‘দুরন্ত’ থেকে ‘দুরন্তপনা’ কী ধরনের পদ পরিবর্তন?
Anonymous Quiz
38%
বিশেষ্য > বিশেষণ
54%
বিশেষন > বিশেষ্য
6%
সর্বনাম > বিশেষণ
1%
সর্বনাম > বিশেষ্য
❤24😢11😱2
‘একবিংশ’ হচ্ছে-
Anonymous Quiz
21%
গননাবাচক শব্দ
48%
পূরণবাচক শব্দ
20%
তারিখবাচক শব্দ
10%
সংখ্যাবাচক শব্দ
🤔34🥰10❤6😢4😁2
❤24😢13🤔11😱8
❤22😢5🥰2👏1😱1
😢33🔥16❤6🤔2😱2👏1
‘ ফেব্রুয়ারী ১৯৬৯’ কবিতায় কোন ভাষাশহীদের কথা বলা হয়েছে?
Anonymous Quiz
76%
সালাম, বরকত
11%
রফিক,জাব্বার
11%
সালাম, জাব্বার
2%
জাব্বার,শফিউর
❤24🥰2😁2
নিচের কোনগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?
Anonymous Quiz
17%
নিক্কণ, সূচগ্র, অনুর্ধ্ব
14%
অনুর্বর, উর্ধ্বগামী, শুদ্ধাশুদ্ধি
55%
ভূরিভূরি, ভূঁড়িওয়ালা,মাতৃভাসা
14%
রানি, বিকিরণ,দুরতিক্রমা
❤20😱10😢7
১৯৫৭ সালে সিকান্দার আবুজাফরের সম্পাদনায় প্রকাশিত হয় বিখ্যাত....... পত্রিকা।
Anonymous Quiz
17%
দিক-দর্শন
31%
সমকাল
41%
সমাচার দর্পন
11%
সবুজপত্র
😢32❤20🥰2😱1
‘গড্ডালিকা প্রবাহ’ বাগধারায় ‘গড্ডল’ শব্দের অর্থ কী?
Anonymous Quiz
31%
স্রোত
37%
ভেড়া
24%
একত্র
9%
ভাসা
🤔28❤13😢12😁4
‘মানানসই ’ শব্দের ‘সই’ কোনধরনের প্রত্যয়?
Anonymous Quiz
19%
বাংলা কৃৎ প্রত্যয়
37%
বাংলা তদ্ধিতপ্রত্যয়
23%
সংস্কৃত তদ্ধিতপ্রত্যয়
21%
বিদেশী প্রত্যয়
🤔25👏9😢8❤5
‘জীজিবিষা’ শব্দের অর্থ কি?
Anonymous Quiz
11%
জবিননাশের ইচ্ছা
41%
বেচে থাকার ইচ্ছা
38%
জীবনকে জানার ইচ্ছা
9%
জীবন-জীবিকার পথ
😱25😢21❤10🔥3
❤26😢6
কবি কায়কোবাদ রচিত ‘মহাশ্মশান’ কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিলো-
Anonymous Quiz
11%
পলাশীর যুদ্ধ
53%
তৃতীয় পানিপথের যুদ্ধ
18%
সিপাহী বিদ্রোহ
17%
ছিয়াত্তরের মন্বন্তর
😢21🔥16❤6😱1
BUP ( FASS) প্রশ্ন সলভ শেষ হলো। প্র্যাক্টিস করো। আশাকরি কাজে দিবে।
❤56🤩4🔥2
Cu তে সেকেন্ড টাইম নেই। পরীক্ষা ফুল সিলেবাসে হবে তবে শর্ট সিলেবাসকে প্রাধান্য দেওয়া হবে।
সোর্সঃ দি ডেইলি ক্যাম্পাস।
সোর্সঃ দি ডেইলি ক্যাম্পাস।
😢50❤20🔥6🤔2
বাংলা ২য় পত্রের উপর ৩০ নম্বরের একটা মেগা এক্সাম নিতে চাই। কবে দিতে পারবে? পরীক্ষা টেস্টমুজে( testmoze) এ হবে। সবার মতামত আশা করছি।
❤12
উপমান vs উপমিত vs রূপক কর্মধারয় সমাস।
🩸উপমানঃ উপমান মানে সত্যি কথা। এটুকু মনে রাখলেই শেষ। উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করি। যেমনঃ কাজলকালোঃ- কাজলের রঙ কালো। সুতরাং এটা সত্যি কথা।
তুষারশুভ্রঃ তুষারের রঙ সাদা মানে শুভ্র। এটাও সত্যি।
রক্তলাল- রক্তের রঙ লাল..এটাও সত্যি। বই থেকে দেখে বাকি উদাহরণ গুলো মিলাও।
🩸উপমিতঃ উপমিত এর শেষে মিত আছে। মিত দিয়ে মনে রাখবা মিথ্যা কথা। উদাহরণ দি।
সিংহপুরুষঃ মানুষকি সিংহের মতো? অবশ্যই না। সুতরাং এটা মিথ্যা কথা।
চন্দ্রমুখঃ মুখ কি চাঁদের মতো হয়? এটাও মিথ্যা কথা।
ফুলকুমারি - মেয়েরা কি ফুলের মতো হয়?😑...তাও না। মিথ্যা কথা।
বাকি উদাহরণ গুলো বই দেখে মিলাও।
🩸রূপকঃ রুপকের পূর্বপদ আর পরপদের মধ্যে যেকোনো একটা পদ চোখে দেখা যায় আর অন্য পদটি চোখে দেখা যায় না। উদাহরণ দিয়ে ক্লিয়ার করি।
জীবনতরীঃ জীবন চোখে দেখা যায় না। কিন্তু তরী মানে নৌকা চোখে দেখা যায়।
মনমাঝি- মন দেখা যায় না কিন্তু মাঝি দেখা যায়।
প্রাণপাখিঃ প্রাণ চোখে দেখা যায় না কিন্তু পাখি চোখে দেখা যায়।
এভাবে এই শর্টকাট দিয়ে বই থেকে সকল উদাহরণ সলভ করে ফেলো😉
আর হ্যাঁ আমার জন্য দোয়া কইরো🥺
🩸উপমানঃ উপমান মানে সত্যি কথা। এটুকু মনে রাখলেই শেষ। উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করি। যেমনঃ কাজলকালোঃ- কাজলের রঙ কালো। সুতরাং এটা সত্যি কথা।
তুষারশুভ্রঃ তুষারের রঙ সাদা মানে শুভ্র। এটাও সত্যি।
রক্তলাল- রক্তের রঙ লাল..এটাও সত্যি। বই থেকে দেখে বাকি উদাহরণ গুলো মিলাও।
🩸উপমিতঃ উপমিত এর শেষে মিত আছে। মিত দিয়ে মনে রাখবা মিথ্যা কথা। উদাহরণ দি।
সিংহপুরুষঃ মানুষকি সিংহের মতো? অবশ্যই না। সুতরাং এটা মিথ্যা কথা।
চন্দ্রমুখঃ মুখ কি চাঁদের মতো হয়? এটাও মিথ্যা কথা।
ফুলকুমারি - মেয়েরা কি ফুলের মতো হয়?😑...তাও না। মিথ্যা কথা।
বাকি উদাহরণ গুলো বই দেখে মিলাও।
🩸রূপকঃ রুপকের পূর্বপদ আর পরপদের মধ্যে যেকোনো একটা পদ চোখে দেখা যায় আর অন্য পদটি চোখে দেখা যায় না। উদাহরণ দিয়ে ক্লিয়ার করি।
জীবনতরীঃ জীবন চোখে দেখা যায় না। কিন্তু তরী মানে নৌকা চোখে দেখা যায়।
মনমাঝি- মন দেখা যায় না কিন্তু মাঝি দেখা যায়।
প্রাণপাখিঃ প্রাণ চোখে দেখা যায় না কিন্তু পাখি চোখে দেখা যায়।
এভাবে এই শর্টকাট দিয়ে বই থেকে সকল উদাহরণ সলভ করে ফেলো😉
আর হ্যাঁ আমার জন্য দোয়া কইরো🥺
❤190😱12🔥10🤔3
❤21😢17🥰2👏2😱1
❤14😢4🤩4😱2
😢18🤩8❤3🥰2