তো আজ এইটুকুই। আমার জ্বর। না হয় চেষ্টা করতাম পুরোটা শেষ করতাম। কেমন লাগলো জানিও। বই খাতা আশেপাশে নেই। ফোনের নোট থেকে করলাম সব। তোমাদের প্র্যক্টিস করতে হবে অনেক অনেক।একদিনে দক্ষ হতে পারবে না৷ এর পর বাকিটুকু শেষ করবো ইন শা আল্লাহ। তবে কবে করবো জানি না। ভালো থেকো। আল্লাহ হাফেজ😇🤲
❤73😢16🥰1
সৌন্দর্য সকলকেই আকর্ষণ করে। বাক্যে সৌন্দর্য কোন পদ?
Anonymous Quiz
61%
বিশেষ্য
23%
বিশেষণ
8%
সর্বনামের বিশেষণ
8%
বিশেষণের বিশেষণ
🔥16❤13🥰1
❤18😢10🥰3
নিচের কোন বাক্য 'ভালো' বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়েছে?
Anonymous Quiz
8%
অয়ন ভালো দৌড়াতে পারে
26%
ভালো লোক সবার প্রিয়
56%
নিজের ভালো কে না চায়
10%
ভালো মানুষ কমই দেখা যায়
❤20🥰2
মন্দকে মন্দ বলতেই হবে। বাক্যে দুই 'মন্দ' কোন পদ?
Anonymous Quiz
7%
দুইটাই বিশেষণ
30%
প্রথমটা বিশেষণ,পরেরটা বিশেষ্য
20%
দুইটাই বিশেষ্য
43%
প্রথমটা বিশেষ্য,পরেরটা বিশেষণ
❤16😢13😱3🔥2
তার হাতের লেখা খুব ভালো। বাক্যে খুব কোন পদ?
Anonymous Quiz
16%
বিশেষণ
23%
বিশেষ্যর বিশেষণ
57%
বিশেষণের বিশেষণ
4%
বিশেষ্য
❤20🤔5😱5😢5🔥2🥰2
গতকাল একটা ছোট্ট টপিকস শেষ করানো হয় নি। যেটাকে বলা হয় পদান্তর। অর্থ্যাৎ তোমাকে যদি একটা বিশেষ্য শব্দ দিয়ে বলে এর বিশেষণ কি তখন কিভাবে করবো? প্রশ্নব্যাংক খুলেলেই দেখবে এরকম প্রশ্ন অনেক অনেক বার এসেছে। এখন কিছু নিয়ম শিখবো। এগুলো আমি কোনো বইয়ে খুজে পাইনি। বইয়ে জাস্ট একটা ছক দেওয়া আছে এটার। তো শুরু করি। রিসপন্স থাকা বাধ্যতামূলক😇
তবে শুরুতেই বলে রাখি এই নিয়মের ব্যাতিক্রম হয়তো কয়েকটা হতে পারে।
তবে শুরুতেই বলে রাখি এই নিয়মের ব্যাতিক্রম হয়তো কয়েকটা হতে পারে।
❤57
বিশেষ্য থেকে বিশেষণঃ
১। অন প্রত্যয়যুক্ত বিশেষ্যে অন প্রত্যয়ের বদলে ত(ক্ত) /ইত /ইন প্রত্যয় যোগ করলে বিশেষণ পদ পাওয়া যায়। যেমন: গমন > গত, গ্রহণ > গৃহীত।
বুঝছো?
১। অন প্রত্যয়যুক্ত বিশেষ্যে অন প্রত্যয়ের বদলে ত(ক্ত) /ইত /ইন প্রত্যয় যোগ করলে বিশেষণ পদ পাওয়া যায়। যেমন: গমন > গত, গ্রহণ > গৃহীত।
বুঝছো?
❤28🥰2
❤12😢7🔥2🤔2🥰1
Bangla Phobia।Exam Mate
অধ্যয়ন এর বিশেষণ রূপ কোনটি? [জাবিঃ১৭-১৮]
এখানে বানান নিয়ে একটু প্যাচ করছে।
❤15🔥7
Bangla Phobia।Exam Mate
অধ্যয়নের বিশেষণ রূপ কোনটি? [ইবি-৯-১০]
অধ্যয়ন কি অন প্রত্যয় নেই? তাহলে নিয়ম অনুযায়ী অন এর বদলে ইত/ত বসার কথা না? তো ভুল করলে কেন?
😢11❤5
কিছু বিশেষ্যের সাথে উয়া প্রত্যয় যোগ করলে বিশেষণ পদ পাওয়া যায়। গাছ+উয়া = গাছুয়া>গেছো।
❤23
ষ্ণিক/ইক প্রত্যয় যোগ করে বিশেষ্য থেকে বিশেষণ পাওয়া যায়। যেমন: দর্শন+ষ্ণিক(ইক) = দার্শনিক। এক্ষেত্রে প্রথম স্বরটির বৃদ্ধি হয়। যেমন: উপনিবেশ>ঔপনিবেশিক, নিমিত্ত>নৈমিত্তিক। উ>ঔ এবং ই>ঐ হয়েছে।
❤30🔥5
বিশেষ্যের সাথে উক প্রত্যয় যোগে বাংলায় অনেক সময় বিশেষণ পদ পাওয়া যায়। যেমন: ভাব -- ভাবুক, মিথ্যে -- মিথ্যুক।
❤19🔥2🥰1
Bangla Phobia।Exam Mate
Photo
🥰19❤5🔥2😱2