❤10😢3👏1
🤔11😢5😱1
পূর্বপদের প্রাধান্য থাকে কোন সমাসে?
Anonymous Quiz
43%
অব্যয়ীভাব
26%
কর্মধারয়
20%
বহুব্রীহি
12%
দ্বন্ধ
🤔10🔥5🥰2
নিচের কোনটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ?
Anonymous Quiz
10%
ঘনশ্যাম
9%
স্নেহনীড়
56%
কুসুমকোমল
25%
করপল্লব
🥰7🤔5😢5
কিছু শর্তের বিনিময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চালু হতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি এখনো।
সোর্সঃ রেজিস্ট্রার অফিস,চবি।
সোর্সঃ রেজিস্ট্রার অফিস,চবি।
❤32😢17😱6
যারা cu তে সেকেন্ড টাইম থাকতে পারে শুনে হতাশ হয়ে পড়েছো তারা নিজেদের কনফিডেন্স বাড়াও,,,এত লো কনফিডেন্স নিয়ে হলে যেয়ো না।
সেকেন্ড টাইমাররা টাইম পেয়েছে,,৪ বছর ধরে সেইম পড়েছে এগুলা ভেবে যদি আগে থেকেই আশা ছেড়ে দাও,,,তাহলে সরি ভাই তোমার চান্স অনিশ্চিত। মেডিকেল ভর্তি পরীক্ষায় ৯০-৯৫% সিট ফার্স্ট টাইমাররা পেয়েছে। আশা ছাড়ার কিছু নেই,,তোমার লাগতেছে একটা সিট,,ওই সিটের জন্যই তুমি লড়ে যাও। বাকিটা উপরওয়ালার হাতে।😅
সেকেন্ড টাইমাররা টাইম পেয়েছে,,৪ বছর ধরে সেইম পড়েছে এগুলা ভেবে যদি আগে থেকেই আশা ছেড়ে দাও,,,তাহলে সরি ভাই তোমার চান্স অনিশ্চিত। মেডিকেল ভর্তি পরীক্ষায় ৯০-৯৫% সিট ফার্স্ট টাইমাররা পেয়েছে। আশা ছাড়ার কিছু নেই,,তোমার লাগতেছে একটা সিট,,ওই সিটের জন্যই তুমি লড়ে যাও। বাকিটা উপরওয়ালার হাতে।😅
❤46🥰4
অশুদ্ধ বাক্য কোনটি?
Anonymous Quiz
23%
গোপন কথাটা শোন
23%
বুদ্ধিমতী রমণীরা
30%
তার সব ছেলেই কৃতী
24%
ইহা একটি কিংবদন্তি
😢16🔥9
২. প্রয়োগের অর্থ বিবেচনায় নিচের কোন শব্দটি শুদ্ধ?
Anonymous Quiz
26%
সুস্বাস্থ্য
40%
স্বাগত
13%
সচিত্রিত
20%
শ্রেষ্ঠতম
😢20🔥12👏1
৩. নিচের কোনটি অপপ্রয়োগর দৃষ্টান্ত নয়?
Anonymous Quiz
17%
অশ্রুজল
24%
ইদানীংকাল
40%
সপরিবার
19%
জন্মবার্ষিকী
🔥11🤔7😢4
৪. ‘কাব্যগ্রন্থ’ শব্দটিতে কোন দোষ ঘটেছে?
Anonymous Quiz
20%
উপমার ভুল প্রয়োগ
27%
গুরুচন্ডালী
11%
বাগধারার ভুল প্রয়োগ
42%
বাহুল্য
🤔16🔥9
❤15😢4🎉2
৬. কোন বাক্যটি সঠিক?
Anonymous Quiz
12%
আমার কথাই প্রমাণ হলো
73%
আমার কথাই প্রমাণিত হলো
12%
আমার কথা প্রমান হলো
4%
আমার কথাই প্রমাণীত হলো
🔥21
❤6🔥5😢2
🤔23❤2🔥1
৯. কোনটি শুদ্ধ নয়?
Anonymous Quiz
8%
চাঁদ উঠেছে
12%
বাঁশি বাজে
59%
তাহারা গান করবে
21%
আমরা দাঁড়াইয়া থাকিবো
🔥11
❤10🔥7😢2
স্কোর?
যেগুলো বুঝতে পারেনি সেগুলোর ব্যাখা একটু পর দিচ্ছি। আপাতত স্কোরটা জানাও।।
যেগুলো বুঝতে পারেনি সেগুলোর ব্যাখা একটু পর দিচ্ছি। আপাতত স্কোরটা জানাও।।
❤11
১ নং প্রশ্নঃ অশুদ্ধ বাক্য কোনটি?
ব্যাখাঃ গোপন কথাটি শোন। এখানে গোপন হবে না। হবে গোপনীয়, তাই বাক্যটি অশুদ্ধ।
৯ নং প্রশ্নঃ কোনটি শুদ্ধ নয়?
ব্যাখ্যাঃ তাহারা গান করবে। এখানে বাক্যটিতে গুরুচন্ডালী দোষ রয়েছে। সঠিক বাক্য - তারা গান করবে অথবা তাহারা গান করিবে।
ব্যাখাঃ গোপন কথাটি শোন। এখানে গোপন হবে না। হবে গোপনীয়, তাই বাক্যটি অশুদ্ধ।
৯ নং প্রশ্নঃ কোনটি শুদ্ধ নয়?
ব্যাখ্যাঃ তাহারা গান করবে। এখানে বাক্যটিতে গুরুচন্ডালী দোষ রয়েছে। সঠিক বাক্য - তারা গান করবে অথবা তাহারা গান করিবে।
❤28😱3