আচ্ছা তৎসম শব্দ চিনতে পারবো তাহলে এখন? কারো কি বুঝতে সমস্যা আছে.?
❤15
ণ-ত্ব বিধানের রুলস দুটো কার কার মনে আছে? বলো দেখি
❤9
❤19🎉2🔥1
৩য় রুলসঃ মূর্ধন্য (ণ) এর পরে সর্বদা দন্ত্য-ন (ন) বসে।
❤37😱7🔥6
Bangla Phobia।Exam Mate
৩য় রুলসঃ মূর্ধন্য (ণ) এর পরে সর্বদা দন্ত্য-ন (ন) বসে।
যেমনঃ গণনা, রণন। ক্লিয়ার তো?
এটা জাস্ট ১ জনে বুঝছে?
এটা জাস্ট ১ জনে বুঝছে?
❤58🔥5🥰5
Bangla Phobia।Exam Mate
কোনটি সঠিক?
একটু কারেকশন। এটার সঠিক হবে লন্ঠন। কারণ লন্ঠন হলো ইংরেজি শব্দ। আমরা তো জানি ণ ত্ব বিধান খাটবে শুধু তৎসম শব্দে। বুঝছো সবাই। আমার ভুলের জন্য দুঃখিত
❤15😢8🔥1
তোমরা কমেন্ট না করে চুপ করে বসে থাকলে তো আমি বুঝতে পারবো না।
❤7
🔥22😢17🥰6😱2
❤9🥰5🎉3🔥1
রুলস নং ৪- ত, থ, দ, ধ- এই চারটি বর্ণের পরে সবসময় দন্ত্য-ন (ন) বসে।
❤26
Bangla Phobia।Exam Mate
রুলস নং ৪- ত, থ, দ, ধ- এই চারটি বর্ণের পরে সবসময় দন্ত্য-ন (ন) বসে।
এটার উদাহরণ তোমরা দাও দেখি।
🔥10❤2
🔥15❤8🥰6😢6
তোমরা অনেকে প্রশ্ন না পড়েই দাগাচ্ছো। দেখবা কোনটা বলেছে ভুল নাকি সঠিক। একটু সতর্ক থাকতে হবে।
😢30❤11
এবার মুখস্ত করে এগুলোঃ
চাণক্য, মাণিক্য, গণ , বাণিজ্য, লবণ, মণ
বেণু, বীণা, কঙ্কণ, কণিকা,
কল্যাণ, শোণিত, মণি , স্থাণু, গুণ, পুণ্য, বেণী,
ফণী, অণু, বিপণী, গণিকা
আপণ, লাবণ্য, বাণী নিপুণ, ভণিতা পাণি,
গৌণ, কোণ, ভাণ, পণ, শাণ,
চিক্কণ, নিকৃণ, তূণ , কফোণি, বণিক গুণ,
গণনা, পিণাক, পণ্য, বাণ,
চাণক্য, মাণিক্য, গণ , বাণিজ্য, লবণ, মণ
বেণু, বীণা, কঙ্কণ, কণিকা,
কল্যাণ, শোণিত, মণি , স্থাণু, গুণ, পুণ্য, বেণী,
ফণী, অণু, বিপণী, গণিকা
আপণ, লাবণ্য, বাণী নিপুণ, ভণিতা পাণি,
গৌণ, কোণ, ভাণ, পণ, শাণ,
চিক্কণ, নিকৃণ, তূণ , কফোণি, বণিক গুণ,
গণনা, পিণাক, পণ্য, বাণ,
🔥47❤26🥰4👏2
তাহলে এবার সব রুলসগুলো চলো মনে করি। আর হ্যা। এগুলোর বাইরে যা আছে সব ‘ন’ হবে। রুলস গুলে বলো। সব একসাথে।
কই কেউ একজন তো সব রুলসগুলো বলো।
কই কেউ একজন তো সব রুলসগুলো বলো।
🔥22❤9
ণ-ত্ব বিধান শেষ। তাহলে মোট রুলস মুখস্ত করলাম ৪ টা। এর বাইরে যা কিছু হবে সব ‘ন’ বসাবা চোখ বন্ধ করে। কারো কি কোনো সমস্যা আছে?
❤30🤩4
😢10❤6🥰3🔥2😱1
রুলসঃ৫ যে তৎসম শব্দে ‘আয়ন’ প্রত্যয় এর ন পাল্টে হয়ে সবসময় ণ হয়।
❤20