Bangla Phobia।Exam Mate – Telegram
Bangla Phobia।Exam Mate
28.4K subscribers
746 photos
13 videos
179 files
568 links
Download Telegram
11🤔7😢7🔥3🥰1
😢20🥰82🔥2
🤔19😢73😱3
🤔10🥰7😢6🔥1
😢133🥰2
😢104🔥3🥰3😱2
Score Out of 20?
😢153
বাংলা বানান পার্ট ৩

Quiz bot Link ও দিয়ে দিলাম,যাতে পরেও বারবার যাচাই করে নিতে পারেন নিজেদেরকে

🖊 20 questions · 30 sec · 🔀 questions

Exam link:

t.me/QuizBot?start=wYyAjUca

যাদের কুইজ বটে এক্সাম দিতে সমস্যা হচ্ছে-
https://news.1rj.ru/str/ConfusingQuestions16/2155
15
আজকের প্রশ্ন কেমন ছিল?আর আজকে প্রতিটি প্রশ্নে অপশন বাড়িয়ে দিয়ে ২০ টা প্রশ্ন করেছি যাতে সবাই গুরুত্বপূর্ণ জিনিসগুলো শিখে ফেলতে পারি আর সবাই যাতে পার্টিসিপেট করেন।
34
আপনাদের অনেকের জিজ্ঞাসা রয়েছে,এক্সামের রুটিন কোথায়,কখন এক্সাম হয়,কিভাবে হয়।প্রতিদিন পরবর্তী দিনের এক্সামের টপিক ও সময় বলে দেয়া হয় আর সেটা পিনড পোস্টে পিন করা থাকে।এই চ্যানেলে সেই নির্দিষ্ট টাইমে এক্সাম অনুষ্ঠিত হয়।আশা করি কনফিউশন ক্লিয়ার করতে পেরেছি।ধন্যবাদ সবাইকে।
36
আরও কিছু জিজ্ঞাসা সকলের রয়েছে।সেগুলো ক্লিয়ার করে দিচ্ছি-

।এখন ২০২১ সালের এডমিশনকে কেন্দ্র করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।তবে ২০২২ সাল ও ২০২৩ সালের পরীক্ষার্থীরাও সমানভাবে উপকৃত হবে।
২০২১ সালের পরীক্ষা শেষ হলে ২২ ও ২৩ সাল নিয়ে কাজ করা শুরু হবে।

।বাংলা ২য় পত্র ২০২১ সালের শর্ট সিলেবাসের বাইরেও ফুল সিলেবাসের গুরুত্বপূর্ণ সকল টপিক শেষ করা হবে।

। বাংলা ১ম পত্র শর্ট সিলেবাস একদম তুলোধোনা করে শেষ করা হবে।ঢাবিতে ৪ টি ইউনিটেই বাংলা ১ম পত্র থেকে কি রকম কমন এসেছে,যারা ঢাবি পরীক্ষার আগে থেকেই যুক্ত আছেন,নিশ্চয়ই বুঝতে পেরেছেন!

৪। প্রশ্ন বই থেকেই হবে।এটা রাবি কেন্দ্রিক /চবি কেন্দ্রিক/জাবি কেন্দ্রিক/গুচ্ছ কেন্দ্রিক/মানবিক বিবাগ কেন্দ্রিক কিনা এসব প্রশ্ন মাথায় ঘুরপাক খাইয়ে শুধু শুধু নিজেদেরও বিব্রত থাকার দরকার নেই। সব পরীক্ষা একই সাথে পড়ে গিয়েছে এবার একটানা।তাই এক্সাম ও প্রিপারেশন এমনভাবেই নেয়া হচ্ছে এই চ্যানেলে যাতে সব ভার্সিটি-ই কাভার হয়।বাংলা প্রশ্নের প্যাটার্ন মোটামুটি সব জায়গায়ই সেইম।জাস্ট কোথাও একটু ডিপ থেকে প্রশ্ন করে,কোথাও হালকার উপর প্রশ্ন করে।এডমিশন টেস্টের মতো যুদ্ধে সব রকম প্রিপারেশন -ই থাকা উচিত বলে আমি মনে করি। শক্তভাবে প্রিপারেশন নিলে কেউই কোথাও আটকাবেন না ইন শা আল্লাহ।আর এরকম কোনো কথা নেই যে, কোনো একটা ভার্সিটিতে সহজ প্রশ্ন করে বলে এই বছরও সহজ প্রশ্নই করবে।ঢাবির ক ইউনিটের বাংলা প্রশ্ন দেখলেই বুঝতে পারবেন সেটা।

।আর রাবির ভর্তি পরীক্ষা সবার আগে অনুষ্ঠিত হবে।২৫ শে জুলাই,২০২২ রাবির প্রথম পরীক্ষা।২৩ শে জুলাইয়ের আগেই সকল টপিক রিভিশন দেয়ানো হবে।কুইজ বট লিংক প্রিপেয়ার করে দিয়ে দেয়া হবে,যাতে বারবার এক্সাম দিয়ে নিজেকে ঝালাই করে নেয়া যায়।পরীক্ষা দেয়া শেষে কতটুকু কমন পেলেন বা পেলেন না নিজেরাই জানিয়ে যাবেন আমাদেরকে😊। ইন শা আল্লাহ অনেকগুলোই কমন পাওয়া যাবে ঢাবির পরীক্ষাগুলোর এক্সপিরিয়েন্স থেকে আশা করছি।

আশা করি আপনাদের প্রশ্নোত্তরের অনেক কিছুই ক্লিয়ার করতে পেরেছি।আমরাও আপনাদের মতো এডমিশন পরীক্ষার্থী।বাট সহপাঠী হলেও হয়তো কিছু কিছু বিষয়ে যেটুকু জ্ঞান রাখি,বিলিয়ে দিই।

আর বাংলা প্রথম থেকে শেষ করিয়ে দেয়ার এই যাত্রা মাত্র ৩ দিন আগেই শুরু হয়েছে।আপনাদের বন্ধুদেরকে এই বাংলা ফোবিয়া চ্যানেলের কথা জানিয়ে দিন!আর হ্যাঁ,সকল বিষয়ের ফোবিয়া চ্যানেলই রয়েছে বাংলা ফোবিয়ার মতো।শুভ কামনা।

আর সহযোদ্ধা হয়েও এতো বক বক করছি বলে যারা ভাবছেন,ইন শা আল্লাহ আশা করা যায়, যতটুকু যোগ্যতা রয়েছে,একদিন সমাজের চোখে আরো বেশি যোগ্য ও ভালোদের কাতারে দাঁড়াতে সক্ষম হব।দোয়া করবেন আমাদের সকলের জন্য । ধন্যবাদ।
43🥰8🎉1
আগামীকালের টপিক

বাংলা ২য় পত্র:
ব্যাকরণিক শব্দশ্রেণি(বিশেষ্য,বিশেষণ)
এক্সাম টাইম:দুপুর ১ টা(কালকে একটু কাজ থাকায় টাইম আগানো হলো)

বাংলা ১ম পত্র:
সাম্যবাদী
এক্সাম টাইম:দুপুর ৫ টা

Practice before you attend the exams:
https://news.1rj.ru/str/ConfusingQuestions16/2129


(বাংলা ২য় পত্রের টপিকের পিডিএফ দিয়ে দিচ্ছি,সেটুকু খুব ভালোমতো ঝালাই করে নিবেন।যে পিডিএফ দিবো,সেই টপিকটা যেকোনো বই থেকেই অবশ্য পড়তে পারেন!আর হ্যাঁ,সাথে ৯-১০ এর বাংলা ব্যাকরণ বই Must See!!)

পিডিএফ লিংক:
https://news.1rj.ru/str/ConfusingQuestions16/3575
৯-১০ এর বাংলা ব্যাকরণ বই-
https://news.1rj.ru/str/ConfusingQuestions16/3577
25🥰2🤔1
Bangla Phobia।Exam Mate pinned «আগামীকালের টপিক বাংলা ২য় পত্র: ব্যাকরণিক শব্দশ্রেণি(বিশেষ্য,বিশেষণ) এক্সাম টাইম:দুপুর ১ টা(কালকে একটু কাজ থাকায় টাইম আগানো হলো) বাংলা ১ম পত্র: সাম্যবাদী এক্সাম টাইম:দুপুর ৫ টা Practice before you attend the exams: https://news.1rj.ru/str/ConfusingQuestions16/2129…»
ব্যাকরণিক_শব্দশ্রেণিবিশেষ্য,_বিশেষণ.pdf
2.7 MB
ব্যাকরণিক শব্দশ্রেণি(বিশেষ্য, বিশেষণ).pdf
13