😢12❤2🥰2🔥1
হলুদবাটা শব্দের ব্যাসবাক্য-
Anonymous Quiz
7%
হলদে বাটা
48%
হলুদকে বাটা
35%
বাটা যে হলুদ
10%
বাটা হয় যে হলুদ
😢10❤8🫡1
প্রাণভয়ের ব্যাসবাক্য হবে-
Anonymous Quiz
5%
প্রান ও ভয়
51%
প্রাণের ভয়
42%
প্রাণ যাওয়ার ভয়।
2%
ভয়ের প্রাণ
😢18🤔3🔥1
🩸দ্বিগু vs সংখ্যাবাচক বহুব্রীহি🩸
পূর্বপদ যদি সংখ্যাবাচক হয় তখন থাকে দ্বিগু আর সংখ্যাবাচক বহুব্রীহি বলে।
🩸সংখ্যাবাচক বহুব্রীহিঃ বহুব্রীহি মানে বলে একটা বুঝাই আরেকটা। এগুলোর উদাহরণ নির্দিষ্ট। অর্থাৎ পরীক্ষায় আসলে এগুলোর ভিতর থেকে আসে না হলে আসেই না। যেমনঃ
* তেপায়া- এখানে তেপায়া বলতে তিন পা বুঝায় নি। তিন পা ওয়ালা টেবিলকে বুঝিয়েছে। অর্থাৎ বলে একটা বুঝায় আরেকটা।
* চৌকাঠঃ চৌকাঠ মানে চার কাঠ বুঝায় নি। বুঝিয়েছে সীমানা। (তোকে যাতে আমি আমার বাড়ির চৌকাঠেও না দেখি🙂)। এখানেও বলেছে একটা বুঝিয়েছে আরেকটা।
*সেতারা- সেতারা বলতে তিনটি তারকে বুঝায় না,,সেতার বলতে একটা বাদ্যযন্ত্রকে বুঝিয়েছে। এখানেও বলেছে একটা বুঝিয়েছে আরেকটা।
*দশঅাননঃ দশঅানন মানে দশটি মাথা। আর দশ মাথা দ্বারা রাবণকে বুঝিয়েছে। এখানেও বলেছে একটা বুঝিয়েছে আরেকটা।
*দশভুজাঃ দশভুজা মানে দশ বাহু। যা দ্বারা দেবী দূর্গাকে বুঝিয়েছে। এখানেও বলেছে একটা বুঝিয়েছে আরেকটা।
*বারোহাতিঃ বারোটা হাতিকে বুঝায় নি। বুঝিয়েছে মেয়েদের শাড়িকে।
*দোনলাঃ দুই নল থাকে বন্দুকে। বন্দুককে বুঝিয়েছে।
*চৌবাচ্চাঃ মানে কি চারটা বাচ্চা?🙂 না। চৌবাচ্চা মানে পানি ধরার পাত্র।
*চৌচালাঃ চারটি চাল আছে এমন ঘর কে বুঝাই। এখানেও বলে একটা বুঝায় আরেকটা।
*দশগজিঃ এটা হচ্ছে রাজমিস্ত্রীদের একটা যন্ত্রকে বুঝিয়েছে,এটি দ্বারা ধুতিকেও বুঝানো হয়।
উপরের সবগুলো উদাহরণ সংখ্যাবাচক বহুব্রীহির। খেয়াল করে দেখো উদাহরণগুলোতে বলেছে একটা কিন্তু বুঝিয়েছে অন্য জিনিসকে।নিচে কিছু সংখ্যাবাচক বহুব্রীহি মনে রাখার একটা নেমোনিক দিচ্ছিঃ
🩸পঞ্চগড়ের পঞ্চানন চৌচালা ঘরের চৌকাঠের নিকট তেপায়াতে বসে সেতারা বাজিয়ে তার বন্ধু দশাননের বাচ্চাকে মিস করে। ( ৩ বার পড়লে মুখস্থ হয়ে যাবে)
সংখ্যাবাচক বহুব্রীহি টাই মনে রাখো। এগুলা বাদে বাদবাকি সব দ্বিগু। ওইটা আর মনে রাখার দরকার নাই।
পূর্বপদ যদি সংখ্যাবাচক হয় তখন থাকে দ্বিগু আর সংখ্যাবাচক বহুব্রীহি বলে।
🩸সংখ্যাবাচক বহুব্রীহিঃ বহুব্রীহি মানে বলে একটা বুঝাই আরেকটা। এগুলোর উদাহরণ নির্দিষ্ট। অর্থাৎ পরীক্ষায় আসলে এগুলোর ভিতর থেকে আসে না হলে আসেই না। যেমনঃ
* তেপায়া- এখানে তেপায়া বলতে তিন পা বুঝায় নি। তিন পা ওয়ালা টেবিলকে বুঝিয়েছে। অর্থাৎ বলে একটা বুঝায় আরেকটা।
* চৌকাঠঃ চৌকাঠ মানে চার কাঠ বুঝায় নি। বুঝিয়েছে সীমানা। (তোকে যাতে আমি আমার বাড়ির চৌকাঠেও না দেখি🙂)। এখানেও বলেছে একটা বুঝিয়েছে আরেকটা।
*সেতারা- সেতারা বলতে তিনটি তারকে বুঝায় না,,সেতার বলতে একটা বাদ্যযন্ত্রকে বুঝিয়েছে। এখানেও বলেছে একটা বুঝিয়েছে আরেকটা।
*দশঅাননঃ দশঅানন মানে দশটি মাথা। আর দশ মাথা দ্বারা রাবণকে বুঝিয়েছে। এখানেও বলেছে একটা বুঝিয়েছে আরেকটা।
*দশভুজাঃ দশভুজা মানে দশ বাহু। যা দ্বারা দেবী দূর্গাকে বুঝিয়েছে। এখানেও বলেছে একটা বুঝিয়েছে আরেকটা।
*বারোহাতিঃ বারোটা হাতিকে বুঝায় নি। বুঝিয়েছে মেয়েদের শাড়িকে।
*দোনলাঃ দুই নল থাকে বন্দুকে। বন্দুককে বুঝিয়েছে।
*চৌবাচ্চাঃ মানে কি চারটা বাচ্চা?🙂 না। চৌবাচ্চা মানে পানি ধরার পাত্র।
*চৌচালাঃ চারটি চাল আছে এমন ঘর কে বুঝাই। এখানেও বলে একটা বুঝায় আরেকটা।
*দশগজিঃ এটা হচ্ছে রাজমিস্ত্রীদের একটা যন্ত্রকে বুঝিয়েছে,এটি দ্বারা ধুতিকেও বুঝানো হয়।
উপরের সবগুলো উদাহরণ সংখ্যাবাচক বহুব্রীহির। খেয়াল করে দেখো উদাহরণগুলোতে বলেছে একটা কিন্তু বুঝিয়েছে অন্য জিনিসকে।নিচে কিছু সংখ্যাবাচক বহুব্রীহি মনে রাখার একটা নেমোনিক দিচ্ছিঃ
🩸পঞ্চগড়ের পঞ্চানন চৌচালা ঘরের চৌকাঠের নিকট তেপায়াতে বসে সেতারা বাজিয়ে তার বন্ধু দশাননের বাচ্চাকে মিস করে। ( ৩ বার পড়লে মুখস্থ হয়ে যাবে)
সংখ্যাবাচক বহুব্রীহি টাই মনে রাখো। এগুলা বাদে বাদবাকি সব দ্বিগু। ওইটা আর মনে রাখার দরকার নাই।
❤74🔥17🥰5😢3😱2⚡1😍1
একদম বেসিকটাই বুঝালাম।শর্টকাট ছিলো কিন্তু ওইটা দিলাম না। কারণ ওইটা দিলে মাঝেমধ্যে ভুল হয়ে থাকে। এটা কি খুব কঠিন লেগেছে?
❤31🔥1
Bangla Phobia।Exam Mate pinned «🩸দ্বিগু vs সংখ্যাবাচক বহুব্রীহি🩸 পূর্বপদ যদি সংখ্যাবাচক হয় তখন থাকে দ্বিগু আর সংখ্যাবাচক বহুব্রীহি বলে। 🩸সংখ্যাবাচক বহুব্রীহিঃ বহুব্রীহি মানে বলে একটা বুঝাই আরেকটা। এগুলোর উদাহরণ নির্দিষ্ট। অর্থাৎ পরীক্ষায় আসলে এগুলোর ভিতর থেকে আসে না হলে আসেই না। যেমনঃ…»
Bangla Phobia।Exam Mate pinned «উপমান vs উপমিত vs রূপক কর্মধারয় সমাস। 🩸উপমানঃ উপমান মানে সত্যি কথা। এটুকু মনে রাখলেই শেষ। উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করি। যেমনঃ কাজলকালোঃ- কাজলের রঙ কালো। সুতরাং এটা সত্যি কথা। তুষারশুভ্রঃ তুষারের রঙ সাদা মানে শুভ্র। এটাও সত্যি। রক্তলাল- রক্তের রঙ লাল..এটাও…»
Bangla Phobia।Exam Mate pinned «🥰অলুক দ্বন্দ vs অলুক তৎপুরুষ vs অলুক বহুব্রীহি সমাস🥰 🩸অলুক দ্বন্দঃ এই সমাসের ক্ষেত্রে সমস্তপদের পূর্বপদ আর পরপদ দুটোর মধ্যেই বিভক্তি যুক্ত থাকে। যেমনঃ দেশে - বিদেশে, দুধে-পিঠে, আকাশে-বাতাসে। এখানে খেয়াল করুন উদাহরণ গুলোর পূর্বপদ আর পরপদে "এ" বিভক্তি যুক্ত…»
❤6🔥3😱2
🔥1😢1
❤7😢1
❤5🤔2
❤6😢4
❤4😱3
🤔7❤3😢3
🤔8👏3❤2
❤3
এত ক্লিয়ার করে বুঝাইলাম৷ তাও পোলাপান ভুল কেন করে😑।
কার কয়টা হয়েছে?
কার কয়টা হয়েছে?
❤20😢11🤔1