ণত্ব -ষত্ব বিধান একদম হাতে ধরিয়ে শেষ করবো ইন শা আল্লাহ । প্রথমে একটা রুলস দিবো। সেটা সবাই পড়বে আবার কমেন্টে লিখবে। তারপর সেই রুলসের উপর পোল দিবো। এভাবে ণ-ত্ব বিধান ও ষ-ত্ব বিধান শেষ করবো। রাজি?
যদি এভাবে আমাদের সাথে শেষ করতে পারো তাহলে এটুকু বলতে পারি তুমি আটকাবা না।
যদি এভাবে আমাদের সাথে শেষ করতে পারো তাহলে এটুকু বলতে পারি তুমি আটকাবা না।
❤69🔥5🥰1
শুরু করলাম ণ-ত্ব বিধান দিয়ে।
চলো আগে জানি, ণ-ত্ব বিধান জিনিসটা কি আসলে?
ণ-ত্ব বিধান হলো তৎসম শব্দের বানানে ণ এর সঠিক ব্যাবহার। এখানে লক্ষ্য করো। সব শব্দে না কিন্তু তৎসম শব্দে। তাহলে ণ ত্ব বিধান খাটবে শুধু তৎসম শব্দে। বলো ণত্ব-ষত্ব বিধান কোন শব্দে প্রযোজ্য?
এবং আরে বলো ষ-ত্ব বিধানের সংজ্ঞা কি হবে তাহলে?
তোমরা সাড়া না দিলে তো আমি বলে /পড়িয়ে মজা পাবো না। ছোট ছোট প্রশ্ন করবো, পোল দিবো ঝটপট উত্তর দিতে হবে তো।
চলো আগে জানি, ণ-ত্ব বিধান জিনিসটা কি আসলে?
ণ-ত্ব বিধান হলো তৎসম শব্দের বানানে ণ এর সঠিক ব্যাবহার। এখানে লক্ষ্য করো। সব শব্দে না কিন্তু তৎসম শব্দে। তাহলে ণ ত্ব বিধান খাটবে শুধু তৎসম শব্দে। বলো ণত্ব-ষত্ব বিধান কোন শব্দে প্রযোজ্য?
এবং আরে বলো ষ-ত্ব বিধানের সংজ্ঞা কি হবে তাহলে?
তোমরা সাড়া না দিলে তো আমি বলে /পড়িয়ে মজা পাবো না। ছোট ছোট প্রশ্ন করবো, পোল দিবো ঝটপট উত্তর দিতে হবে তো।
❤53🥰4
হ্যা। তৎসম শব্দের বানানে ষ এর সঠিক ব্যাবহার হলো ষ-ত্ব বিধান। কিন্তু আমরা এখন ষ -ত্ব বিধান পড়বো না। পড়বো ণ- ত্ব বিধান। তাহলে শুরু করি।
রুলস-১ঃ ঋ,র(রেফ, র -ফলা) , ষ(ক্ষ) থাকলে এর পর ‘ন’ না হয়ে ণ হবে।
তাহলে কি কি বর্ণ বললাম বলতো?
রুলস-১ঃ ঋ,র(রেফ, র -ফলা) , ষ(ক্ষ) থাকলে এর পর ‘ন’ না হয়ে ণ হবে।
তাহলে কি কি বর্ণ বললাম বলতো?
❤48
Bangla Phobia।Exam Mate
হ্যা। তৎসম শব্দের বানানে ষ এর সঠিক ব্যাবহার হলো ষ-ত্ব বিধান। কিন্তু আমরা এখন ষ -ত্ব বিধান পড়বো না। পড়বো ণ- ত্ব বিধান। তাহলে শুরু করি। রুলস-১ঃ ঋ,র(রেফ, র -ফলা) , ষ(ক্ষ) থাকলে এর পর ‘ন’ না হয়ে ণ হবে। তাহলে কি কি বর্ণ বললাম বলতো?
চলো কি কি উদাহারণ হতে পারে দেখিঃ
♻️ঋণ- ঋ এর পর ন হয় না। ণ হয়।
♻️তৃণ- দেখো এখানে কিন্তু সরাসরি ঋ নেই। কিন্তু ঋ কার আছে। তাহলে কি হবে? ন? না। ণ হবে।
♻️ বর্ণ- রেফ আছে। তাই ণ হবে।
এইটুকু কি ক্লিয়ার?
♻️ঋণ- ঋ এর পর ন হয় না। ণ হয়।
♻️তৃণ- দেখো এখানে কিন্তু সরাসরি ঋ নেই। কিন্তু ঋ কার আছে। তাহলে কি হবে? ন? না। ণ হবে।
♻️ বর্ণ- রেফ আছে। তাই ণ হবে।
এইটুকু কি ক্লিয়ার?
❤44🥰7
❤32🥰9😢6🔥4🎉1
🔥26😢16🥰8❤5🤔1🎉1
Bangla Phobia।Exam Mate
নিচের কোনটি ভুল?
ভাই মাত্রই বললাম। কেনো ভুল করতেছো? যারা ভুল করছো তারা ১০ বার পড় রুলস টা।
❤25🤩3😱2😢2
এবার ২য় রুলসঃ এটা শেখার আগে বলতো ট বর্গীয় ধ্বনি কি কি?
❤14🥰3
হ্যা। সবাই পারছো। ট বর্গীয় ধ্বনি হলো ট,ঠ,ড,ঢ,ণ।
এখন ২য় রুলসঃ ট বর্গীয় ধ্বনির আগে ণ যুক্ত হয়। তবে হ্যা। কোন জাতীয় শব্দ বলতো? তৎসম নাকি তদ্ভব?
এখন ২য় রুলসঃ ট বর্গীয় ধ্বনির আগে ণ যুক্ত হয়। তবে হ্যা। কোন জাতীয় শব্দ বলতো? তৎসম নাকি তদ্ভব?
❤18👏10🤔1
হ্যা। তাহলে উদাহারণ দেই কয়েকটা?
♻️ঘণ্টা- ট আছে। ট বর্গীয় ধ্বনির আগে ণ হয়।
♻️ কাণ্ড- ড আছে। ট বর্গীয় ধ্বনির আগে ণ হয়।
এইটুকু কি ক্লিয়ার?
♻️ঘণ্টা- ট আছে। ট বর্গীয় ধ্বনির আগে ণ হয়।
♻️ কাণ্ড- ড আছে। ট বর্গীয় ধ্বনির আগে ণ হয়।
এইটুকু কি ক্লিয়ার?
❤38🔥6👏1
❤29🔥10😱4🥰3👏1🎉1
আচ্ছা তোমরা কি বুঝতেছো না? আমি কি বোঝাতে পারছি না? পোলে এত এত ভুল করতেছে কেন?
😢19🔥7😱3❤2
😢40❤23😱4🔥1
Bangla Phobia।Exam Mate
নিচের কোনটি সঠিক?
বুঝো নাই তো? ভাবতেছো ভাইয়া পল্টি মারলো? এতবার করে বললাম যে ণ ত্ব বিধান কার ক্ষেত্রে খাটবে? তৎসম শব্দ? কিন্তু ঠান্ডা কি তৎসম শব্দ? বলো বলো?
🤔14😢10
তোমরা তৎসম শব্দ চেনো না?😐
আচ্ছা দাড়াও আমার ফোনের নোটে আছে কিনা দেখি।
আচ্ছা দাড়াও আমার ফোনের নোটে আছে কিনা দেখি।
❤20
১। প্রমিত বাংলা বানানের নিয়মানুযায়ী ‘ঈ’ ‘ঊ’ ‘ঋ’ এবং এ তিনটি বর্ণের কারচিহ্ন যুক্ত শব্দই তৎসম শব্দ।
২। মূর্ধন্য- ‘ণ’ যুক্ত সব শব্দ তৎসম শব্দ।
৩। যে শব্দের পূর্বে প্র, পরা, অপ, সম, অব, উপ, অতি, অভি প্রভৃতি উপসর্গ যুক্ত থাকে সেগুলো তৎসম শব্দ ।
৪। বিসর্গ যুক্ত শব্দগুলো এবং বিসর্গসন্ধিসাধিত শব্দগুলো তৎসম শব্দ
৫। অব্যয়পদের শেষে ‘ত’ থাকলে তা সাধারণত তৎসম হয়।
৬। শব্দের শেষে তব্য এবং অনীয় তাকলে সেসব শব্দ তৎসম হয়।
৭। সমাসবদ্ধ একটি অংশ তৎসম জানা থাকলে অপর অশংটি এবং সমস্তপদটিও তৎসম হয়।
৮। বহুবচনবাচক শব্দ যেমন গণ, বুন্দ, মন্ডলী, বর্গ, আবলী, গুচ্ছ, রাজি, মালা, রাশি প্রভূতি শব্দ থাকলে তৎসম হয়।
২। মূর্ধন্য- ‘ণ’ যুক্ত সব শব্দ তৎসম শব্দ।
৩। যে শব্দের পূর্বে প্র, পরা, অপ, সম, অব, উপ, অতি, অভি প্রভৃতি উপসর্গ যুক্ত থাকে সেগুলো তৎসম শব্দ ।
৪। বিসর্গ যুক্ত শব্দগুলো এবং বিসর্গসন্ধিসাধিত শব্দগুলো তৎসম শব্দ
৫। অব্যয়পদের শেষে ‘ত’ থাকলে তা সাধারণত তৎসম হয়।
৬। শব্দের শেষে তব্য এবং অনীয় তাকলে সেসব শব্দ তৎসম হয়।
৭। সমাসবদ্ধ একটি অংশ তৎসম জানা থাকলে অপর অশংটি এবং সমস্তপদটিও তৎসম হয়।
৮। বহুবচনবাচক শব্দ যেমন গণ, বুন্দ, মন্ডলী, বর্গ, আবলী, গুচ্ছ, রাজি, মালা, রাশি প্রভূতি শব্দ থাকলে তৎসম হয়।
❤69🥰9🔥7
Bangla Phobia।Exam Mate
১। প্রমিত বাংলা বানানের নিয়মানুযায়ী ‘ঈ’ ‘ঊ’ ‘ঋ’ এবং এ তিনটি বর্ণের কারচিহ্ন যুক্ত শব্দই তৎসম শব্দ। ২। মূর্ধন্য- ‘ণ’ যুক্ত সব শব্দ তৎসম শব্দ। ৩। যে শব্দের পূর্বে প্র, পরা, অপ, সম, অব, উপ, অতি, অভি প্রভৃতি উপসর্গ যুক্ত থাকে সেগুলো তৎসম শব্দ । ৪। বিসর্গ যুক্ত…
তৎসম শব্দ চেনার কৌশল🤦♂️। তোমরা এটা আগে বলবা না? শুরু থেকেই তৎসম তৎসম করে চিল্লাচ্ছি।
❤35🥰3🔥2😱2
ণ ত্ব বিধানের বাকি নিয়ম কাল শিখো। আজ তৎসম শব্দ শিখো আগে।
❤38🥰1
আজকের বাংলা প্রথম পত্র সাম্যবাদীর উপর এক্সাম শুরু করা যাক
❤24👏3