Forwarded from 𝚃𝚑𝚎 𝚒𝚗𝚟𝚒𝚜𝚒𝚋𝚕𝚎 𝚘𝚗𝚎'𝚜 ⚡️
অনাগত ভবিষ্যতের কবি শ্রমজীবী মানুষের অংশীদারি হয়ে কিসের মধ্যে বন্ধন সৃষ্টি করবেন ?
Anonymous Quiz
29%
সত্য ও ন্যায়
40%
শ্রদ্ধা ও ভালোবাসা
11%
যোগ্যতা ও সম্মান
20%
সত্য ও কর্ম
😢3013🔥6🥰3👏1🤔1😱1
💥ফেব্রুয়ারী ১৯৬৯ A to Z💥

১. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটির উৎস কোনটি?
√নিজ বাসভূমে।
২. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কোন ফুলের উল্লেখ আছে?
√কৃষ্ণচূড়া।
৩. শামসুর রাহমান কোথায় জন্মগ্রহণ করেন?
√মাতুলালয়ে ঢাকায় মাহুতটুলিতে।
৪. শামসুর রাহমানের ডাক নাম কী?
√ বাচ্চু।
৫. শামসুর রাহমানের পৈতৃক নিবাস কোথায়?
√ নরসিংদী জেলা পাড়াতলী গ্রামে।
৬. শামসুর রাহমানের বাবার নাম কী?
√ মুখলেসুর রহমান চৌধুরী।
৭. শামসুর রাহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের ছাত্র ছিলেন?
√ ইংরেজি বিভাগের।
৮. ১৯৬৯ সালে কোন আন্দোলন সংঘটিত হয়েছিল?
√ গণ-অভ্যুত্থান।
৯. শামসুর রাহমান কোন পুরস্কারটি লাভ করেছেন?
√স্বাধীনতা পুরস্কার
৯. শামসুর রাহমান কোন পুরস্কারটি লাভ করেছেন? > স্বাধীনতা পুরস্কার।
১০. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি কোন ছন্দে রচিত?
√ গদ্য ছন্দ।
১১. শামসুর রাহমানের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? > প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে।
১২. ভাষা শহিদদের রক্তের বুদ্বুদ হয়ে কী ফুটেছে?
√কৃষ্ণচূড়া।
১৩. দারুণ বিপ্লবে ফেটে পড়ে কারা?
√ জনসাধারণ।
১৪. শামসুর রাহমানের অন্যতম অনুবাদগ্রন্থ কোনটি?
√ হ্যামলেট
১৫. খাতকের আস্তানায় রাত্রি-দিন ভূলুণ্ঠিত কারা?
√সাধারণ জনতা।
১৬. ছয় দফা আন্দোলন কত সালে সংঘটিত হয়?
√১৯৬৬ সালে।।
১৭. সালাম বরকত কিসের প্রতীক?
√বীর জনতা।
১৮. গণজাগরণের কবিতা কোনটি?
√'ফেব্রুয়ারি ১৯৬৯'।
১৯. কত সালে শামসুর রাহমান ম্যাট্রিক পাস করেন?
√১৯৪৫ সালে।
২০. শহর ও গ্রামের সকল মানুষ কোন আন্দোলনে অংশগ্রহণ করে?
√১৯৬৯-এর গণ-অভ্যুত্থানে।
২১. শামসুর রাহমানের 'বিধ্বস্ত নীলিমা' কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
√১৯৬৭ সালে।
২২. শামসুর রাহমান মূলত কী হিসেবে পরিচিত?
√আধুনিক কবি।
২৩. মুক্তিযুদ্ধকালে শামসুর রাহমান কোন ছদ্মনামে কবিতা লিখতেন?
√মজলুম আদিব।
২৪. ঘাতকের থাবার সামনে বুক পেতে দেয় কে?
√বরকত।
২৫. শামসুর রাহমান প্রায় এক দশক ধরে কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
√দৈনিক বাংলা।
২৬. দুঃখিনী মাতার অশ্রুজলে কোথায় ফুল ফোটে?
√বাস্তবের বিশাল চত্বরে।
২৭. শামসুর রাহমান কবিতা ছাড়া আর কী লিখেছেন?
√উপন্যাস, প্রবন্ধ, ছড়া, স্মৃতিকথা।
২৮. ড. শামসুজ্জোহা শহিদ হন কত সালে?
√১৯৬৯ সালে।
২৯. সালাম কে ছিলেন?
√ভাষাশহিদ।
৩০. শামসুর রাহমানের 'এলাটিং বেলাটিং' কোন ধরনের রচনা?
√শিশুতোষ।
৩১. শামসুর রাহমানের 'এলো সে অবেলায়' কোন ধরনের রচনা?
√উপন্যাস।
৩২. শামসুর রাহমানের 'রৌদ্র করোটিতে' কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
√১৯৬৩ সালে।
৩৩. শামসুর রাহমানের 'প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে' কোন ধরনের রচনা?
√কাব্যগ্রন্থ।
৩৪. হৃদয়ের উপত্যকার রং কী? হরিৎ।

৩৫. কার মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা?
√সালামের।
৩৬. দেশমাতৃকার প্রতি জনতার বিপুল ভালোবাসা সংবর্ধিত হয়েছে কোন কবিতায়?
√'ফেব্রুয়ারি ১৯৬৯'
৩৭. ঢাকা শহরের উল্লেখ আছে কোন কবিতায়?
√'ফেব্রুয়ারি ১৯৬৯'।
৩৮. সালামের হাত থেকে বর্ণমালা ঝরে পড়ে?
নক্ষত্রের মতো।
৩৯. ১১ দফা আন্দোনের নেতৃত্ব দেয়
√ছাত্ররা।
৪০. একুশের কৃষ্ণচূড়া আমাদের কিসের রং?
√চেতনার।
৪১. কর্মজীবনে শামসুর রাহমান কী ছিলেন?
√সাংবাদিক।
৪২. শামসুর রাহমানের প্রথম কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়?
√সোনার বাংলা।
৪৩. শুন্যে ফ্ল্যাগি তোলে কে?
√সালাম
৪৪. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি কোন পটভূমিতে রচিত?
√১৯৬৯-এর গণ-অভ্যুত্থান।
৪৫. সংগ্রামী চেতনার কবিতা কোনটি?
√'ফেব্রুয়ারি ১৯৬৯'।
৪৬. আজ সালামের চোখে কী?
√আলোচিত ঢাকা।
৪৭. সালামের হাত থেকে কী করে?
√বর্ণমালা।
৪৮. মানবিক বাগান বলতে কী বোঝ?
√মানবীয় জগৎ‍।
৪৯. শামসুর রাহমান কোথায় মৃত্যুবরণ করেন?
√২০০৬ সালের ১৭ই আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল
বিশ্ববিদ্যালয় হাসপাতালে।
৫০. শামসুর রাহমানকে কোথায় সমাহিত করা হয়?
√বনানী সমাধিক্ষেত্রে।
59🔥6🥰3
কালকের টপিক *ফেব্রুয়ারী ১৯৬৯*
55🔥5🤔5🥰1😱1
শূন্যে ফ্লাগ তোলে কে?
Anonymous Quiz
9%
রফিক
71%
সালাম
18%
বরকত
2%
শামসুল
7🥰4😢1