Bangla Phobia।Exam Mate – Telegram
Bangla Phobia।Exam Mate
28.4K subscribers
746 photos
13 videos
179 files
568 links
Download Telegram
12😢12🤔3🔥2
😢92😱2
🥰184😢3
Forwarded from GK Phobia। Exam Mate (D I H A N ☘️)
আগামীকাল যাদের পরীক্ষা তারা দায়াকরে ঘুমিয়ে পড়ো। এখন তোমার মন খুব চাইবে পড়াশুনা করে রাজ্য উদ্ধার করে ফেলতে,মনে হবে কিছুই পড়া হয়নি এখনো।বাট,বিলিভ মি,তোমাকে আরো ৩ মাস সময় দেয়া হলেও এমনই মনে হবে তোমার।আর ঐ একরাত পড়ে রেজাল্টের খুব বেশি উন্নয়ন হবে না,বরং তোমার মাথা গুলিয়ে যাবে।তাই এমনটা না করার উপদেশ রইল। এখন এমন মনে হলেও কাল দেখবে পরিস্থিতি তোমার অনূকূলে থাকবে। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো। কোনোভাবেই তুমি ওনার চেয়ে বেশি বুঝো না।
86🥰1😢1
9😢6😁4🤔1
💥সমাস থেকে গুরুত্বপূর্ণ ১০০ টি প্রশ্ন ও উত্তর💥
💥ঝটপট পড়ে ফেলুন💥
১. ব্যাসবাক্যের অপর নাম কী?
উত্তর: বিগ্রহ বাক্য
২. ‘প্রগতি’ কোন সমাসের উদাহরণ?
উত্তর: প্রাদি সমাস
৩. ‘বহুব্রীহি’ শব্দের অর্থ কী?
উত্তর: বহু ধান
৪. ‘কাজলকালো’ - এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
উত্তর: কাজলের ন্যায় কালো
৫. “জীবননাশের আশঙ্কায় যে বীমা = জীবনবীমা” কোন কর্মধারয় সমাস?
উত্তর: মধ্যপদলোপী
৬. কয়টি সমাসের সাথে ‘অলুক’ কথাটি যুক্ত আছে?
উত্তর: ৩
৭. ‘জলচর’ কোন তৎপুরুষ সমাস?
উত্তর: সপ্তমী
৮. ‘উপনদী’ সমস্তপদের ‘উপ’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর: ক্ষুদ্র
৯. ‘রূপক কর্মধারয়’ - এর সমস্তপদ কোনটি?
উত্তর: বিষাদসিন্ধু
১০. ‘পঙ্কজ’ কোন তৎপুরুষ নিষ্পন্ন শব্দ?
উত্তর: অলুক
১১. কোন সমাসবদ্ধ পদটি দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত?
উত্তর: তেপান্তর
১২. সমাস কত প্রকার?
উত্তর: ছয় প্রকার
১৩. ‘চিরসুখী’ - এর ব্যাসবাক্য কোনটি?
উত্তর: চিরকাল ব্যাপিয়া সুখী
১৪. কর্মধারয় সমাসে কোন পদ প্রধান?
উত্তর: পরপদ
১৫. অর্থ প্রাধান্যের দিক থেকে কর্মধারয় - এর বিপরীত সমাস কোনটি?
উত্তর: বহুব্রীহি
১৬. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
উত্তর: কাজলকালো
১৭.চৌরাস্তা কোন সমাস?
উত্তর: দ্বিগু
১৮. ‘কানে কানে যে কথা = কানাকানি’ - এটি কোন সমাসের উদাহরণ?
উত্তর: ব্যতিহার বহুব্রীহি
১৯. ‘চাঁদমুখ’ - এর ব্যাসবাক্য কোনটি?
উত্তর: চাঁদের ন্যায় মুখ
২০. দ্বিগু সমাস নিষ্পন্ন পদটি কোন পদ হয়?
উত্তর: বিশেষ্য
২১. ‘আশীবিষ’ - কোন সমাস?
উত্তর: ব্যাধিকরণ বহুব্রীহি
২২. কোনটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ?
উত্তর: অরুণরাঙা
২৩. সমাসের রীতি বাংলায় এসেছে কোন ভাষা থেকে?
উত্তর: সংস্কৃত
২৪. মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি?
উত্তর: পলান্ন
২৫. নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?
উত্তর: দ্বীপ
২৬. কোনটিতে উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা
কল্পনা করা হয়?
উত্তর: রূপক কর্মধারয়
২৭. কোন উদাহরণটি অলুক তৎপুরুষ সমাসের?
উত্তর: গায়ে পড়া
২৮. ‘ফুলকুমারী’ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
উত্তর: ফুলের ন্যায় কুমারী
২৯. ‘কমলাক্ষ’ - এর সঠিক ব্যাসবাক্য হলো-
উত্তর: কমলের ন্যায় অক্ষি যার
৩০. ‘নীল যে পদ্ম = নীলপদ্ম’ কোন সমাস?
উত্তর: কর্মধারয় সমাস
৩১. তৃতীয়া তৎপুরুষ সমাসের ‘সমস্তপদ’ কোনটি?
উত্তর: মনগড়া
৩২. রূপক কর্মধারয় সমাসের ব্যাসবাক্যে কোনটি থাকে?
উত্তর: ন্যায়
৩৩. ‘হাট-বাজার’ কোন অর্থে দ্বন্ধ সমাস?
উত্তর: সমার্থে
৩৪. সমাস সাধিত পদ কোনটি?
উত্তর: দম্পতি
৩৫. ‘পঞ্চনদ’ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
উত্তর: পঞ্চ নদীর সমাহার
৩৬. দ্বিগু সমাসকে অনেক ব্যাকরণবিদ কোন সমাসের অন্তর্ভুক্ত করেছেন?
উত্তর: কর্মধারয়
৩৭. ‘মহারাজ’ - এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
উত্তর: মহান যে রাজা
৩৮. ‘চন্দ্রমুখ’ - শব্দের ব্যাসবাক্য কোনটি?
উত্তর: মুখ চন্দ্রের ন্যায়
৩৯. ‘মন মাঝি’ - এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
উত্তর: মনরূপ মাঝি
৪০. বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটিই যদি বিশেষণ না হয় তবে তাকে কী বলে?
উত্তর: ব্যধিকরণ বহুব্রীহি
৪১. কোনটি খাঁটি বাংলা কর্মধারয় সমাসের উদাহরণ?
উত্তর: নরাধম
৪২. দিল্লীশ্বর কিসের উদাহরণ?
উত্তর: তৎপুরুষ
৪৩. পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎপ্রত্যয় যুক্ত হয়ে কোন সমাস গঠিত হয়?
উত্তর: উপমিত কর্মধারয়
৪৪. সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের যে
সমাস হয় তাকে কোন কর্মধারয় বলে?
উত্তর: উপমান কর্মধারয়
৪৫. তৎপুরুষ সমাস কয় প্রকার?
উত্তর: নয়
৪৬. কোনটি সমার্থক দ্বন্ধ সমাস?
উত্তর: কাগজ-পত্র
৪৭. ‘বিশ্ববিখ্যাত’ সমস্তপদটি কোন সমাস নির্দেশ করে?
উত্তর: সপ্তমী তৎপুরুষ
৪৮. কর্মধারয় সমাস নয় কোনটি?
উত্তর: মধুমাখা
৪৯. পূর্বপদের প্রাধান্য থাকে কোন সমাসে?
উত্তর: অব্যয়ীভাব সমাসে
৫০. যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে কী বলে?
উত্তর: দ্বন্ধ সমাস
৫১. কোনটিতে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়?
উত্তর: পঞ্চ নদীর সমাহার
৫২. ‘হংসডিম্ব’ - এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
উত্তর: হংস ও ডিম্ব
৫৩. নিচের কোনটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ?
উত্তর: করপল্লব
৫৪. ‘ঈষৎ’ অর্থে অব্যয়ীভাব সমাস কোনটি?
উত্তর: আরক্তিম
৫৫. ‘অন্তরীপ’ কোন বহুব্রীহি সমাসের সমস্ত পদ?
উত্তর: নিপাতনে সিদ্ধ বহুব্রীহি
৫৬. ‘উদ্বেল’ কী অর্থে অব্যয়ীভাব সমাস?
উত্তর: অতিক্রম অর্থে
৫৮. ‘বিদ্যাহীন’ শব্দটি কোন ধরনের সমাস হবে?
উত্তর: তৃতীয়া তৎপুরুষ
৫৯. কোনটি ষষ্ঠী তৎপুরুষ সমাসের উদাহরণ?
উত্তর: অভাব
৬০. সত্য বলে যে = সত্যবাদী - এটি কোন সমাসের অন্তর্গত?
উত্তর: উপপদ তৎপুরুষ
৬১. নিচের কোনটি ‘বিপরীতার্থক দ্বন্ধ’?
উত্তর: জমা-খরচ
৬২. উপকরণবাচক বিশেষ্য পদ পূর্বপদে বসে কোন তৎপুরুষ সমাস হয়?
41🔥6🥰1
উত্তর: ৩য়া
৬৪. ‘হাট-বাজার’ কোন সমাস?
উত্তর: দ্বন্ধ
৬৬. পরপদে রাজি, গ্রাম, বৃন্দ, যূথ প্রভৃতি কোন সমাসেআছে?
উত্তর: ষষ্ঠী তৎপুরুষ
৬৭. ‘রাজপথ’ - এর ব্যাসবাক্য কোনটি?
উত্তর: পথের রাজা
৬৮. ‘চিরকাল ব্যাপীয়া সুখী = চিরসুখী’ =- এটি কোন সমাসের উদাহরণ?
উত্তর: মধ্যপদলোপী কর্মধারয়
৬৯. ‘বিরানব্বই’ কোন সমাসের উদাহরণ?
উত্তর: নিত্য
৭১. ‘তুষারশুভ্র’ - এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
উত্তর: তুষারের ন্যায় শুভ্র
৭২. তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান?
উত্তর: পরপদ
৭৩. নিচের কোন সমস্ত পদটি দ্বিগু সমাস?
উত্তর: তেমাথা
৭৪. দ্বন্ধ সমাসে পূর্বপদ ও পরপদের সম্বন্ধ বুঝাতে ব্যাসবাক্যে কয়টি অব্যয়পদ ব্যবহৃত হয়?
উত্তর: তিনটি
৭৫. কোনটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ নয়?
উত্তর: তুষারশুভ্র
৭৬. খাঁটি বাংলা উপপদ তৎপুরুষ কোনটি?
উত্তর: মাছিমারা
৭৭. ‘প্রতিদ্বন্ধী’ অর্থে অব্যয়ীভাব সমাস কোনটি?
উত্তর: প্রত্যুত্তর
৭৮. উপপদ তৎপুরুষ সমাস কোনটি?
উত্তর: পকেটমার
৭৯. ‘বিষাদসিন্ধু’ সমস্তপদটির ব্যাসবাক্য কোনটি?
উত্তর: বিষাদ রূপ সিন্ধু
৮০. উপমান কর্মধারয় সমাসের সমস্তপদ কোনটি?
উত্তর: পান্নাসবুজ
৮১. প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস কোনটি?
উত্তর: একঘরে
৮২. ‘জায়া’ শব্দের স্থলে বহুব্রীহি সমাসে কোনটি ব্যবহৃত হয়?
উত্তর: জানি
৮৩. অব্যয়ীভাব সমাসে কোন পদ প্রধান?
উত্তর: পূর্বপদ
৮৬. ‘মনগড়া’ কোন সমাস?
উত্তর: তৎপুরুষ
৮৭.খাতা-পত্র কোন অর্থে দ্বন্ধ সমাস?
উত্তর: সমার্থক
৮৮. শতাব্দী কোন সমাস?
উত্তর: দ্বিগু
৮৯. ‘বালিকা বিদ্যালয়’ কোন সমাস?
উত্তর: চতুর্থী তৎপুরুষ
৯০. সাধারণত চ্যুত, জাত, ভীত, গৃহীত অর্থে যে সমাস
হয় তার নাম?
উত্তর: পঞ্চমী তৎপুরুষ
৯১. ‘মাদক দ্বারা আসক্ত = মাদকাসক্ত’ - এটি কোন সমাস?
উত্তর: তৎপুরুষ
৯২. “মহৎমন যার” - এর সঠিক সমাসবদ্ধ পদ কোনটি?
উত্তর: মহৎমনা
৯৩. ‘যথাযোগ্য’ - শব্দটি কী অর্থে অব্যয়ীভাব সমাস হয়েছে?
উত্তর: অনিতক্রম্যতা
৯৪. সমাস শব্দের অর্থ কী?
উত্তর: সংক্ষেপ, মিলন ও একপদীকরণ
৯৫. কোনটি নিত্য সমাসের উদাহরণ?
উত্তর: গ্রমান্তর
৯৬. যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে
বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কোন সমাস বলে?
উত্তর: কর্মধারয় সমাস
৯৭. কোনটি নিত্য সমাসের সমস্তপদ?
উত্তর: দেশান্তর
৯৮. ‘জনৈক’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
উত্তর: জন যে এক
৯৯. ‘স্মৃতিসৌধ’ - কোন সমাসের সমস্তপদ?
উত্তর: কর্মধারয়
১০০. ‘মুখচন্দ্র’ এর ব্যাসবাক্য কোনটি?
উত্তর: মুখ চন্দ্রের ন্যায়
collected
24🥰7🔥2
💥💥নাটক

💥💥সিরাজউদ্দৌলা
19
14