Bangla Phobia।Exam Mate – Telegram
Bangla Phobia।Exam Mate
28.4K subscribers
746 photos
13 videos
179 files
568 links
Download Telegram
কোনটি বস্তুবাচক বিশেষ্য পদের উদাহরণ নয়?
Anonymous Quiz
23%
পর্বত
14%
মাটি
30%
পানি
33%
কলম
😢2218🤔6👏3🎉1
আপন ভালো সবাই চায়। বাক্যে ভালো কোন পদ?
Anonymous Quiz
9%
অব্যয়
46%
বিশেষণ
39%
বিশেষ্য
6%
সর্বনাম
😢16🥰159🔥4😱4
😢28🤔14🔥117
তাকে দিয়ে এ কাজ হবে না। বাক্যে দিয়ে কোন পদ?
Anonymous Quiz
11%
সর্বনাম
35%
অব্যয়
41%
ক্রিয়া বিশেষণ
12%
বিশেষণীয় বিশেষণ
🔥15😢154😱2
কোনটি বিদেশি অব্যয় শব্দ?
Anonymous Quiz
6%
আবার
74%
খাসা
10%
হঠাৎ
10%
বরং
🔥2312😢3
কোনটি দ্বারা সংখ্যাবাচক বিশেষন নির্দেশ করে?
Anonymous Quiz
23%
হাজার লোক
34%
সত্তর পৃষ্ঠা
19%
দশম শ্রেণি
25%
প্রথমা কন্যা
😢21🔥10🤔2😱1
নিচের কোনটি দ্বারা অংশবাচক বিশেষণ নির্দেশ করে?
Anonymous Quiz
6%
এক কেজি চাল
58%
পাঁচ শতাংশ ভূমি
23%
ষোল আনা দখল
13%
বিঘাটেক জমি
🤔1710😢9😱5
ঢাবিতে বাংলা ব্যাকরণ থেকে শর্ট সিলেবাসের বাইরেও অনেক প্রশ্ন এসেছে। তাই সম্ভব হলে শর্ট সিলেবাসের বাইরের কিছু গুরুত্বপূর্ণ টপিক দেখে রাখিও সবাই।
51😢19🥰3🤔1
যাদের ব্যাকরণ ভালো মতো শেষ তারা (ণত্ব ও ষত্ব বিধান) টপিক টা ভালো করে শেষ করে ফেলো....এই টপিক টা বানানের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
45
ইমন ভাইয়া যেহেতু বাংলা ১ম পত্র নিয়ে কাজ করছেন, আমি এবার বাংলা ২য় পত্র নিয়ে কাজ করতে চাই।😀😀 বাংলা ১ম পত্র তো আমি একবার একদম হাতে ধরে শেষ করিয়েছি একবার।বাংলা ২য় পত্রটাও একদম প্রোপারলি আপনাদেরকে নিয়ে শেষ করতে চাই।তো ফোবিয়াবাসী....কারা কারা এই যাত্রায় সঙ্গী হবেন ?🤩
আর আরেকটা কথা আমি শর্ট সিলেবাস শেষ করিয়ে,ফুল সিলেবাসের কিছু গুরুত্বপূর্ণ টপিকও ধরব... কেউ এই বিষয়ে আপত্তি জানাবেন না😪 কারণ বাংলা ব্যাকরণ তো দেখলেনই,কোনো ইউনিটেই শর্ট সিলেবাস ফলো করেনি।
163🔥8🥰4👏1😱1
শুরু থেকেই শুরু করব।আর এবার একটু ভিন্ন উপায়ে পড়াশুনা করতে পারি হয়তো!আর রুটিন দেয়াটা কষ্টসাধ্য, আগের দিন বলে দিব,পরের দিন এক্সাম নিব ইন শা আল্লাহ।তবে পরের দিন এক্সাম নেয়ার আগে কিছু জিনিস একসাথে পড়েও নিতে পারি কোনো কোনোদিন😊 আল্লাহর নামে শুরু করি। ইন শা আল্লাহ জয় আসবেই😁
78🥰8
আর আমি আরেকটা কাজ চাইলে করতে পারি।বাংলা ১ম পত্রও ডেইলি একটা করে এক্সাম নিতে পারি আগের প্রশ্নগুলো ফরোয়ার্ড করে।এভাবে করে বাংলা ১ম পত্রও শুরু থেকে শুরু করা যেতে পারে।এটা কেমন হয়?

বাংলা ২য় পত্র পুরোটাই নিউ প্রজেক্ট 😐 একটার সাথে আরেকটা মিলাবেন না
92🔥6
বানান১.pdf
2.5 MB
বানান১.pdf
22🥰3🤔1
বাংলা ১ম ও ২য় পত্র
Cracking from tomorrow
💥

আগামীকালের টপিক

বাংলা ২য় পত্র:
বাংলা বানান পার্ট ১
এক্সাম টাইম:দুপুর ২টা

বাংলা ১ম পত্র:
অপরিচিতা

এক্সাম টাইম:দুপুর ৪ টা

(বানান পার্ট ১ এর পিডিএফ দিয়ে দিচ্ছি,সেটুকু খুব ভালোমতো ঝালাই করে নিবেন।যে পিডিএফ দিবো,সেই টপিকটা যেকোনো বই থেকেই অবশ্য পড়তে পারেন!আমি যে বইটা ফলো করব,সেটার ছবি কমেন্টে দিয়ে দিচ্ছি)

পিডিএফ লিংক:
https://news.1rj.ru/str/ConfusingQuestions16/2994
53🥰6🎉1
Bangla Phobia।Exam Mate pinned «বাংলা ১ম ও ২য় পত্র Cracking from tomorrow 💥 আগামীকালের টপিক বাংলা ২য় পত্র: বাংলা বানান পার্ট ১ এক্সাম টাইম:দুপুর ২টা বাংলা ১ম পত্র: অপরিচিতা এক্সাম টাইম:দুপুর ৪ টা (বানান পার্ট ১ এর পিডিএফ দিয়ে দিচ্ছি,সেটুকু খুব ভালোমতো ঝালাই করে নিবেন।যে পিডিএফ দিবো…»
আপনাদের বাংলা ১ম পত্র নিবেন Rimpa🌼 আপু।একদম আনাচ কানাচ থেকে প্রশ্ন করবেন তিনি,দেখা যাক কিভাবে বিশ্ববিদ্যালয়গুলো আমাদের ফোবিয়াবাসীকে আটকায়!!😎 ইন শা আল্লাহ বাংলাকে আমরা করবো জয়!!😁😁আর এক্সাম টাইম এনাউন্সমেন্ট পোস্টে এডিট করে বলে দিয়েছি😊

আর দেখুন প্রশ্ন বই থেকেই হয়😐 সব বিশ্ববিদ্যালয়ের সব ইউনিটের জন্য প্রযোজ্য হবে ইন শা আল্লাহ।কারণ কোনো কিছুকেই কম গুরুত্বপূর্ণ হিসেবে আমরা দেখব না!সবকিছুই জোর দিয়ে পড়ব ইন শা আল্লাহ😉
197🥰10😱3👏2
💥 অপরিচিতা গল্পের খুটিনাটি সকল তথ্য💥

*হরিশ কে পেলে ছাড়তে চায়না -অনুপমের মামা
* অনুপম তার ইতিহাসটা লিখতে চেয়েছে -ছোট করে
*কন্যাকে আশীর্বাদ করতে গিয়েছিল- বিনু দাদা
* অনুপমের মামার বাহিরের যাত্রাপথের সীমানা ছিল- কোন্নগর পর্যন্ত
*অনুপমের মতে কন্যার পিতা মাত্রই স্বীকার করবেন- অনুপম সৎপাত্র
* অনুপমের শিক্ষাগত যোগ্যতা ছিল -এমএ পাস
*শম্ভুনাথ বাবু কে গাড়িতে তুলে দিতে গেলেন না- অনুপমের মামা
**“আমার পুরোপুরি বয়স হলো না” এখানে আত্মনির্ভরশীল না হওয়া বুঝানো হযেছে
*শশুরের সামনে মামার গহনা পরীক্ষার কারণে অনুপম মাথা হেঁট করে রইল
*দেশে বংশমর্যাদা রেখে চলা সহজ নয় বলে পশ্চিমে গিয়ে বসবাস করছেন শম্ভুনাথ
* মামা কেমন ঘরের মেয়ে পছন্দ করতেন- গরিব ঘরের
√অবকাশের মরুভূমিতে অনুপমের হৃদয় বিশ্বব্যাপী যা দেখেছিল -নারীরূপ মরীচিকা
√অনুপমের পিসতুতো ভাইযের নাম-বিনু
√ শম্ভুনাথ সেন ছিলেন -বড়ই চুপচাপ
√ বালা বেকে গিযেছিল খাদ নেই বলে
√ পন্ডিত মশাই অনুপম কে মাকাল ফল বলতেন
√ নিতান্তই নির্জীব ছিল- শম্ভুনাথ বাবু
√মাতৃ আজ্ঞা বলতে কল্যাণী ইঙ্গিত করেছিল -মাতৃভূমির প্রতি
√কল্যাণী টিকিটগুলো ছুড়ে ফেলল -প্লাটফর্মে
√ অনুপম কে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন- পণ্ডিতমশাই
√হরিশ -কানপুরে কাজ করতো
√ কল্যাণীর বাবা বিযের তিন দিন আগে অনুপমকে আশীর্বাদ করে যান
√শম্ভুনাথ বাবু গহনাগুলো একখানা গামছা বেঁধে নিযে এলেন
√ অনুপমের মামা মনে মনে খুশি হয়েছিলেন শম্ভুনাথ এর তেজ নেই বলে
• মানুষের সঙ্গে দূরে দূরে থাকা অভ্যাস -অনুপমের মায়ের
• রেল কর্মচারী বেঞ্চে ঝুলিয়েছিলেন- দুইটা টিকিট
• বিয়ে উপলক্ষে কন্যাপক্ষ কে আসতে হল -কলকাতায়
• অপরিচিতা গল্পে আন্দামান দ্বীপের কথা বলা আছে।
• আন্দামান দ্বীপ বঙ্গোপসাগরের দ্বীপ বিশেষ
• কলিকাতার বাহিরে বাকি পৃথিবীটাকে মামা আন্দামান দ্বীপ মনে করতেন
•বিবাহ বাড়িতে প্রবেশ করে খুশি ছিলেন না- অনুপমের মামা
• অনুপম বিনু দাদার বাড়িতে যেত- সন্ধ্যায়
• চোখের পলক পড়ছিল না -মায়ের
• বিবাহের দিন কল্যাণী পড়েছিল- লাল রঙের শাড়ি
• অনুপমের ভাগ্যদেবতা তার -মামা
• টাকার প্রতি আসক্তি অনুপমের মামার -অস্থিমজ্জা জড়িত
•বিবাহের একটা প্রধান অংশ -দেনাপাওনা
■ অনুপম জানালা দিয়ে বাইরে মুখ বের করে প্রকৃতির শোভা দেখছিল কারণ- লজ্জা
• মামার সঙ্গে মা একযোগে হাসলেন পাত্রীপক্ষের দুরবস্থা কল্পনা করে
• কলকাতায় এসে অনুপমের মন উতলা করে দিলো- হরিশ
• কল্যাণীর কাছে টিকেট ছিল- সেকেন্ড ক্লাসের
• বছরের পর বছর অনুপম কল্যানীর পাশে অবস্থান করছে
* স্টেশনে কল্যাণীদেরকে নিতে এসেছিল হিন্দুস্থানী চাকর
• মামার কাছে মেয়ের চেয়ে গুরুতর হলো মেয়ের বাপের খবরটা
• বেয়াই সম্প্রদাযের তেজ থাকাটা দোষের বিষয়
• বরের হাট মহার্ঘ কারণ -যৌতুক
■ শম্ভুনাথ বাবুর বয়স 40 এর চেয়ে একটু
• সেকরা বসেছিল -মেঝের উপর
>রেলের কামরার দুটি পেন্স রিজাভ করার কথা বলা হয়েছিল ইংরেজি জেনারেল সাহেবদের জন্য
> নিতান্তই ভালো মানুষ -অনুপমের শশুর
> কল্যাণীর নাম শুনে চমকে উঠেছিল -অনুপম ও তার মা
>শম্ভুনাথ সেন -কানপুরের ডাক্তার
>অনুপমের কাছে টিকিট ছিল -ফার্স্ট ক্লাসের
> ভ্রমণে বের হয়েছেন কোনো এক ফৌজের বড় জেনারেল
> অপরিচিতা গল্পে উল্লেখ আছে শিমুল, বকুল ও রজনীগন্ধা ফুলের
> শম্ভুনাথ বাবু সেকরাকে ইয়ারিং পরখ করতে বললেন কারণ অনুপমদের দেওয়া বলে
> ইয়ারিং আনা হয়েছিল বিলেত থেকে
>অনুপমের বাবা প্রথম অবকাস পান মৃত্যুর পরে
> কল্যাণী নেমে যায় কানপুর স্টেশন
> যে সকল প্রানীর কথা বলা আছে- ভ্রমর, মৌমাছি, সাপ, হাতি, কুমির, (প্রজাপতি-দেবতা অর্থে)

💥কয়েকটি বাগধারা

এসপার ওসপার -মীমাংসা / চূড়ান্ত / ভালমন্দ
ধনুক ভাঙা পণ-অতি কঠিন পন বা প্রতিজ্ঞা
উপরি পাওনা -অধিক লজ্জা বা অপমান
কোলে কোলে মানুষ -আদরে আদরে

💥গুরুত্বপূর্ণ সংখ্যাবাচক তথ্য
√বিয়ের সময় অনুপমের বয়স ছিল ২৩ বছর
√বিয়ের সময় কল্যাণীর বয়স ছিল ১৫ বছর
√বর্তমানে অনুপমের বয়স ২৭ বছর
√ বর্তমানে কল্যাণীর বয়স ১৯ বছর
√ ট্রেনে দেখা হওয়ার সময় কল্যাণের বয়স ছিল ১৬/১৭ বছর
√ কল্যানীর সঙ্গে রেলগাড়িতে দুই তিনটা মেয়ে ছিল
√বিয়ে ভেঙে যাওযার চার বছর পরেও অনুপম কল্যাণীর আশা ছাড়ে নাই
√ এক বছর অতিক্রম হলেও মামা লজ্জায় বিবাহ সম্বন্ধের কথা তুলতে পারেনি
√অনুপমের মামার বর্তমান বয়স ৩৩ বছর
√অনুপমের চেয়ে অনুপমের মামা ৬ বছরের বড়
√বিয়ের সময় অনুপম কল্যানীর বয়সের ব্যবধান ছিল ৮ বছর
√শম্ভুনাথ এর বয়স ৪০ বছর

💥যাদের এটা পড়ার ধৈর্য নাই তাদের পাবলিকে পড়ারও কোনো অধিকার নাই😐। অপরিচিতা থেকে এর বাইরে প্রশ্ন করার আর কোনো সুযোগ নাই।
132🔥7😱4🥰1
পৃথিবীতে বালিকার প্রথম প্রেমের মত সর্বগ্রাসী প্রেম আর কিছুই নাই। প্রথম যৌবনে বালিকা যাকে ভালোবাসে তাহার মত সৌভাগ্যবান আর কেহই নাই। যদিও সে প্রেম অধিকাংশ সময় অপ্রকাশিত থেকে যায়, কিন্তু সে প্রেমের আগুন সব বালিকাকে সারাজীবন পোড়ায়।

- রবীন্দ্রনাথ ঠাকুর
101🔥22
Forwarded from GK Phobia। Exam Mate (D I H A N ☘️)
ফেসবুকে খুব একটা যাওয়া হয় না এখন৷ আজ ফেসবুকে গেলাম। গিয়ে দেখি অবাক কান্ড। ৪-৫ টা গ্রুপে দেখলাম শুধু সুইসাইড নিউজ। সবগুলোই আলদা আলদা। আমি আসলে বুঝতে পারি না এরা কেনো এমন পথ বেছে নেয়। জীবনে সুখ আর দুঃখ কোনোটাই তো চিরস্থায়ী না। ঢাবি যাদের খারাপ হয়েছে তাদের বলছি। দেখ, জীবনে ঢাবি সবকিছু না৷ ন্যাশনালে পড়েও বি সি এসে যেমন প্রথম হওয়া যায় তেমন বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলেটাও গুগলে চাকরি জব পায়। একটা কথা মাথায় রেখো তুমি যে বিশ্ববিদ্যালয়েই পড়ো না কেন, ৫ বছরপর পর সবাই এক বিন্দুতেই মিলবে৷ এমন তো না যে ঢাবি থেকে পড়লে বি সি এসে ৫০ নম্বর তুমি ফ্রি তে পাবে? তাহলে কেনো এত হতাশা আর এত এত সুইসাইড? ভালো করে পড়াশোনা করো। তোমার ঢাবি হয় নাই কারণ ঢাবি তোমাকে Disserve ই করে না, এমন একটা মনেভাব নিয়ে পড়ো। দেখা হবে বিজয়ে!!
😢8171🔥6🎉3
মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। কোন বাক্য-
Anonymous Quiz
45%
সরল বাক্য
29%
জটিল বাক্য
23%
যৌগিক বাক্য
3%
সাধারণ বাক্য
😢2821😱8🔥1🤔1
তিনি আমাকে পাঁচ টাকা দিয়ে বাড়ি যেতে বললেন। কোন বাক্য?
Anonymous Quiz
78%
সরল
13%
যৌগিক
7%
জটিল
3%
সাধারণ
🔥1716😢9🥰2