কোনটি অনন্বয়ী অব্যয়ের উদাহরণ?
Anonymous Quiz
12%
তাকে দিয়ে এ কাজ হবে না
21%
বৃষ্টি পড়ে ঝমঝম
50%
উঃ বড্ড লেগেছে
17%
তুমি ভালো ছেলে তাই তোমাকে সবাই ভালোবাসে
❤18🤔7🥰1
❤22😢19🤔3
❤10😢10😱5🥰4
আসসালামু আলাইকুম। অব্যয়ের বাকি অংশ ইন শা আল্লাহ শেষ করবো আজ দুপুর ২ টায়। তৈরী থেকো😇
❤30👏2
অনন্বয়ী অব্যয়ঃ
অনন্বয়ী অব্যয় হলো যে অব্যয় বাক্যের সাথে সংযুক্ত থাকে না। আরেকটু ক্লিয়ার করলে বললে যেটা না থাকলেও বাক্য স্বাধীন অথ প্রকাশ করতে পারে, সেটা হলো অনন্বয়ী অব্যয়। কয়েকটা উদাহারন দেই।
ছি! তুমি এত খারাপ?
দেখ এখানে ছি অনন্বয়ী অব্যয়। কেননা আমরা যদি এই ছি টা বাদ দিই, তবুও বাক্যের অথ প্রকাশে কোনো বাধা থাকে না৷ বাক্য ঠিকভাবে অর্থ প্রকাশ করতে পারে।
আরো একটা উদাহারণঃ
আমি আজ আলবত যাবো। এখানে আলবত টা হলো অনন্বয়ী অব্যয়। কারণ আলবত থাকা না থাকা কিন্তু বাক্যের প্রকাশে বাধা দেয় না।
বুঝছো? বুঝলে নিজেরা উদাহারন দাও তো কয়েকটা।
অনন্বয়ী অব্যয় হলো যে অব্যয় বাক্যের সাথে সংযুক্ত থাকে না। আরেকটু ক্লিয়ার করলে বললে যেটা না থাকলেও বাক্য স্বাধীন অথ প্রকাশ করতে পারে, সেটা হলো অনন্বয়ী অব্যয়। কয়েকটা উদাহারন দেই।
ছি! তুমি এত খারাপ?
দেখ এখানে ছি অনন্বয়ী অব্যয়। কেননা আমরা যদি এই ছি টা বাদ দিই, তবুও বাক্যের অথ প্রকাশে কোনো বাধা থাকে না৷ বাক্য ঠিকভাবে অর্থ প্রকাশ করতে পারে।
আরো একটা উদাহারণঃ
আমি আজ আলবত যাবো। এখানে আলবত টা হলো অনন্বয়ী অব্যয়। কারণ আলবত থাকা না থাকা কিন্তু বাক্যের প্রকাশে বাধা দেয় না।
বুঝছো? বুঝলে নিজেরা উদাহারন দাও তো কয়েকটা।
❤59🔥6
অনুকার অব্যয়ঃ
এটা একদম সহজ! একই শব্দের পুনরাবৃত্তি হবে।
যেমনঃ
☣️ বৃষ্টির শব্দ- ঝমঝম
☣️স্রোতের ধ্বনি- কলকল
☣️বাতাসের গতি- শনশন
এখন লক্ষ্য করো আমরা এই যে বাক্যগুলো ব্যাবহার করলাম শনশন, কলকল ইত্যাদি ইত্যাদি এগুলো আমাদের কেউ শিখিয়ে দেয় নি। আমরা নিজেরা কল্পনা করে তৈরী করেছি এইগুলো। এটাও অনুকার অব্যয়ের একটা বৈশিষ্ট্য।
এখন আবার গতকাল সমধাতুজ ক্রিয়ার ক্ষেত্রে ও বলেছিলাম একই শব্দের পুনরাবৃত্তি হয়, তবে সেটা আংশিক পরিবর্তন হয়ে। যেমন তোমরাই উদাহরণ দিয়েছিলে,
বেশ এক ঘুম ঘুমিয়েছি।
এখানে দেখো ঘুম দুইবার এসেছে ঠিকই। কিন্তু হুবহু পুনরাবৃত্তি হয় নি। আর অনুকার অব্যয়ে হুবহু রিপিট হয়। পার্থক্যটা আর অনুকার অব্যয়টা ক্লিয়ার তো এখন?
তোমরা কয়েকটা উদাহারন দাও তো.
এটা একদম সহজ! একই শব্দের পুনরাবৃত্তি হবে।
যেমনঃ
☣️ বৃষ্টির শব্দ- ঝমঝম
☣️স্রোতের ধ্বনি- কলকল
☣️বাতাসের গতি- শনশন
এখন লক্ষ্য করো আমরা এই যে বাক্যগুলো ব্যাবহার করলাম শনশন, কলকল ইত্যাদি ইত্যাদি এগুলো আমাদের কেউ শিখিয়ে দেয় নি। আমরা নিজেরা কল্পনা করে তৈরী করেছি এইগুলো। এটাও অনুকার অব্যয়ের একটা বৈশিষ্ট্য।
এখন আবার গতকাল সমধাতুজ ক্রিয়ার ক্ষেত্রে ও বলেছিলাম একই শব্দের পুনরাবৃত্তি হয়, তবে সেটা আংশিক পরিবর্তন হয়ে। যেমন তোমরাই উদাহরণ দিয়েছিলে,
বেশ এক ঘুম ঘুমিয়েছি।
এখানে দেখো ঘুম দুইবার এসেছে ঠিকই। কিন্তু হুবহু পুনরাবৃত্তি হয় নি। আর অনুকার অব্যয়ে হুবহু রিপিট হয়। পার্থক্যটা আর অনুকার অব্যয়টা ক্লিয়ার তো এখন?
তোমরা কয়েকটা উদাহারন দাও তো.
❤49🥰6
অনুসর্গ অব্যয়ঃ
যে সকল অব্যয় শব্দ বিশেষ্য ও সর্বনাম পদের বিভক্তির ন্যায় বসে কারকবাচকতা প্রকাশ করে, তাদের অনুসর্গ অব্যয় বলে।
যদের অনুসর্গ একদম ক্লিয়ার করা আছে তাদের কাছে এটা একদম সহজ। এক কথায় বলতে গেয়ে যেটাই অনুসর্গ সেটাই অনুসগ অব্যয়।
যেমনঃ
☣️দিহানকে দিয়ে কোনো কাজ হবে না। এখানে দিয়ে হলো অনুসর্গ অব্যয়।
☣️ বেকুবের মত কাজ করো না। এখানে মত অনুসর্গ অব্যয়।
যে সকল অব্যয় শব্দ বিশেষ্য ও সর্বনাম পদের বিভক্তির ন্যায় বসে কারকবাচকতা প্রকাশ করে, তাদের অনুসর্গ অব্যয় বলে।
যদের অনুসর্গ একদম ক্লিয়ার করা আছে তাদের কাছে এটা একদম সহজ। এক কথায় বলতে গেয়ে যেটাই অনুসর্গ সেটাই অনুসগ অব্যয়।
যেমনঃ
☣️দিহানকে দিয়ে কোনো কাজ হবে না। এখানে দিয়ে হলো অনুসর্গ অব্যয়।
☣️ বেকুবের মত কাজ করো না। এখানে মত অনুসর্গ অব্যয়।
❤48🥰5
অনুসর্গ অব্যয়টা একটু কঠিন লাগলো তাই না? ব্যাপার না। এখনি সহজ লাগবে।
অনুসর্গ অব্যয় দুই প্রকারে ব্যাবহৃত হয়।
১. সরাসরি বিভক্তি যুক্ত
২. বিভক্তি রূপে
এখান যেগুলো তে তুমি দেখবে যে সরাসরি বিভক্তি দেওয়া আছে, সেগুলো হলো অনুসর্গ অব্যয়। যেমন দিহান কে দিয়ে একাজ হবে না। এখামে দিয়ে টা কিন্তু বিভক্তি। তাই এটি অনুসর্গ অব্যয়।
আর ২য় উদাহারনে দেখো মতো টা কিন্তু বিভক্তি না। এটা বিভক্তি রূপে ব্যাবাহৃত হয়েছে। এটাও অনুসগ অব্যয়।
এখন কি বুঝছো?
অনুসর্গ অব্যয় দুই প্রকারে ব্যাবহৃত হয়।
১. সরাসরি বিভক্তি যুক্ত
২. বিভক্তি রূপে
এখান যেগুলো তে তুমি দেখবে যে সরাসরি বিভক্তি দেওয়া আছে, সেগুলো হলো অনুসর্গ অব্যয়। যেমন দিহান কে দিয়ে একাজ হবে না। এখামে দিয়ে টা কিন্তু বিভক্তি। তাই এটি অনুসর্গ অব্যয়।
আর ২য় উদাহারনে দেখো মতো টা কিন্তু বিভক্তি না। এটা বিভক্তি রূপে ব্যাবাহৃত হয়েছে। এটাও অনুসগ অব্যয়।
এখন কি বুঝছো?
❤45🔥7
আচ্ছা বলো কোন জায়গায় সমস্যা? কেনটা বুঝতেছো না? শুনো এগুলো হলো প্র্যক্টিসের বিষয়। আজ রাতে নোট টা নিয়ে বসবা। প্রশ্নব্যাংক দেখো। দেখবা সবই তুমি পারো।
❤19🔥5
পদ প্রকরণ (1).pdf
4.8 MB
পদ প্রকরণ নোট। যার হঠাৎ করল এসে চিল্লানো শুরু করছো ভাইয়া এটা বুঝি নাই, ওটা বুঝি নাই; তারা দয়াকরে এটা পড়বেন।
Credit: Ayman
Credit: Ayman
🔥24❤9🥰4🤩2
HSC-21: DU (CHA)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ২ জুলাই অংকন পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- পাঠশালা বার্তা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ২ জুলাই অংকন পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- পাঠশালা বার্তা
❤11
আমি দুঃখিত। আমি পোস্ট করে যে বুঝিয়ে দিচ্ছি, এটাকে বলার সুবিধার্থে ক্লাস বলে ফেলেছিলাম🙂। সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি🙂
এটা আমার করা একদমই উচিত হয়নি। মাফ করে দিবেন🙂
এটা আমার করা একদমই উচিত হয়নি। মাফ করে দিবেন🙂
😢28🥰3❤1
Bangla Phobia।Exam Mate
Photo
❤15😢5🔥1
এই ছিলো আজকের মতো। সবার জন্য দোয়া। আমার ভুল ত্রুটি মাফ করে দিও । কেউ কোথাও না বুঝলে কোনো একটা পোস্টের কমেন্টে আমাকে মেনশন করে আমাকে বইলো। আমার জন্যে দোয়া করবে।
TATA🙂
TATA🙂
❤46