Bangla Phobia।Exam Mate – Telegram
Bangla Phobia।Exam Mate
28.4K subscribers
746 photos
13 videos
179 files
568 links
Download Telegram
অভিরাম শব্দের অর্থ
Anonymous Quiz
37%
সুন্দর
11%
বর্তমান
12%
ইচ্ছা
40%
চলমান
😢17🥰14🔥4🎉2
যাইহোক, স্কোর বলো?

?/৩০
🥰10
পারিভাষিক শব্দের বস এগুলো😁

File=নথি(১৬ বার)
Zone=অঞ্চল/বলয়(১৪ বার)
Embargo=নিষেধাজ্ঞা (১২ বার)
Rank=পদমর্যাদা (১১ বার)
Nursery=শিশুশালা(৮ বার)
Galaxy = ছায়াপথ (৯ বার)
Book post = খোলা ডাক (৮ বার)
Dynamic = গতিশীল/গভীর (৭ বার)
Legend=কিংবদন্তি(১২ বার)
Principle = নীতি(১৩ বার)
130🔥30😁10🥰3🤔2😱1
গুচ্ছ অধিভুক্ত ২২ বিশ্ববিদ্যালয় সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সবচেয়ে ছোট জগন্নাথ বিশ্ববিদ্যালয়। চলুন জেনে নেয়া যাক কোন বিশ্ববিদ্যালয়ের আয়তন কত ☞

১. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (১৭৫৪ একর)
২. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (১১৯৬ একর)
৩. রাজশাহী বিশ্ববিদ্যালয় (৭৫৩ একর)
৪. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (৬৯৭ একর)
৫. ঢাকা বিশ্ববিদ্যালয় (৬০০ একর)
৬.শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ( ৫০০ একর)
৭. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৩২০ একর)
৮. ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া (১৭৫ একর)
৯. চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১৬৩ একর)
১০. রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১৫২একর)
১১. হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১৩০ একর)
১২. খুলনা বিশ্ববিদ্যালয় (১০৬ একর)
১৩. খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১০১ একর)
১৪. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১০১ একর)
১৫. শের-এ-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (৮৭ একর)
১৬. বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৭৭ একর)
১৭. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (৭৫ একর)
১৮. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৭২ একর)
১৯. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৫৭ একর)
২০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৫৫ একর)
২১. বরিশাল বিশ্ববিদ্যালয় (৫০ একর)
২২. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (৪২ একর)
২৩. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৩০ একর)
২৪. বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (১২ একর)
২৫. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৩৫ একর)

২৬. কুমিল্লা বিশ্ববিদ্যালয় (৫০ একর)
২৭. জগন্নাথ বিশ্ববিদ্যালয় (১০ একর)
কত একরে যাচ্ছো তুমি 🧐?
57😢8🥰3🤩1
11🤔6🔥5🥰3😢3👏1😁1
ছাই ফেলতে ভাঙা কুলো। এখানে ভাঙা কুলো বলতে বোঝায়-
Anonymous Quiz
26%
অলস ব্যাক্তি
49%
উপেক্ষিত ব্যাক্তি
15%
নিন্দিত ব্যাক্তি
10%
অসহায় ব্যাক্তি
14😢13🤔4🔥3
Forwarded from Chemistry Phobia।Exam Mate (D I H A N ☘️)
চবি ক ইউনিটে প্রতি আসনের জন্য লড়বে ৪৮ জন শিক্ষাথী।

-ডেইলি ক্যাম্পাস
😢31😱264👏1
Chemistry Phobia।Exam Mate
চবি ক ইউনিটে প্রতি আসনের জন্য লড়বে ৪৮ জন শিক্ষাথী। -ডেইলি ক্যাম্পাস
খ ইউনিটে ৩২, গ তে ২৬ এবং ঘ ইউনিটে ৩৭ জন লড়বে প্রতি আসনের জন্য
😢29🎉2
💥5★ গুরুত্বপূর্ণ কিছু বাংলা বানান

1) ইতিপূর্বে = ইতঃপূর্বে
2) সহযোগীতা = সহযোগিতা
3) শিরচ্ছেদ = শিরশ্ছেদ
4) মনোকস্ট = মনঃকষ্ট
5) অপারাহ্ন = অপরাহ্ণ
6) দূরবস্তা =দুরবস্থা
7) ষ্টেশন =স্টেশন
8) মুহুর্ত = মুহূর্ত
9) উপযোগীতা = উপযোগিতা
10) কল্যান = কল্যাণ
11) জীবীকা =জীবিকা
12) স্বরস্বতী = সরস্বতী
13) গীতাঞ্জলী =গীতাঞ্জলি
14) পিপিলিকা =পিপীলিকা
15) ব্যপ্ত = ব্যাপ্ত
16) মুখস্ত = মুখস্থ
17) সংস্কৃতিক =সাংস্কৃতিক
18) অন্তভুক্ত =অন্তর্ভুক্ত
19) ঐক্যতান = ঐকতান
20)  উপরোক্ত = উপর্যুক্ত
21) বিদূষি =বিদুষি
22)  ভূবন = ভুবন
23)  বিভিষিকা = বিভীষিকা
24) আলচ্যমান = আলোচ্যমান
25) পুরান = পুরাণ
26)  ঝরণা = ঝরনা
27) প্রনয়িণী = প্রনয়িনী
28) দৈন্যতা = দৈন্য, দীনতা
29) পুরষ্কার = পুরস্কার
30) স্নেহাশীস = স্নেহাশিস্
31) বয়জেষ্ঠ্য = বয়োজ্যেষ্ঠ
32) দূরাদৃস্ট = দুরাদৃষ্ট
33) কর্মজীবি = কর্মজীবী
34) আকাংখা = আকাংঙ্ক্ষা
35) প্রতিযোগীতা = প্রতিযোগিতা
36) সন্যাসী = সন্ন্যাসী
37) বহিস্কার = বহিষ্কার
38) জগত = জগৎ
39) মনীষি = মনীষী
40) শান্তনা = সান্ত্বনা
41) মন্রীত্ব = মন্রিত্ব
42)  বুদ্ধিজীবি = বুদ্ধিজীবী
43) ইতিমধ্যে = ইতোমধ্যে
44) ভৌগলিক= ভৌগোলিক
45)  মুমুর্ষু = মুমূর্ষু
46)  শ্রদ্ধান্ঞ্জলী = শ্রদ্ধান্ঞ্জলি
47)  উত্তারায়ন = উত্তারায়ণ
48) ঋন = ঋণ
49) সমিচিন. = সমীচীন
50) সম্বর্ধনা = সংবর্ধনা
51) দারিদ্রতা = দরিদ্রতা/দারিদ্র্য
52) সুষ্ঠ = সুষ্ঠু
53) পরিস্কার. = পরিষ্কার
54) কৃজ্জটিকা = কৃজ্ঝটিকা
55) নিশিথিনি = নিশীথিনী
56) আদ্যান্তে = আদ্যন্ত
57) ব্রাক্ষ্মন = ব্রাক্ষ্মণ
58) শুশ্রষা = শুশ্রূষা
59) মরিচিকা = মরীচিকা
60)  স্বামীগৃহ = স্বামিগৃহ
61)  আইনজীবি = আইনজীবী
62)  নুন্যতম = ন্যূনতম
63) ব্যতিত = ব্যতীত
64)  প্রানীবিদ্যা = প্রানিবিদ্যা
65)  উজ্জল. = উজ্জ্বল
66) লজ্জাষ্কর. = লজ্জাকর
67) তোরন. = তোরণ
68)  কার্য্যালয় = কার্যালয়
69) নিরব. = নীরব
70) উচ্ছাস. = উচ্ছ্বাস
71) ভ্রাতাগন = ভ্রাতৃগন
72) বাল্মিকী = বাল্মীকি
73)  দোষণীয় = দূষণীয়
74)  গ্রামীন. = গ্রামীণ
75) পোষ্টমাষ্টার = পোস্টমাস্টার
76) ভাতুস্পুএ = ভ্রাতুষ্পুত্র
77)  নিক্কন = নিক্বণ
78) দ্বন্ধ = দ্বন্দ্ব
79) সম্বাদ = সংবাদ
80) সূচিপত্র =সুচিপত্র
89😱7🔥5🥰3👏1
যারা চান্স পেলাম, আর যারা চান্স পেলাম না তাদের জন্য আমার দুটো ভাবনা-

যাদের চান্স হয়নি-
Admission এর সবথেকে টাফেস্ট পার্ট হলো, চারপাশে সহপাঠীদের সাফল্য দেখেও নিজেকে শক্ত রেখে পরের এক্সামের জন্য পড়াশোনা করা৷

এই গ্রুপের সংখ্যাগরিষ্ঠই এখন এই সময়টা পার করছো, দুনিয়াটা এমনই মনে হবে, যেখানে কেবল সফলদেরই মূল্যায়ন হয়৷ ভেবে দেখো, প্রতি মূহুর্তে কয়জন মারা যাচ্ছে, কয়জন জন্ম নিচ্ছে; একদিকে সুখের ঘন্টা আরেকদিকে দুঃখের কান্না, দুইটা একবারে রেললাইনের মতন সমান্তরালে ছিলো, আছে, থাকবে৷

তাই মানুষ হিসেবে বড় হবার অধ্যায়ে এডমিশন সিজন তোমাকে এই পাঠ শিখিয়েই বড় করবে যে, "পৃথিবী তার আপন গতিতে চলে, কোনো উদযাপন, উপলক্ষ কারো জন্য অপেক্ষা করবেনা৷"

এখন এমন সময় হবে যে, বন্ধুদের মধ্যে শত্রুতা তৈরি হবে, চান্স পাওয়া না পাওয়ার মধ্যে দূরত্ব হবে, নিজেকে মেধাবী প্রমাণ করার চেষ্টা চলবে, নিজের সীমাবদ্ধতাকে প্রশ্রয় দিয়ে তর্কে জড়ানো হবে, সিস্টেমের দোষারোপ হবে, আরো অনেক কিছুই হবে৷

তবে তারাই দিনশেষে বড় হবে, যারা চান্স পাক বা না পাক, নিজের ভুল ছিলো মেনে, সামনের দিনগুলোতে ভালো করার বিশ্বাস নিয়ে পরিশ্রম করে যাবে৷

আমার মতে তাই, এডমিশনে সফলতা মানে চান্স পাওয়া না, বরং বড় হওয়া যা চান্স না পেয়েও অনেকে হতে পারে৷

আর যারা চান্স পেলে-

Chance শব্দটার বাংলা করলে হয় "সুযোগ"। সুযোগ পাওয়া আর সাফল্য পাওয়া কিন্তু এক জিনিস না৷ সুযোগ পেয়েও কাজে লাগায়নি এমন উদাহরণ কিন্তু অনেক আছে৷

আমাদের ছেলে মেয়েদের একটা কমন সমস্যা হয়ে থাকে, চান্স পেয়ে নিজেকে উঁচুজাত মনে করা, যা একবারে ধ্বংস করে দিতে সময় নিবেনা৷ চান্স পাওয়া এতদিন লক্ষ্য থাকলেও, এখন চান্স পাবার পর অবশ্যই পরের লক্ষ্য নিয়ে কাজ করতে হবে, তা নাহলে তোমার জীবন এই চান্স পাওয়া পর্যন্তই খাতা কলমে সমাপ্ত, আয়ু থাকলেও অর্জন থেমে যাবে৷

যদি চান্স পেয়েও নত হতে পারো, নিজের পা মাটিতে রেখে নিজের আরো জানার বাকি এই চিন্তা মাথায় রাখো তবেই তুমি সফল হবে৷ অবশ্যই সন্তুষ্ট থাকবো, তবে মনে মনে; যখনই মনে করবে তুমি পরিপূর্ণ, তখনই তুমি শেষ৷

- Apar vaiya.
158🔥52🥰1🤔1
Invoice শব্দের বাংলা পরিভাষা
Anonymous Quiz
26%
চালাক
17%
বোকা
33%
অপদার্থ
24%
অাদেশ
😢25🤔98😁6🔥2
Forwarded from Chemistry Phobia।Exam Mate (D I H A N ☘️)
💥CU Info (HSC-21)
18🥰1
Bangla Phobia।Exam Mate
Invoice শব্দের বাংলা পরিভাষা
টাইপিং মিস্টেকের জন্য দুঃখিত। ১ম অপশনটা চালান হবে🙂
খগ শব্দের অর্থ
Anonymous Quiz
44%
পাখি
7%
বাঘ
36%
ঘোড়া
13%
কোনটিই নয়
🥰15😁6🎉3😢2😱1
পনস কোন ফলের নাম
Anonymous Quiz
19%
কাঁঠাল
22%
অামড়া
29%
তাল
29%
অাখরোটি
😱36🥰10😢2
কুলি শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
Anonymous Quiz
38%
তুর্কি
32%
ফার্সি
9%
অারবি
21%
পর্তুগিজ
🔥11👏3😢3🤔2
বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা কয়টি ?
Anonymous Quiz
36%
23%
৩৫
35%
৪১
6%
৪৩
😱11🥰64
'প্রদোষ' শব্দের অর্থ কী?
Anonymous Quiz
15%
সকাল
9%
বিকেল
73%
সন্ধ্যা
4%
রাত্রি
9🔥6😢4
😁138😢3