Bangla Phobia।Exam Mate – Telegram
Bangla Phobia।Exam Mate
28.4K subscribers
746 photos
13 videos
179 files
568 links
Download Telegram
💥পর্তুগিজ শব্দ X খোকার ক্রাশ💥

খোকা আনারস, আতা, পেয়ারা, পেপে খাওয়ার বায়না ধরলে তার মা থাকে গামলায় করে তা এনে দেন,,খোকার বড় ভাই চুরি করে যাতে সেগুলো খেতে না পারে সেজন্য খোকার মা সেগুলো আলমারিতে তুলে রাখেন এবং আলমারির চাবি লুকিয়ে রাখেন। দুপুরবেলা খোকা যখন স্কুল থেকে বাসায় আসে তখন তার মা তাকে বালতি, সাবান আর তোয়ালে দিয়ে গোসল করে নিতে বলেন...গোসল শেষে খোকা বারান্দার গিয়ে জানালার পাশে খেদারা নিয়ে বসে বসে আচার মার্কা পাউরুটি দিয়ে কাবাব খাই😆। আচমকা সে জানালা দিয়ে বাইরে তাকাই এবং টুপি পড়া কেরানির কামিজ পড়া মেয়েকে দেখে সে ক্রাশ খায়🙂👍। ক্রাশের রুপের আগুনে পাশের গুদামে বোমা ফেটে আগুন ধরে যায়🤣। গুদাম মেরামতের জন্য মিস্ত্রি ডাকা হল... মিস্ত্রি বললো গুদাম মেরামত করতে হলে আলকাতরা, আলপিনপেরেক প্রয়োজন।


💥 খ্রিস্টানদের ধর্মগুরুর নাম যীশুগীর্জার পাদ্রি গলায় ক্রুশ () পড়ে তার শিষ্যদের বাইবেল শেখান।
58😁43🔥3
বিঃদ্রঃ গোসল শব্দটি এখানে শুধুমাত্র গল্প মিলানোর জন্য ব্যবহার করা হয়েছে। এটি আরবি শব্দ।
36
সহপাঠ থেকে এইগুলো দেখে নাও।

Credit : গুচ্ছ চ্যালেঞ্জ
45🥰2
রাবি+গুচ্ছ সাজেশনঃ

বাংলা
♦️ধ্বনি পরিবর্তন
♦️ব্যাকরণ এর আলোচ্য বিষয়
♦️সমাস
♦️সন্ধি
♦️প্রত্যয়
♦️শুদ্ধি
♦️পদ
♦️শব্দ
♦️বাগধারা।
.......
উপরের টপিক্স গুলা পড়লে + সাথে প্রশ্নব্যাংক ব্যাখ্যা সহ পড়লে ৮৫%+ নম্বর কমন আসবে ইনশাআল্লাহ।



-রাশেদ মেনন ভাই, রাবি
74🥰5🤩4👏2
❇️ জাবি (ঘ) বাংলার ৪ নম্বর নিশ্চিত করতে তোমাকে যা পড়তেই হবে( অ্যানালািসিস অনুযায়ী) -

প্রথম পত্র থেকে একটা প্রশ্ন ও আসে নাই এখন পর্যন্ত তবে কবি পরিচিতি ১০০০০০০% গুরুত্বপূর্ণ। ১ টা তো পাবাই পাবা।

বিরচন একদম মুখস্থ, ঠোঁটস্থ, আত্নস্থ করা লাগবে ( বাক্য সংকোচন, সমার্থক শব্দ, বাগধারা ১০০% হট টপিকস। তবে পুরে বিরচন অংশ পড়া লাগবেই)

ব্যাকরণ অংশ খুব কম সময় প্রশ্ন করে। ব্যাকরণ থেকে সমাস, সন্ধিবিচ্ছেদ থেকে প্রশ্ন আসে বেশিরভাগ সময়। খুব কঠিন আসে না।

কবিসাহিত্যিক দের ছদ্মনাম, উপাধি থেকে প্রশ্ন আসে( অনেক কম যদিও)। সিলেবাসের বাইরেরগুলো ও জানতে হবে।

বানান ( VVI)

[ এই টপিকসগুলো ভালো করে পড়লে বাংলাতে কাপায়ে দিতে পারবা। এটা কোনো সাজেশন না। অ্যানালাইসিস করে এটাই পেলাম। পরে কমন না আসলে৷ আমি দায়ী নয়। পরে কিছু মনে পড়লে বলে দিবোনি]

@Froozenfire
39🔥3🤩2
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
SUST. 🤲


তোমার ভবিষ্যৎ ক্যাম্পাস! এই তো আর কিছু দিন মাত্র।কেমন লাগলো?
123🤩11🔥6🥰5🎉2🤔1
Forwarded from PDF Zone
Questions_220714195237.pdf
203.8 KB
Chemistry Special Exam By Chemistry Mate

Participants:1370
6😢3🥰2
জনপ্রিয় কবিদের ছদ্মনাম

🌺 রবীন্দ্রনাথ ঠাকুর- ভানুসিংহ।
🌺কাজী নজরুল ইসলাম- ধূমকেতু।
🌺 বলাইচাঁদ মুখোপাধ্যায়- বনফুল।
🌺 মাইকেল মধূসুদন দত্ত- এনেটিভ।
🌺 মোহাম্মদ জহিরুল্লাহ- জহির রায়হান।
🌺 মীর মশাররফ হোসেন-গাজী মিয়া।
🌺 পরমথ চৌধুরী- বীরবল।
🌺 শরৎচন্দ্র চট্টোপাধ্যায়- অনিলাদেবী।
🌺 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-কমলাকান্ত।
🌺 মানিক বন্দ্যোপাধ্যায়-প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়।
🌺 সমরেশ বসু- কালকূট।
🌺 শওকত ওসমান- শেখ আজিজুর রহমান।
🌺 কাজেম আল কোরেশী- কায়কোবাদ।
🌺 সনীল গঙ্গোপাধ্যায়- নীললোহিত।
🌺 কালীপ্রসন্ন সিংহ- হুতোম পেঁচা।
🌺 রাজশেখর বসু- পরশুরাম।
🌺 মোহিতলাল মজুমদার- সত্যসুন্দর দাশ।
🌺 অচ্যিন্ত কুমার সেনগুপ্ত- নীহারিকা দেবী।
🌺 পযারীচাঁদ মিত্র- টেকচাঁদ ঠাকুর।
#Collected
🔥5139🥰20👏2
রেইনকোট গল্পে কয়টি ডিপার্টমেন্টের কথা বলা হয়েছে?
Anonymous Quiz
42%
15%
30%
13%
😱3012🤔3😢2🎉2🥰1
ইংরেজি ডিপার্টমেন্টের জন্য কয়টি আলমারি আনা হয়েছিল?
Anonymous Quiz
34%
১০
29%
19%
18%
🔥13🥰3
আখতারুজ্জামান ইলিয়াস কোন বিষয়ের অধ্যাপক ছিলেন?
Anonymous Quiz
50%
কেমিস্ট্রি
24%
জিওগ্রাফি
7%
উর্দু
18%
বাংলা
🤔40🔥12👏5🥰2
প্রেম এর সন্ধিবিচ্ছেদ
Anonymous Quiz
8%
প্রে+অম
15%
√প্র+ম
72%
প্রিয়+ইমন
5%
প্রয়+মন
😁23🔥2212🤔1😢1
Bangla Phobia।Exam Mate
কোন পর্তুগিজ শব্দ?
আমাদের ভুল হতেই পারে...তবে ভুল হলে সেটি আপনারা বইয়ের ছবি সহ নিয়ে কমেন্ট করবেন। এভাবে কমেন্টে কনফিউশান সৃষ্টি করলে অন্য এডমিনরা কি করবে জানিনা...আমি গ্রুপ থেকে রিমুভ দিবো।
41😢9🔥1🥰1😱1