Bangla Phobia।Exam Mate – Telegram
Bangla Phobia।Exam Mate
28.4K subscribers
746 photos
13 videos
179 files
568 links
Download Telegram
দেশের ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামীকাল বুধবার ফল প্রকাশ করা হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘ক’ ইউনিটের ফল তৈরির কাজ চলছে। গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহবায়ক, এবং গুচ্ছের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের শিক্ষকদের সমন্বয়ে ফল তৈরি করা হচ্ছে। 

ওই সূত্র আরও জানায়, ফল তৈরির কাজ ইতোমধ্যে ৮০ শতাংশ শেষ হয়েছে। এখন শেষ মুহূর্তের কাজ চলছে। বৃহস্পতিবার সকালের মধ্যে ফল তৈরির কাজ শেষ করে কোর কমিটির অনুমোদন চাওয়া হবে। কোর কমিটি অনুমোদন দিলে এদিনই ফল প্রকাশ করা হবে। অনুমোদন না পেলে আগামী শুক্রবার ফল প্রকাশ করা হতে পারে।

এ প্রসঙ্গে জানতে চাইলে গুচ্ছের টেকনিক্যাল কমিটির আহবায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ক’ ইউনিটের ফল তৈরির কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ হবে।

ফল প্রকাশের সময় জানতে চাইলে তিনি আরও বলেন, আগামীকাল সকালের মধ্যে সব কাজ শেষ করে গুচ্ছের মূল কমিটির কাছে ফল হস্তান্তর করা হবে। তারা অনুমোদন দেওয়ার পর ফল প্রকাশ করা হবে।
49😢20🥰1👏1
ক ইউনিটের ভর্তিপরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসের আলোকেই হয়েছে।🙂🙂
-গুচ্ছ কমিটি
😁207👏33😱21😢11🤔10
Forwarded from PDF Zone
Test Name : JU D Standard Model Test By Exam Mate

Exam Link:
https://www.rayvila.com/g.php/220802185550

Integer:80

Time:35 Minutes
🔥62
গতবছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এ ইউনিটে বিভাগ পরিবর্তনসহ সর্বশেষ সাবজেক্ট পেয়েছিল ৪২.৭৫ পেয়ে। নবীনদের বরণ করতে অপেক্ষায় রয়েছে অনেকেরই স্বপ্নের বিশ্ববিদ্যালয় জবি।
আশা করা যায় ৫০ এর আশেপাশে যারা পাবেন তারা নিশ্চিতভাবেই এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি সিট নিজের করে নিতে পারেন। যেহেতু ম্যাথ রিলেটেড সাবজেক্টের জন্য আলাদাভাবে ম্যাথ দাগানোসহ অন্যান্য কিছু শর্ত দেওয়া হয়েছে তাই যারা গণিত উত্তর দিয়েছেন তাদের কিছুটা কম নাম্বার পাওয়ার পরও চান্স পাওয়ার এবং ভালো সাবজেক্ট পাওয়ার সুযোগ থাকবে।

শুভকামনা সকল ভর্তি পিপাসু ভাই ও বোনদের জন্য।

মারুফ ফাহমিদ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

#Collected
🥰8466😢28🔥4😱2
অনেকে দেখলাম সিউর ধরেই নিয়েছে এত নাম্বার পাবে। আপনি হিসাব করে যে নাম্বার পেয়েছেন সেইম নাম্বারে রেজাল্ট পাওয়ার পসিবিলিটি ১০%। মেডিকেলের এক্সামে এই কাহিনী আমার সাথে হয়েছিল। ৪ নাম্বারের মতো কম পেয়েছিলাম হিসাব করা নাম্বার থেকে😑। ২-১ দিন ধৈর্য ধরো,,,নাহয় রেজাল্ট দেখে হতাশ হওয়া লাগবে।🙃
😢9324😁16
Forwarded from PDF Zone
Questions_220802185550 (1).pdf
330.1 KB
Ju D Standard Model Test

Total Participant -1868
2
আসসালামু আলাইকুম ফোবিয়া বাসি।

যারা যারা আজকে জাবির ডি পরীক্ষা দিচ্ছো তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট কমেন্ট বক্সে যে যে কোশ্চেনের টপিক গুলা যা যা মাথায় থাকবে শেয়ার কইরো যেহেতু বাসায় কোয়েশ্চেন আনতে দিচ্ছে না।
39😢11
প্রদোষ শব্দের অর্থ কি? জাবি ডি-৩য় শিফট
😁31🥰1
Forwarded from English Phobia।Exam Mate (Sophiophobia)
Attention Please

এই যে এখন এডমিশন পরীক্ষা হচ্ছে, রেজাল্ট দিচ্ছে
কেউ দয়া করে কোনো পরীক্ষার্থীর কাছে জানতে চাইবেন না তার পরীক্ষা কেমন হলো বা রেজাল্ট কি যতক্ষন না সে নিজে থেকে কিছু বলছে। এই প্রশ্নের উত্তর দেয়া যে কতটা কষ্টকর শুধু সেই বোঝে যখন আশানুরূপ কিছুই হয় না।বলার মতো হলে আপনি জানতেই পারবেন কোনো না কোনোভাবে।

Thanks and regards!
(Phobia Series)
218😢86😱2👏1
47😁8🤔6🥰1
Forwarded from PDF Zone
HSC Batch 22 and 23

Join Our Channel:https://news.1rj.ru/str/Exam_Mate22
🥰1
মজুর এর স্ত্রী বাচক?
Anonymous Quiz
13%
মজুরী
20%
মজুরনী
35%
মজুরিণী
32%
মজুরানী
😢4211🔥8🥰1
প্রকাশিত হয়েছে গুচ্ছের রেজাল্ট... সবাই ওয়েবসাইটে লগইন করে দেখে নাও।
😢29
Forwarded from Chemistry Phobia।Exam Mate (Doctor Strange)
😢43
ওয়েবসাইটের সমস্যার কারণে বাংলাতে সবার মার্কস 0.00 দেখাচ্ছে...আপনি ফিজিক্স,কেমিস্ট্রি ও ম্যাথ/বায়ো এর নাম্বার হিসাব করে মোট নাম্বার থেকে বিয়োগ দিলে যেটা আসবে সেটিই বাংলার মার্কস।
27😢6🤔5
Forwarded from PDF Zone
GST গুচ্ছ ক ইউনিট ফলাফল বিশ্লেষণঃ
পাসের হার- ৫৫.৬৩%
সর্বোচ্চ নম্বর- ৮৭.৫০
যৌথভাবে ১ম হয়েছেন দুই জন মেয়ে শিক্ষার্থী- একজনের নাম সুমাইয়া রহমান। অন্যজন নাম সুমাইয়া বিনতে মাসুদ।

৮০ নম্বরের উপরে পেয়েছেন ৫০ জন,
৭০ এর উপরে এক হাজার ৬২১ জন,
৬০ এর উপরে পেয়েছেন ১০,৩৪৬ জন,
৫০ এর উপরে ২৯,২২২ জন,
৪০ এর উপরে ৫৪,৯৭৩ জন,
৩০ এর উপরে পেয়েছেন ৮৫,৫৮২ জন।
আর ফেল করেছেন ৬৬ হাজার ৭১১ জন।

#জয়কলি
😢50🥰7👏6
Forwarded from Biology Phobia।Exam Mate (Shahrin_ Sultana_Shipa 💥)
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
97🔥2😱1
💥5★ গুরুত্বপূর্ণ কিছু বাংলা বানান

1) ইতিপূর্বে = ইতঃপূর্বে
2) সহযোগীতা = সহযোগিতা
3) শিরচ্ছেদ = শিরশ্ছেদ
4) মনোকস্ট = মনঃকষ্ট
5) অপারাহ্ন = অপরাহ্ণ
6) দূরবস্তা =দুরবস্থা
7) ষ্টেশন =স্টেশন
8) মুহুর্ত = মুহূর্ত
9) উপযোগীতা = উপযোগিতা
10) কল্যান = কল্যাণ
11) জীবীকা =জীবিকা
12) স্বরস্বতী = সরস্বতী
13) গীতাঞ্জলী =গীতাঞ্জলি
14) পিপিলিকা =পিপীলিকা
15) ব্যপ্ত = ব্যাপ্ত
16) মুখস্ত = মুখস্থ
17) সংস্কৃতিক =সাংস্কৃতিক
18) অন্তভুক্ত =অন্তর্ভুক্ত
19) ঐক্যতান = ঐকতান
20)  উপরোক্ত = উপর্যুক্ত
21) বিদূষি =বিদুষি
22)  ভূবন = ভুবন
23)  বিভিষিকা = বিভীষিকা
24) আলচ্যমান = আলোচ্যমান
25) পুরান = পুরাণ
26)  ঝরণা = ঝরনা
27) প্রনয়িণী = প্রনয়িনী
28) দৈন্যতা = দৈন্য, দীনতা
29) পুরষ্কার = পুরস্কার
30) স্নেহাশীস = স্নেহাশিস্
31) বয়জেষ্ঠ্য = বয়োজ্যেষ্ঠ
32) দূরাদৃস্ট = দুরাদৃষ্ট
33) কর্মজীবি = কর্মজীবী
34) আকাংখা = আকাংঙ্ক্ষা
35) প্রতিযোগীতা = প্রতিযোগিতা
36) সন্যাসী = সন্ন্যাসী
37) বহিস্কার = বহিষ্কার
38) জগত = জগৎ
39) মনীষি = মনীষী
40) শান্তনা = সান্ত্বনা
41) মন্রীত্ব = মন্ত্রীত্ত্ব
42)  বুদ্ধিজীবি = বুদ্ধিজীবী
43) ইতিমধ্যে = ইতোমধ্যে
44) ভৌগলিক= ভৌগোলিক
45)  মুমুর্ষু = মুমূর্ষু
46)  শ্রদ্ধান্ঞ্জলী = শ্রদ্ধাঞ্জলি
47)  উত্তারায়ন = উত্তারায়ণ
48) ঋন = ঋণ
49) সমিচিন. = সমীচীন
50) সম্বর্ধনা = সংবর্ধনা
51) দারিদ্রতা = দরিদ্রতা/দারিদ্র্য
52) সুষ্ঠ = সুষ্ঠু
53) পরিস্কার. = পরিষ্কার
54) কৃজ্জটিকা = কৃজ্ঝটিকা
55) নিশিথিনি = নিশীথিনী
56) আদ্যান্তে = আদ্যন্ত
57) ব্রাক্ষ্মন = ব্রাক্ষ্মণ
58) শুশ্রষা = শুশ্রূষা
59) মরিচিকা = মরীচিকা
60)  স্বামীগৃহ = স্বামিগৃহ
61)  আইনজীবি = আইনজীবী
62)  নুন্যতম = ন্যূনতম
63) ব্যতিত = ব্যতীত
64)  প্রানীবিদ্যা = প্রানিবিদ্যা
65)  উজ্জল. = উজ্জ্বল
66) লজ্জাষ্কর. = লজ্জাকর
67) তোরন. = তোরণ
68)  কার্য্যালয় = কার্যালয়
69) নিরব. = নীরব
70) উচ্ছাস. = উচ্ছ্বাস
71) ভ্রাতাগন = ভ্রাতৃগন
72) বাল্মিকী = বাল্মীকি
73)  দোষণীয় = দূষণীয়
74)  গ্রামীন. = গ্রামীণ
75) পোষ্টমাষ্টার = পোস্টমাস্টার
76) ভাতুস্পুএ = ভ্রাতুষ্পুত্র
77)  নিক্কন = নিক্বণ
78) দ্বন্ধ = দ্বন্দ্ব
79) সম্বাদ = সংবাদ
80) সূচিপত্র =সুচিপত্র
#Collected
130🔥8🥰6👏6🎉1
আমার মতো।
আর কে কে আজকে জানছেন
GST মানে General Science and Technology
[এতোদিন জিএসটি অর্থ গুচ্ছ ভেবে আসা পাপী আমি] 🙂🙂💔
😁297😱296🥰3🤔2😢1
চবি শর্ট সিলেবাসের বাইরে বাংলা যেগুলো ইম্পরট্যান্ট -

✳️ বিড়াল (5★)
✳️ চাষার দুক্ষু (5★)
✳️ মাসি পিসি (3★)
✳️ জীবন ও বৃক্ষ (5★)
✳️ আহ্বান (3★)
✳️ জাদুঘরে কেন যাবো (3★)



✳️ বিভীষণের প্রতি মেঘনাদ (5★)
✳️ এই পৃথিবীতে এক স্থান আছে (5★)
✳️ আঠারো বছর বয়স (5★)
✳️ আমি কিংবদন্তির কথা বলছি (3★)
✳️ নুরুলদীনের কথা মনে পড়ে যায়(5★)
✳️ রক্তে আমার অনাদি অস্থি(5★)
✳️ লোক লোকান্তর (2★)


৫★ দেওয়া গুলো মারাত্মক গুরুত্বপূর্ণ। খুব ভালো করে পড়া লাগবে। বাকিগুলো ক্রমান্বয়ে কম গুরুত্বপূর্ণ। তবে পড়তে হবে। এখানে যেগুলো পড়া আবশ্যক সেগুলোই দেওয়া আছে।

Credit: admission_asistant
132🔥4😱3🥰2