🤣41🔥17😢6❤5👏2🤔1
কবি আহসান হাবীব ১৯৬৪ সালে কোন পত্রিকার সাহিত্য সম্পাদক হিসেবে নিযুক্ত হন?
Anonymous Quiz
31%
দৈনিক বাংলা
40%
দৈনিক নবযুগ
14%
দৈনিক কর্ণফুলী
15%
দৈনিক মিল্লাত
🥰4❤2
সেকেন্ড টাইমাররা। দারুন কিছু আসতে যাচ্ছে! রেডি তো?
🔥19❤4👏2
এডমিশন যুদ্ধে কৌশলী হওয়া জরুরী। সেকেন্ড টাইমার যারা আছো আর ভাবছো সময় আছে কাল থেকে পড়বা, দেখবা ‘কাল’ টা আর আসবে না। যেহেতু প্রতিযোগিতামূলক পরীক্ষা সুতরাং লড়ায়'টা এগিয়ে থাকার। তুমি আজ থেকে পড়া শুরু করলে অন্যদের চেয়ে এগিয়ে থাকবা নিঃসন্দেহে। আর যাদের মনের মধ্যে এখনো হতাশা, ব্যর্থতা আরো হাবিযাবি যা যা আছে ভাই এক সাইডে রাখো। তোমাকে ফেইক মোটিভেশান দিয়ে কাজ নেই আমার। আমার কাজ তাদের সাথে যারা বিশ্বাসী, পরিশ্রমী, চান্স পেতে ইচ্ছুক। আর তুমি যদি পরিশ্রমী আর বিশ্বাসী হও তাহলে তোমার হাত Exam Mate ছাড়বে না যতক্ষণ না তুমি সফল হচ্ছো। সুতরাং চলো শুরু করি!
❤60🔥3
কাল থেকে আমি নিয়মিত বি সি এস এর সে অংশ গুলো থেকে পোল দিবো যেগুলো ভর্তি পরীক্ষায় আসে। শেষে থাকবে কোনোটা বুঝলে প্রশ্ন করার সুযোগ। আমি চেষ্টা করবো লিখে বুঝানোর। তাতেও না বুঝলে আমি ভিডিও বানিয়ে বিষয়টি বুঝিয়ে দিবো। এককথায় তোমাকে বুঝতে হবেই...
❤47🔥4🥰1
🥰9❤8❤🔥1😢1
Casual’ এর বাংলা পরিভাষা-
[জাবি(গ):১১-১২{সেট-১}]
[জাবি(গ):১১-১২{সেট-১}]
Anonymous Quiz
20%
দৈনন্দিন
59%
নৈমিত্তিক
12%
নিত্যপন্য
9%
অনিয়মিত
🥰12❤4👏1
' নদী তীরে বালি চিকচিক করছে ' এ বাক্যে ' চিকচিক ' --
Anonymous Quiz
8%
ক্রিয়া
44%
দ্বিরুক্ত শব্দ
26%
অনুকার অব্যয়
21%
ভাব বিশেষণ
😢15❤🔥4❤1🥰1🤔1
Bangla Phobia।Exam Mate
' নদী তীরে বালি চিকচিক করছে ' এ বাক্যে ' চিকচিক ' --
ব্যাখা:
খুব সহজ! দেখো আমরা বিশেষণ নির্ণয় করি কিভাবে? আমি শর্টকাট শিখিয়েছিলাম। জানি না মনে আছে কি না। আবার ছোট করে বলে দেই! এই যে ‘চিকচিক’ শব্দটাকে যদি কি বা কেমন দ্বারা প্রশ্ন করতে হবে। যদি কেমন দ্বারা প্রশ্ন করে উত্তর পায় তাহলে বিশেষন। আর কি দ্বারা উত্তর পেলে বিশেষ্য। বার তাহলে প্রশ্ন করো।
নদীর তীরে বালি কেমন করছে? চিকচিক।
তার মানে এটা বিশেষণ। তারমানে এটা বিশেষণ।
যারা বিশেষণ সম্পর্কে বিস্তারিত জানতে চাও তারা এই লিংকে ক্লিক করো
খুব সহজ! দেখো আমরা বিশেষণ নির্ণয় করি কিভাবে? আমি শর্টকাট শিখিয়েছিলাম। জানি না মনে আছে কি না। আবার ছোট করে বলে দেই! এই যে ‘চিকচিক’ শব্দটাকে যদি কি বা কেমন দ্বারা প্রশ্ন করতে হবে। যদি কেমন দ্বারা প্রশ্ন করে উত্তর পায় তাহলে বিশেষন। আর কি দ্বারা উত্তর পেলে বিশেষ্য। বার তাহলে প্রশ্ন করো।
নদীর তীরে বালি কেমন করছে? চিকচিক।
তার মানে এটা বিশেষণ। তারমানে এটা বিশেষণ।
যারা বিশেষণ সম্পর্কে বিস্তারিত জানতে চাও তারা এই লিংকে ক্লিক করো
❤16❤🔥5
নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত কোনটি?
Anonymous Quiz
69%
গো + অক্ষ = গবাক্ষ
11%
পৌ + অক = পাবক
9%
বি + অঙ্গ = বঙ্গ
10%
যতি + ইন্দ্র = যতীন্দ্র
❤6🔥3🥰2⚡1
❤7
নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত কোনটি?
Anonymous Quiz
83%
গো + অক্ষ = গবাক্ষ
7%
পৌ + অক = পাবক
5%
বি + অঙ্গ = বঙ্গ
6%
যতি + ইন্দ্র = যতীন্দ্র
🥰6👏1😢1
নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ?
Anonymous Quiz
16%
আমি কারও সাতেও নেই, সতেরোতেও নেই।
35%
আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
37%
তার দু’চোখ অশ্রুতে ভেসে গেল।
12%
সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম।
❤4🤔3⚡2👏2
নিচের কোনটি যৌগিক বাক্য?
Anonymous Quiz
15%
দোষ স্বীকার করলে তোমাকে শাস্তি দেওয়া হবে না।
6%
তিনি বেড়াতে এসে কেনাকাটা করলেন।
18%
মহৎ মানুষ বলে সবাই তাঁকে সম্মান করেন।
62%
ছেলেটি চঞ্চল তবে মেধাবী।
❤1🔥1😱1
ধ্বনি-পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ-বিপর্যয় এর দৃষ্টান্ত?
Anonymous Quiz
8%
রতন
32%
কবাট
56%
পিচাশ
5%
মুলুক
❤4🔥1
❤4💯1
😱3
কোনটি ‘জিগীষা’র সম্প্রসারিত প্রকাশ-
Anonymous Quiz
38%
জানিবার ইচ্ছা
34%
জয় করিবার ইচ্ছা
25%
হনন করিবার ইচ্ছা
3%
যুদ্ধ করিবার ইচ্ছা
🔥3🤔2👏1
❤2🥰1