কোন শব্দটি দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত ?
Anonymous Quiz
15%
দেশান্তর
68%
তেপান্তর
11%
লোকান্তর
6%
গ্রামান্তর
❤12🥰6😢5🤔2
‘নিশীথ রাতে বাজছে বাঁশি’ — নিশীথ কোন পদ ?
Anonymous Quiz
64%
বিশেষণ
22%
বিশেষ্য
14%
ক্রিয়া বিশেষণ
0%
ক্রিয়া
❤17😢7🔥3🥰2
মনে পড়ে সেই জৈষ্ঠ্যের দুপুরে পাঠশালা পলায়ন’ — পাঠশালা কোন কারকে কোন বিভক্তি ?
Anonymous Quiz
60%
অপাদানে শূন্য
13%
কর্মে তৃতীয়
20%
করণে শূণ্য
7%
কর্তৃ কারকে শূণ্য
❤12😱6🥰2
"যে নারীর স্বামী ও পুত্র নাই" এক কথায় কি বলে?
Anonymous Quiz
37%
অনূঢ়া
46%
অবীরা
9%
নাবোড়া
8%
কুমারী
😢15❤9😱3🥰2
❤16🥰5🔥4😢3
❤15🥰2
❤9😱6🔥2👏1
তোমার দ্বারা এ কাজ হবে না। কোন বাচ্য?
Anonymous Quiz
28%
কর্মবাচ্য
30%
কর্মকতৃবাচ্য
29%
ভাববাচ্য
13%
কতৃবাচ্য
😢6❤5😱3🔥2
❤15🤔10😢5🥰1
ওকে। শোনো। প্রশ্নে তোমাকে একটা বাক্য দিবে। দিয়ে জানতে চাইবে কোন বাচ্য। কিভাবে চিনব?
১) বাক্যটাকে ‘কি’ দিয়ে প্রশ্ন করবো। যদি কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাহলে ২ টা বাচ্য হতে পারে। হয় কতৃবাচ্য হবে অথবা কর্মকতৃবাচ্য হবে। এখন কিভাবে বুঝবো কোনটা কতৃবাচ্য আর কোনটা কর্মকতৃবাচ্য। যদি কর্তা থাকে তাহলে কতৃ বাচ্য। আর কর্তা না থাকলে কর্মকতৃ বাচ্য।
যেমন:
তুলি ফুল তুলে। এখানে কি দ্বারা প্রশ্ন করো আগে। তুলি কি তুলে? উত্তর হয় ফুল। তাহলে বুঝতে পারলাম এটা হয় কতৃবাচ্য হবে নতুবা কর্মকতৃবাচ্য। বাট দেখো এখানে তুলি হলো কর্তা। মানে কর্তা আছে। সুতরাং এটা হলো কতৃবাচ্য।
এবার আরেকটা বাক্য। যেমন আলো জ্বলে ওঠলো।
কি দ্বারা প্রশ্ন করো। কি জ্বলে ওঠলো? উত্তর আলো। বাট কোনো কর্তা আছে? নেই। তাহলে এটা কর্মকতৃবাচ্য।
এটুকু ক্লিয়ার?
১) বাক্যটাকে ‘কি’ দিয়ে প্রশ্ন করবো। যদি কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাহলে ২ টা বাচ্য হতে পারে। হয় কতৃবাচ্য হবে অথবা কর্মকতৃবাচ্য হবে। এখন কিভাবে বুঝবো কোনটা কতৃবাচ্য আর কোনটা কর্মকতৃবাচ্য। যদি কর্তা থাকে তাহলে কতৃ বাচ্য। আর কর্তা না থাকলে কর্মকতৃ বাচ্য।
যেমন:
তুলি ফুল তুলে। এখানে কি দ্বারা প্রশ্ন করো আগে। তুলি কি তুলে? উত্তর হয় ফুল। তাহলে বুঝতে পারলাম এটা হয় কতৃবাচ্য হবে নতুবা কর্মকতৃবাচ্য। বাট দেখো এখানে তুলি হলো কর্তা। মানে কর্তা আছে। সুতরাং এটা হলো কতৃবাচ্য।
এবার আরেকটা বাক্য। যেমন আলো জ্বলে ওঠলো।
কি দ্বারা প্রশ্ন করো। কি জ্বলে ওঠলো? উত্তর আলো। বাট কোনো কর্তা আছে? নেই। তাহলে এটা কর্মকতৃবাচ্য।
এটুকু ক্লিয়ার?
❤230🔥16👏12🥰2
আঁকাশে মেঘ করিয়াছে’ কোন বাচ্চের উদাহরন?
[JnU:17-18]
[JnU:17-18]
Anonymous Quiz
19%
ভাববাচ্চের
20%
কতৃবাচ্চের
61%
কর্ম-কতৃবাচ্যের
🥰30❤7🔥2👏2😢2
Bangla Phobia।Exam Mate
আঁকাশে মেঘ করিয়াছে’ কোন বাচ্চের উদাহরন?
[JnU:17-18]
[JnU:17-18]
যারা ভুল করলো তাদের ভর্চুয়াল থাপ্পড়।
🤩83😢23👏10🔥5❤1🥰1😱1🤣1
এবার আসো কর্মবাচ্য। এটা চেনার সহজ টেকনিক হলো ‘দ্বারা, দিয়া, কতৃক থাকবে’।
যেমন : আমার দ্বারা এ কাজ হবে না।
দস্যুদল কতৃক গমহ লুন্ঠিত হয়েছে।
বুঝছো?
যেমন : আমার দ্বারা এ কাজ হবে না।
দস্যুদল কতৃক গমহ লুন্ঠিত হয়েছে।
বুঝছো?
❤94🥰8🔥3👏3😢1