Score??
যেই যেই টপিক থেকে কম করে পোল দিচ্ছি,,,ফ্রি থাকলে অই চাপ্টার গুলো থেকে পোল দিবো যেকোন সময়। রেন্ডম এক্সাম হিসেবে সবাই এক্সাম দিয়ে দিবেন। আমাদের কিন্তু এরই মধ্যে দিয়ে "পদ্য" সবগুলো শেষ।
তিনটা "গদ্য" বাকী। তিনটা গদ্য এর পরেই আপনাদের সাথে আমার বাংলা ১ম পএ এর নেওয়া এক্সামের সমাপ্তি ঘটবে।
যেই যেই টপিক থেকে কম করে পোল দিচ্ছি,,,ফ্রি থাকলে অই চাপ্টার গুলো থেকে পোল দিবো যেকোন সময়। রেন্ডম এক্সাম হিসেবে সবাই এক্সাম দিয়ে দিবেন। আমাদের কিন্তু এরই মধ্যে দিয়ে "পদ্য" সবগুলো শেষ।
তিনটা "গদ্য" বাকী। তিনটা গদ্য এর পরেই আপনাদের সাথে আমার বাংলা ১ম পএ এর নেওয়া এক্সামের সমাপ্তি ঘটবে।
❤51😱6
😢15❤6🎉1
😢13❤7🔥1
🔥5😱2🤔1
Forwarded from Exam Mate Official
😢20❤10😱4🔥1
কোন বাক্যটিতে সমধাতুজ ক্রিয়া রয়েছে?
Anonymous Quiz
4%
আমি ঘুম থেকে জেগেছু
11%
আমি বেশ ঘুম দিয়েছি
80%
আমি বেশ এক ঘুম ঘুমিয়েছি
5%
তোমার ঘুম ভালো হয়েছিলো তো?
🥰11😢5❤4🤔2🔥1
🔥8❤6
কোন বাক্যটি অনুজ্ঞা ভাব প্রকাশ করেছে?
Anonymous Quiz
8%
আমি বাড়ি যাই।
42%
মন দিয়ে লেখাপড়া কর।
21%
পরিশ্রম করলে সফল হবে।
28%
তার মঙ্গল হোক।
😱10😢8🥰3
কোন বাক্যটিতে নামধাতুর ক্রিয়াপদ রয়েছে?
Anonymous Quiz
26%
মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন।
30%
শিক্ষক ছাত্রকে বেতাচ্ছেন।
34%
আমরা কুতুবমিনার দর্শন করলাম।
9%
তুমি যেতে পার।
🤔11❤7🤩1
কোনটি সাপেক্ষ ভাব প্রকাশ করছে?
Anonymous Quiz
4%
আমাকে বই দাও।
82%
যদি সে যেত,আমি আসতাম।
13%
তোমার ইচ্ছা পূর্ণ হোক।
1%
রেবা ভালো গান করে।
❤9🔥2
কোন বাক্যটিতে যৌগিক ক্রিয়াপদ রয়েছে?
Anonymous Quiz
27%
তুমি এখন গান করতে পার।
44%
শিক্ষক মহোদয় বাংলা পড়াচ্ছেন।
8%
আমি এইমাত্র এলাম।
21%
হামিদকে দেখে খুশি হলাম।
🤔11😢7🔥1🥰1
কোন বাক্যটি দ্বিকর্মক ক্রিয়া দ্বারা গঠিত?
Anonymous Quiz
19%
চল খেলতে যাই।
21%
আমাকে বইটা দাও।
27%
আর মায়াকান্না কেঁদো না।
33%
সাপুড়ে সাপ খেলায়।
😢13❤3🔥2
কোন বাক্যটির ক্রিয়া সকর্মক?
Anonymous Quiz
8%
চুপ করে থাক।
47%
আকাশে চাঁদ উঠেছে।
35%
শিশুটি কাঁদে
10%
আকাশের চাঁদ যেন মাটিতে নেমেছে।
😢9🥰7❤3🤩2🔥1
কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত?
Anonymous Quiz
9%
মাথা ঝিম ঝিম করছে।
71%
মা শিশুটিকে হাসান।
18%
তোমার পরিশ্রমের ফল ফলেছে।
3%
শিশুটি কাঁদে।
❤6😢4👏2🔥1😱1
কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া রয়েছে?
Anonymous Quiz
37%
আমরা হাত-মুখ ধুয়ে বেড়াতে বের হব।
20%
এ নদীতে প্রচুর মাছ আছে।
30%
রূপকথার গল্প শোন।
14%
তুমি কোথায় যাচ্ছ?
❤5🥰5😢3🤔2😁1
বৃষ্টি আসে আসুক।এখানে কোন ক্রিয়ার ভাব প্রকাশিত হয়েছে?
Anonymous Quiz
22%
সাপেক্ষ ভাব
58%
আকাঙ্ক্ষা প্রকাশক ভাব
15%
অনুজ্ঞা ভাব
4%
নির্দেশক ভাব
❤9🔥3
সাইরেন বেজে উঠল।এখানে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে যে অর্থে-
Anonymous Quiz
5%
অনুমোদন অর্থে
69%
আকস্মিকতা অর্থে
9%
দ্রুততা অর্থে
18%
কার্যসমাপ্তি অর্থে
❤6😢5🔥3😱1
মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন।এখানে প্রযোজ্য কর্তা-
Anonymous Quiz
6%
চাঁদ
46%
মা
41%
শিশুকে
7%
চাঁদ দেখাচ্ছেন
❤7