😢19🔥9🥰2❤1🤔1
যৌগিক আর মিশ্র ক্রিয়া ছোট করে বুঝিয়ে দিতে চাচ্ছি....কারো কি সমস্যা হয় এই দুই টপিকে?
❤52🤔1
আজ আমার মন ভালো নেই। বাক্যটির সঠিক অনুবাদ-
[MBSTU: 11-12]
[MBSTU: 11-12]
Anonymous Quiz
8%
Today my mind is bad
11%
Today I am felling sick
39%
Today I don't fell well in my mind
42%
Today I fell depressed
😁126😱12😢10🔥4
যৌগিক ক্রিয়া বুঝতে হলে আগে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া চিনতে হবে। কিভাবে চিনবেন?
💥ক্রিয়ার শেষে (এ,তে,লে) উচ্চারণ হলে অসমাপিকা ক্রিয়া। এগুলো বাদে বাকি সব ক্রিয়া সমাপিকা।যেমনঃ গেলে,ধরে,মারে,যেতে,বাজে।
💥যেমনঃ সাইরেন বেজে উঠল। এখানে অসমাপিকা ক্রিয়া (বেজে) এবং সমাপিকা ক্রিয়া উঠল। কারণ এটার শেষে (এ,তে,লে) উচ্চারণ হচ্ছে না।
🐍কিন্তুঃ এ,লে,তে যুক্ত ক্রিয়া যদি বাক্যের মাঝে না বসে শেষে বসে তবে সেটা তখন আর অসমাপিকা থাকবে না,সমাপিকা হয়ে যাবে। মোট কথা অসমাপিকা হওয়ার জন্য ক্রিয়াটিকে বাক্যের মাঝখানে থাকতে হবে + এ,লে,তে উচ্চারণ হতে হবে।
💥যেমনঃ সুমি আজ বিকালে বেড়াতে যাবে। যাবে তে 'এ' উচ্চারণ হচ্ছে তাও এটা অসমাপিকা হবে না। কারণ বাক্যের শেষে বসেছে। যাবে এক্ষেত্রে সমাপিকা।
এটা নিয়ে অনেকের প্যাচ লাগে। এখন আশা করি ক্লিয়ার
💥ক্রিয়ার শেষে (এ,তে,লে) উচ্চারণ হলে অসমাপিকা ক্রিয়া। এগুলো বাদে বাকি সব ক্রিয়া সমাপিকা।যেমনঃ গেলে,ধরে,মারে,যেতে,বাজে।
💥যেমনঃ সাইরেন বেজে উঠল। এখানে অসমাপিকা ক্রিয়া (বেজে) এবং সমাপিকা ক্রিয়া উঠল। কারণ এটার শেষে (এ,তে,লে) উচ্চারণ হচ্ছে না।
🐍কিন্তুঃ এ,লে,তে যুক্ত ক্রিয়া যদি বাক্যের মাঝে না বসে শেষে বসে তবে সেটা তখন আর অসমাপিকা থাকবে না,সমাপিকা হয়ে যাবে। মোট কথা অসমাপিকা হওয়ার জন্য ক্রিয়াটিকে বাক্যের মাঝখানে থাকতে হবে + এ,লে,তে উচ্চারণ হতে হবে।
💥যেমনঃ সুমি আজ বিকালে বেড়াতে যাবে। যাবে তে 'এ' উচ্চারণ হচ্ছে তাও এটা অসমাপিকা হবে না। কারণ বাক্যের শেষে বসেছে। যাবে এক্ষেত্রে সমাপিকা।
এটা নিয়ে অনেকের প্যাচ লাগে। এখন আশা করি ক্লিয়ার
❤81🔥5
এবার আসো যৌগিক ক্রিয়া।
💥 একই বাক্যে সমাপিকা আর অসমাপিকা ক্রিয়া একসাথে থাকলে সেটিই যৌগিক ক্রিয়া। মানে দুই সতিন এক ঘরে🐍🤧।
কিছু যৌগিক ক্রিয়ার উদাহরণঃ
১।ঘটনাটা শুনে রাখো।
শুনে=অসমাপিকা
রাখো=সমাপিকা
শুনে কেন অসমাপিকা বুঝছো তো?😒
২।ছেলেমেয়েরা শুয়ে পড়ল।
শুয়ে=অসমাপিকা
পড়ল=সমাপিকা
৩।বৃষ্টি থেমে গেল।
থেমে=অসমাপিকা
গেল=সমাপিকা
💥 একই বাক্যে সমাপিকা আর অসমাপিকা ক্রিয়া একসাথে থাকলে সেটিই যৌগিক ক্রিয়া। মানে দুই সতিন এক ঘরে🐍🤧।
কিছু যৌগিক ক্রিয়ার উদাহরণঃ
১।ঘটনাটা শুনে রাখো।
শুনে=অসমাপিকা
রাখো=সমাপিকা
শুনে কেন অসমাপিকা বুঝছো তো?😒
২।ছেলেমেয়েরা শুয়ে পড়ল।
শুয়ে=অসমাপিকা
পড়ল=সমাপিকা
৩।বৃষ্টি থেমে গেল।
থেমে=অসমাপিকা
গেল=সমাপিকা
❤79🔥7🥰5😁3🎉1
💥মিশ্র ক্রিয়া
ক্রিয়া পদের সাথে যদি ( ধর,কর,মার,ছাড়,দে,হ,পা,কাট,খা,যা) এই ১০ টি শব্দ যুক্ত থাকে তাহলে সেটি মিশ্র ক্রিয়া।
উদাহরণঃ
১।আমরা তাজমহল দর্শন করলাম
(করলামের সাথে 'কর' আছে)
২।তোমাকে দেখে বিশেষ প্রীত হলাম
(হলামের সাথে 'হ' যুক্ত আছে)
৩।গোল্লায় যাও
(যাও এর সাথে 'যা' যুক্ত আছে)
৪। আজকে একটি বাঘ মারলাম
(মারলামের সাথে 'মার' যুক্ত আছে)
ক্রিয়া পদের সাথে যদি ( ধর,কর,মার,ছাড়,দে,হ,পা,কাট,খা,যা) এই ১০ টি শব্দ যুক্ত থাকে তাহলে সেটি মিশ্র ক্রিয়া।
উদাহরণঃ
১।আমরা তাজমহল দর্শন করলাম
(করলামের সাথে 'কর' আছে)
২।তোমাকে দেখে বিশেষ প্রীত হলাম
(হলামের সাথে 'হ' যুক্ত আছে)
৩।গোল্লায় যাও
(যাও এর সাথে 'যা' যুক্ত আছে)
৪। আজকে একটি বাঘ মারলাম
(মারলামের সাথে 'মার' যুক্ত আছে)
❤75🥰5🔥3
❤22😱9🔥2
❤16😢16🤔13🤩6😱3👏1
❤22🔥3😢3🤔1
❤16🔥10😱2
❤16🥰4🤔4🔥2
❤13🥰6🔥5🤔3😢1
😁12❤10👏2🥰1🤩1
কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ?
Anonymous Quiz
21%
শিক্ষক ছাত্রদের বেতাচ্ছেন
17%
শিহাব আগামীকাল স্কুলে যাবে
20%
গোল্লায় যাও
42%
আমি পড়তে পড়তে ঘুমিয়ে গেলাম
❤20😁12😢11🤔2
🥰17🤔9❤3😢1
🔥10😢7👏1😁1🤔1
😁29😢12🔥4🤔3😱2❤1👏1
😢20🔥6❤3🤔2🥰1