আঁকাশে মেঘ করিয়াছে’ কোন বাচ্চের উদাহরন?
[JnU:17-18]
[JnU:17-18]
Anonymous Quiz
19%
ভাববাচ্চের
20%
কতৃবাচ্চের
61%
কর্ম-কতৃবাচ্যের
🥰30❤7🔥2👏2😢2
Bangla Phobia।Exam Mate
আঁকাশে মেঘ করিয়াছে’ কোন বাচ্চের উদাহরন?
[JnU:17-18]
[JnU:17-18]
যারা ভুল করলো তাদের ভর্চুয়াল থাপ্পড়।
🤩83😢23👏10🔥5❤1🥰1😱1🤣1
এবার আসো কর্মবাচ্য। এটা চেনার সহজ টেকনিক হলো ‘দ্বারা, দিয়া, কতৃক থাকবে’।
যেমন : আমার দ্বারা এ কাজ হবে না।
দস্যুদল কতৃক গমহ লুন্ঠিত হয়েছে।
বুঝছো?
যেমন : আমার দ্বারা এ কাজ হবে না।
দস্যুদল কতৃক গমহ লুন্ঠিত হয়েছে।
বুঝছো?
❤94🥰8🔥3👏3😢1
বাকি থাকে ভাব বাচ্য। এ ধরনের বাচ্য চেনার উপায় হলো বাক্যগুলোতে জোর দেওয়া হয়েছে এধরনের কথা থাকবে। যেমন তোমার সেখান যাওয়া হোক। এবার একটি গান হোক। তোমার কবে আসা হবে।
এটা নিয়ে সবাই ইট্টু সমস্যায় পড়ে। বাট প্র্যাক্টিস করলে ঠিক হয়ে যাবে।
এটা নিয়ে সবাই ইট্টু সমস্যায় পড়ে। বাট প্র্যাক্টিস করলে ঠিক হয়ে যাবে।
❤50🔥2👏2🥰1
আমি বই খুজলাম অনেকক্ষণ। পেলাম না৷ তাই পোল দিতে পারছি না। নিজের প্র্যাক্টিস করে নিও বাসায়☹️
😢31🤔12❤1
Forwarded from GK Phobia। Exam Mate
নিয়মিত ই নেওয়া হচ্ছে পরীক্ষা। দেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ নোট। Varsity Mate 1.1 এ ভর্তি হওয়া শিক্ষার্থী রা পাচ্ছে আমার পক্ষ থেকে পূর্ণ সাপোর্ট। রাবি, জাবি, চবি র বিভাগ পরিবর্তন বা মানবিক বিভাগের জন্য ভর্তি হয়ে যাও এখনি..
পূর্বে অনুষ্ঠিত হওয়া পরীক্ষা গুলো দেওয়ার সুযোগ থাকবে
পূর্বে অনুষ্ঠিত হওয়া পরীক্ষা গুলো দেওয়ার সুযোগ থাকবে
🥰18❤6
‘নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা’ - রাস্তা শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
Anonymous Quiz
22%
কর্মে শুন্য
43%
অপাদানে শুন্য
8%
সম্প্রদানে শুন্য
27%
করণে শুন্য
❤13😢12🔥5😱4🥰1
❤25😱19😢11🥰6🔥3👏2
😢13❤9🥰4
🥰16❤6😢3🔥2