❤9😢8👏1
রাবি খ ইউনিটের ১ম শিফটে বাংলা ফোবিয়া থেকে ৯৮% কমন🙂
🔥27❤4
😁49❤4🤔3👏1
❤12😢2
🥰5😢4
কারক বিশ্লেষণ-
১. অর্থ অনর্থ ঘটায়- 'অনর্থ' শব্দটির কারক ও বিভক্তি নির্ণনয় কর। (ঢা. বি. ২০০৭-০৮)
ক. কর্তায় শূন্য
খ. কর্মে শূন্য
গ. করণে ২য়া
ঘ. অপাদানে ২য়া
সঠিক উত্তর: খ
বিশ্লেষণ: 'অনর্থ' পদটা দেখেই বোঝা যাচ্ছে, এখানে কোনো বিভক্তি নেই, অর্থাৎ, শূন্য বিভক্তি। তারমানে অপশন 'গ' ও 'ঘ' বাদ। এবার কারক নির্ণয়ে আসা যাক।
সাধারণত ক্রিয়াকে কী/কাকে দ্বারা প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়। তাহলে এবার প্রশ্নে উল্লিখিত ক্রিয়া 'ঘটায়'-কে প্রশ্ন করুন, 'কী' ঘটায়? উত্তর: অনর্থ সুতরাং, এ-বাক্যে 'অনর্থ' কর্ম কারকে শূন্য বিভক্তি।
লক্ষণীয়, উল্লিখিত প্রশ্নে যদি বলা হয়, অর্থ কোন কারক? তখন কিন্তু উত্তর হবে - কর্তৃকারক।
কারণ হচ্ছে, আমরা জানি বাক্যে যে পদ কাজ করে সেই পদ কর্তা আর কর্তা মানে কর্তকারক। অর্থ অনর্থ ঘটায়, এ-বাক্যে ঘটানোর কাজটা কোন পদ বা কে করে? উত্তর: অর্থ
২. "এ সাবানে কাপড় কাচা চলবে না" এখানে 'সাবানে' কোন কারক? চ. বি. ১৩-১৪
ক. কর্তৃ
খ. কর্ম
গ. করণ
ঘ. অপাদান
সঠিক উত্তর: গ
বিশ্লেষণ: ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককে বলা হয় করণ কারক। তাহলে এবার প্রশ্নটির দিকে লক্ষ করুন, কাপড় কাচার উপকরণটা কী? উত্তর 'সাবান'। সুতরাং সাবান এ-বাক্যে করণ কারক।
৩. "জল পড়ে"-এ বাক্যে 'জল' কোন কারক? রা. বি. ২০১১-১২
ক. কর্ম
খ. কর্তা
গ. অপাদান
ঘ. করণ
সঠিক উত্তর: খ
অধিকাংশ শিক্ষার্থী উত্তর করবে কর্ম কারক! কারণ, কী দ্বারা প্রশ্ন করলে উত্তর আসছে 'জল'। কিন্তু এই সূত্র সবসময় খাটাবে না, প্রশ্নটি লক্ষ করুণ, 'জল পড়ে' আচ্ছা, বলুন তো জলকে কি কেউ হাত দিয়ে নামিয়ে দিচ্ছে? না কি জল নিজে নিজেই নামছে? উত্তর: জল নিজে নিজেই নামছে, তাহলে নামার বা পড়ার কাজটা জল নিজেই করছে আর আমরা জানি বাক্যে যে পদ কাজ করে সেটাই কর্তৃকারক। সুতরাং এ-বাক্যে 'জল' কর্তৃকারক।
এটা মনোযোগ দিয়ে পড়লে কারক বিভক্তি অনেকাংশ বুঝতে পারবেন বলে আশাবাদী
১. অর্থ অনর্থ ঘটায়- 'অনর্থ' শব্দটির কারক ও বিভক্তি নির্ণনয় কর। (ঢা. বি. ২০০৭-০৮)
ক. কর্তায় শূন্য
খ. কর্মে শূন্য
গ. করণে ২য়া
ঘ. অপাদানে ২য়া
সঠিক উত্তর: খ
বিশ্লেষণ: 'অনর্থ' পদটা দেখেই বোঝা যাচ্ছে, এখানে কোনো বিভক্তি নেই, অর্থাৎ, শূন্য বিভক্তি। তারমানে অপশন 'গ' ও 'ঘ' বাদ। এবার কারক নির্ণয়ে আসা যাক।
সাধারণত ক্রিয়াকে কী/কাকে দ্বারা প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়। তাহলে এবার প্রশ্নে উল্লিখিত ক্রিয়া 'ঘটায়'-কে প্রশ্ন করুন, 'কী' ঘটায়? উত্তর: অনর্থ সুতরাং, এ-বাক্যে 'অনর্থ' কর্ম কারকে শূন্য বিভক্তি।
লক্ষণীয়, উল্লিখিত প্রশ্নে যদি বলা হয়, অর্থ কোন কারক? তখন কিন্তু উত্তর হবে - কর্তৃকারক।
কারণ হচ্ছে, আমরা জানি বাক্যে যে পদ কাজ করে সেই পদ কর্তা আর কর্তা মানে কর্তকারক। অর্থ অনর্থ ঘটায়, এ-বাক্যে ঘটানোর কাজটা কোন পদ বা কে করে? উত্তর: অর্থ
২. "এ সাবানে কাপড় কাচা চলবে না" এখানে 'সাবানে' কোন কারক? চ. বি. ১৩-১৪
ক. কর্তৃ
খ. কর্ম
গ. করণ
ঘ. অপাদান
সঠিক উত্তর: গ
বিশ্লেষণ: ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককে বলা হয় করণ কারক। তাহলে এবার প্রশ্নটির দিকে লক্ষ করুন, কাপড় কাচার উপকরণটা কী? উত্তর 'সাবান'। সুতরাং সাবান এ-বাক্যে করণ কারক।
৩. "জল পড়ে"-এ বাক্যে 'জল' কোন কারক? রা. বি. ২০১১-১২
ক. কর্ম
খ. কর্তা
গ. অপাদান
ঘ. করণ
সঠিক উত্তর: খ
অধিকাংশ শিক্ষার্থী উত্তর করবে কর্ম কারক! কারণ, কী দ্বারা প্রশ্ন করলে উত্তর আসছে 'জল'। কিন্তু এই সূত্র সবসময় খাটাবে না, প্রশ্নটি লক্ষ করুণ, 'জল পড়ে' আচ্ছা, বলুন তো জলকে কি কেউ হাত দিয়ে নামিয়ে দিচ্ছে? না কি জল নিজে নিজেই নামছে? উত্তর: জল নিজে নিজেই নামছে, তাহলে নামার বা পড়ার কাজটা জল নিজেই করছে আর আমরা জানি বাক্যে যে পদ কাজ করে সেটাই কর্তৃকারক। সুতরাং এ-বাক্যে 'জল' কর্তৃকারক।
এটা মনোযোগ দিয়ে পড়লে কারক বিভক্তি অনেকাংশ বুঝতে পারবেন বলে আশাবাদী
❤50🔥5🥰2🤔1
❤9🔥2😢1
😢7❤6
❤8😢7🥰3😱3👏1
🔥9😁3🥰2
🔥8🥰2❤1
বাবা আমাকে একটি কলম কিনে দিলেন। বাক্যে আমাকে কোন ধরনের কর্ম?
Anonymous Quiz
27%
মুখ্য
59%
গৌণ
11%
যৌগিক
3%
কোনোটিই নয়
🔥14❤2🥰1
❤15😢6
❤5🔥4
😢10🥰6😁2👏1😱1
❤8🔥3