Cu তে সেকেন্ড টাইম নেই। পরীক্ষা ফুল সিলেবাসে হবে তবে শর্ট সিলেবাসকে প্রাধান্য দেওয়া হবে।
সোর্সঃ দি ডেইলি ক্যাম্পাস।
সোর্সঃ দি ডেইলি ক্যাম্পাস।
😢50❤20🔥6🤔2
বাংলা ২য় পত্রের উপর ৩০ নম্বরের একটা মেগা এক্সাম নিতে চাই। কবে দিতে পারবে? পরীক্ষা টেস্টমুজে( testmoze) এ হবে। সবার মতামত আশা করছি।
❤12
উপমান vs উপমিত vs রূপক কর্মধারয় সমাস।
🩸উপমানঃ উপমান মানে সত্যি কথা। এটুকু মনে রাখলেই শেষ। উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করি। যেমনঃ কাজলকালোঃ- কাজলের রঙ কালো। সুতরাং এটা সত্যি কথা।
তুষারশুভ্রঃ তুষারের রঙ সাদা মানে শুভ্র। এটাও সত্যি।
রক্তলাল- রক্তের রঙ লাল..এটাও সত্যি। বই থেকে দেখে বাকি উদাহরণ গুলো মিলাও।
🩸উপমিতঃ উপমিত এর শেষে মিত আছে। মিত দিয়ে মনে রাখবা মিথ্যা কথা। উদাহরণ দি।
সিংহপুরুষঃ মানুষকি সিংহের মতো? অবশ্যই না। সুতরাং এটা মিথ্যা কথা।
চন্দ্রমুখঃ মুখ কি চাঁদের মতো হয়? এটাও মিথ্যা কথা।
ফুলকুমারি - মেয়েরা কি ফুলের মতো হয়?😑...তাও না। মিথ্যা কথা।
বাকি উদাহরণ গুলো বই দেখে মিলাও।
🩸রূপকঃ রুপকের পূর্বপদ আর পরপদের মধ্যে যেকোনো একটা পদ চোখে দেখা যায় আর অন্য পদটি চোখে দেখা যায় না। উদাহরণ দিয়ে ক্লিয়ার করি।
জীবনতরীঃ জীবন চোখে দেখা যায় না। কিন্তু তরী মানে নৌকা চোখে দেখা যায়।
মনমাঝি- মন দেখা যায় না কিন্তু মাঝি দেখা যায়।
প্রাণপাখিঃ প্রাণ চোখে দেখা যায় না কিন্তু পাখি চোখে দেখা যায়।
এভাবে এই শর্টকাট দিয়ে বই থেকে সকল উদাহরণ সলভ করে ফেলো😉
আর হ্যাঁ আমার জন্য দোয়া কইরো🥺
🩸উপমানঃ উপমান মানে সত্যি কথা। এটুকু মনে রাখলেই শেষ। উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করি। যেমনঃ কাজলকালোঃ- কাজলের রঙ কালো। সুতরাং এটা সত্যি কথা।
তুষারশুভ্রঃ তুষারের রঙ সাদা মানে শুভ্র। এটাও সত্যি।
রক্তলাল- রক্তের রঙ লাল..এটাও সত্যি। বই থেকে দেখে বাকি উদাহরণ গুলো মিলাও।
🩸উপমিতঃ উপমিত এর শেষে মিত আছে। মিত দিয়ে মনে রাখবা মিথ্যা কথা। উদাহরণ দি।
সিংহপুরুষঃ মানুষকি সিংহের মতো? অবশ্যই না। সুতরাং এটা মিথ্যা কথা।
চন্দ্রমুখঃ মুখ কি চাঁদের মতো হয়? এটাও মিথ্যা কথা।
ফুলকুমারি - মেয়েরা কি ফুলের মতো হয়?😑...তাও না। মিথ্যা কথা।
বাকি উদাহরণ গুলো বই দেখে মিলাও।
🩸রূপকঃ রুপকের পূর্বপদ আর পরপদের মধ্যে যেকোনো একটা পদ চোখে দেখা যায় আর অন্য পদটি চোখে দেখা যায় না। উদাহরণ দিয়ে ক্লিয়ার করি।
জীবনতরীঃ জীবন চোখে দেখা যায় না। কিন্তু তরী মানে নৌকা চোখে দেখা যায়।
মনমাঝি- মন দেখা যায় না কিন্তু মাঝি দেখা যায়।
প্রাণপাখিঃ প্রাণ চোখে দেখা যায় না কিন্তু পাখি চোখে দেখা যায়।
এভাবে এই শর্টকাট দিয়ে বই থেকে সকল উদাহরণ সলভ করে ফেলো😉
আর হ্যাঁ আমার জন্য দোয়া কইরো🥺
❤190😱12🔥10🤔3
❤21😢17🥰2👏2😱1
❤14😢4🤩4😱2
😢18🤩8❤3🥰2
😢20❤15🥰3😱2🤩2🔥1
😢16❤4🥰1
😢10🔥6❤3😱3🤔1
❤10😢4⚡1🥰1😱1
❤16😢5🔥3🥰1🤔1
😱15😢8🥰3
❤9🥰6🔥5😢3
উপরের শর্টকাট না পড়ে কেউ পোলের আন্সার করবা না।
যারা ভুল করেছো তাদের ভুলটা কোন জায়গায়? কোনটা বুঝতে সমস্যা হচ্ছে?
১০ এ কে কত পাইছো?
যারা ভুল করেছো তাদের ভুলটা কোন জায়গায়? কোনটা বুঝতে সমস্যা হচ্ছে?
১০ এ কে কত পাইছো?
❤55🤩8🥰5
❤18😱9🥰6🤔4😢3👏2
❤11🥰2🤔1😱1😢1
😢13❤10🔥7🥰2
❤14😢6🥰4👏2
❤14😢6😱4🥰1
সমাসের ৬ টা টপিক দিলাম আজ। সবাই আরো একবার এগুলো দেখে নাও। আজকে আর শর্টকাট দিবো না। ওই ৬ টপিকের উপর পোল হবে আজকে যেকোনো সময়।
❤37