Bangla Phobia।Exam Mate – Telegram
Bangla Phobia।Exam Mate
28.4K subscribers
746 photos
13 videos
179 files
568 links
Download Telegram
😁44😢22🤔16😱9👏3🔥1🥰1
4🤔4🔥1😢1
সাধারণ ধর্ম থাকে কোন কর্মধারয় সমাসে?
Anonymous Quiz
39%
উপমান
18%
উপমিত
32%
মধ্যপদলোপী
12%
রূপক
😢17🔥104
তৎপুরুষ সমাসের কোন পদ প্রধান
Anonymous Quiz
59%
পরপদ
30%
পূর্বপদ
5%
অন্য পদ
5%
উভয় পদ
8😢5🔥2
পরপদে রাজি, গ্রাম, বৃন্দ, যূথ প্রভৃতি কোন সমাসে আছে?
Anonymous Quiz
17%
ক) পঞ্চমী তৎপুরুষ
36%
খ) ষষ্ঠী তৎপুরুষ
18%
গ) তৃতীয়া তৎপুরুষ
30%
ঘ) অলুক তৎপুরুষ
🔥14
উদ্দেশ্যের সঙ্গে কী যুক্ত থাকলে তাকে সম্প্রসারিত উদ্দেশ্য বলে?
Anonymous Quiz
23%
বিশেষ্যাদি
53%
বিশেষণাদি
12%
কারকাদি
12%
অব্যয়াদি
🔥12😢8🥰1
মিশ্র বাক্য বিশ্লেষণে প্রথম কী প্রদর্শন করতে হয়?
Anonymous Quiz
29%
প্রধান খন্ডবাক্য
44%
আশ্রিত খন্ড বাক্য
22%
সংযোজক অব্যয়
5%
নিত্য সম্বন্ধীয় অব্যয়
8😢6👏3🥰1
নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ ?  
Anonymous Quiz
6%
বাদী
56%
জেলেনি
23%
পেত্নী
14%
সভানেত্রী
🔥6🤔3😱2
কোন প্রত্যয়যুক্ত পদে মূর্ধন্য ‘ষ‘ হয় না  
Anonymous Quiz
57%
সাৎ
13%
ষ্ণেক
19%
ষ্ণিক
11%
সা
5🔥4
নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?  
Anonymous Quiz
69%
ডাইনী
5%
মানুষ
15%
সম্রাজ্ঞী
10%
সভানেত্রী
😁36🥰11🤔3🔥1
🔥 কারক ও বিভক্তি মনে রাখার কৌশল:

কারক থেকে প্রশ্ন থাকবে দেখে নাও একবার

◼️ কারক ৬ প্রকার:
১. কর্তৃকারক
২. কর্মকারক
৩. করণকারক
৪. সম্প্রদান কারক
৫. অপাদান কারক
৬. অধিকরণ কারক
........................................................
১। কর্তৃকারক: যে কাজ করে সেই কর্তা বা কর্তকারক।

যেমন:
👉 আমি ভাত খাই।
👉 বালকেরা মাঠে ফুটবল খেলছে।

🔥 এখানে মনে রাখার উপায় হচ্ছে,, ‘কে’ বা ‘কারা’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্তা বা কর্তৃকারক।

👉 কে ভাত খায়?
উত্তর হচ্ছে আমি।

👉 কারা ফুটবল খেলছে?
উত্তর হচ্ছে-বালকেরা।

🔥 তাহলে আমি এবং বালকেরা হচ্ছে কর্তৃকারক।

২। কর্মকারক: কর্তা যাকে অবলম্বন করে কার্য সম্পাদন করে সেটাই কর্ম বা কর্মকারক।

◼️ যেমন:
👉 আমি ভাত খাই।
👉 হাবিব সোহলকে মেরেছে।

🔥 এখানে মনে রাখার উপায় হচ্ছে ‘ কি’ বা ‘কাকে’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া সেটিই কর্ম বা কর্মকারক।

👉 আমি কি খাই?
উত্তর হচ্ছে-ভাত।

👉 হাবিব কাকে মেরেছে?
উত্তর হচ্ছে-সোহেলকে।

৩। করণ কারক: ক্রিয়া সম্পাদনের যন্ত্র বা উপকরণ বুঝায়।

◼️ যেমন:
👉 নীরা কলম দিয়ে লেখে।
👉 সাধনায় সিদ্ধি লাভ হয়।

🔥 এখানে মনে রাখার উপায় হচ্ছে ‘কীসের দ্বারা’ বা ‘কী উপায়ে’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটিই করণ কারক।

👉 নীরা কীসের দ্বারা লেখে?
উত্তর হচ্ছে-কলম ।

👉 কী উপায়ে বা কোন উপায়ে কীর্তিমান হওয়া যায়?
উত্তর হচ্ছে-সাধনায়।

৪। সম্প্রদান কারক: স্বত্ব ত্যাগ করে দান বা অর্চনা বুঝালে সম্প্রদান কারক হয়। স্বত্ব ত্যাগ না করলে কর্মকারক।

◼️ যেমন:
👉 ভিক্ষারীকে ভিক্ষা দাও।
👉 গুরুজনে কর নতি।

🔥 মনে রাখার উপায় হচ্ছেঃ
কর্মকারকের মত "কাকে" দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়।
তবে এখানে স্বার্থ থাকবেনা।

◼️ যেমনঃ
👉 মানুষ ভিক্ষারীকে দান করে কোন স্বার্থ ছাড়াই যাকে বলে নি:শর্ত ভাবে।

👉 আবার গুরুজনকে মানুষ সম্মান করে। কোন স্বার্থ ছাড়াই।

৫। অপাদান কারক: হতে, থেকে বুঝালে অপাদান কারক হবে।

◼️ যেমনঃ
👉 গাছ থেকে পাতা পড়ে।
👉 পাপে বিরত হও।

🔥এখাছে কোথা থেকে পাতা পড়ে?
উত্তর হচ্ছে-গাছ ।

👉 কি হতে বিরত হও?
উত্তর হচ্ছে – পাপ ।

৬। অধিকরণ কারক: ক্রিয়ার সম্পাদনের সময় বা স্থানকে অধিকরণ কারক বলে।

◼️ যেমনঃ
👉 আমরা রোজ স্কুলে যাই।
👉 প্রভাতে সূর্য ওঠে।

#Collected
156🔥21🤩7🥰3👌1
Bangla Phobia।Exam Mate pinned «🔥 কারক ও বিভক্তি মনে রাখার কৌশল: কারক থেকে প্রশ্ন থাকবে দেখে নাও একবার ◼️ কারক ৬ প্রকার: ১. কর্তৃকারক ২. কর্মকারক ৩. করণকারক ৪. সম্প্রদান কারক ৫. অপাদান কারক ৬. অধিকরণ কারক ........................................................ ১। কর্তৃকারক:…»
রাবি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল ভর্তিচ্ছুদের প্রতি রইল অগ্রিম দোয়া এবং শুভ-কামনা।

☑️মাথা-ঠান্ডা রেখে ভর্তি পরীক্ষা দিবে।
☑️ভুল/আন্দাজে বেশি দাগাবে না।
☑️OMR শীটে তোমার তথ্যগুলো সুন্দরমত পূরন করবে।কোন ভুল করা যাবেনা।

সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা।
🥰9883🔥7😢5
😢124😁3🤔3🔥2
অধৈর্য্যতা ’ এর ঠিক রূপ-
Anonymous Quiz
61%
অধৈর্য্য
23%
অধীরতা
7%
অধৈয্যময়
9%
কোনোটিই নয়
😱18😢188🥰8🔥1🤩1
দৌর্বল্যতা ’ এর সঠিক রূপ-
Anonymous Quiz
40%
দূর্বলতা
13%
দৌর্বল্য
39%
ক+খ
8%
কোনোটাই নয়
10🥰4🔥2🤔1
12😢12🤔3🔥2
😢92😱2
🥰184😢3
Forwarded from GK Phobia। Exam Mate (D I H A N ☘️)
আগামীকাল যাদের পরীক্ষা তারা দায়াকরে ঘুমিয়ে পড়ো। এখন তোমার মন খুব চাইবে পড়াশুনা করে রাজ্য উদ্ধার করে ফেলতে,মনে হবে কিছুই পড়া হয়নি এখনো।বাট,বিলিভ মি,তোমাকে আরো ৩ মাস সময় দেয়া হলেও এমনই মনে হবে তোমার।আর ঐ একরাত পড়ে রেজাল্টের খুব বেশি উন্নয়ন হবে না,বরং তোমার মাথা গুলিয়ে যাবে।তাই এমনটা না করার উপদেশ রইল। এখন এমন মনে হলেও কাল দেখবে পরিস্থিতি তোমার অনূকূলে থাকবে। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো। কোনোভাবেই তুমি ওনার চেয়ে বেশি বুঝো না।
86🥰1😢1