🥰অলুক দ্বন্দ vs অলুক তৎপুরুষ vs অলুক বহুব্রীহি সমাস🥰
🩸অলুক দ্বন্দঃ এই সমাসের ক্ষেত্রে সমস্তপদের পূর্বপদ আর পরপদ দুটোর মধ্যেই বিভক্তি যুক্ত থাকে। যেমনঃ দেশে - বিদেশে, দুধে-পিঠে, আকাশে-বাতাসে। এখানে খেয়াল করুন উদাহরণ গুলোর পূর্বপদ আর পরপদে "এ" বিভক্তি যুক্ত থাকে।
🩸অলুক তৎপুরুষঃ এই সমাসের ক্ষেত্রে শুধুমাত্র পূর্বপদের সাথে বিভক্তি যুক্ত থাকে, পরপদ সিঙ্গেল থাকে তোমার মতো🙂। যেমনঃ তেলে-ভাজা,ঘোড়ার ডিম, খেলার মাঠ।
🩸 অলুক বহুব্রীহিঃ এটাও অলুক তৎপুরুষ সমাসের মতো। অর্থাৎ পূর্বপদে বিভক্তি থাকে, আর পরপদ বিভক্তি থাকেনা। যেমনঃ গায়ে-হলুদ,মুখে ভাত,কানে কলম।
এখন অনেকের মনে প্রশ্ন ভাইয়া অলুক তৎপুরুষ আর অলুক বহুব্রীহি তো একই রকম। তাহলে পরীক্ষায় আসলে চিনবো কেমনে?😒
শুনেন তাইলে, অলুক বহুব্রীহি এর উদাহরণ গুলোর দিকে তাকান। কি দেখলেন?🤔 অলুক বহুব্রীহির পূর্বপদটি মানুষের কোনো না কোনো অঙ্গের সাথে জড়িত থাকে।যেমনঃ কানে-কলম,মাথায় পাগড়ি।এখানে কান আর মাথা আমাদের শরীরের সাথে সম্পর্কিত। বিশ্বাস হয় না? বই খুলে এই ৩ টা টপিক এই শর্টকাটে মিলিয়ে দেখুন।
আর এভাবেই এই ৩টা সমাস নির্ণয় করবেন।
গুছিয়ে লিখতে পারছি কিনা জানিনা তবে চেষ্টা করেছি। তারপরও কেউ না বুঝলে কমেন্ট করুন।
🩸অলুক দ্বন্দঃ এই সমাসের ক্ষেত্রে সমস্তপদের পূর্বপদ আর পরপদ দুটোর মধ্যেই বিভক্তি যুক্ত থাকে। যেমনঃ দেশে - বিদেশে, দুধে-পিঠে, আকাশে-বাতাসে। এখানে খেয়াল করুন উদাহরণ গুলোর পূর্বপদ আর পরপদে "এ" বিভক্তি যুক্ত থাকে।
🩸অলুক তৎপুরুষঃ এই সমাসের ক্ষেত্রে শুধুমাত্র পূর্বপদের সাথে বিভক্তি যুক্ত থাকে, পরপদ সিঙ্গেল থাকে তোমার মতো🙂। যেমনঃ তেলে-ভাজা,ঘোড়ার ডিম, খেলার মাঠ।
🩸 অলুক বহুব্রীহিঃ এটাও অলুক তৎপুরুষ সমাসের মতো। অর্থাৎ পূর্বপদে বিভক্তি থাকে, আর পরপদ বিভক্তি থাকেনা। যেমনঃ গায়ে-হলুদ,মুখে ভাত,কানে কলম।
এখন অনেকের মনে প্রশ্ন ভাইয়া অলুক তৎপুরুষ আর অলুক বহুব্রীহি তো একই রকম। তাহলে পরীক্ষায় আসলে চিনবো কেমনে?😒
শুনেন তাইলে, অলুক বহুব্রীহি এর উদাহরণ গুলোর দিকে তাকান। কি দেখলেন?🤔 অলুক বহুব্রীহির পূর্বপদটি মানুষের কোনো না কোনো অঙ্গের সাথে জড়িত থাকে।যেমনঃ কানে-কলম,মাথায় পাগড়ি।এখানে কান আর মাথা আমাদের শরীরের সাথে সম্পর্কিত। বিশ্বাস হয় না? বই খুলে এই ৩ টা টপিক এই শর্টকাটে মিলিয়ে দেখুন।
আর এভাবেই এই ৩টা সমাস নির্ণয় করবেন।
গুছিয়ে লিখতে পারছি কিনা জানিনা তবে চেষ্টা করেছি। তারপরও কেউ না বুঝলে কমেন্ট করুন।
❤106😱31🥰8🔥5👏4😁1
কোনটি অলুক বহুব্রীহি সমাস?
Anonymous Quiz
10%
ছেলে-মেয়ে
8%
সত্য-মিথ্যা
23%
সোনার - বাংলা
59%
পায়ে-বেড়ি
❤26🔥10😱8🥰2
প্রত্যেকটি শর্টকাটে কিছু ব্যতিক্রম (বেদ্দপ) থাকে...
নিচে এরকম দুটি বেদ্দপের নাম লিখে দিলাম...
১. হাতের-ময়লা
২.চোখের-বালি
এগুলা দেখে অলুক বহুব্রীহি মনে হলেও এরা অলুক তৎপুরুষ.... এই ২ টা একটু কষ্ট করে মনে রাখুন।
নিচে এরকম দুটি বেদ্দপের নাম লিখে দিলাম...
১. হাতের-ময়লা
২.চোখের-বালি
এগুলা দেখে অলুক বহুব্রীহি মনে হলেও এরা অলুক তৎপুরুষ.... এই ২ টা একটু কষ্ট করে মনে রাখুন।
❤72🥰15😁10🔥4👏4🤔1
❤22🤔7👏2
❤21🥰3🤔3
❤19😢2😱1
😢20🔥5🤔5😱2
🔥19
😢15❤10🤔4🔥2🥰1👏1
❤15😢4🔥1🥰1
❤11🤔4👏2😁2🥰1
❤8😢4🔥2🤔2🥰1
❤22😱10😢4🥰1
স্কোর বলো...
কোন পোল বুঝতে সমস্যা হয়েছে জানাও?
প্র্যাকটিস করো বেশি বেশি।
সমাস নিয়ে আরো শর্টকাট আসতেছে😌
কোন পোল বুঝতে সমস্যা হয়েছে জানাও?
প্র্যাকটিস করো বেশি বেশি।
সমাস নিয়ে আরো শর্টকাট আসতেছে😌
❤35🥰6
এই বছর (২১-২২) BUP তে আসা বাংলা প্রশ্নগুলো থেকে পোল দিবো কি? কেবল সবার সম্মতি থাকলে তবেই পোল দিবো। সবাই কমেন্টে জানাও।
❤62🥰3
‘এবার আমি পরীক্ষায় ভালো করেছি’ কোন কালের উদাহারণ?
Anonymous Quiz
12%
সাধারণ অতীত
15%
পুরাঘটিত অতীত
59%
পুরাঘটিত বর্তমান
14%
ঘটমান বর্তমান
😱25😢17❤14🤔4🥰2
🤔27😢20❤8😱4
‘আম-কুড়ানো’ কোন সমাস?
Anonymous Quiz
50%
২য়া তৎপুরুষ
23%
৩য়া তৎপুরুষ
18%
৪র্থী তৎপুরুষ
10%
৬ষ্ঠী তৎপুরুষ
❤16👏3😱2
‘আমাদের একটি গল্প বলুন’। বাক্যে ‘আমাদের’ কোন কারকে কোন বিভক্তি?
Anonymous Quiz
37%
কর্তায় ৬ষ্ঠী
19%
অপাদানে ৭মী
34%
কর্মে ৬ষ্ঠী
10%
অধিকরনে ৭মী
🔥19😢12🥰4⚡2🎉2❤1👏1😁1
প্রত্যয় ও বিভক্তিহীন নাম পদ কে কী বলে?
Anonymous Quiz
16%
ধাতু
5%
প্রতিনাম
74%
প্রাতিপাদিক
6%
কৃদন্ত
❤17😱7🥰2
😢13❤12😱5